নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রিয়তমেষু
তোমার ঢং দেখে আর বাঁচিনে
পাতালপুরীর পরীর মতন রূপে
তুমি নিরবে নিভৃতে
প্রচন্ড দেমাগে
গালে হাত দিয়ে বসে আছ
একাকিত্বই তোমার ভাললাগে
নিরবতা নির্জনতাই তোমার সাধনা
ঐ রূপের কি দাম আছে বল?
আমি যদি তাতে কৃষ্ণ ভ্রমর না হই
একাকি কিছু সৃষ্টি করে দেখাও তো দেখি প্রিয়তমা
পার কি না?
মাটিতে পা পরে না তোমার
কোন জনমের কৃষ্ণ লীলায়
প্রতিমা সেজে বসে আছো ?
বিষ্ণুর বাঁশিতে তুমি বধির তাই না?
তুমি কি জান ?
প্রতিমা প্রিয়তমেষু না
প্রিয়তমেষু দলিত পদ্ম
প্রেম কামনায় সাধনায় পরম সোহাগে
পরিপূর্ণ নারী এক
প্রেম আহবানে সারা দাও
নিজেকে ভেঙে চুড়ে কাব্য হও
দেখি তোমার রূপের সাধনা
হয় কি না?
চল প্রেমও কুঞ্জে হই উদাসী
আমি কৃষ্ণভ্রমর তুমি ফুল সূর্যমুখী ।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: prothom comment akjo bikkhato kobir? wow suvakamona thaklo
২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল।মন ছুঁয়ে গেল!!!
এক কথায় অসাধারণ!!!
+++++++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: dhonnobad badhonhara vai valothakben sobsomoy........prem chai nirmol pobitro
৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৮
রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: াল রাখবেন।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১
সেলিম আনোয়ার বলেছেন: ?????? ভালো থাকবেন শুভকামনা থাকলো।
৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯
অনীনদিতা বলেছেন: কবিতায় প্রেম প্রেম ঘ্রান
তিব্র ঘ্রান
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: আমিও তাই বলি......প্রেমের দেবীরা কোথায়?
শুভকামনা থাকলো....নিরন্তর।
৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০
রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর কবিতা ভাইয়া........
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ রহস্যময়ী..ভালো থাকবেন সবসময়।
৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কি পড়লামরে বাবা!!!!!!!! দারুন একটি মন কাড়া কবিতা !!!!!! সুন্দর,,,,,,,সুন্দর সেতো হতেই হবে,,,,,,,,,,,
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: আমার প্রেমের কবি তাই এই কোবতে খানি?
শুভকামনা ভালো থাকবেন সবসময়।
৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩
মাহবু১৫৪ বলেছেন: চরম
++++++++
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: আবার জিগায়
চরম সে তো হতেই হবে।
৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
তোমার ঢং দেখে আর বাঁচিনে
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী অথর্ব সে এত ঢং করে কেন?একটুও বুঝি না প্রেম ছাড়া কি আছে জীবনে? নাকি মিছা বললাম?
৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
টানিম বলেছেন: কবিতায় প্রেম প্রেম ঘ্রান
তীব্র ঘ্রান । যাই হোক, আপনার একটা গতি হলো বুঝি । আমার তো কেউ এখনও হলো না । আহহহহহহহ...
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: হবে হবে হতেই হবে।
শুভকামনা থাকলো।
১০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বিখ্যাত কবি?
হাসতেই আছি, হাসতেই আছি।।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: kobi hashir ke? apnar kobita ami khub like kori....tobey ami premer kobi.....haha digital premer kobi
১১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
একজন আরমান বলেছেন:
কান্ডারী অথর্ব বলেছেন:
তোমার ঢং দেখে আর বাঁচিনে
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: একজন আরমান বলেছেন:
কান্ডারী অথর্ব বলেছেন:
তোমার ঢং দেখে আর বাঁচিনে
selim anwar bolechhen i love you SHORNOKOMOL
১২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: বাহারি রঙ্গিন প্রেম আখ্যান
অভিনন্দন
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: poribesh bondhu bohudin por amar blogey khush amded...
dhonnobad shuvo kamona
১৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
এমনভাবে বলে আসেন যে চমকে, উল্টিয়ে পাল্টিয়ে ভয়ে দৌড়ে আসতে হয়
আমি তো ভাবছিলাম লগআউট হ্ওয়ার আগে এসে একবারে কয়েকটা পোস্ট পড়ে যাব, তা আর হতে দিলেন কৈ?!
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: suprio blogger chamkabo i to keno jey....surjomuki how na?
kobita pathey dhonnobad valo thakben sobshomoy
১৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫
ইখতামিন বলেছেন:
হাহাহ.
ভালো লাগা দিলাম.
আপতত এইটুকুই .
কালকে পড়বো
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগায় ধন্য হলাম।না পড়ে ভালো লাগা......?
সে কেন বুঝেনা?
১৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯
ভুল উচ্ছাস বলেছেন: হয়তো সে আরো বেটার কিছু নিয়েই ভাবছে। সুন্দর কবিতায় প্লাস।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি?আমার চেয়েও বেটার কিছু ইম্পসিবল....নিষ্চিৎ মরীচিকা্
শুবকামনা থাকলো ভালো থাকবেন সবসময়।
১৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: চল প্রেমও কুঞ্জে হই উদাসী
আমি কৃষ্ণভ্রমর তুমি ফুল সূর্যমুখী ।
বাহ প্রেম তো উছলে পড়ছে!! ++++
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: প্রেমিক আমি প্রেমতো উছলে পড়বেই
আসল কথা বলো.....
কবিতা পাঠে ধন্যবাদ
ভালো থাকবেন সবসময়।
১৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩
মাক্স বলেছেন: প্রেম কাব্য পড়তে maks হাজির।
ভালোলাগা জানিয়ে গেলাম!
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ মহান ব্লগার মাক্স....শুভকামনা থাকলো....
১৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২৫
রাইসুল নয়ন বলেছেন: প্রেমের মরা জলে ডোবে নাআআআআআআআ
দারুণ কবিতা ।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: sotti boltechhen......?ami hasher moto dighir kalo joley satratey chai....digital kobi morbo keney?
shuvo kamona..valo thakben sobshomoi
১৯| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৪
আশিক মাসুম বলেছেন: হাহাহা , গভির প্রেম খালি কাছে টানেনা গাছেও তোলে
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ami akhon gachhey na paharey........kia বাত হে ভাই..কেমন আছেন?
কবিতা পাঠে ধন্যবাদ আর শুভকামনা।
২০| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন: আশিক মাসুম বলেছেন: গভির প্রেম খালি কাছে টানেনা গাছেও তোলে।
পোস্টে ভালোলাগা রেখে গেলাম।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: লেখক বলেছেন: ami akhon gachhey na paharey........kia বাত হে ভাই..কেমন আছেন?কোথায় গাছে নাকি পাহাড়ে?
শুভকামনা থাকলো।
২১| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৫
ইখতামিন বলেছেন:
সেলিম ভাই!
কবিতা অনেক ভালো হয়েছে/ জানতাম, ভালো হবে। তাই অগ্রীম ভালো লাগা দিয়েছিলাম.
এই সব পেরেম টেরেম এখন আর মাথায় ধরে না।
প্রেম নামের কঠিন রোগে আক্রান্ত হয়েছেন, :#>
যা আপনাকে রীতিমত কবি বানিয়ে ছেড়েছে
তবে হারিয়ে যায় সেই সব দিনগুলি.
হারিয়ে যায় নীপবালিকার ভাবনাগুলো.
খুব বেশিদিন হয়নি, তবুও যেনো স্মৃতি...
কোথায় সেই শুকতারা, যা আজ ম্লান (!)
কোথায় তার সোনালী পাতার চিঠিগুলি
হয়তো সেগুলো ছিঁড়ে গেছে কর্ম্মকারদের হাতুড়ির পিটুনিতে.
___________________________________
অঃটঃ আপনার ব্লগে মনে হয় ইদানিং কাউকে কম দেখা যাচ্ছে
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সে একবার এসেছিলো নিরবে....একটু লজ্জা পায় তাই কমেন্ট করে না ..পাছে লোকে কিছু বলে!আমার প্রথম প্রেম এমি শনফিল্ড নামে এক এমেরিকান মেয়ে....আমরা কয়েকজন বন্ধু এক সঙ্গে কাজ করতাম...অন্যবন্ধুদের সঙ্গে এমি রীতিমত মারামারি করত একেবারে বন্ধুর মত আর আমার সামনে এলে কেমন যেন কুচকে যেত...লাজুক লাজুক ভা্ব আসতো...সে মানুষ থেকে একটা মেয়েতে পরিণত হত...মেয়েরা সবসময়ই আমার প্রেমে পড়ে এমনকি বিদেশীনিও কেমন চিজ আমি বুঝেন?
শুভকামনা থাকলো।
২২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১২
আমি সাজিদ বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম
ভালো থাকবেন।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম।
নিরন্তর শুভকামনা থাকলো।
২৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯
হাসি .. বলেছেন: তোমার ঢং দেখে আর বাঁচিনে
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: চল প্রেমও কুঞ্জে হই উদাসী
আমি কৃষ্ণভ্রমর তুমি ফুল সূর্যমুখী ।
শুভকামনা থাকলো।
২৪| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
অদৃশ্য বলেছেন:
বেশ লাগলো লিখাটি
শুভকামনা...
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ভালো থাকবেন সবসময়।
২৫| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০
সায়েম মুন বলেছেন: দিনকে দিন দুর্দান্ত হচ্ছে কবিতা। শুভকামনা অনেক।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কবি আপনার দোয়ায় প্রেম আমাকে দিনকে দিন উত্তোরোত্তর সমৃদ্ধীর পথে নিয়ে যাচ্ছে।
কবি ভালো থাকবেন সনসময়।
২৬| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
সুন্দর !!!!
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আমার গল্পের মৃত রাজকন্যা।ভুত হয়েও আমার পিছু ছাড়তে পারলেনা।
২৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭
শান্তা273 বলেছেন: ভালো লাগলো।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ
ভালো থাকবেন সবসময়।
২৮| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
বনলতা মুনিয়া বলেছেন: প্রিয়তমেষু ওওও প্রিয়তমেষু,
where are you ঢঙ্গী আপু...........????
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
সেলিম আনোয়ার বলেছেন: atokkhoney priotomeshur agomon holo?how are you sweety?
kobita pathey dhonnobad
২৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Salim vai ,comotkar likhecen.
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১
সেলিম আনোয়ার বলেছেন: amar blogey liton vai....amar khuv valo legechhey.....valo thakben sobshomoy liton vi
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
নিখাদ প্রেম কাব্য।।