নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তারুণ্যের জয় রুখিতে
পারে নাই কভু কেহ
আগামীতেও পারবে না।
বৃদ্ধ জড়া অন্ধ যারা
যারা কংসের দল
অমিত বিক্রমে তাদের পরাভূত করে
বিজয়ের পতাকা উড়বে তরুণের করে।
অনিয়ম ভাঙার দল
অত্যাচারীর -দূর্নীতির শৃঙ্খল
ছিন্ন করার দল
রাজা নহে পন্ডিত নহে
তারা অদম্য তরুণের দল।
তারুন্যের বিজয়র রথে
বাধা হয়ে পথে
আসে যদি কেহ!
রক্ষা নাহি তার
তরুণেরা অজেয় দুর্নিবার।
তরুণের দল
দুষ্ট ছেলের দল
দস্যি মেয়ের দল
প্রচন্ড ক্ষিপ্রতায়
উচ্ছ্বল উজ্জ্বল
আলোর মিছিলে আলোকিত ঝলমল
তিমির বিদারীর দল
সদা চঞ্চল দামাল ছেলের দল।
তাই হুশিয়ার সাবধান
হও যদি আগুয়ান
দিতে বাধা যদিও তা পর্বত সমান-
একটি কথা মনে রেখ--------
তারুন্যের জয় রুখিতে
পারে নাই কভু কেহ।
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ শুভকামনা থাকলো।
২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
আলোর মিছিলে আলোকিত ঝলমল
তিমির বিদারীর দল
সদা চঞ্চল দামাল ছেলের দল।
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ কান্ডারী
ভালো থাকবেন সবসময়।
৩| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬
এম হুসাইন বলেছেন: ৩য় +
ছবিটা সুন্দর।
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
মেহেরুন বলেছেন: +++
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
সেলিম আনোয়ার বলেছেন:
৫| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫
মেহেরুন বলেছেন: কিছু পোড়া দেহ ... কিছু জীবনের অর্থহীন সমাপ্তি
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
টানিম বলেছেন: তাই হুশিয়ার সাবধান
হও যদি আগুয়ান
দিতে বাধা যদিও তা পর্বত সমান-
একটি কথা মনে রেখ--------
তারুন্যের জয় রুখিতে
পারে নাই কভু কেহ।
খুব সুন্দর কিছু লাইন । ভালো লাগলো ।