নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি যখন মুগ্ধমনে
সঙ্গ চাহ তাহার সনে
তখন আমার হিয়ার কোনে
ব্যাথার সাগর দুঃখ দানে।
আজ তুমি তার কমনায়
দিবানিশি থাকো অপেক্ষায়
কতগুলি বসন্ত আমার
তোমার পিছু হলো সাবার
দাম দাও নাই আমার প্রেমের
এখন তুমি সেই পরিমান জ্বালা বুকে
তারে কাছে না পাবার গভীর শোকে।
হায়রে কপাল মন্দ আমার
আমার কলিগ বর তোমার
করে যে জন ভক্তি আমার
তারই ভক্তিতে জীবন তোমার।
আমার আরাধনা ছিলে তুমি
তাই তোমার ভয়ে ভীত থাকতাম আমি
তোমার গরম চোখের কাছে
বাড়তো বুকের ধোকধোকানি।
সেই তুমি আজ তার বউ
তারই বাধ্য আজ্ঞা হও
যে আমারে মান্য করে
তুমি সাধনায় তারই তরে ।
কেমন কপাল পোড়া আমি
পারলামনা হতে তোমার স্বামী
তোমার স্বামীর তুমি প্রেমি
তাহার চেয়ে কিসে কম আমি ?
জানিনা কার হলো ক্ষতি
চোখে লাগে অসঙ্গতি
বুঝি না তার অকরুণ লীলা
জগত মাঝারে চলছে খেলা।
কারো উত্থান কারো পতন
কারো জন্ম কারো মরণ
ললাট লিখন না যায় খন্ডণ
তবু কি কারো হয়রে স্মরণ
কার লীলাতে জীবন এমন।
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ...এটা কি কমেডি না ট্রাজেডি নিজেই বুঝতে পারছিনা,,,বেশ আগে লিখেছিলাম..আজকে ভেবেছি সংশোধনী আনি....পরে অপরিবর্তনীয় রেখেই পোস্ট করলাম....ভালো লাগার জন্য ধন্যবাদ।
২| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
একজন আরমান বলেছেন:
বোল্ড হইলে আর দুঃখ কইরা লাভ কি?
রান আউট হইলে আফসোস করলে পোষায়। বোল্ড হইলে কিছু করার থাকে না।
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১
সেলিম আনোয়ার বলেছেন: মাছটার অবস্থা..দেখছেন...ওটা আমাদের ড্রাইভারের হাতে ধরা পরে....দ্রুতই সেটি মারা যায়...পরে সেটা একটা বাচ্চা ছেলেকে দিয়ে দিই।সময় মত ছবি তুলতে ভুল করিনি।
৩| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
রহস্যময়ী কন্যা বলেছেন: এরকম একটা গল্প পরেছিলাম কোথায় যেন.......কবিতাটার সাথে অনেক মিল....পোষ্টে ++++
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সব নিয়তির খেলা।
৪| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
দুরনত পথচারী বলেছেন: "জানিনা কার হলো ক্ষতি
চোখে লাগে অসঙ্গতি
বুঝি না তার অকরুণ লীলা
জগত মাঝারে চলছে খেলা। "
এই খেলার কবে অবশান হবে??
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
সেলিম আনোয়ার বলেছেন: জানি না জানি না জানি না।
৫| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১
শান্তা273 বলেছেন: কারো উত্থান কারো পতন
কারো জন্ম কারো মরণ
ললাট লিখন না যায় খন্ডণ
তবু কি কারো হয়রে স্মরণ
কার লীলাতে জীবন এমন।
ভালো লাগলো।
+++++++
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকলো।
৬| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
রহস্যময়ী কন্যা বলেছেন: এটা তো ট্রাজেডি,কমেডি কোথায় ভাইয়া...
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কার জন্য ট্রাজেডি?
৭| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
একজন আরমান বলেছেন:
হুম। কই মাছ মনে হচ্ছে।
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ব্যাড লাক আপনি ভুল উত্তর দিয়েছেন...এখন আপনার জরিমানা গুনতে হবে...এটা মেনি মাছ..ক্যালসিয়াম সমৃদ্ধ মাছ।আপনি লাইফ লাইন কিংবা জনমত নিয়ে উত্তর দিতে পারতেন এটা আপনি কি করলেন আরমান?
৮| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ++
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২
সেলিম আনোয়ার বলেছেন: thanks
৯| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
কালোপরী বলেছেন: ললাট লিখন
খোদার দান
কে আজ ভাঙ্গায়
মান অভিমান
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সহমত......শুভকামনা।
১০| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
মাক্স বলেছেন: লিখাটি ভালো লাগলো! ৩য় প্লাস!
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ মহান ব্লগার মাক্স।কেমন আছেন?শুভকামনা থাকলো।
১১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬
মাক্স বলেছেন: জি ভালো আছি!
আপনার খবর কি মহান ব্লগার?
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ami achhi valoi...sordi jorey akranto...prochondo gorom to tai money hoi ai uposorgo
১২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪
একজন আরমান বলেছেন:
হা হা। জরিমানা পরে দিবো।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: issh olper jonno kotipoti hotey parlen na
১৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২২
সায়েম মুন বলেছেন: কিছু জায়গায় অনেক ভাল লেগেছে।
কিন্তু কাহিনী বুঝতে পারলাম না।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: kobi kobitatai...khapchhara....kahini জটিল তা বোধগম্য নয়।
১৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
রোকেয়া ইসলাম বলেছেন: অনেক ভালো লাগলো।
সুন্দর এই পোষ্টের জন্য +++++++++++++
যাবার আগে ভালো লাগা বাটনটাতে চাপ দিতে একটুও ভুলি নাই......
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: dhonnobad apnakey...valo thakben..shob shomoy...
ar moner rakhben sobshomoi
১৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: কারো উত্থান কারো পতন
কারো জন্ম কারো মরণ
ললাট লিখন না যায় খন্ডণ
তবু কি কারো হয়রে স্মরণ
কার লীলাতে জীবন এমন।
ভাল লাগলো।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: dhonnobad valo thakben sobshomoi
১৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ললাট লিখন না যায় খন্ডণ
৭ম ভাললাগা।
১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।
১৭| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৮
শের শায়রী বলেছেন: ভাই আপনার এ লেখা কি আপনার বাস্তবের সাথে মিল আছে?
কেমন আছেন ভাই?
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: আছি ভালো..ভাই আমি যখন পা রেখেছি ঢাবিতে তখন আপনি শেষ করেছেন......ঢাবি পড়ালেখা...বলতে গেলে আমার হলো শুরু তোমার হলো সারা.........ভাই ভালো থাকবেন সবসময়।
১৮| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
৮ নং লাইক দিলাম কিছু মনে কইরেন না ভাই পড়তে দেরী করে ফেললাম ।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী অথর্ব ভালো থাকবেন সবসময়।
১৯| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬
তাসজিদ বলেছেন: ভালবাসা আর যন্ত্রণা পরস্পর ভাই ভাই।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সহমত..পাঠে ধন্যবাদ
২০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১২
অপ্রচলিত বলেছেন: অন্যরকম ধাঁচে লিখেছেন। বিরহের করুণ সুরটা ছিল, তবে একই সাথে ছিল স্যাটায়ার। ভাল্লাগসে। +
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। স্যাটায়ার ফিলিংস মানব মনের অংশ ।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
বোকামন বলেছেন: ১ম ভালোলাগা .........
ললাট লিখন না যায় খন্ডণ ...
শেষ লাইনগুলো মন ছুয়ে গেল