নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
নগর আর অরণ্য
মাঝখানে জলরাশি
পড়ন্ত বিকেলে
পাখিরা যখন উড়ে
আপন ঠিকানার খোঁজে
আমার কাল্পনিক ভালোবাসা
মানসপটে ভেসে উঠে
শহর আর অরণ্যের মাঝখানে
জমে থাকা বিশাল জলরাশি
নগরে অরণ্যে বিভেদ রেখা এঁকে
প্রকৃতি আর কৃত্রিমতার সীমা টেনে দেয়
বিভেদরেখায় নির্বাক চেয়ে থাকি
উড়ে যাওয়া সব পাখি
যাচ্ছে উড়ে নীড়ের সন্ধানে
ছোট্ট নীড়ে বিভেদহীন সুখপানে
আর আমি আপন মনে
কল্পনায় সপ্তসুখের চিত্র টেনে
দুঃখ আর সুখের ব্যবধান খুঁজতে থাকি
বুকের ভিতরে জমিয়ে রেখেছি কঠিন শোকপাখি
তোমার সুখ নগরে আর আমার সুখ অরণ্যে
তাই আমার সুখ ,সুখ নয় তোমার জন্যে
মাঝখানে বিশাল বিভেদরেখা
তাই অরণ্যে আমি একা
তুমি নগরে রাজপ্রাসাদে অট্টালিকার পরে
তুমি আর আমি তাই শত যোজন দূরে
সুখ পাখিটা দূর অজানায় গেল উড়ে
সেতু বন্ধন নাই
আছে অজস্র বিভেদ রেখা
যা তোমায় আমায়
আমাদের রেখেছে রাখছে নিদারুণ একা।
ঐ যে জলরাশি দেখ সেখানে অট্টালিকার প্রতিবিম্ব আছে
আছে ছায়া সুনিবিড় অরন্যের ও প্রতিচ্ছবি;
ওটাকি বিভেদ রেখা নাকি সেতুবন্ধন?
তোমার আমার মিলন পদ্যের কবি!
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভালো লাগার জন্য ধন্যবাদ..কালোপরী,,,ভালথাকবেন।
২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
বোকামন বলেছেন:
দারুন লাগলো
মাঝখানে বিশাল বিভেদরেখা
তাই অরণ্যে আমি একা
++++++++++++++
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: ২য় ভালো লাগার জন্য ধন্যবাদ..নিরন্তর শুভকামনা থাকলো।
৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
ঘুড্ডির পাইলট বলেছেন: চাইছিলাম প্রথম কমেন্ট দিমু !
আমার কাল্পনিক ভালোবাসা
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ আর শুভকামনা।
৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো!
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: ৩য় ভালো লাগার জন্য ধন্যবাদ আর শুভকামনা নিরন্তর কেমন আছেন ?
৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রেমের কবি , দ্রোহের কবি সেলিম ভাইকে অভিনন্দন ।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম লিটন ভাই..নিরন্তর শুভকামনা থাকলো ।
৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১
একজন আরমান বলেছেন:
ওটাকি বিভেদ রেখা নাকি সেতুবন্ধন?
তোমার আমার মিলন পদ্যের কবি!
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ৪র্থ ভালোলাগার জন্য আরমান অসংখ্য ধন্যবাদ..নিরন্তর শুভকামনা থাকলো।
৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা বেশ লাগল।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ধন্যবাদ
৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০
রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর কবিতা।ভালোলাগা দিয়ে গেলাম ভাইয়া।ভালো থাকবেন
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ শুভকামনা থাকলো।
৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮
শায়মা বলেছেন:
সুন্দর!!!
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি.....কবিতা পাঠে ধন্যবাদ..আর শুভকামনা থাকলো।
১০| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:১০
*কুনোব্যাঙ* বলেছেন: +++++++++++
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম..শুভকামনা নিরন্তর।
১১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৬
আরজু পনি বলেছেন:
কবিতাটা বেশ লাগলো। ইদানিং আপনার কবিতাগুলো বেশ লাগছে পড়তে।
৬ষ্ঠ ভালো লাগা রইল।।
ইংরেজি ফন্টে জবাব দিয়েন না, প্লিজ।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: বাধ্য হয়ে দিই..আমার দেরি সয়না..বাংলা না আসতে চাইলে ইংরেজীতেই লিখি.......ধন্যবাদ শুভকামনা রইলো নিরন্তর....ভালো থাকবেন সবসময়।
১২| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩২
শিপন মোল্লা বলেছেন: তোমার সুখ নগরে আর আমার সুখ অরণ্যেতাই
আমার সুখ ,সুখ নয় তোমার জন্যে
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ.....সকল বেলার শুভেচ্ছা
১৩| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৩
শিপন মোল্লা বলেছেন: কবিতা চমৎকার। ভাল লাগল ++++
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: আবারও ধন্যবাদ...সত্যি ভালো লেগেছে।
১৪| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++++
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন:
১৫| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩
মাক্স বলেছেন: ৮ম প্লাস!
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ মহান ব্লাগার.......নিরন্তর শুভকামনা..আন হরতালীয় শুভেচ্ছা
১৬| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
অসাধারণ লাগলো!!!!
অনেক ভাললাগা কবি।
১০০ টা প্লাস +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
সেলিম আনোয়ার বলেছেন: অনেক গুলো প্লাস পেয়ে খুশি হলাম....মোট প্লাস ১০৯ দারুণ..ভালো থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
কালোপরী বলেছেন: