নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শুভ সকাল প্রিয়া
সাররাত নিদ্রাহীন কাটলো
শেষরাতে চোখের পাতা জুড়ে
ঘুম এলো
তোমায় বলব বলে
ভাল বাসব বলে
ঘুমায়নি সারারাত।
চোখের পাতায় তোমার মূর্তি
মনের পাতায় তোমার স্মৃতি
জাগরণে কিংবা গভীর ঘুমে
প্রচন্ড কোলাহলে পিনপতন নিরবতায়
তুমি সঙ্গী আমার ইচ্ছে প্রিয়া তুমি
শত চুম্বনের তৃষ্ণায় তৃষ্ণার্ত এই আমি ।
কত যে রাত গেল!
কত যে প্রহর গেল!
কত শিশির বিন্দু নিরবে পড়েছে
ধূলোর সাথে মিশে গেছে
কয়েকটি পড়েছে দূর্বাঘাসে।
কত যে প্রেম সপেছি তোমায়
শিশির পাতের নিরবতায়।
প্রতিটি রাতে তোমার স্কন্ধে
চুমো আঁকবো বলে
তোমার সুনিবিড় সঙ্গ
মধুর আলিঙ্গন আকাঙ্ক্ষায়
উদ্বেল আমি স্বপ্নচারী
বিবাগী বিরহী সাধক।
অদৃশ্য দেবী
কামের আঁধার
চ্ন্দ্র তুমি হাজার তারা মাঝে
হৃদয়ে আমার আজই নবযৌবন রাগে
সে কি প্রেম নয়?
প্রখর সূর্যের যাত্রা শুরুর বেলায়
তোমাকে অভিবাদন হিয়া;
সুখে থাক নিরন্তর
.........শুভসকাল প্রিয়া ।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কাবরা রাজার রাজা..কোন কিছুই মনে না..ওটা প্রচারণায় মুভসকালই বলা হয়েছে....তাই কবিতার নাম শুভ সকাল প্রিয়া......গভীর রাতে প্রেমি কে ডিস্টার্ব না করাই ভালো
২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:২১
স্নিগ্ধ শোভন বলেছেন:
কত যে রাত গেল!
কত যে প্রহর গেল!
কত শিশির বিন্দু নিরবে পড়েছে
ধূলোর সাথে মিশে গেছে
কয়েকটি পড়েছে দূর্বাঘাসে।
কত যে প্রেম সপেছি তোমায়
শিশির পাতের নিরবতায়।
সুন্দর! সুন্দর!!!
ভাললাগা রেখে গেলাম কবি।
++++++
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: kobita pathey dhonnobad..................
৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:৪১
টানিম বলেছেন: শুভ রাত্রি, আপনি এখন শুভ সকাল কেন দিলেন ? ভাল লাগা রেখে গেলাম ।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪০
সেলিম আনোয়ার বলেছেন: আবার ও শুভসকাল..কেমন আছেন?আপনাকে হরতাল দিনের দামাল শুভেচ্ছা
৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৬
runningX বলেছেন: সুন্দর হইছে। প্লাস।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ..হরতালর দিনের ভাংচুর শুভেচ্ছা....আপনার সকল দুঃখ হতাশা ভেঙেচূরে যাক.........নিরন্তর শুভকামনা।
৫| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: শুভ সকাল।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভসকাল..হরতাল মুখর উত্তাল দিনের চপলতা আসুক আপনার প্রাণে...
৬| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৫
সায়েম মুন বলেছেন: উপমায় নাইকাকে জর্জরিত করে দিছেন। শুভসকাল না নিয়ে পারবে না।
আপনাকেও জানাই শুভসকাল।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি..হরতাল ছাড়া দিন কেমন পানসে মনে হয়।
৭| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮
ফারজানা শিরিন বলেছেন: শুভ সকাল ।
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভসকাল...শুভকামনা রইলো নিরন্তর
৮| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬
স্পাইসিস্পাই001 বলেছেন: +++++++
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: স্পাইয়ের আগমন..শুভেচ্ছা স্বাগতম....কবিতাপাঠে ধন্যবাদ..ভালো থাকবেন সবসময় ।
৯| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪
রোকেয়া ইসলাম বলেছেন: সাররাত নিদ্রাহীন কাটলো
শেষরাতে চোখের পাতা জুড়ে
ঘুম এলো
তোমায় বলব বলে
ভাল বাসব বলে
ঘুমায়নি সারারাত।
অনেক সুন্দর কবিতা কবি...............
মন লাগিয়ে পরলাম।
খুব ভালো লাগলো। পুরুটা লেখাই খুব আবেগি।
যাবার বেলায় প্লাস বাঁটনটা চেপে ভালো লাগা জানিয়ে গেলাম।
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কবিতা পাঠে ধন্যবাদ.....
ভালো থাকবেন সবসময়।
১০| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮
ফালতু বালক বলেছেন: kabbe baloker valo laga....
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ..শুভকামনা থাকলো।
১১| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭
ঘুড্ডির পাইলট বলেছেন: ছবিটা সুন্দর হইছে
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১২
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকা জায়গা.....মেয়েরা ওখানে হয়তো যেতেই পাপরবে না....গত বছর ওখানে গেলাম..বাইকে চড়ে..দীর্ঘ সময় বাজে রাস্তায় ঝাকুনি খেয়ে জান শেষ পরেরদিন কোমর ব্যথা...সেকি যেই সেই ব্যথা...আমরা ফিল্ডে যায় দামী জিপ গাড়ী নিয়ে কিন্তু পরে এই ভাবে কাজ করা লাগে...একেই বলে ঘোড়অয় চলিয়া মর্দ হাটিয়া(হাকিয়া) চলিল
১২| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬
মাক্স বলেছেন: কবিতা ভাল্লাগসে!
শুভ প্রত্যুষ, শুভ গোধূলী অথবা কারেন্ট গ্যালেগা শুভ অন্ধকার বলার নিয়ম নাই?
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভ হার ওয়াক্ত........শুভদিন.....শুভজীবন.........................অথচ রাজনীতিতে খালি অশুভর দৌড়....................মাক্স বলেন তো কি যে করি?
১৩| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮
সোনালী ডানার চিল বলেছেন:
বেশ সুন্দর একটা সহজ অথচ প্রকট অভিব্যক্তি মন ছুঁয়ে গেল....................
ভালোলাগা জানালাম।।
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ......শুভকামনা থাকলো...এমন হরতালমুখর দিনে....শুভ সকাল না বলে শুভ হরতাল বলাই যৌক্তিক ছিল.....
১৪| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল:++++++++
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ বাধনহারা ভাই...
১৫| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩
অনীনদিতা বলেছেন: শুভ সকাল
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: শুভ সন্ধ্যা..অনীনদিতা..কেয়সা হে আপ......
১৬| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭
নেক্সাস বলেছেন: মন ছুঁয়ে গেল সেলিম ভাই
২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
সেলিম আনোয়ার বলেছেন: এত বড় কবির এত বড় কমেন্ট..আজকে আমি ফেমাস হয়ে গেলাম...শুভকামনা মহান ব্লগার নেক্সাস...নিরন্তর শুভকামনা থাকলো ।
১৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭
কালোপরী বলেছেন: খাইসে!!!
ঘরের কথা পরেরে জানানো ভালু না
২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সবাইতো জেনে গেলো এখন কি করি?
১৮| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩০
আশিক মাসুম বলেছেন:
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন:
১৯| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৬
কালোপরী বলেছেন: ছবির সামনে হাত নিয়ে বসে থাকেন
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
মাছরাঙ্গা পাখিটা
আয় আয় আয়
ছিপ ফেলেছে বুড়ো খোকা
হায় হায় হায়
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কে যেন? সে কি চন্ডিদাস..আমি সেটা পারবো না...........................
তবে.........
২০| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮
কালোপরী বলেছেন: তবে স্বর্ণকমল কোথা গেলি ??
মুখপোড়া তুই মর, জলে ডুবে মর
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: স্বর্ণকমল!!! স্বর্ণকমল!
দূরন্ত কিশোরী
বুঝলি নারে জানু
কি হারালী
কি হারালী
২১| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫
কালোপরী বলেছেন: তোকে হারাতেই সুখ
বুঝলি না
বুঝবি না
বামনের কি চাঁদের পানে চেয়ে সুখ হয় ??
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: আমায় বামন ভাবিস নে
চেয়ে দেখ দূর আকাশে
আমি নক্ষত্র
বেশি অহংকার করলে
আমার তাপে পোড়ে অঙ্গার হবি
পোড়ামুখি ভস্ম হবি
২২| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯
কালোপরী বলেছেন: তোমায় বামন বলে
সে সাধ্য আছে কার
তুমি কিংবা সে
প্রতি মুহূর্ত
পরম পূজনীয়
বলেছি নিজেকে,
নক্ষত্র কিংবা চাঁদ
সে ছোঁয়ার স্বপ্ন
যেন শুধুই মিথ্যে ফাঁদ
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: যদি সে ফাঁদ প্রেমের হয়
পরে যেতে পার
যদি সে মরা প্রেমের হয়
অবলীলায় তা করে যেত পার
ক্ষতি নাই তাতে
ভয় নাই তাতে
প্রেমে যদি কলংকও থাকে
সে কলংক রুপালী আলো হয়ে থাকে ভরা পূর্ণিমার চাঁদে
২৩| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩
কালোপরী বলেছেন: কলঙ্কের দাগ
সেকি মুছে সহজে
লুকিয়ে রয়েছি
শুধু সেই ভয়েতে
চাঁদের কি যায় আসে
রাতে দেখা দিয়ে
লুকায় দিনেতে
আমি রয়ে যাই একলার আস্তাকুরেতে
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: প্রেমে কলংক আছে
থাকবেই জান
তবু সবে করে প্রেম
এই কথাটি মান
কলংক সে স্বর্গসম
গায়ে মেখে দেখ
সুখের পরশ লাগবে মনে
তোমার সুখে অন্যজনে
মরবে দুখে এই ভুবনে
২৪| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩
এক আলোকবর্ষ দূরে বলেছেন: "শুভ সকাল প্রিয়া
সাররাত নিদ্রাহীন কাটলো
শেষরাতে চোখের পাতা জুড়ে
ঘুম এলো
তোমায় বলব বলে
ভাল বাসব বলে
ঘুমায়নি সারারাত।"
সারারাত ধুমাইয়া সিগারেট টানলাম ভাই। এখন পর্যন্ত ঘুমাই নি। এই ব্যাপারটা-কে আমার গার্লফ্রেন্ড হিসেবে ধরে নিলে প্রথম প্যারাটা পুরোপুরি মিলে গেল আমার সাথে।
আর পোস্টে দেখি জাঁদরেল সব কবিদের আবির্ভাব দেখা যাচ্ছে। এখন অনুমতি দিলে আমিও কয়েক লাইন সংযোজন করতে চাচ্ছিলাম।
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: অনুমতি দিলাম........
কবিতা পাঠে ধন্যবাদ শুভকামনা থাকলো
২৫| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮
কালোপরী বলেছেন: কলঙ্কে সুখ??!!!
বুঝবে না প্রিয়
সে কি জ্বালা
শুধুই বাড়ায় দুখ
আমার সুখে
যদি কেউ মরে দুখে
সে আমার সইবে কেমনে !!!!
এক আলোকবর্ষ দূরে শুরু করে দেন, কবিরে আমরা জোট বেঁধে হারায়ে দেই
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: প্রেমে হারানোর কিছু নাই
যে প্রিয়া মরে গেছে ভালোবেসে
হেসেছে সে অন্তিম ক্ষণে
কেদেছে সে এই ভেবে
কত ছোট্ট জনম তার
থাকতো যদি অজস্র জীবন
সবগুলিই দিত আত্নবলিদান
সে দুখে সে কেদেছিলো একটু খানি
অক্ষমতায় নিজের
আর কখনই সে সখি কাঁদেনি কাঁদেনি
২৬| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১০
এক আলোকবর্ষ দূরে বলেছেন: কালোপরী বলেছেন। এরপর কি আর কোন কথা থাকে?
মেলেছি ডানা আজ
সকাল বেলায়।
সকাল গড়িয়ে দুপুর
রোদেলা ছায়ায়।
আমায় চেনো না তুমি
পথিকের হাসি।
কাব্যই আমার ঘর-দুয়ার
ভেবো না পরবাসী।
অনুমতি পেয়ে ধন্য
আজ কবিতা পাঠে
রাখালিয়া সুরও বাজে
এই মন-মাঠে।
রাখিব যতনে পলকে তোমায়
চঞ্চল প্রেম দিয়া।
এখন তবে আসি জুম্মায় যাইবো
শুভ সকাল মোর প্রিয়া।
#কবিতা লেখায় একটি ব্যর্থ চেষ্টামাত্র
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবি লেগেছে তা বেশ
শুবকামনা থাকলো তাই নিয়ে ভালোলাগার আবেশ
পরীর রাজ্যে এক পরী পড়ছেনা ভয়ে প্রেমে
আমি নবীশ কবি দিতেছি প্রেরণা তারে
প্রেমে পড়ে যেন সে বুঝিতে পারে এই কথাটি ঠিক
সবার উপরে প্রেম সত্য বাকি সব বেঠিক।
২৭| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১২
কালোপরী বলেছেন: কাঁদতে দেখেছ?
রুপালী নদীকে
আমি দেখি তারে রোজ
বয়ে যায় দূরে তেপান্তরে
"থেমে যা এবার''
বলেছি যে তারে
শোনে না সে কথা
বোঝে না যে ব্যথা
আমার চোখেতে এনেছে অশ্রুজল
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২০
সেলিম আনোয়ার বলেছেন: নদী সে থামেনা
থেমে থাকা তার সাজেনা
সে ছুটে সাগরে
নদীর প্রেমে পড়েছে যদি
তুমিই হও বহমান
সাগরে তোমার সঙ্গম হবে
হাতে নাতে পাবে প্রমান
তুমি ছোটে চল ঝর্না
ওকে থামিও না
নদী প্রেমে হও বিবাগী
২৮| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৫
কালোপরী বলেছেন: ছুটব নদীতে
হাবুডুবু খাই যদি?
হৃদয় হারায়ে বেঁচে আছি জান?
কত সকাল সন্ধ্যা পেরিয়ে গিয়েছে
ভয়ের রাত্রি শেষ হয়নি তো আজো
সাগর সে বহুদূর
সাধ্য কোথায়
এত দূর যাই
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: এত কেন ভয়
সাগর কে বলেছে তা বহুদূর
পেমে পড়ে কত লোকে
পেরিয়ে গিয়েছে তের নদী সাত সমুদ্দুর
প্রেমে অসাধ্য না্ই
প্রেম সে এক মহান শক্তি
তার তুলনা নাই
২৯| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৭
কালোপরী বলেছেন: ছুটছ স্বর্ণের পিছে
ভুলাচ্ছ আমায় মিছে
আমি বোকা
সে তো সব জানে
জানে না শুধু
ধোঁকায় ধোঁকায় পাথর এ হৃদয়
কত সহজ অকপট ভালবাসা
মুহূর্তে বদলে যায়
মুহূর্তে হারায়
উশুল গুনছি রোজ রোজ
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: বি বলিশ!!!!!
আমি প্রেমের দেবতা শিব!
আমায় অর্ঘ্য নাদিলে
অমঙ্গল জানিস
স্বর্ণকমল কে?
যে পড়াবে আমায় মিলন মালা
স্বর্ণ কমল সে
৩০| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
কালোপরী বলেছেন: তবে অমঙ্গলই হোক
কপালের লিখন
আমি ভুলছি না কারও
মিথ্যা কাব্যে
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: হিপস ডোন্ট লাই
কাব্য মিথ্যে হবার নয়
সব কিছু মিথ্যে হলেও ভালবাসা মিথ্যে নয়।
৩১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫২
এক আলোকবর্ষ দূরে বলেছেন:
লেখকের ২৬ নং কমেন্টের জবাবে-
পরীর রাজ্যের কোন পরী
তা ঠিক করিয়া বলেন।
প্রেমের পরিয়াছেন যেই বালিকার
তাহার পানেই চলেন।
সবার উপরে সত্যি যে প্রেম
বেঠিকও কিন্তু সেটাই।
নীতি বদলান না পাইলে তাহারে
দুধের স্বাদ ঘোলে মেটাই।
কালোপরীর ২৯ নং কমেন্টের জবাবে-
বাদশাহ সেলিম বুড়ো মানুষ
এদিকে আসো লক্ষী।
নীল আকাশের নীল গালিচায়
হবে কি আমার পক্ষি?
লেখকের ২৯ নং কমেন্টের জবাবে-
কি বলে মানে? এতবার বলিলো,
শুনেন নি একবারও কানে?
স্বর্ণকমল!!! সে আপনারই থাক,
পরী আমারে কাছে টানে।
কালোপরীর ৩০ নং কমেন্টের জবাবে-
অমঙ্গল হবে না, হবেই ভাল
বিশ্বাস রাখ মনে।
মিথ্যা কাব্যে ভুলো না সখি
যেও না ঐ সনে।
লেখকের ৩০ নং কমেন্টের জবাবে-
"সব কিছু মিথ্যে হলেও ভালবাসা মিথ্যে নয়"- জটিল বলেছেন গুরু।
আপনার খেলা শেষ হলে পরেই এই শিষ্যের খেলা হবে শুরু।
বাই দ্য ওয়ে, অনেকক্ষণ ধরেই শুনছি, কিন্তু বুঝতে পারছি না। এই স্বর্ণকমল-টা কে?
৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০২
সেলিম আনোয়ার বলেছেন: কালো পরীরে জিগাও
কেডা স্বর্ণকমল
আমারে জিগাও কেন
স্বর্ণলতাই আমার জীবনে নাটোরের বনলতা সেন।
৩২| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৬
এক আলোকবর্ষ দূরে বলেছেন:
বনলতা সেন, কে সে? ব্লগার
বনলতা মুনিয়া নয়তো?
আর কোথা যাইবেন? এইবার জনাব
ফাঁসিয়া গেলেন হয়তো।
পরীরে জিগামু এর পরের বার
এইবার আপনে কন।
স্বর্ণকমলের নাম মুখে নিতে
কেন করেন এমন-সেমন?
নামটা বলে ফেলেন ভাই, কাউকে বলবো না।
৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: আরে ভাই স্বর্ণা সি ইজ মাই লাভ
৩৩| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬
মুশাসি বলেছেন: প্রিয়া !! স্বর্ণকমলের কি হপে??
++++
৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়াই তো স্বর্ণকমল...প্রিয়ার যা হবে স্বর্ণকমলেরও তাই হবে। তবে আমি বলছি কি ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এখন বলতে হবে শুভ রাত্রি, আপনি এখন শুভ সকাল কেন দিলেন