নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমি নাকি স্ট্রেন্জার!
অচেনা অজানা অবাঞ্চিত অনিরাপদ একজন।
মনে দুঃখ এলো
বললাম পরখ কর আমায়!
কষ্টি পাথরে !
যদি খাঁটি সোনা না হই
ছুড়ে ফেলে দিও আস্তাকুড়ে
তোমার ত্রিসীমানায় পা রাখবোনা আর
কখনো না কখ্খোনো না
শুধু একটি বার আমায় চিনতে চেষ্টা কর
তার নিষ্ঠুর উত্তর দরকার নেই!!
কিসের এত ভয় এত অবজ্ঞা তোমার
আমি রক্ত মাংসে গড়া একজন মানুষ
আমার ক্ষুধা আছে পিপাসা আছে
মানবিকতা আছে বুক ভরা প্রেম আছে
ভালবাসা আছে সততা আছে
তোমার প্রতি শ্রদ্ধা আছে আস্থা আছে
রাষ্ট্রের দায়িত্ব আছে
হারিয়ে যাওয়ার ভয় আছে
মৃত্যু আছে পরিচয় আছে
স্বীকৃতি দেয়ার ক্ষমতা আছে
বিশাল একটা মন আছে
তারপরও দরকার নেই তোমার কাছে
আমি একজন আগুন্তুক
অযাচিত অবান্তর এক সত্ত্বা
তুমি যে রাষ্ট্রে বাস কর সেখানে আমার পরিচিতি আছে
সত্যি করি বলো তুমি কি আগন্তুক নও!
তুমি কি অজানা নও তোমার কাছে
অজানাকে জানতে হয় চিনে নিতে হয়
প্রয়োজনে কাছে টেনে নিতে হয়।
পরম স্নেহে মমতায় আদরে অথবা ভালবাসায়।
সত্যি করে বলতো কিসের ভয়?
সে কি ভালবাসার ভয় নয়?
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কষ্ট পেলাম অনীনদিতা
২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৩
আমি তুমি আমরা বলেছেন: +++
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ
৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪
আরজু পনি বলেছেন:
কবিতায় প্লাসানো হলো।
ভালো লেগেছে বেশ।।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার নিরন্তর শুভকামনা....প্লাসানো শব্দে মজা পেলাম....কেমন আছেন?এখন মাঝরাত পেরিয়ে গেছে নিশি জেগে থাকা প্রজাপতি আর প্রহরীর হুশিয়ারী,,আমি এক নগর কবি জেগে আছি আমি একা ! ভালো থাকবেন সবসময়।
৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৪
শান্তা273 বলেছেন: ভালোলাগা জানালাম।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ..ভালো থাকবেন সবসময়।
৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:১৫
ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ !
৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:২২
সেলিম আনোয়ার বলেছেন: আহ.....বিখ্যাত ব্লগার কেমন আছেন? নিরন্তর শুভকানা থাকলো।
৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:১৮
shfikul বলেছেন: সুন্দর।ভালো লেগেছে।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে ধন্যবাদ..শুভকামনা থাকলো।
৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমি একজন আগুন্তুক
অযাচিত অবান্তর এক সত্ত্বা।
ভালো লাগা।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কাব কবিতাপাঠে ধন্যবাদ...শুভকামনা থাকলো।
৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৫২
স্বপনবাজ বলেছেন: সুন্দর
৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।শুভকামনা থাকলো ।
৯| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৬
কালোপরী বলেছেন: হাহ !!!
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২২
সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল পরী
১০| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫২
রাইসুল নয়ন বলেছেন: কবি, দারুণ লিখেছেন ।
আমি কেনও যেন লিখতে পারছিনা ।
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: লিখেন,,ব্যথা অবজ্ঞা প্রেম সব নিয়ে লিখেন......একটা কথা মনে রাখবেন বেদনার রং সবচেয়ে সুন্দর..বেদনা মধুর হয়ে যায়..তুমি যদি দাও..শুভকামনা থাকলো।
১১| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩
সোহানী বলেছেন: দারুন তো...+++
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার আমার ব্লগে সুস্বাগতম......ভাল থাকবেন সবসময়।
১২| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫২
নেক্সাস বলেছেন: বাহ দারুন লিখেছেন +++
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় বন্ধু আরজুপনি,সোহানী আপু আর আপনি ভাল বলেছেন ..খুব ভাল লাগল.....শুভকামনা থাকলো নিরন্তর।
১৩| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯
রহস্যময়ী কন্যা বলেছেন: বাহ চমৎকার.....
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকলো নিরন্তর।
১৪| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩
লাবনী আক্তার বলেছেন: শুধু একটি বার আমায় চিনতে চেষ্টা কর
তার নিষ্ঠুর উত্তর দরকার নেই
- মানুষ চেনা দায়! তাই হয়ত তার উত্তরটা এমন ।
কবিতায় ৫ম ভালোলাগা রইল কবি সাহেব।
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: ভেবেছো তোমার মায়াজলে পরে আমি দিশেহারা হব
সেটি হবে না তোমার নিষ্ঠুরতা নাই প্রমান কি
আমি শন্তি প্রিয় শান্তি চাই নিশ্চিন্তে গভীর ঘুমে ঘুমোতে চাই।
১৫| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪
বোকামন বলেছেন: হারিয়ে যাওয়ার ভয় আছে
মৃত্যু আছে পরিচয় আছে
অদ্ভুত বললেন ভাই ....
৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮
সেলিম আনোয়ার বলেছেন: অদভুত বললাম......শুভকামনা থাকলো নিরন্তর
১৬| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
কালোপরী বলেছেন: শুভ বিকেল
৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২
সেলিম আনোয়ার বলেছেন: শভ বিকেল পরী
১৭| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
মুশাসি বলেছেন: ভালোবাসতে ভয় না, ভালোবাসতে ভালোবাসা উচিত
সিরাম প্লাস++
৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ শুভকামনা....থাকলো।
১৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৩
মাক্স বলেছেন: আপনিতো চার হাতে লিখতাসেন!
৭ম প্লাস!
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ইস যদি ৪টা হাত থাকতো মহান ব্লগার মাক্স।কাজ করতে গেলে অনেক সময় ২ হাতে কুলোয় না্ ।কষ্টের কথা মনে করিয়ে দিলেন।
১৯| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
+++
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাল থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৬
অনীনদিতা বলেছেন: হেলো,স্ট্রেন্জার