নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি কি ভাব আমি ফুলে ফুলে মধু খাই?
আমি ঢিলা আমার চরিত্র ঠিক নাই;
সব মেয়েকেই প্রেম বিলাই!
সবাইকে নিয়ে কাব্য লিখি
মানসপটে স্বপ্ন আকি
এ সবই ভ্রম
তোমার চিন্তার ভ্রম
আমার আচরণের ভ্রম
বলার ভ্রম
আসলে সকল ফুলে তোমায় খুঁজে বেড়া্ই।
তোমায় নিয়েই পদ্য লিখি পরম মমতায়
তোমায় নিয়ে আরো হাজার খানিক পদ্য লিখতে আমি চাই।
আমি চেষ্টা করে যাচ্ছি বাববার
তোমাকে নিজের করে নেবার
একান্তই আপন করে
যেমন আপন করেছি চৈত্রের দাবদাহ
কালবৈশাখী ঝড়
ধূলি ধূসরিত নির্জন মরুভূমি;
কারণ তাতে তোমাকে কাছে পাই আমি।
কষ্ট ক্লেশ তোমার অবজ্ঞা নিষ্ঠুরতা
জীবনের চরম অনিশ্চয়তা
সব আপন করেছি
কালোত্তীর্ণ এক প্রেম রচণা করবো তাই।
আঁধার রাত দারুণ ভালো পাই
ভীতু তুমি আমার বুকে আশ্রয় কামনায়
অবাক হয়ে ভাবি
স্রষ্টা যিনি প্রেম দিলেন আমার মনে তোমার;
তোমায় শুধু ভয়ই দিলেন আমার কাছে আসার!!
আমি যখন তোমার প্রেমে দারুণ অসহায়
অনেক ফুলের গন্ধ শুকি তোমায় ভেবে হায়।
তুমি ভাব লাগাম ছাড়া পগলাঘোড়া আমি;
ঘর সংসার আমার জন্যে নয় অযোগ্য তাই হতে তোমার স্বামী!!
পড়লে প্রেমে এমনতর করে সকল প্রেমি
বিদ্যা বুদ্ধি যতই থাকুক হোক না যত দামী।
ভাবের রজ্যে ঘুরেছে যারা খোদার বারো মাস
তারাই সখি পাগলা ঘোড়া পড়লে প্রেমে খাস।
বিয়ের পরেই দেখবে তুমি
কত স্মার্ট আমি
মনের সুখে গাইবে গান
পেয়ে যোগ্য স্বামী ।
----------------------------------------
লাইফ ইজ নাথিং বাট মোজ মাস্তি..কবিতা পড়েন মজা লন...উপভোগ করেন জীবন
৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: হাস কেনে কাল পরী..বিশ্বাস হয় না.....!!ধন্যবাদ শুভকামনা
২| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
রোকেয়া ইসলাম বলেছেন: বিয়ের পরেই দেখবে তুমি
কত স্মার্ট আমি
মনের সুখে গাইবে গান
পেয়ে যোগ্য স্বামী ।
আজকাল মেয়েরা বিয়ের আগেই ছেলের যোগ্যতা দেখে ভাই।
তারপর বিয়ে। এখন সেই যোগ্যতা প্রমানের পরীক্ষার জন্য তৈরি হয়ে যান।
খুব ভালো লাগলো। অনেক সুন্দর কবিতা। লেখায় ভালো লাগা রেখে গেলাম।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০০
সেলিম আনোয়ার বলেছেন: আমি প্রস্তুত ভূবিজ্ঞানীরা ফিজিক্যালী সেইরকম...জুরীর যে শ্রমিক আমার সঙ্গে কাজ করেছে আমার স্ট্যামিনায় সে টাস্কি খাইয়া আমার দিকে চেয়েছিল মেয়ে হলে নির্ঘাত..এখন আমি আজব শহর ঢাকায়..চলে এসেছি।
৩| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রেম কবিতা নাকি প্রেম পত্রর নয়া স্টাইল?
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০২
সেলিম আনোয়ার বলেছেন: ২০০বছরে একট সেলিম আনোয়ার জন্মায় ঠা ঠা ঠা..বুঝলে কন্যা কবিতাকে ভাঙবো গড়বো.....এমন কিছু করবো টাস্কি খাইবা শুধু ..ধন্যবাদ শুভকামনা নিরন্তর।
৪| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
নাজিম-উদ-দৌলা বলেছেন: বিয়ের পরেই দেখবে তুমি
কত স্মার্ট আমি
মনের সুখে গাইবে গান
পেয়ে যোগ্য স্বামী
মজা পাইসি ভাই!
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৩
সেলিম আনোয়ার বলেছেন: মজা দিতে পেরে খুজি..মজা দিতে চেয়েছি.....কবিতার রসও আস্বাদনের সুযোগ দিয়েছি....কিছুটা ছন্দও দিতে চাইলাম....কবিতা পাঠে ধন্যবাদ..ভালো থাকবেন সবসময়।
৫| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
মোঃ কবির হোসেন বলেছেন: বাহ্ অন্য রকম কবিতা। ভিন্ন রকম স্বাদ পেলাম এবং মুগদ্ধ হলাম। ধন্যবাদ।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আমার ব্লগে সুস্বাগতম..কবিতাপাঠে ধন্যবাদ..নিরন্তর শুভকামনা থাকলো।
৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৭
কালোপরী বলেছেন: আয় তবে ঘোড়ায় চড়ে
বেহারার পালকি নিয়ে
মেহেদীর ডালি সাজিয়ে
মেঘের রাজ্যে
দেখি তোর সাহস কত
কথার সব মুক্তো যত
ভোলে কিসে মন
কথায়?
বিগত হয়েছে কৈশোরের চলন
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৪
সেলিম আনোয়ার বলেছেন: আমি আসবো ঘোড়ায় চড়ে
বাধবো তোমায় বাহুডোরে
রাখবো তোমায় মহাসুখে
দেখ স্বর্গসুখ আমার বুকে
কালকেই অফিস আমার কাব্যচর্চা ব্লগিং এর ১২ টা বাজবে
৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৩
Kawsar Siddiqui বলেছেন:
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৯
সেলিম আনোয়ার বলেছেন:
৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৬
কালোপরী বলেছেন: ধ্বংস অনিবার্য
হাহাহাহাহাহাহা
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৯
সেলিম আনোয়ার বলেছেন:
৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৪
কালোপরী বলেছেন: কবি হারানো গিয়াছে
বিজ্ঞপ্তি হইবে প্রকাশ
কবি তখন আপনমনে
করিবে নীরব চা পান
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কবি হারায় নাই প্রেম হারাইছে
সেটা খজতে গিয়ে কবির মাথা ঘুরাইছে
কবির মনে অন্যকারো বাস
কবির দেহে ক্লান্তি অবসাদ
কবির হবে কি?
এইজনমে কবি ব্যটার বিয়ে হবে কি?
১০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৯
অ্যানোনিমাস বলেছেন: ৩ নং পিলাচ
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কাবতা পাঠে ধন্যবাদ আনন্দ ভুবণে সুস্বাগতম...শুভকামনা রইলো নিরন্তর।
১১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫
কালোপরী বলেছেন: বিবাহের চিন্তায় অস্থির কবি!!!!!!
জগতে কত কি আছে করবার
ভাবে কি আর জীবন চলে
খোয়া গেছে স্বর্গের চাবি
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০১
সেলিম আনোয়ার বলেছেন: খোয়া গেলে স্বর্গের চাবি
সব হারাবি সব হারাবি
বিয়ে ছাড়া কি আছে জীবনে
ব্যর্থ জগৎ সংসার ব্যর্থ সবই
১২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Jin porir sathe alape moshgul acen dekhe disturb korini.
Pilas lon vrata.
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কি যে বলেন লিটন ভাই..আপনার ভিংলিশ দারুণ ভালো পাই.......কেমন আছেন..কি সমাচার.....
১৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২
রহস্যময়ী কন্যা বলেছেন: কবিতায় পিলাচ.....
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩
সেলিম আনোয়ার বলেছেন: রহস্যময়ীর আগমন শুভেচ্ছা স্বাগতম
কালোপরী লাল পরী হুশিয়ার সাবধান
১৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২
মেহেদী হাসান মানিক বলেছেন: আমি যার তার প্রেমে পড়ি বলে চরিত্রহীন নাম দিয়েছে লোকে
প্রেমে পড়াই প্রেমের ধর্ম যা জীবন কলঙ্কে
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৪
সেলিম আনোয়ার বলেছেন: আহারে এ দেখি বিশ্বপ্রেমিক বাছারে
সবাই তারে প্রেম দেও
পাগল বইলো না তাহারে
১৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Salim vai,Mobaile thakle e cara upay nai.
Jonaba oshoririke salam diben.
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২০
সেলিম আনোয়ার বলেছেন: দিলাম লিটন ভাই কিযে বলেন আপনি আমার প্রিয় মানুস,,,,একটু মজা করলাম এইযে অশরীরী সালাম লন ভাইয়ের ভাইয়ের।
১৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩
নিয়েল ( হিমু ) বলেছেন:
বিয়ের পরেই দেখবে তুমি
কত স্মার্ট আমি
মনের সুখে গাইবে গান
পেয়ে যোগ্য স্বামী ।
সব দেখি এক কম্পানির
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২
সেলিম আনোয়ার বলেছেন: কি করবো বলেন
জমানা খারাব হে
ভুলভোরৈ একটারে ম্যানেজ করে বিয়ে করে ফেলতে হবে
তাই এই ক্ষুদ্র প্রয়াস
এইযে পরীরা রাজকন্যারা আমি কিছু কইনাইক্যা
কই ছি নাকি?
১৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩
কালোপরী বলেছেন: খোয়া যা যাওয়ার
আগেই গেছে
নিচ্ছি ভেবে
সবই মিছে
জগৎ সংসার
চুলোয় যাক
ডাকছে দূরে
দাঁড়কাক
কা কা
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫
সেলিম আনোয়ার বলেছেন: দাড়কাকেরে ভয় পাও
তাইলে হবে কেমনে
এখন আমরা খুন যখম পাত্তা দেইনা তেমনে
পরীর যদি এই আবস্থা হয়
বিয়া করুম কেমনে?
১৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৭
মেহেদী হাসান মানিক বলেছেন: ফেম ডাও মোরে ফেম ডাও :#> :#> :#> :#> :#> :#> :#> :#>
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: দেও না তারে দেও
প্রেম দেও ফেম দেও
পরীর রাজ্যের পরীরা সব
তারে আপন করে নেও
১৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২
shfikul বলেছেন: মজা লইলাম ভালই।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্য হলাম কবি
কিছুটাও যদি ভালোলাগা দিতে পারি নিজেকে স্বার্থক আমি বলতে পারি ।
লাইফ ইজ বিউটিফুল এন্ড উই শোড এনজয় ইট।
নিরন্তর শুভকামনা থাকলো
২০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৩
কালোপরী বলেছেন: ও পাগল মন রে
আইচ্ছা পাগল মন রে
দিন গেলে তুই
গারদ বই বই খানবি
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২
সেলিম আনোয়ার বলেছেন: পরীর দেমের কোবতে
আমরা কেউ বুঝিনে
পাগল মনের হইছে কি?
দিন গেলেই অনেক ভালো
বাসি ভালো আধার কালো
প্রেমের জন্য রাতই ভালো
আধার কালো আধার আধার কালো
২১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: লাভ বার্ড
ভালো লাগলো কবিতা !
++++
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসার গাণ
লাগতেই হবে ভালো
ভালবাসাই আসল প্রিয়
অন্য সবই কালো..
কবিতাপঠে ধন্যবাদ
শুভকামনা থাকলো
২২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪
অনীনদিতা বলেছেন: স্মার্ট হতে কি বিয়ে কারা লাগে নাকি?
যে স্মার্ট সে আগেও স্মার্ট পরেও স্মর্ট
দারুণ লিখেছেন
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনারে বলছে..প্রেমে পড়লে পুরুষ বেকুব হয় আর বিয়ে কররে বলদ হয় বুঝেছেন। কবিতাপাঠে ধন্যবাদ আর শুভকামনা থাকলো সবসময়।
২৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর সুন্দর !!!!
কবিতায় ভাললাগা।
++++++++++++
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।কবি।নিরন্তর শুভকামনা থাকলো।আমি এখন ঢাকায়।
২৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০
কালোপরী বলেছেন: আঁধার মোটেও ভালো তো নয়
সে যখন বুঝবে
দিনের আলো লাগবে তখন
শুধু আমায় খুঁজতে
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: দিনের বেলায় পরী কাব্য শুনি নাই ভাই জীবনে
এমন পরী আসলো চলে দিনের আলো কাহনে
কেমন পরী এমন পরী
লাগছে মনে ভয়
দিনে রাতে ধরবে সে কি তাহলে কেমন হয়
লাগছে মনে ভয়।
২৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০০
আরজু পনি বলেছেন:
মনে হচ্ছে ইমো না থাকলে কবিতা পড়ে আরো বেশি মজা পেতাম।
ইমোর দিকে তাকাতে তাকাতেই কবিতার ভাব নষ্ট হয়ে যায় কিছুটা।
তবে এটা একান্তই আমার মতামত। অনেকেই আবার ইমোতেই স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি।
যেমন মন্তব্য করে নূন্যতম একটা ইমো না দিলে কি চলে?
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: আমার সুহৃদ বন্ধুই তাকে বলি আরজুপনি আপনার কমেন্টেই অনেক মজা পাই..আপনার ভালো লেগে থাকলে আমি স্বর্থক ষোল আনাই।কেন যে ইমু দিরাম জানি না।কতিায় কয়েকটা টার্নিং পয়েন্ট আছে!কাব লিখি মনের আনন্দে পাঠককে আনন্দ দেয়ার জন্যে.......কবিতা পাঠে ধন্যবাদ শুভকামনা থাকলো নিরন্তর..ভালো থাকবেন বন্ধু সবসময়।
২৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৭
মাক্স বলেছেন: কবিতার মাঝখানে ইমু না দিলে হৈত না?
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: কি যে বলেন স্যার ইমু না দিলে কি হইতো..?শুভকামনা থাকলো।
২৭| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
ঘুড্ডির পাইলট বলেছেন: লেখা ভালো হইছে , ইমো না থাকলে আরও ভালো হইতো ।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: thik achhey imu bad dibaney......khushi pilot
২৮| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
+++
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কান্ডারী কেমন আছেন?
২৯| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
আমি বাঁধনহারা বলেছেন:
আমি যখন তোমার প্রেমে দারুণ অসহায়
অনেক ফুলের গন্ধ শুকি তোমায় ভেবে হায়।
ভালো লাগল।
অসাধারণ কবিতা:++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০
কালোপরী বলেছেন: