নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
পোস্ট ডক্টরেট-School of Medicine, Harvard University
Boston, Massachusetts
পি এইচ ডি-Gunma University, Japan
Maebashi-shi, Gunma, Japan
--মাইক্রোবায়োলজী-Dhaka University
Dhaka, Bangladesh
HSC-Dhaka College
SSC-Monipur High School
এই পৃথিবীতে এত ভালো মানুষ আছে কি না সন্দেহ।আমার প্রিয় মানুষ।আফজাল -ফরীদির বন্ধুত্ব আর আমার আর ওর বন্ধুত্ব সমান লেভেলের।একসঙ্গে খেলেছি পড়েছি সব কিছুই করেছি। বন্ধু আমার অসাধারণ। আমার চেয়ে ভালো ক্রিকেট আর ফুটবল খেলত।ও ছিলো হার্ড হিটার । ম্যাচ উইনিং প্লেয়ার।বোলার হিসেবে অনেক ভাল।এটা অবশ্যই পাড়ার লেভেলের। আমার সঙ্গে পড়ালেখায়ও প্রায় একই অবস্থা।আমি ওর চেয়ে টেলেন্টছিলাম। ও ভূগোলে আমার চেয়ে মার্ক বেশি পেত। পারলে আমার পড়া পড়ে দিয়ে ও আমাকে ফাস্ট বানিয়ে দিত। এই বন্ধু আর আমি পড়াশুনা শেয়ার করতাম। আমি বেশি ভালো করলেই ও বেশি খুশি। ওর আফসোস আমি পড়ালেখা খুব কম করি। আমি দাবায় ক্যারামবোর্ডে ব্যাডমিন্টনে ওকে অনায়াসে
হারিয়ে দিতাম। আমরা দুইজন একসঙ্গে ঘুরতাম। যদিও সুযোগ কম। চিড়িয়াখানায় যেতাম। স্টেডিয়ামে খেলা দেখতে যেতাম।আমি আর ও চিড়িয়াখানায় গেলে পুরোদিন চিড়িয়াখানায় থাকতাম।বান্দরের বান্দরামী দেখতাম ঘন্টাব্যপী।
বন্ধুর জন্য আমার ত্যাগ
আমার বন্ধু নটরডেম এ পরীক্ষা দিতে পারে নি।তাই এডমিশন নেয়া হলনা। আমাদের স্কুল থেকে ৬৫ জনের মত চান্স পেলাম। তাতে কি ইউসুফের তো এডমিশন হলোনা। বিজ্ঞান কলেজে হয়েছে। আমি আবার চরম অহংকারী। ঢাকা কলেজ আর নটরডেম ছাড়া অন্য কলেজে পরীক্ষাই দেব না।ঢাকা কলেজে পরীক্ষা পরে হলো।দুইজনই টিকে গেলাম। বাবার, ফ্যামিলির সিদ্ধান্তের বাইরে গিয়ে নটরডেম থেকে ছাড়পত্র নিয়ে ওখানেই ভর্তি হলাম।
ওর প্রতি আমার ক্ষোভ!
সে প্রেম করে বিয়ে করে ফেলেছে। আমাকে জানায় নি।তখন সে বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষে পড়ে!! পরে আমাকে বলল দোস্ত তোকে বলতে ভয় পেয়েছি।অনেক ভয় পেয়েছি!! মনে আছে একদিন ছবি দেখিয়েছিলাম। মনে পড়ল সেই মাধুরী দীক্ষিত তাইনা্ ?আমাকে তার ছবি দেখানোর পর ঠিক মত তাকাইওনি! যাক মাধুরীর উপর একটু অভিমানই হলো।আমি প্রেম ট্রেমের কাছেও ঘেষতাম না।তাদের কোন বাসায় যায়গা হলো না।একটা বাসা নিল।ভাবী আমার কোন রান্নাই জানেনা।আমি বন্ধু আর ভাবী রান্না করি।মাহমুদ শরীফ সালেক এরাও তার এই সময়ের সহায়।নতুন উদ্যমে টিউশনি নিলাম। আমার বাসাকে জানানোর সাহস পাইনি।ওদের বিয়ের কথা।মা ওকে অনেক স্নেহ করতেন।ভাবীও বলত ও আর আমি নাকি দেখতে একইরকম।ওর বাসায় ছিলো আমার অবাধ যাতায়াত।ও তখন বাষায় অবাঞ্ছিত আমাকে ঠিকই আংকেল আন্টি খুব আদর করতেন।ওর কিন্তু বাসায় জায়গা হয়নি অনেক দিন! আমাকে আন্টি আদর করতেন ইউসুফের অনুপস্থিতিতে একটু বেশিই করতেন।হয়তো আমাকেই ইউসুফ ভেবে আদর করতেন। ছেলেকে কাছে পায় না তাই ওর বড় ভাই বিয়ে করে নাই তখনো!তিনি অতি মেধাবী।বের্ড স্ট্যান্ড করা।আর এক ভাই ছোট।আন্টির কোন মেয়ে নাই এই নিয়ে তার ব্যপক আফসোস।আঙ্কেল ছিলেন খেলার ভক্ত।ফুটবল এন্ড ক্রিকেট।
ভাবী পরে দারুন মজার রান্না শিখে যান।বন্ধুর পেটে সব খাবার হজম হতো না।বলতে গেলে ওর চেয়ে ওর শ্বশুরবাড়ী আমি বেশি খেয়েছি।রান্নার বিশাল আয়োজন হতো ও আমাকে ডাকতো ।এটাও বলতো আমি তো খেতে পারি না। আমার শ্বশুরবাড়ী তুই খা!
শুধু আমি ভালবাসা মোটেই ভালবাসিনা বিধায় ঘনিষ্ঠতম বন্ধু আমার বিয়ে করার ব্যাপারটা জানায়নি। ইস তখন বুঝি নাই প্রেম কত মূল্যবান।তাহলে বন্ধুর বিয়ে প্রেগ্রাম মিস হত না। ও আমার অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। কত কষ্ট নিয়ে তা করেছে তা উপলব্ধি করে আমি অনেক কষ্ট পেয়েছিলাম।
ছাত্র অবস্থায় বিয়ে করেও ও এখন একজন পোস্ট ডক ফেলো ইন হার্ভাড।
ওর গল্প করতে গেলে পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হয়ে যাবে। বন্ধু যেখানেই থাকিস ভালো থাকিস। একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হলো বন্ধু। সেই বন্ধু আমার হলেন ইউসুফ।প্রেমে মরা জলে ডুবে না।
--------------------------------------------
উৎসর্গ-অন্য প্রিয় বন্ধুরা শিপু ভাই,ঘুড্ডির পাইলট, গিয়াস লিটন ভাই, একজন আরমান,কান্ডারী অথর্ব,মাক্স,আরজুপনি,সায়েম মুন,অপূর্ণ,শরৎ,কেভি ইখতামিন ............সহ আর কে কে যে আমার বন্ধু দাবী করেন মাহমুদুল হাসান কায়রো,*কুনোব্যাঙ*বোকামন,মেহেদী হাসান মানিক,,,অনীনদিতা ,রহস্যময়ী কন্যা,স্নিগ্ধ শোভন
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: দারুণ একখান ভয়ের ইমু হবে
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন:
২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯
অনীনদিতা বলেছেন: একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হলো বন্ধু
ছবিতে যে আছে ঐ টা কে?
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ঐটা তানছিনা বন্ধুর ভাগ্নি ।ওর হাতের মার খেয়েই আমি আর ইউসুফ বড় হয়েছি।বন্ধুর বিয়ের সময় ওর বয়স ৫।সেই থেকেই আমরা নিয়মিত মার খেতাম।
৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১১
রহস্যময়ী কন্যা বলেছেন: ছবিতে যে আছে ঐ টা কে?
৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
মেহেদী হাসান মানিক বলেছেন: মাইয়া কয়ডা এই ছবিতে??
আইচ্ছা মধ্যের মাইয়াডা কে???
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: মেয়ে তো একটা। অন্যটাতো ছেলে!!!
৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: যাদের নামে উৎস্বর্গ করেছেন তারাই বুঝি কেবল বন্ধু...?? আর বাকীরা তালগাছ...???? :#>
ভাল, আমি মনে করি বন্ধুত্বের মাঝে কি পেলাম না দেখে বন্ধুর জন্য কতটুকু করতে পারলাম হিসেব করলে বন্ধুত্ব টেকে অনেক দিন।
ভাল বন্ধু পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনি আমার একজন ভাল বন্ধু...নি সন্দেহে?
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: তালিকায় আপনার নাম আছে তো!! খেয়াল করেন নাই
৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: আচ্ছা অই মেয়েটা কে ?
অনীনদিতা বলেছেন: ছবিতে যে আছে ঐ টা কে?
রহস্যময়ী কন্যা বলেছেন: ছবিতে যে আছে ঐ টা কে?
মেহেদী হাসান মানিক বলেছেন: মাইয়া কয়ডা এই ছবিতে??
আইচ্ছা মধ্যের মাইয়াডা কে???
আমিও জানতে চাই, ছবিতে মাঝের মেয়েটা কে?
৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫
মেহেদী হাসান মানিক বলেছেন: ও আইচ্চা বুঝি নাইক্কা। মাইয়াডা কোন দেশের??
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশের তবে থাকে Boston যুক্তরাষ্ট্র।
৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: একেই বলে ঠেলার নাম বাবাজি...।
পিস্তল দেখাইয়া দোয়া নেয়ার মত...... জোর করে ফ্রেন্ড লিস্টে নাম...
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: মানে আপনার নাম তো লিস্টে আগে থেকেই আছে..ভালবেসে নামটা দিছি বন্দুকের ডর দেখান কেলা?কোন প্রমান আছে ১ম লিস্টে নাম ছিলো না?
৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ঘুড্ডির পাইলট বলেছেন: আচ্ছা অই মেয়েটা কে ?
১০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮
Kawsar Siddiqui বলেছেন:
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ???? হাসছেন কেন?বুঝে ফেলেছেন?
১১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫
সায়েম মুন বলেছেন: উনাকে চেনাচেনা লাগে। আপনার সব ভাল থাকুক।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন:
১২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
*কুনোব্যাঙ* বলেছেন: সেলিম ভাই, ছবির মানুষটা কে বললেন না? উনার ফেসবুক আইডিটা একটু দেয়া যাবে :#> :!>
আর আপ্নের ফ্রেন্ড তালিকায় আমার নামও দেখতে চাই।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: তালিকায় আপনার নাম আছে....এত সুন্দর মেয়ে আইডি এত সহজে দিবেক লাই?মেয়ের হাইট কত?অনুমান করে ন তো
১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১
মেহেদী হাসান মানিক বলেছেন: আমি ভাবছিলাম বিদেশি হবে। এক বন্ধুরে দেখাইয়া কইলাম সেও কইল বাংলাদেশি মুনেহয়। শালা আমার চক্ষে আন্ধা পরছে বুঝবার পারি নাই।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: দেশি কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক।
১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৯
মেহেদী হাসান মানিক বলেছেন: কায়রো ভাই কি কয়???
আপনাদের বন্ধুত্তের গল্প ভাল লাগল।
১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২২
মাক্স বলেছেন: বন্ধুকথন ভালো লাগলো!
বন্ধুতালিকায় নিজের নাম দেখে টাশ্কিত হৈয়াছি
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪
সেলিম আনোয়ার বলেছেন: স্যার পোস্টের আসল টাইটেল......প্রেমে মর জলে ডুবে না।সবাই লাভ বার্ড নামে ডাকা শুরু করতে পারে এজন্য টাইটেল ওরকম দিলাম।তাছাড় পুরুষ ব্লগার যেন আমাকে বুঝতে ভুল না করে যে আমি মেয়েদের বেশি গুরুত্ব দেই।বন্ধু বন্ধুই মেয়ে ছেলে সব সমান।
১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:২২
একজন আরমান বলেছেন:
ওই সময় যদি আপনেও একটা বিয়া করতেন, তাইলে আজকে আর আপনার আফসোস করা লাগতো না।
০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:২০
সেলিম আনোয়ার বলেছেন: সহমত
১৭| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হলো বন্ধু।
পোস্টে ভাললাগা।
০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:২২
সেলিম আনোয়ার বলেছেন: সহমত ধন্যবাদ
১৮| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৭
বোকামন বলেছেন:
আমাদের সাথে শেয়ার করার জন্য ধণ্যবাদ জানাচ্ছি ভাই.....
নাই বা পেলাম লিষ্টে ঠাই .....
শুভকামনা আপনার ও আপনার বন্ধুদের জন্য ......
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫
সেলিম আনোয়ার বলেছেন: আসলে দ্রুত পোস্ট করতে গিয়ে এমনটা হতে পারে..যারা কমেন্ট করেছে এরা সবাই আমার বন্ধু তালিকায় যুক্ত হবে......আর আমার বন্ধু তালিকা বাস্তবিক ভাবে অনেক লম্বা এই পোস্ট অতিসাময়িক এই জন্য. যে আরও কিছু শক্তিশালী কেন্ডিডেট আছে...তারা বিদ্রোহ করে বসতে পারে....আমার যে কত বন্ধু! আল্লাহতায়ালা ভালো জানে!তবে কেউ বন্ধুত্বের দাবী তুললে তাকে তালিকাভুক্ত করতে সময় নেই না।
১৯| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩
শিপু ভাই বলেছেন:
সারা জীবনে অন্তত একজন ভাল বন্ধু পাওয়াও ভাগ্যের ব্যাপার।
আপনার বন্ধুর জন্য শুভকামনা!!!
আপনাদের বন্ধুত চির অটুট থাকুক!!!
+++++++++++
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬
সেলিম আনোয়ার বলেছেন: এই পোস্টে কমেন্ট করা সবাইকে বন্ধু বলেই সম্বোধন করবো ! বন্ধুর উপর কেউ নাই......সহমত।
২০| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩
তারছেড়া লিমন বলেছেন: আমি খেলুম না অসাধারন বলেছেন ভাই.......বন্ধুই সব।।।
০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সহমত
২১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪১
কালোপরী বলেছেন: ভাল
২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Bondhu....
Bondhu amar...
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮
ঘুড্ডির পাইলট বলেছেন: আচ্ছা অই মেয়েটা কে ?