নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমি আর কাউকে ভালবাসা বিলোই না
এতে ভালবাসাকে ছোট করা হয়
আমি আর রসালো কাব্য করি না
অন্যকারো সাথে এতে তোমাকে ছোট করা হয়
মিছে ভয় আর করি না তোমাকে হারাতে
যা হবার নয় সেটি কি কখনো হারানো হয়?
এটি কবিতা নয় প্রিয়া
এটি প্রেম নিবেদন
যাকে বলা হয়েছে স্বর্গীয়
স্বর্গের দেবীরাও যার উপাসনা করে
সকল প্রেমের কবিতাই প্রেম নয়
সে গুলো নিছক কবিতা
তোমায় নিয়ে কিংবদন্তীর প্রেম রচনা করব তাই
খেলেছি কবিতা খেলা
তোমাকে হৃদয় মাঝে নিয়ে নিরুদ্দেশ হব তাই
এটি কবিতা নয় খেলা নয় নিছক কোন তামাশা নয়
এটি প্রেম এটি ভালবাসা এটি তোমার অধরে আমার প্রেম চুম্বন।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্ট ও ভাললাগায় .....অনেক ধন্যবাদ ও শুভকামনা
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২
সিয়ন খান বলেছেন: এটি প্রেম এটি ভালবাসা এটি তোমার অধরে আমার প্রেম চুম্বন।
+++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম...কবিতাপাঠে ধন্যবাদ।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩
shfikul বলেছেন: +++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কবি কবিতাপাঠে ধন্যবাদ শুভকামনা থাকলো নিরন্তর....
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪
সোনালী ডানার চিল বলেছেন:
ভালবাসায় কাব্যে প্রেরণা আর বিপুল আবেগ নিয়ে কখনও কখনও
আমাদের বিহ্বল করে দেয়, আপনার সেই অনুভুতিতেই ভালোলাগা
রেখে গেলাম।
শুভকামনা................
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আর অনেক অনেক শুভকামনা থাকলো।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০
s r jony বলেছেন: +++++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
+++++
ভাললাগা নিবেন কবি।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কেমন আছেন কবি শুভকামনা থাকলো কবি
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
ঘুড্ডির পাইলট বলেছেন: ++++++++++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২
কালোপরী বলেছেন: প্রেমের আরাধনা
পূজারী
কার তরে
এই বলিদান
সে বুঝুক
কাছে আসুক
হৃদয় মন্দিরে
জ্বলে উঠুক
প্রেমের প্রদীপ
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: তোমার মুখে ফুলচন্দন পরুক
দিলওয়ালা জিতবে প্রেমে
এ্ই কথাটি সত্য ভূবনে
তাই যেন হয়....গাইছি জয়গান আপন মনে।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০১
কালোপরী বলেছেন: জয় পরাজয়
কি হয় নাহয়
কে রেখেছে খোঁজ
ভালবাসায় শুধু
ফুঁটুক ফুল
কণ্টক বৃক্ষে
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: আছি মহাব্যস্ততায় নিদারুণ কষ্টে
কবিতা গল্পেরা সব পালিয়ে বেড়ায়
দর দূরান্তে আসে না মাথায় কলমে বা হস্তে।
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮
শুকনোপাতা০০৭ বলেছেন: সুন্দর কাব্য.. ভালো লাগল
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯
কালোপরী বলেছেন: ব্যস্ততা
জীবনের খাতায়
নতুন লেখা কবিতার নাম
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: দেখছেন
আপনি কবিতা লিখেছেন
আর আমি পারছিনে
কবিতা সব কোথায় গেলো
মনে হয় কদম্ব তলে
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Kar tore ei nibedon kobi ??
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: জানিনে লিটন ভাই..কদম ফুল আমার দারুণ প্রিয়
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০
কালোপরী বলেছেন: আমাদের বাসায় একটা কদম গাছ ছিল, অনেক বড়। কেটে ফেলেছে অবশ্য
হারানো দিনের মত
হারিয়ে গেছ তুমি
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সেটতে কি কদম ফুল ফোটেছিল
সেটাতে ঘুঘু বাসা বেধেছিল
সেখানে কি কালো কোকিল মিষ্টি ডাক ডেকেছিল?
তাহলে সেটা কেটে ফেলা হলো কেন?
জবাব চাই
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Salim vai,Jokhoni ektu net'e bosar sujog pai tokhoni current thakena. Tai mobile'e banglish e vorosha.
25 jon ekotro hoilei jokhon hortal daka jay tokhon amra na bose theke '' Net er somoy load sheding '' er protibade asun hortaler dak dei.
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: হরতাল হরতাল করে অনেক কমেন্ট করেছি..এখন বাদ বাকি আল্লহর ইচ্ছা..শেখহাছিনা সব পারলেও হরতাল ডাকতে পারছেনা..আগে অনেকেই হরতালের গুরুত্ব বোঝে নাই।এখন বুঝতাছে..যে হারে ব্লগাদের ধর পাকড় টালবাহানা ব্যান শুরু হয়েছে তাতে এইবার সব ব্লগার হরতাল দিলে দিতেও পারে।
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮
আমিভূত বলেছেন: বাহ ! চমৎকার লিখেছেন তো , প্রতিটি লাইনেই ভালো লাগা
এটি কবিতা নয় প্রিয়া
এটি প্রেম নিবেদন
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ....এতি প্রেম নিবেদন কবিতা নয়!!
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Sei kodom gace ki kokhono kono lal pori, nil pori, sada pori,
.... Pori bosecilo ??
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: নারে ভাই বসে নাই.....কালোপরী তো ছায়াবতী..মায়াবতীকে প্রলুব্ধ করে আমার কাছে আনার জন্য...ছন্দ ছন্দ খেলছে....নাকি সত্যিই বসেছে???
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪
কালোপরী বলেছেন: জবাব কে দেয়
পুরনো অতীত
মুছে যায়
এখন শুধু
একরাশ ভাঙা
কাঁচের চুড়ির আর্তনাদ
শোনা যায়
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আমি তো নুপুরের ধ্বণি শুনি
প্রেমের ভেলায় ভেসে আসছে আমার রানী
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
কালোপরী বলেছেন: পরী উড়ে যায়
দূরান্তে
বসবার সময় কোথায়
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: এত সহজ নয় আমার হৃদয় সারা ভূবন জুড়ে
১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫
কালোপরী বলেছেন: ছিল নূপুর
এক পায়ে
ছিল নাকফুল
তার ছোঁয়া হয়ে
পরী কি আর
ভুবনে থাকে
সে হারায়
তেপান্তরে
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: তেপান্তরের মাঠ সে বহু দেখেছি
আমার মনের ছোট্ট কোনেই হাজারটা তেপান্তরের মাঠ
সেখানে সহস্র পরী একত্রে আশ্রয় নিতে পারে।
২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১২
মাক্স বলেছেন: এইটা অনেক বেশী ভাল্লাগসে++++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: অনেক বেশি ধন্যবাদ মহান ব্লগার
২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
কালোপরী বলেছেন: সহস্র পরী!!!!!!!!
এ পরী
হাজারো পরীর ভিড়ে
হারায় না
আকাশের ধ্রুবতারা
অনেক হয় কি??
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: আকাশের ধ্রুবতার একটাই
য়ার অবস্থানের কোন পরিবর্তন হয় না
ব্রুটাসের শেষ ছুড়ির আঘাতেও সে অটল থাকে
২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
বোকামন বলেছেন:
শ্রদ্ধেয় কবি ভাই,
আপনার কবিতা দিন কে দিন নতুন মাত্রা পাচ্ছে ...
ব্যাপারটা কী ...
এত ভালো লেখার প্রেরনা কোথায় পাচ্ছেন ...
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: স্বর্ণকমল,কদম ফুল,..ব্যাস আর কি চাই?
২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬
কালোপরী বলেছেন: ধ্রুবতারা অনন্য
তাঁর পূজায় চাই
ধবধবে শাদা পদ্ম
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: আমি চাই কদম ফুল
২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
ফালতু বালক বলেছেন: গিয়াসলিটন বলেছেন: Kar tore ei nibedon kobi ?
জাতি জানতে চায়?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: জতি কি রাখে ভাঙামনের খবর?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: তার ব্লগেই লেখেছিলেম কবিতাখানি.....অতি অল্প সময়ে।
২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯
সায়েম মুন বলেছেন: নাইস।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ..কবি কেমন আছেন?
২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯
কালোপরী বলেছেন: কদম ফুলের তরে
শুভকামনা
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: তোমকে অভিবাদন কালোপরী
২৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১
রহস্যময়ী কন্যা বলেছেন: কাকে প্রেম নিবেদন করা হলো ভাইয়া???
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: স্বর্ণকমলকে....এটি কমেন্ট কবিতা সেই খানে।
২৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২
*কুনোব্যাঙ* বলেছেন: কবিতার নিবেদন বাস্তবে খায়না সেলিম ভাই কঠিন গদ্য হানেনে :প
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: বজ্র লিখুনি আসিতেছে।
২৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: +++
৩০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: কায়রো ভাই এই লন অনেক টাকা।শুভকামনা থাকলো।
৩১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭
মেহেদী হাসান মানিক বলেছেন: +++
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ
৩২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮
*কুনোব্যাঙ* বলেছেন: লেইখ্যা ফেলেন ভাই। আর নয় কবিতার কোমলতা এবার আসবে গদ্যের বজ্র। এখন আমরা বিদ্রোহী
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সহমত
৩৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮
এক আলোকবর্ষ দূরে বলেছেন: ভালবাসে কি তোমায় স্বর্ণকমলে,
আবেগী চোখে অশ্রু টলমলে।
হারাবে না জানি সেই ভালবাসা,
হারাবে না জানি সুর।
হারাবে শুধু দিন আর রাত,
হারাবে শুধু সাঁঝ আর প্রভাত।
খুঁজতে গিয়ে এই ভালবাসা,
যেতে হবে কত দূর।
কবিতা উৎসব চলছে নাকি, তা ভাই আমাকে ডাকেন না কেন?
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা উৎসব নয়।আছি চরম দৌড়ের উপর....ভয়াবহ ব্যস্ততা আগামী সপ্তাহ।
৩৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮
সায়েম মুন বলেছেন:
ভাল নাই কবি। দৌঁড়ের উপর আছি। এখানে আসারও তেমন সময় পাচ্ছি না।
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কবি আমার একই অবস্থা....আমিও সময় পাই না।
৩৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩
অনীনদিতা বলেছেন: স্বর্ন কমলের ছোয়ায় আর কদমের ঘ্রানে
কবির এই প্রেম নিবেদন,সারা জাগাক তার প্রানে...
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ অনীনদিতা ভালথাকবেন সবসময়।
৩৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৫
আশিক মাসুম বলেছেন: বিতায় কাকে জেনো মিস করছি
পাখিগুলু কেন যে এতো জ্বালায়
০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: লগইন না করে কবিতা পড়া চলছে.....তবে একসময় যখন কবিতা লিখা বাদ দিব তখন সেই সুযোগ থাকবেনা।প্রেম এত সস্তা জিনিস নয় কবি..যে
৩৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩০
স্নিগ্ধ শোভন বলেছেন: আমি ভালো । আপনি কেমন আছেন কবি?
০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪২
সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল দেশের অবস্থা কতটা খারাপ একবার ভাবেন..তোফায়েল আহমেদের বক্তব্য পড়লাম আর বুঝলাম।
৩৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬
স্পাইসিস্পাই001 বলেছেন: ................+ ..............
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে ধন্যবাদ আর শুভকামনা থাকলো নিরন্তর।
৩৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭
ইখতামিন বলেছেন:
খুব ভালো লাগলো
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।
৪০| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তাইলে এটা প্রেম নিবেদন?
তৎপরবর্তী কবিতা কি?
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কবি...আমার তো আর কবিতা হয় না ..তাই এটিকে কবিতা না বলে প্রেম নিবেদন বলাই শ্রেয়....তৎপরবর্তীটা প্রেম নিবেদনের পরবর্তী নিবেদন।
৪১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
সুন্দর!
০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ধন্যবাদ শুভকামনা
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
এটি কবিতা নয় খেলা নয় নিছক কোন তামাশা নয়
এটি প্রেম এটি ভালবাসা এটি তোমার অধরে আমার প্রেম চুম্বন।