নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলাম ,স্বদেশ আর আমরা ব্লগার ও কিছু নাস্তিক বিষয়ক জটিলতা

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১০

ব্লগাররা সবাই নাস্তিক??চরম বিভ্রান্তি আর সিদ্ধান্তহীন একটা পরিস্থিতি।সাম্প্রতিক কালের হেফাজতে ইসলামের লং মার্চকে কেন্দ্র করে নানা কথা ডাল পালা ছড়াচ্ছে।তারা তাদের ১৩ দফা দিয়ে আল্টিমেটাম দিয়েছে। ক্ষমতায় আসতে হলে সেগুলো মেনে ক্ষমতায় আসতে হবে। যারা লংমার্চে অংশ নিয়েছেন তারা সবাই কি বিষয়গুলো উপলব্ধি করেছেন? তারা কি জানেন? এই ইসলামী বিপ্লবের ইমপ্যাকট কি হতে পারে?দেশে দেশের বাইরে।



সার বিশ্বে বাংলাদেশ একটি মডারেট মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল।এগুলো চলতে থাকলে সেই ইমেজ কি আর থাকবে?শাহরিয়ার কবিরের মত লোক তাদের জঙ্গি বলেছেন।অথচ এটি শান্তিপূর্ণই ছিল।তাদের হাতে কোন অস্ত্র ছিল না।তারা শাহরিয়ার কবিরদের বাধার মধ্যে দিয়ে সমাবেশ করেছে।এবং এটা কমন স্টেটমেন্ট তাদের যে নাস্তিকদের জন্য আমরা আজকে আমাদের দেশে আমাদের প্রোগ্রামে বাসে চড়ে আসতে পারলাম না!



অনেকেই বলেছেন মসজিদের ইমাম আর কওমি মাদ্রাসার ছাত্ররা ছিল সমাবেশে।সত্য হলো ছাই ছাপা আগুন প্রকাশ পাবেই।





জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবী করবে ।তা না।সকল ধর্মভিত্তিক দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।গণজাগরণের দাবী।



আবার কেউ একটু ধার্মিক টাইপ হলেই তিনি জামাত?তাই যদি হত?নির্বাচনে তারা ২ আসনের বেশি পায় না কেন?





যদি ইসলাম ধর্মকেই প্রতিপক্ষ ভাবা হয়।আর গণজাগরণ বনাম ইসলাম প্রতিদন্ডিতা হয়।তাহলে গণজাগরণে শাহরিয়ার কবিরদের প্রেতাত্না ছাড়া আর কেউ সেখানে থাকবে না।



বিএনপি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।এরশাদ নারায়ে তকবীর শ্লোগান দিয়েছে।শেখ হাসিনা তাদের আশ্বাস দিয়ে সুকৌশলে অবরোধ হরতাল দিয়েছে।দুচারজণ নাস্তিক প্রকাশ্যে তাদের বিরুধিতা করেছে। ফলাফল কি হল?জনসমর্থন কতটুকু হলো?প্রকাশ্যে তাদের বিরুদ্ধে .০০১% ও নয়।গোপনে আওয়ামীলীগের ১৫%।



আওয়ামীলীগের কয়জন ধর্মপ্রাণ লোক হেফাজতে ইসলামের বিপক্ষে যাবে?শফি সাহেবের ব্যাপারে কেউ খারাপ বলে নাই।বলতে পারে ও না।তাদের আন্দোলনকে কেন্দ্র করে জামাত কিছু শো ডউন করেছে।তাদেরকে জামাত ভাবা ভুল হবে। আর যদি তারা জামাত মিলে যায় তাহলে পরিস্থিতি ভাবেন!!!





কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা। সকল ধর্মপ্রাণ মুসলমান জানে এবং মানে তারা

অমুসলমান। প্রধানমন্ত্রী শেখহাছিনা ব্যাতিক্রম।তিনি বলেন তাদের অমুসলিম বলার তারা কারা?অথচ সকল আলেম একমত কাদিয়ানীরা অমুসলিম।



তারপরও যারযার ধর্ম তারতার কাছে। এর রেশ ধরে নারীবাদী আন্দোলন চাঙ্গা হতে পারে। সর্বশেষ আন্দোলন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন।আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে।



দেশটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিগণিত হলে সেটা দেশের অমঙ্গলই বয়ে আনবে।



দেশপ্রেম ঈমানের অঙ্গ।ঈমান ব্যাপারটা অনেক বড় ব্যাপক।মুসলমানদের কাছে।কেউ চয় না বেইমান হতে।



তবে সকল ব্লগার নাস্তিক নন। সকল নাস্তিক ও ব্লগার নন।কয়েকজন ব্লগার নাস্তিক।আর কয়েকজন উচ্চ বুদ্ধিসম্পন্ন মানুষ নাস্তিক।তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আন্দোলন করলেই ব্যাপারটা ভাল হয়।আমরা নিরাপদ থাকি।শান্তিতে থাকি।





আর সবজায়গায় যুদ্ধ খুজতে হবে কেন?পাঁচজন যুদ্ধাপরাধীর ফাসি দিতে গিয়ে দুইশত লোকের জীবন দিতে হয়েছে।এখন আবার দশ জন নাস্তিককে শায়েস্তা করতে গিয়ে আরও দুইশত লোক মারা যাক!!তাই না?গতকাল অনলাইন অফলাইন ডিজিটাল ননডিজিটাল হরতাল ছিল।



ব্লগাররা দেশের সম্পদ।



আমি আর কিছুই বলতে চাই না।







মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

লিঙ্কনহুসাইন বলেছেন: ব্লগ দিয়া ইন্টারনেট চালায় ( মাওলানা মোহাম্মদ এনায়েত উল্লাহ্ )
ইন্টারনেটে কোনও ‘নাফরমানি’ কাজই হচ্ছে ‘ব্লগ ( মো. আবদুল কাদের )
‘ব্লগ’ হচ্ছে বিজাতীয় পশ্চিমা সংস্কৃতি। এটা মুসলমানরা ব্যবহার করে না। ধর্ম অবমাননাকারীরা ব্লগ দিয়ে অপপ্রচার চালায়। এতে যোগ দিয়েছে এ দেশের নাস্তিকরা ( তাইয়েবুল ইসলাম )

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: তারা ব্লগের কিছুই বুঝে না.....বুঝার চেষ্টও হয়তো করে না।ওটা কি খায় না কি মাথায় দেয়?

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

সাবাব ইকবাল বলেছেন: আমি আপনার সাথে সম্পূর্ণ একমত।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

ফারজানা শিরিন বলেছেন: ভাইয়া এবার দম নেন । ঃ )

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: দম নিয়ে কি হবে ?একটা কবিতা লিখেছি.....রাত্রে পোস্ট দিতে পারি.....কবিতার টাইটেল প্রেম হীনা

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেকগুলা কন্টেন্টএর সাতে একমত হতে পারলাম না। এখানেকিছু বলতে চাই না। :)

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কোন কোন বিষয়ে দ্বিমত বলতে পারেন। কোন ব্যাপার না।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০

আমি বাঁধনহারা বলেছেন:



আপনার সাথে সহত।চালিয়ে যান।আমি কিছু চাই না।আমি শুধু শান্তি চাই।সব মানুষের সমান অধিকার চাই।

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

রহস্যময়ী কন্যা বলেছেন: তবে সকল ব্লগার নাস্তিক নন। সকল নাস্তিক ও ব্লগার নন।কয়েকজন ব্লগার নাস্তিক।আর কয়েকজন উচ্চ বুদ্ধিসম্পন্ন মানুষ নাস্তিক।তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আন্দোলন করলেই ব্যাপারটা ভাল হয়।আমরা নিরাপদ থাকি।শান্তিতে থাকি।
একমত ভাইয়া....

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

মরু বালক বলেছেন:




অনেক সময় হা হা কার দেখা যায়, বুঝলাম না !!!!!

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আমার মনে হয় যারা এই ধর্মপ্রাণ মুসল্লিদের উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল তারাই মূল অপরাধী। এ ধরনের হীন নিচু মানসিকতার রাজনীতি এখনও এদেশে চলে কিভাবে??
আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ও তার প্রধান সাগরেদ ফরহাদ মাজহার ব্যক্তিগত হীন স্বার্থে এই কাজটা করেছেন। আজ যদি দেশে কোনো প্রাণহানি ঘটে সেটার জন্য এ্ই ফালতু লোকগুলো দায়ী। এক তরুণ স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে
লাল সালুর ভণ্ড মজিদ বলেছিল 'ওই মিয়া তোমার দাড়ি কই?'
এখনো একই ধরনের রাজনীতি করা হলো। যুদ্ধাপরাধীদের বিচার দাবির সঙ্গে এই অবান্তর প্রশ্ন করার অধিকারই তো কারো নেই। দেশের প্রচুর মানুষ অশিক্ষিত থাকায় এখনো একশো বছর আগের নিচু রাজনীতি করার সুযোগ পায় ফালতু লোকগুলো। মাদ্রাসার সরল সোজা বাচ্চাদের ক্ষেপিয়ে তোলা হলো সম্পূর্ণ খামাখা।
হেফাজত ব্লগ কি জানে না। তাদের ব্লগাররাও কেও তাদের টেনে ধরে এনে দেখায়নি যে দেখো কি লেখা হয়েছে এখানে।

আমার দেশে আর ফরহাদ মাজহারের মতো মোনাফেকরা আজ ধর্মের ইজারাদার


Click This Link

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সহমত

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

মুফতি তামিমুল কমর আহমদ বলেছেন: Click This Link

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

অপু তানভীর বলেছেন: আমার মনে হয় নাস্তিক কথাটা বাদ দিয়ে ধর্মদ্রোহী লিখলে বেশি ভাল হয় ! একজন কি বিশ্বাস করলো, আর কি বিশ্বাস করলো না, তার জন্য আপনি নিশ্চই তাকে শাস্তি দিতে পারেনা না । কিন্তু সে যদি ধর্ম কে আঘাত করে কথা বলে তাহলে তাকে শাস্তি দেওয়া ঠিক হবে !

সকল ব্লগার নাস্তিক নন। সকল নাস্তিক ও ব্লগার নন।কয়েকজন ব্লগার নাস্তিক ! কথা সত্য !
তেমনি সকল নাস্তিক কিন্তু ধর্মদ্রোহী না ! কিছু কিছু নাস্তিক ধর্মদ্রোহী !
সেই ধর্মদ্রোহীদের শাস্তি নিশ্চিত করতে হবে !

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২০

সীমানা ছাড়িয়ে বলেছেন: চমৎকার লেখা। আপনার লেখা মনোযোগ দিয়ে পড়ি কারন, আপনি কোন একটা স্রোতে চট করে গা ভাসিয়ে দেন না। হেফাজতে ইসলাম যদি জামাতেরই অঙ্গসংগঠন হয়ে থাকে, তাহলে সেটা একদিন প্রকাশ পাবেই। কিন্তু জোর করে সেটাকে প্রতিষ্ঠিত করার মানে হয় না। হেফাজত ব্লগারদের বিরুদ্ধে অনেকগুলো উস্কানীমূলক প্ল্যাকার্ড দেখিয়েছে। সেগুলো কঠিনভাবে প্রতিবাদ জানাই। আমরা নাস্তিক ব্লগারদেরও কখনো শাস্তি চাইতে পারি না। কিন্তু কেউ যদি নাস্তিকতার নামে বিদ্বেষ ছড়ায়, সেটা অবশ্যই শাস্তিযোগ্য। সে কারনে আসিফ মহিউদ্দিন, থাবাবাবাদের প্রতি আমার কোন সহানুভুতি নেই।

১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩

রিয়াদ হাকিম বলেছেন: আপনি বলেছেনঃ

সকল আলেম একমত কাদিয়ানীরা অমুসলিম

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ইয়াপ,,যত লোক দেখেছি তারা একই কথাই বলেন।

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৯

রিয়াদ হাকিম বলেছেন: আপনি বলেছেনঃ

সকল আলেম একমত কাদিয়ানীরা অমুসলিম

আমি আমার জীবনে বিভিন্ন মতাদর্শের আলেমের সাথে কথা বলেছি, যাদের বেশির ভাগকেই দেখেছি নিজ আকিদা বা মতাদর্শের অনুসারী/আলেম ব্যতিত অন্য সকলকে কাফির মনে করে এবং তারা প্রত্যেকে নিজেদের আকিদার অনুসারী গোষ্ঠীকে হাদিসে বর্নিত তিয়াত্তর ফেরকার একমাত্র হক/জান্নাতি ফিরকা মনে করে। সুন্নিরা বলে শিয়া, ওয়াহাবিরা কাফির, ওয়াহাবিরা বলে সুন্নিরা কাফের (মিলাদ/কিয়াম/মাজার ইত্যাদি কারনে)। শুধুমাত্র চট্রগ্রাম শহরে এমন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ফিরকা আছে, যাদের মতে তারা কয়েক শত বা হাজার মানুষ ছাড়া দুনিয়ার সবাই কাফির।
পৃথিবীর মানুষ যখন দুনিয়া ছেরে মহাবিশ্ব জয়ের পথে, আমরা মুসলিমরা তখন ‘অমুক কাফির’ – এই কথার সরকারি ডিক্লারেশনের আন্দোলন করি – আফসোস...

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আন্দোলনের কিছু নাই...কাদিয়ানীদের কাদিয়ানী বললেই হলো....এই দাবী শুনেছিলাম ১৫ বছর আগে।যারা রসুল সঃ কে শেষ নবী মানো না যারা মুসলমানদের সঙ্গে বিবাহ সম্পর্ক করে না তারা কি?

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫

ফারজানা শিরিন বলেছেন: াহাহহাহাহাহাহ

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: হাসছেন কেন?ধর্ম ভাল পাই।অধার্মিকেরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত।

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২

প্যরাডাইসলস্ট_১১৩১ বলেছেন: "দেশপ্রেম ঈমানের অংগ" - ???? source টা দিলে কৃতার্থ হতাম। ;) ;)

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: পরে সোর্স দিবানে..রসুল সঃ দেশকে ভালবাসতেন।

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

স্পাইসিস্পাই001 বলেছেন: ব্লগাররা দেশের সম্পদ।

স হ ম ত ....সেলিম ভাই .....

সময়োপযোগী পোস্টে প্লাস ++++++

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: তাদেরকে লালন করতে হবে..সত্য বলতে দিতে হবে.....তারা আলোকবর্তিকা হয়ে সমাজে আলো ছড়াবে।

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

+++

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কান্ডারী..শুভকামনা থাকলো নিরন্তর।

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: তবে সকল ব্লগার নাস্তিক নন। সকল নাস্তিক ও ব্লগার নন।কয়েকজন ব্লগার নাস্তিক।আর কয়েকজন উচ্চ বুদ্ধিসম্পন্ন মানুষ নাস্তিক।তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আন্দোলন করলেই ব্যাপারটা ভাল হয়।আমরা নিরাপদ থাকি।শান্তিতে থাকি।


তারা সেটাই কর্ছে

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: গুড

১৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫

তোমোদাচি বলেছেন: কেও নাস্তিক হলে আমার কোন সমস্যা নেই, সমস্যা ধরদ্রোহীদের নিয়ে। আর সকল ব্লগারের বদনাম হয়েছে ব্লগ তাদের কে বিভিন্ন সময় ব্যাকিং দেওয়া নিয়ে।
যাই হোক এই বদনাম হওয়ার পিছনে তাদের নির্বুদ্ধিতা কিছুটা দায়ী সাথে আমাদের অবহেলাও কিছুটা দায়ী।
এখন থেকে আমাদের আরো সতর্ক হতে হবে!!

ব্লগকে কোন অবস্থাতেই ধরমান্ধ জংগী বা ধরমধ্রোহীদের আখড়া হতে দিব না!

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।তবে নাস্তিকরা নাস্তিকতার জন্য মহাপাপী।

২০| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

চলতি নিয়ম বলেছেন: পোস্টে + দারুন লিখেছেন সেলিম ভাই।

আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সকল বিষয়েই বিশেষজ্ঞ হতেচাই। জ্ঞান না থাকলেও। ক শুনলেই বুঝে যাই কমলা লেবু।

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সহমত.....শরীয়ত সম্পর্কে একজন আল্লামা শফির পায়ের নখের যোগ্যতাও আমি সেলিম আনোয়ারের নাই।

২১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Nisshondehe Allama Shofi ekjon jug shreshtho oli.

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সহমত লিটন ভাই।

২২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

দ্য েস্লভ বলেছেন: কিছু ব্লগার যখন ধৈর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লিখল তখন তাদেরকে বিরত রাখা উচিৎ ছিল বা বিষয়টাকে প্রথমেই প্রাধান্য দেওয়া উচিৎ ছিল। সেটা না করে বলা হল এটা মুক্ত চিন্তা। অনেক ছোট ছোট বিষয় পুঞ্জভূত হয়ে আজকের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হুযুরদেরকে প্রথমে পাত্তা দেওয়া হয়নি। ফলে পুঞ্জিভূত ক্ষোভকে ব্যবহার করে তারা বাংলাদেশের অধিকাংশ মানুষের অনুভূতিকে আন্দোলিত করতে সক্ষম হয়েছে। এদেশের বেশীরভাগ লোকই ধর্মপ্রাণ সেটা জানা থাকা উচিৎ ছিল।

বেশীরভাগ হুজুরই ব্লগ কি সেটা জানেনা। অবশ্য সবাই সবকিছু জানবে এমন কোনো কথা নেই। মেডিকেলের ছাত্র অর্তনীতি নাও জানতে পারে। এতে সমাজে চলতে অসুবিধা হয়না। সকলকে নিয়েই আমাদের বসবাস। সমাজটা যাতে বসবাসের উপযোগী হয় সেটাই ভাবা উচিৎ। আর নোংড়া রাজনীতি যারাই করুক সেটা পরিত্যাজ্য

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ লিখেছেন ভাইআপনার কমেন্ট ভাল লাগলআমরা মুসলিম অথচইসলাম নিয়ে কতজনে কটাক্ষ করেছেনই ব্যাপারটা ভাবাউচিৎ সারারবিশ্বেএকমাত্রআলকোরআন অবিকৃত আছেআল্লাহ তায়ালা নিজে দায়িত্ব নিয়েছেনএটি অবিকৃত রাখার।অকীতের সব আসমানী কিতাবগুলো মানুষইচ্ছে মতন নিজের মনগড়া মতবাদ ঢুকিয়েছেএক জনউম্মি(অক্ষর জ্ঞান নাই)নবীর মাধ্যমেআসা কিতাবের কত ঘটনা বইবেল,তাওরাত যবুরের সঙ্গে মিলে যায় তাপরও মানুষের মাথায় ঢুকে না ইসলাম আল্লাহর ধর্মের শেষএবংএকমাত্র গ্রহনযোগ্য কিতাবআর যারাই কিতাবের উপরএলেম চ্্চা করেছেন তারাই প্রকৃত জ্ঞানী যেমনআল্লামা শফি সেটি মেনে না নিয়ে তাকে সমালোচনা করা হয়।জ্ঞানপাপীর সংখ্যা অনেক বেশি।

২৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

রিয়াদ হাকিম বলেছেন: আপনি বলেছেনঃ

যারা রসুল সঃ কে শেষ নবী মানো না ... তারা কি?

ভাই আমি কাদিয়ানিদের ডিফেন্ড করার জন্য বলছিনা, আপনার কথা পড়ে Google এ qadiani লিখে সার্চ দিলাম, তাদের সাইটের লিঙ্ক পেলামঃ

http://www.qadiani.org/

দয়া করে জাস্ট একবার সাইটটা যদি ওপেন করতেন...

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আলেমদের সম্মিলিত সিদ্ধান্তই এই ব্যাপারে যথেষ্ট..তারা ধর্মপ্রাণ এবং বিচক্ষণও বটে।নেটআপনার মাথা ওয়াশ করতে পারে।ব্যাপরটা অনেক সেনসিটিভ।সকলআলেম যখনএক তখন তা মেনে নিতে হয়।এমন কি যে সমস্ত সুবিধাবাদী আলেমআওয়ামীলীগের স্বার্থে ব্যবহৃত হন তারাও তাদের অমুসলিম বলবেন।

২৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

আশফাক সুমন বলেছেন: হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমাদ শফি সাহেব বাংলাদেশের জন্য আল্লাহর রহ মত । শুধু মাত্র নাস্তিক, মুনাফিক অথবা মূর্খ মুসলমান ই ওনার প্রতি ঘৃণা প্রকাশ করছে । ( আল্লাহ সবাইকে সঠিক বুঝ দিন-আমিন)

জামাত শিবিরের সাথে হিফাজত কে যারা এক করে দেখাতে চাইছে তারা জ্ঞান পাপী অথবা মহা মূর্খ ।

কাদিয়ানীরা মুসলিম নয়- তারা কাদিয়ানী। ব্যস এটাই তাদের পরিচয় ।

আপনার পোস্টের সাথে সহ মত।
++++++++++++

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩২

সেলিম আনোয়ার বলেছেন: এখন কাদিয়ানীরাও তাদের বিরুদ্ধে বলবে তাদের নাম মুসলিম অথচ তারা কাদিয়ানী
আরে ব্যাটাইসলাম মানবিনা আবার মুসলিম দাবী করবি কেন?হয় কালেমা পরে মুসলিম হয়ে যা নয় দূরে গিয়া মর।

২৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৫

রুদ্র মানব বলেছেন: অপু তানভীর বলেছেন: আমার মনে হয় নাস্তিক কথাটা বাদ দিয়ে ধর্মদ্রোহী লিখলে বেশি ভাল হয় ! একজন কি বিশ্বাস করলো, আর কি বিশ্বাস করলো না, তার জন্য আপনি নিশ্চই তাকে শাস্তি দিতে পারেনা না । কিন্তু সে যদি ধর্ম কে আঘাত করে কথা বলে তাহলে তাকে শাস্তি দেওয়া ঠিক হবে !

সকল ব্লগার নাস্তিক নন। সকল নাস্তিক ও ব্লগার নন।কয়েকজন ব্লগার নাস্তিক ! কথা সত্য !
তেমনি সকল নাস্তিক কিন্তু ধর্মদ্রোহী না ! কিছু কিছু নাস্তিক ধর্মদ্রোহী !
সেই ধর্মদ্রোহীদের শাস্তি নিশ্চিত করতে হবে !



অপু ভাইয়ের এই মন্তব্যের উপরে আর কিছু বলার নেই :)

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: অপু ভাই বিচক্ষণ বক্তব্য দিয়েছেন।কিন্তু আলেমরা তাদের নাস্তিক বলেছেন। কোন ব্লগারই নাস্তিক নাও হতে পারেন।যিনি স্রস্টায় বিশ্বাস করেন না তিনি তো নাস্তিক এটা এত অপ্রিয় শব্দ কেন।তাদের দাবী তারা মানবধর্মএ বিশ্বাসী!মানব ধর্মআমরা কি আমানবিক?

২৬| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: তারা মাইকে বলছে আমাদের শইলে মওদুদির রক্ত মওদুদি জামাতের প্রতিষ্ঠাতা ! আপ্নে সেলিম ভাই তাদের সমাবেশ টিভিতে দেখছিলেন ?

দে আর জাস্ট কেম ফর সেভ সাম পলিটিক্যাল ফিগার ।

একটা রেপের বিচার কি ইসলামে ?
একটা খুনের বিচার কি ইসলামে ?
ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলে কিনা ?

এবার বলেন ৭১ কেয়টা রেপ হইছে ? কয়টা খুন হইছে ? কোথায় ন্যায় বিচারের বানী সেই ১৩ দফার মইদ্যে ?

২৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

অচিন.... বলেছেন: সম্পুর্ন একমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.