নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমি দারুণ কষ্ট পাই,
যখন তোমাকে ভালবাসার কথা বলি
তুমি তা প্রত্যাখান কর, অবলীলায়
তুমি কি বুঝাতে চাও?
তুমি প্রেম বুঝ না?
তুমি প্রেমহীনা !!
কি করব আমি?
তুমিহীনা সব নিষ্ফল,
তাই ভাবি ভেবে অধীর হয়ে যাই
তোমার মনে কি সত্যিই প্রেম নাই !
কি করে বুঝাই?
কদমফুলের রানী:
কি করে তোমায়?
প্রেমের জোয়ারে ভাসাই।
প্রেমহীনা একটিবার ভালবাস
একটিবার কাছে আস
একটিবার নৌকা ভেড়াও
একটুখানি কাছে দাঁড়াও।
একটু ছুঁয়ে যাও!!
আদরে সোহাগে কমনায়!
হৃদয়ের সবটুকু ভালবাসা উজার করে দিয়েছি
ভিখেরীর মতন প্রেম চেয়েছি !!
রাজ্যের হতাশা ভর করে আমায়
সে দিন কি আসবে কভু যেদিন কাছে পাব তোমায়?
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ইসস অনেক ভালো লাগলো! দারুণ!
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৭
সেলিম আনোয়ার বলেছেন:
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
সে দিন বোধয় কখনই আসবে না সেলিম ভাই।
কবিতাই ভালোলাগা নিবেন কবি।
+++
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে ধন্যবাদ
একটা দিনআসুক
একটা ফুল ফুটুক
একটা পাখি ভালবাসার ডালেএকটু খানি বসুক।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: প্রেম অবশ্যই বেঁচে থাকুক সবসময়... শুভকামনা....
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৭
একজন আরমান বলেছেন:
আহারে !
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৩
সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু কি যে করি?
৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৭
একজন আরমান বলেছেন:
কিছুই করার নাই !
শুধু অপেক্ষা ছাড়া ! !
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩২
সেলিম আনোয়ার বলেছেন: অপেক্ষায় নাজির হয়ে গেলাম
প্রেমহীনার প্রেম আসে না মনে।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪
মাক্স বলেছেন: কদম ফুলের রাণী
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০
সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার মাক্স কেমন আছেন?এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে?
৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭
ফারজানা শিরিন বলেছেন: অপেক্ষার সাথে আমাদের দোয়া রইলো । সেইদিন শিঘ্রি আসুক যেদিন বলবেন 'আগে কি সুন্দর ব্লগ লিখতাম '' ; )
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সেদিন কি আর আসবে দিনে একডজন কবিতা মাথায় ঘুরপাক খায়..পাঠকদের অনুরোধে কম কবিতা লিখি বা পোস্ট করি।বেশি কবিতা লিখলে কবিতা পড়তে পড়তে পয়েমস্ট্রো হওয়ার চানস্ তাইলিখিনা।ব্লগাদের জীবন বাচাতে কম কবিতা লিখি।
৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭
অদৃশ্য বলেছেন:
কি করে বুঝাই?
কদমফুলের রানী....
এরপরও সে যদি না আসে তবে সে ঠিক প্রেম বোঝেনা....
ভালোলাগা জানিয়ে গেলাম...
শুভকামনা...
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
সেলিম আনোয়ার বলেছেন: যে জন প্রেমের ভাব জানে না তার সাথে নাই লেনা দেনা?
১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী ..সে প্রেমহীনা...তারে প্রেমের মায়াজারৈ আটকাই কিভাবে?
১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
স্পাইসিস্পাই001 বলেছেন: ছোট্ট করে প্লাস দিলাম হে কবি ......+.......
ধন্যবাদ ..... ভাল থাকবেন....
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
সেলিম আনোয়ার বলেছেন: + এত ছোট কেন?কবিতার প্রতিটি শব্দে প্রেম ঝরে পরছে অথচ ছোট প্লাস!!পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।
১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
বোকামন বলেছেন: +++
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
সেলিম আনোয়ার বলেছেন: পাগল মন মনরে মন কেন এত কথা বলে।
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
আশিক মাসুম বলেছেন: রাজ্যের হতাশা ভর করে আমায়
সে দিন কি আসবে কভু যেদিন কাছে পাব তোমায়?
জানিনা, তয় কেউ না কেউ পাশে থাকবে
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: তাকেই চাই
১৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
মাক্স বলেছেন: জি ভালো আছি। আপনি কেমন আছেন?
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯
সেলিম আনোয়ার বলেছেন:
১৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১২
বিষাদ সজল বলেছেন: হৃদয়ের সবটুকু ভালবাসা উজার করে দিয়েছি
ভিখেরীর মতন প্রেম চেয়েছি !!
-----------------------------------
তবু তোমার কত ভাব
হয়তো এটাই তোমাদের স্বভাব ।
ভাই মজা করলাম ।
কিছু মনে নিয়েন না ।
কবিতা ভাল হইছে ।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
সেলিম আনোয়ার বলেছেন:
১৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Nishi raite likha peyar ki shayer comotkar hoice.
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
সেলিম আনোয়ার বলেছেন:
১৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫
কালোপরী বলেছেন: তোমার চন্দনা মরে গেছে
ওকে আর ডেকে কি হবে??
ওর জন্য হৃদয়টা শূন্য রেখে কি হবে??
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১
সেলিম আনোয়ার বলেছেন: Life Is Beautiful
১৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯
কালোপরী বলেছেন: দুই ভুবনের দুই বাসিন্দা
বন্ধু চিরকাল
রেললাইন বহে সমান্তরাল
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮
সেলিম আনোয়ার বলেছেন: তারপরও প্রেম মহান
তারপরও প্রেম প্রেম
১৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩
কালোপরী বলেছেন: চালায় যান
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কি?
২০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
কালোপরী বলেছেন: প্রেমেরই নাম বেদনা
সে কথা বুঝিনি আগে
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: অন্ধ গলির এই যে আধার সঙ্গি হল আজ আমার।
হয় যদি বদনাম! হোক আরও
২১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪
কালোপরী বলেছেন: চাহাত হ্যায় আগার আকে মুঝসে মিল যা তু
ইয়া ফির অ্যায়সা কার, ধারতি সে মিলা দে মুঝকো
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৭
সেলিম আনোয়ার বলেছেন:
২২| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩
এরিস বলেছেন: Khub sundor kobita... ++++
"Kodom fuler rani" etar mane bujhini...
Vikhirir moto prem chaile hobe??? Keu prem vikkhe dibe, r apni "Allah apnaer vala koruk " bole chole jaben..!! Ta hobena, ta hobena...
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭
সেলিম আনোয়ার বলেছেন: ভিখেরী প্রেমিক প্রেম পেয়ে গেলে রাজা মহারাজা।
২৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ চমতকার ।
২৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫
রোকেয়া ইসলাম বলেছেন: আমি দারুণ কষ্ট পাই,
যখন তোমাকে ভালবাসার কথা বলি
তুমি তা প্রত্যাখান কর, অবলীলায়
অনেক সুন্দর।
খুব ভালো লাগলো
ভালোবাসার মানুষের জন্য প্রেম ভরা অভিমানের কথাগুলো।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
মরু বালক বলেছেন:
+ +
রাজ্যের হতাশা ভর করে আমায়
সে দিন কি আসবে কভু যেদিন কাছে পাব তোমায়?