নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অপূর্ণ চাওয়া (কবিতা)

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩



দিনের সমাপ্তিতে দেখেছো রঙিন আকাশ?

রঙিন সূর্যটা !

কত সুন্দর !সূর্যাস্ত সময়ে,

তার পর সেটি হারিয়ে যায়,

সূর্যাস্তের সূর্যটি ফিরে পেতে চেয়েছো কখনো?

চেয়েছো নিশ্চয়!!

কিন্তু তা হবার নয়!

সব চাওয়া সম্ভব নয়!

সব চাওয়া পূরণ হয় না।

ভালবাসা ভাল নয়!

সেটি সবাইকে ধরা দেয়না

সবাই ভালবাসা পায় না।

সেটিও গোধুলীর আকাশে অস্তমিত হলে

আর উদয় হয়না।

সব চাওয়া পূরণ হয়না!!

মন্তব্য ৫৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫

স্বপনবাজ বলেছেন: +++

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে ধন্যবাদ কবি।নিরন্তর শুভকামনা থাকলো।

২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

বোকামন বলেছেন:

চাওয়া পূরণ হয়না
তবুও চাইতে চাই
পাই কিংবা না পাই

২য় ভালোলাগা ....

ভালো আছেন কবি ?

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকল। ভাল আছি।আপনি কেমন আছেন?

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: অসাধারণ!!! সরল সহজ করে জীবনের কথা বলে ফেললেন!!! ছবি দেখে আমারও ঘাসের ওপর শুয়ে আকাশ দেখতে ইচ্ছে করছে। আমিও জীবনে কিছু (সবকিছু নয় কিন্তু) পাইনি। কোন ক্ষেদ নেই। সবাই সব পায়না। ভাল লাগা রইল!

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকল।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

shfikul বলেছেন: +++

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কবি ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

তারছেড়া লিমন বলেছেন: সব চাওয়া পূরণ হয়না :( :( :( :( :( :( :(

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সহম তভ। নিরন্তর শুভকামনা।

৬| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:
তারছেড়া লিমন বলেছেন: সব চাওয়া পূর

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪২

সেলিম আনোয়ার বলেছেন: তার ছিড়ে গেছে
শব্দরা ক্ষয়ে গেছে
নিরবে
অর্থের পূর্ণতা রয়ে গেছে।

কান্ডারী শুভকামনা থাকল।

৭| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
সব চাওয়া পূরণ হয়না!! :(

ভালোলাগা নিবেন কবি।

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কবি কেমন আছেন?ভাল থাকবেন সবসময়।

৮| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনার কবিতা সবসমযেই ভালো লাগে। সুখপাঠ্য। :)

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।কবিতা পাঠে।নিরন্তর শুভকামনা থাকলো।

৯| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২

কালোপরী বলেছেন: এইটা কি কবিতা !!!!!!!!!!!!


কিচ্ছু হয় নাই

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? তাহলে কিভাবে কবিতা লিখব?শুভসকাল। পরীর দেশে এই কবিতা অচল।আসল কবিতা লেখে দেন।১লা বৈশাখ আসছে।

১০| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩

কালোপরী বলেছেন: দেখছিলাম তাকে
রুপালী রাজকন্যা
কস্তূরীর ঘ্রাণ মিশে ছিল
তার শ্বাসপ্রশ্বাসে

পা বাড়াতেই
মরীচিকার মত
ঝাপসা হয়ে এল সব



আপনার কাছ থেকে এর চেয়ে ভাল লেখা আশা করি :)

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার উপ করণ নিয়ে আসি
তারপর লিখবো কবিতা
আমাদের ছোট গায় যাচ্ছি ছোটে তায়
তোমাকে কবিতা পান করাবো
কবিতার রসে সিক্ত হবে তুমি
ভিজে যাবে কামনার ঢেউ খেলে যাবে
সর্বাঙ্গে তব।তারপর! আমি কৃষ্ণ আর তুমি কৃষ্ণহারা!!

১১| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৩

কালোপরী বলেছেন: :)

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কি হলো এখন কবিতা হচ্ছে?

১২| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কালোপরি এখন গ্রামের বাড়ি যাচ্ছি..বিকেলে চলে আসব।তারপর হবে অসমান্য কবিতা।গ্রাম আমার ধামরাই।খুব কাছে।

১৩| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৯

কালোপরী বলেছেন: I thought ishara is kafi for you :)


ektu guchaye tym niye likhen ...

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: আমার প্রিয় ফরীদি বড্ড এলোমেলো ছিলেন..এটা আমারও এলোমেলো অবস্থা।তারপরও তিনি কিন্তু অসামান্য অভিনেতা ছিলেন।ভিতরটা তার দারুণ গোছানো ছিল্

১৪| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুখপাঠ্য কবিতা।।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি শুভকামনা থাকলো।

১৫| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬

একজন আরমান বলেছেন:
সব চাওয়া পূরণ হয়না!!

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে ধন্যবাদ শুভকামনা।

১৬| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:

আমি একটু অসুস্থ !!!

ভালো থাকবেন নিরন্তর।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: দ্রুত সুস্থতা লাভ করুন এই কামনা থাকল।

১৭| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

আমি বাঁধনহারা বলেছেন:



ভালো লাগল:+++++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা। বাধন হারা ভাই
ভাল থাকবেন আর মনে রাখবেন।

১৮| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬

আশিক মাসুম বলেছেন: সুন্দর :)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর না হয়ে পারে! ওটা খেলার মাঠ নয়।হাকালুকি হাওড়।৬ মাস ১৫ ফুট পানির নিচে থাকে।

১৯| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: ভালবাসা ভাল নয়!

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: যে জিনিস সবাই পায় না সেটা ভাল হয় কিভাবে?যেটা মানুষকে কেবল দূরেই টেলে দেয় সেটা ভাল হয় কিভাবে?

২০| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

রহস্যময়ী কন্যা বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: ভালবাসা ভাল নয়!
কবি কি বলেন????

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: আমারও ্ওখন তাই মনে হচ্ছে। আমার ভাত শেষ!আমি প্রেমের কবি।প্রেম ভাল না হলে আমার দিন শেষ!!

২১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

রহস্যময়ী কন্যা বলেছেন: কবি কি এখন তাহলে প্রেমের কবিতা বাদ দিয়ে অন্য কবিতা লিখবে?জাতি জানতে চায়.....

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনি কি মনে করেন আমার দিন শেষ ?নতুন এক কবির কবিতা পড়লাম কবির নাম ধূর্ত উই।তার কবিতা ভাল লেগেছে।

২২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কালো পরী,রহস্যময়ী কন্যা কাচা আম খান।

২৩| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

রহস্যময়ী কন্যা বলেছেন: wow........ thnx vaiyaaa।লাইক ইট। :D :D :D

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: দুটোই আমি খেয়ে ফেলেছি।আমগুলো কাচামিঠা।সেইরকম টেষ্ট।

২৪| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩

মামুন রশিদ বলেছেন: +++

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।

২৫| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

রহস্যময়ী কন্যা বলেছেন: তো আমাদেরকে কি দিলেন ভাইয়া??সব তো নিজেই খেয়ে ফেললেন।হবে না।খেলমুনা....

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: খেল খেল ।খেললে লস না্ই।আমার আম গাছটায় অনেক আম।সমস্যা হলো প্রতিবছর বাদুড় খেয়ে ফেলে।কাচমিঠাতো তাই।আমের ফিগার গুলো কিন্তু সুন্দর ।

২৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

ঘুড্ডির পাইলট বলেছেন: অসাধারন !

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।

২৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮

জুন বলেছেন: কারো চাওয়াই কখোনো পুর্ন হয়না অসাধারন লাগলো কবিতা :)
ধামরাই আপনাদের দেশ ?? আমরা বালিয়াটি ধাম্রাই ঘুরে এসেছি কিছুদিন আগে ।ধামরাই থেকে একটা বাকুড়া স্টাইলের পেতলের ঘোড়া নিচে ছবি কিনে আনলাম ডেকোরেশন পিস ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: তাই নাকি?বালিয়াটি নাম শুনেছি।যাওয়া হয়নি।সুন্দর ঘোড়া ।আমার গ্রামের নাম বালিথা।শ্রীরামপুর এর পরেই।অনেক সুন্দর গ্রাম।

২৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১

লাবনী আক্তার বলেছেন: কান্ডারী ভাইয়ের একটা পোস্টে আমি দুটি লাইন লিখেছিলাম , আপনার কবিতা পড়ে সেই লাইন দুটি মনে পড়ল আবার-

' সব ভালোবাসা পূর্ণতা পায়না
সব প্রেম বাধে নাকো বাসা'

ভালোলাগা রইল কবি সাহেব।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার অনেকদিন পর ?শুভকামনা থাকলো নিরন্তর।

২৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: সব চাওয়া হয়না পূরণ

৩০| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: চরম সত্য সব চাওয়া পূরণ হয় না।

৩১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২২

শুকনোপাতা০০৭ বলেছেন: ইশরে!!!!এতো সুন্দর সুন্দর লেখা গুলো আমার পড়া হয় না!! :( :( হয় সময় হয় না নাহলে সামুই ওপেন হয় না!! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.