নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হে বন্ধু বিদায়!/:)

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩



জীবন সায়াহ্ণে আমি

আজ সূর্যাস্তেই বিদায় নেব,

তোমাদের থেকে;

আর পাবে না আমাকে।



কিভাবে ফুরিয়ে গেলাম হায়!

অতি দ্রুত কর্পূরের মতন

নিরবে নিভৃতে সময় চলে যায়।



চিহ্ন রেখে যায়

মায়ার ছলনায়,

আশা-নিরাশায়

প্রেম-ভালবাসায়।



অনেক উৎসব মুখর এসেছিলেম

আনেক আশার আলো জ্বেলেছিলেম

হতাশ হয়েই বিদায় নিলেম।



আশার প্রদীপ জ্বালবো না আর

তোমাদের কাছে আসবো না আর

আমায় কভু পাবে কি আর?



পাবে না, পাবে না, পাবে না।

শতঅধ্যাবসায় শত সাধনায়

আমাকে আর পাবে না।



প্রেমে গানে আপন প্রাণে

আসবো না আর

সম্মুখপানে যাও

অনেক সুখ তুমি পাও।



আমার তরে রয়েছে কি কিছু দায়?

বিদায় বেলা আসন্নপ্রায়

হে বন্ধু বিদায়!

------------

বিদায়-১৪১৯

ছবি নেট

মন্তব্য ৬০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

স্পাইসিস্পাই001 বলেছেন: হে কবি বিদায় দিতে পারলাম না .... দুঃখিত....

কবিতা বরাবরের মতই ভাল হয়েছে....+++

ধন্যবাদ .....ভাল থাকবেন..।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠে।নিরন্তর শুভকামনা রইলো

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯

shfikul বলেছেন: +++

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি..কেমন আছেন?

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

লেখোয়াড় বলেছেন:
‍‍'ভালবেসে মিটিল না সাধ
কুলালো না এজীবনে
জীবন এত ছোট কেনে!"
................... তারাশঙ্করের কবি থেকে বললাম।

জীবন আসলেই ছোট এবং বিদায়ময়।
ধন্যবাদ কবিকে।
ভাল থাকুন রাত-দিন সবসময়।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকল।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
বিদায় বেলা আসন্নপ্রায়
হে বন্ধু বিদায়!



অনেক অনেক ভালোলাগা নিবেন কবি।

+++

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কবি ধন্যবাদ।কবিতাপাঠে।ভাল থাকবেন সবসময়।শুভনববর্ষ।

৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭

আমি বাঁধনহারা বলেছেন:







কীভাবে দেব তব বিদায়??
মনের মাঝে কত স্মৃতি
আজো নীরবে কথা কয়!!
আমি আজ আমার নাই
সর্বদা ভালো থাকুন ভাই।


নেটওয়ার্ক সমস্যার কারণে আপনার কবিতা পড়তে পারি না!!! সেজন্য খুব খারাপ লাগে!!!



ভালো থাকবেন
মনে রাখবেন!!!




১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ বাধন হারা ভাই।নিরন্তর শুভকামনা থাকলো।
ভাল থাকবেন আর মনে রাখবেন।

৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
যদিও বিদায় শব্দটাই কষ্টের :)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কবি ধন্যবাদ শুভকামনা।বছর চলে গেছে নতুন বছরের পদার্পন হয়েছে।ভাল থাকবেন সবসময়।

৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০

বিষাদ সজল বলেছেন: বিদায়-১৪১৯
নতুন বছরে
কিছুটা স্বপ্ন আনিস ।
ঝড়ে যাক ঝড়াপাতা
নতুন করে লিখা হোক
জীবনের খাতা ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: লিখছি নতুন করে
নতুন কোন গান

শুভনববর্ষঅ ভাল থাকবেন সবসময়।

৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

শ্রাবণ জল বলেছেন: সুন্দর।
হে বন্ধু বিদায়!

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।আর শুভকামনা থাকলো।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধুর ভাই ! মনটাই খারাপ করে দিয়েছিলেন ।
পরে দেখি ----------- :P :P

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই শুভনবর্ষ। ভাল থাকবেন সবসময়।

১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: মন খারাপের কবিতা ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি বিষাদের কবিতাই শ্রেষ্ঠ কবিতা।শুভকামনা থাকলো।

১১| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

কালোপরী বলেছেন: আচ্ছা বিদায়

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক আছে।বিদায় ১৪১৯।কবিতা পাঠে ধন্যবাদ।

১২| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন:

আমার তরে রয়েছে কি কিছু দায়?
বিদায় বেলা আসন্নপ্রায়
হে বন্ধু বিদায়!


সুন্দর!

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ কবি।শুভরাত্রি।আর শুভনববর্ষ।

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭

মুনসী১৬১২ বলেছেন: সুন্দর

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে ধন্যবাদ আর শুভকামনা থাকলো।

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কবিতা
ভাল লাগলো।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।সুখে থাকুন নিরন্তর।

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: সেলিম ভাই আল্লাহ্‌ হাফেজ তাইলে।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ হাফেজ ১৪১৯ সাল্ কবিতাপাঠে ধন্যবাদ।

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

রোকেয়া ইসলাম বলেছেন: শুভ নববর্ষ.........।।
শুভ হোক ১৪২০ সালের সবকটা দিন।
বিদায় বছরের কবিতা। মন খারাপ লাগলো কিন্তু অনেক সুন্দর কবিতা...।।
ভালো লাগা থাকলো।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: মনখারাপের কবিতা শ্রেষ্ঠ কবিতা।

১৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮

জুন বলেছেন: যাক্‌ বর্ষ বিদায় দিলেন,
আমি তো ভাবলাম সামুকে সেলিম আনোয়ার :!>
ভালোলাগলো অনেক :)
শুভ নববর্ষ :)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় শ্রদ্ধেয় জুন আপু।কবিতা পাঠে ধন্যবাদ।শুভকামনা থাকলো।

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

মামুন রশিদ বলেছেন: বিদায় বেলা আসন্নপ্রায়
হে বন্ধু বিদায়!
------------
বিদায়-১৪১৯


নববর্ষের শুভেচ্ছা :)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।শুভকামনা থাকলো।ভাল থাকবেন সবসময়।

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

জাকারিয়া মুবিন বলেছেন:
শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে ধন্যবাদ আর শুভনববর্ষ।

২০| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই দুঃখিত আপনাকে বিদায় দিতে পারবনা।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক আছে গেলাম না।কবিতা পাঠে ধন্যবাদ। শুভকামনা থাকলো।

২১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

রহস্যময়ী কন্যা বলেছেন: বিদায় দিমু না ভাইয়া.......

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক আছে বিদায় নেব না।কবিতা পাঠে ধন্যবাদ শুভকামনা থাকলো।

২২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১০

তারছেড়া লিমন বলেছেন: শুভ নববর্ষ............।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৩

সেলিম আনোয়ার বলেছেন: শুভনববর্ষ..শুভসকাল।

২৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:
খুসিত হলাম।


আর কবিতায় লাইক বহু আগেই দিয়েছি

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যকাদ কান্ডারী...শুভনববর্ষ নতুন কবিতা লিখেছি।

২৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৬

সাহিদা আশরাফি বলেছেন: কবিতায় অনেক ভাললাগা জানালাম।

শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল.এসো হে বৈশাখ এসো এসো নতুন বছর নতুন বারতা আনুক।

২৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯

সোহরাব হোসাইন বলেছেন: শুভ বাংলা বর্ষ । পৃথিবীতে নববর্ষের ছড়াছড়ি । তাই নতুন বত্‍সর নিয়ে বিরম্বনার শেষ নেই । আমাকে যদি বেছে নিতে হয় আমি কোনটা নেব ? অবশ্যই বাংলা নববর্ষ ।শুভ নববর্ষ কবি ।সুন্দর হোক আপনার নতুন দিনগুলো ।স্মৃতি হয়ে থাকুক পূরনো সুন্দর গুলো ।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আনেক অনেক অনেক শুভেচ্ছাআর নিরন্তর শুভকামনা থাকলো।

২৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩

সায়েম মুন বলেছেন: সুন্দর। বিদায় শব্দে একটা চাপাআর্তি ফুটে ওঠে।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কবি হয়ত চিরবিদায়ের কথা মনে পরে।হুমায়ূন ফরীদিআজ নেই তার জীবন সায়াহ্নে চরম নিসঙ্গতা তার জীবেনকে গ্ল্যামারাস করেছে তারে জীবনী পড়ে সবই হুহু করে কাদবে ভালবাসবে।অপরপক্ষে সুবরণা তাকে ডাম্প করে নতুন বিয়ে করে নিজেইআবর্জনা হয়েছে।তার জীবনী তাকেআস্তাকুড়ে নিক্ষেপ করেছেএটইই রীতি।রিপু মানুষকে নষ্ট করে ফেলে বরবাদ করে দেয়।ফরীদির রুহের শান্তি কামনা করছি।

২৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫০

লিন্‌কিন পার্ক বলেছেন:
নতুন বছর শুভ যাক :)

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।আপনার সুন্দর জীবন কামনা করছি শুভনববর্ষ।

২৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ৮ নং ভাল লাগা, বেশ ভাল লেগেছে ভাই। :)

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ দিকভ্রান্ত পথিক।ভাল থাকবেন সবসময়।

২৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০

তরুন তুর্কী বলেছেন: খুব ভালো লাগলো ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

৩০| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬

শান্তা273 বলেছেন: খুব ভালো লাগলো।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.