নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শুভ বাংলা নববর্ষ-১৪২০:D

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

বন্ধনে অটুট









যেখানেই বাঙালী সেখানেই ঐক্যের সুর,

বন্ধনে অটুট;

অসুন্দরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে

কোটি কন্ঠে ধ্বনিত হোক একই সুর।





টেকনাফ থেকে তেতুলিয়া

রুপসা থেকে পাথারিয়া

ভেদাভেদ সব ভুলিয়া

হাতে রেখে হাত

কাঁধে রেখে কাঁধ

নতুন বছরে প্রেমে প্রাণে গানে

ধ্বনিত হোক শান্তির বাণী

রচিত হোক শান্তির নীড়

প্রতিটি স্থানে দেশ মাতৃকার।





জাগো নব আনন্দে,

জাগো বিজয় মন্ত্রে,

রমনায় ছায়নটে রবীন্দ্র স্মরনী রাজপথে,

বৈশাখী মেলায় গনজাগরণে,

তপ্ত বায়ে ভস্ম হোক অসত্যের কালিমা।;







বাঙালীপনায় ,একই সুরে একই গীতে

সূচিত হোক নবযাত্রা;

কাল বৈশাখী ঝড়ে ,সব জঞ্জাল যাক উড়ে।





অপার মহিমায় প্রচন্ড শক্তিতে সূচিশুদ্ধ মনে,

শুভ নববর্ষ

চৌদ্দশত বিশের আগমনে।



---------------------------------------------

নববর্ষবরণ







সাতসকালে ঘুম থেকেওঠে

এসো হে বৈশাখ গাই;

আম-ডাল ,লাউ শাক সাথে,

শুকনো মরিচ পোড়ে দিয়ে

পান্তা ইলিশ খাই।



ধ্যূতি পাঞ্জাবী পায়জামা পরি

প্রিয়ার পরনে দিই বাসন্তি রঙ শাড়ি

কপালে লালটিপ

খোপায় দিই তারে পুস্পমালা

পরীর সাজে ঠিক!

আলতা রাঙা পায়

মেহেদী হাতে রঙের বর্ষা প্রায়!



একটু ঘুরে আসি

রমনা থেকে গ্রাম্য মেলায়

যার যেখানে মন ছুটে যায়:

বিন্নি বাতাসা মন্ডা মিঠাই

সবাই মিলে খাই।





দেখবো সাপের খেলা দেখবো পুতুল নাচ

নাগর দোলায় মনের সুখে বেশ দোলেছি আজ।

মিলন মেলায় রঙের খেলায়

রঙিন চুড়ি দিলাম তোমায়

কিনতে পাতার বাঁশি,

চল মেলায় ঘুরে আসি।



কিনে রঙিন ফিতে

মনের হরষে দিনে রাতে

আনন্দেতে থাকি মেতে

বর্ষবরণ হবে তাতে।

------------------------------------------------------





সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।চলুন দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে এগিয়ে যাই । ১৪২০ সাল হোক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বছর।কোটি বাঙালীর অর্জিত স্বাধীনতা সমুন্নত থাক। সকল অনিশ্চিয়তা ,অস্থিতিশীলতা দূর হোক। আমরা বাঙালী বাংলাদেশীরা সত্যিকার অর্থে মানুষ হই। পরস্পরকে শ্রদ্ধা

করতে শিখি। সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ হাতে হাত মিলিয়ে সকল বিভেদ মাটি চাপা দিয়ে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ি।গত বছরের ব্যর্থতা গুলো এবছর সফলতা পাক।নতুন নতুন আনন্দ আর গানে ভরে উঠুক সবার জীবন।

মন্তব্য ৯৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (৯৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

মামুন রশিদ বলেছেন: অপার মহিমায় প্রচন্ড শক্তিতে সূচিশুদ্ধ মনে,
শুভ নববর্ষ
চৌদ্দশত বিশের আগমনে।


শুভ নববর্ষ ১৪২০ ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা থাকলো।শুভনববর্ষ।

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

shfikul বলেছেন: শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভনববর্ষ।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

শ্রাবণ জল বলেছেন: শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।শুভনববর্ষ।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

লিংকন১১৫ বলেছেন: সুন্দর



শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কবিতা পাঠে ধন্যবাদ আর শুভকামনা থাকলো।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

রহস্যময়ী কন্যা বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া........

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: তোমাকেও শুভনববর্ষ।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী শুভসকাল..শুভনববর্ষ।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৮

পথ-হারা এক পথিক বলেছেন: শুভ নববর্ষ। জীবন সুন্দর হোক।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ,পথ-হারা এক পথিক -শুভসকাল শুভনববর্ষ।

৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১১

তারছেড়া লিমন বলেছেন: শুভ নববর্ষ............।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ,তারছেড়া লিমন - শুভ নববর্ষ.

৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১১

স্নিগ্ধ শোভন বলেছেন:

অপার মহিমায় প্রচন্ড শক্তিতে সূচিশুদ্ধ মনে,
শুভ নববর্ষ
চৌদ্দশত বিশের আগমনে।

শুভ নববর্ষ !!!

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ,স্নিগ্ধ শোভন,শুভনববর্ষ।

১০| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৩

রাফা বলেছেন: ওয়াও..... অসাধারন, সেলিম ভাই। :)

১৪২০ গণতন্ত্রের নতুন সুচনা হোক।

শুভ নববর্ষ।

ধন্যবাদ।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল...শুভনববর্ষ রাফা..ভাল থাকুন সবসময়।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: শুভ নববর্ষ। :)

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল।আপনাকেও শুভনববর্ষ।নিরন্তর শুভকামনা থাকলো।কি ভাবে কাটাবেন নববর্ষের ১ম দিন।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসাধারণ লেগেছে, দ্বিতীয় ভাল লাগা!!

আর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া। সুন্দর হোক আপনার নতুন বছর।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: শুভনববর্ষ। নিরন্তর শুভকামনা থাকল।

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

অনির্বাণ রায়। বলেছেন: শুভ নববর্ষ :)

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভনববর্ষ।অনাবিলআনন্দ আপনাকে ঘিরে থাকুক সবসময়।

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০

সায়েম মুন বলেছেন: অনেক ভাললেগেছে কবি। নববর্ষের শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কবি আপনাকেও শুভনববর্ষ। নিরন্তর শুভকামনা থাকলো। আপনাদের দুইজনকেই নিরন্তর শুভকামনা।

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ নববর্ষ...।
কবির জন্য শুভ হোক ১৪২০ সালের প্রতিটা মুহূর্ত......।।
ভালো থাকুন।
শুভ কামনা রইলো।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ..লিটন ভাইআপনার জন্যও শুভকামনা ।ভাল থাকবেন সবসময়।

১৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।শুভনববর্ষ।

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০

জাকারিয়া মুবিন বলেছেন:
বাংলা নববর্ষের শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন।আপনাকেও বাংলানববর্ষের শুভেচ্ছা।

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০

শায়মা বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শায়মা আপু।এসো হে বৈশাখ এসো এসো।নিরন্তর শুভকামনা থাকলো।

১৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

তরুন তুর্কী বলেছেন: চমৎকার !!!

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: শুভনববর্ষ।ভাল থাকবেন সবসময়।

২০| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২

বোকামন বলেছেন:



সম্মানিত লেখক,
আপনার এই কবিতায় বড় আপন করে খুজেঁ পেলাম আমাদের নববর্ষ কে !
কবিতার জন্য কৃতজ্ঞতা কবি ...

আপনি এবং আপনাদের পরিবারের সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং সালাম ।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।আপনাকেও শুভনববর্ষ আরেকবার।ভাল থাকবেন সবসময়।

২১| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭

একজন আরমান বলেছেন:
শুভ নববর্ষ ভাই। :)

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: এত পরে কেনে মনু! জরিমানা হয়েছে।আজকে নববর্ষ তাই ক্ষ্যামা নইলে বুঝতা কত ধানে কত চাল? ;)


শুভনববর্ষ।

২২| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

মাক্স বলেছেন: শুভ নববর্ষ!!!

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫

সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার মাক্স আপনাকেও শুভনববর্ষ

২৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬

মাক্স বলেছেন: কেমন কাটছে দিন?

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০

সেলিম আনোয়ার বলেছেন: কাটছে দিন ভালই
আপনার কি অবস্থা?
ভাল আছেন নিশ্চই :)


২৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪

মাক্স বলেছেন: একটু ব্যস্ত। সব রুটিনে ধ্বস নামসে।

এছাড়া মজায় আছি।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আমিও ব্যস্ত।কোন কাজে মজা পাই না।


ব্যস্ত সময় যাচ্ছে চলে ব্যস্ততায়
ব্যস্তার কাছে আমরা দারুণ অসহায়।

২৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

পেন্সিল চোর বলেছেন: শুভ নববর্ষ ১৪২০ ।
সামনের দিনগুলোতে আল্লাহ্‌ যেন আমাদের সকলকে সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন-আমিন।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আমিন।আপনার প্রতিও শুভকামনা থাকলো

২৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩

শের শায়রী বলেছেন: শুভ নববর্ষ সায়েম।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ শোভন ভাই। কেমনআছেন? কোথায়?ঢাকায়?নাকি বাইরে?হাদী কি দেশের বাইরে ওকে ফোন করে পাচ্ছি না।বন্ধ।

২৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

রোকেয়া ইসলাম বলেছেন: বাঙালীপনায় ,একই সুরে একই গীতে
সূচিত হোক নবযাত্রা;
কাল বৈশাখী ঝড়ে ,সব জঞ্জাল যাক উড়ে।


অপার মহিমায় প্রচন্ড শক্তিতে সূচিশুদ্ধ মনে,
শুভ নববর্ষ
চৌদ্দশত বিশের আগমনে।
অনেক সুন্দর.........।
বর্ষবরণের কবিতা। খুব ভালো লাগলো।
পোষ্টে +++++++++ সাথে টক ঝাল মিষ্টি শুভেচ্ছা......।।

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২

সেলিম আনোয়ার বলেছেন: টক ঝাল মিষ্টি খুব ভাল পাই।শুভনববর্ষ ধন্যবাদ।

২৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

িনহাজ রিমন বলেছেন: ৮ম ভালো লাগা রইলো সাথে শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো।আবারও শুভনববর্ষ।

২৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন: টেকনাফ থেকে তেতুলিয়া
রুপসা থেকে পাথারিয়া
ভেদাভেদ সব ভুলিয়া



বাহ সুন্দর !

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

সেলিম আনোয়ার বলেছেন: গ্রেট ব্লগার ঘুড্ডির পাইলট..সুস্বাগতম।পান্তাকাচালংকার শুভেচ্ছা।সাথে কিছু কাচা পিয়াজীয় ঝাঝালো অভিনন্দন। শুভনববর্ষ।

৩০| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১

শিপন মোল্লা বলেছেন: শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।
শুভনববর্ষ।

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নি স্নানে সুচি হোক ধরা

৩১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

আশিক মাসুম বলেছেন: শুভনববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কবি আপনাকেও।অনাবিল আনন্দ ঘিরে থাকুক আপনাকে,সবসময়্ ।

৩২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

নীল-দর্পণ বলেছেন: suveccha apnak :)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

৩৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: যাই একটু দাওয়াত খেয়ে আসি।

৩৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

আমি বাঁধনহারা বলেছেন:





ভালো লাগলো:++++++++++++

মন থেকে দিলাম বৈশাখি শুভেচ্ছা
পূরণ হোক তব মনের সব ইচ্ছা।



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: দোয়া করবেনআর মনে রাখবেন ।সবসময়।
বাধনহারা ভাই।
নিরন্তর শুভকামনা থাকলো।

৩৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০২

মৃন্ময় বলেছেন: ভাই এইবার সহ তিনবার পডছি.....শুভ নববর্ষ।
ভালো থাকুন......

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।আপনাকেও শুভকামনা।ভাল থাকবেন সবসময়।

৩৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া :)

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।আপনাকেও শুভনববর্ষ।নিরন্তর শুভকামনা থাকল।

৩৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন:

৩৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কেউ যেন চাপা মনে না করেন তাই কেকের ছবিও দেয়া হলৈা ওখানে তারিখ আছে।

৩৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৪

একজন আরমান বলেছেন:
সকালে ঘুম দিয়েছিলাম। তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল ভাই।

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি?এখন কি সকাল না বিকাল।যাই হোক শুভনববর্ষ।শুভনবর্ষের প্রথম কর্ম দিবস।আজকে সারাদিন বাংলা শুভনববর্ষ চলবে।

৪০| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫

জুন বলেছেন: চলুন দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে এগিয়ে যাই ।
এটাই এখন জরুরী আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য ।
সুন্দর কবিতা সাথে পান্তা ভাতের ছবিটাও দারুন :)
+

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় ব্লগার।সহমত।শুভকামনা থাকলো। ভাল থাকবেন সবসময়। :)

৪১| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

আরজু পনি বলেছেন:

শুভ নববর্ষ, সেলিম।
নেট স্লো থাকায় লাইক বাটন কাজ করছে না :(

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: তোমার নেট দ্রততের হোক।নতুন বর্ষ নতুন জীবন নতুন নতুন আনন্দ নিয়েআসুক। লাইক বাটনএকটিব হোক ;) (ওটাআমার জন্য গুরুত্বপূর্ণ)তোমার লাইকেআর অসাধালন সব কমেন্টে আমার পোস্ট গুলো ভরে ওঠুক :P নিরন্তর শুভকামনা থাকল।

৪২| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

ইখতামিন বলেছেন:
শুভ নববর্ষ সেলিম ভাই.

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।শুভনববর্ষ।নিরন্তর শুভকামনা থাকলো।

৪৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শুভ নববর্ষ। !:#P !:#P !:#P

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ জনৈক গণ্ডমূর্খ ভাই B-) আপনাকেও শুভনববর্ষ।

৪৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

অদ্বিতীয়া আমি বলেছেন: শুভ নববর্ষ :)

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।আপনাকেও শুভনববর্ষ।

৪৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১

অনীনদিতা বলেছেন: অনেক ভালো লেগেছে। নববর্ষের শুভেচ্ছা।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। অনীনদিতা আপনাকেও শুভনববর্ষ।

৪৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫

ফালতু বালক বলেছেন: kabbe onek valo laga, selim vai...

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ফালতু বালক নববর্ষের শুভেচ্ছা থাকল

৪৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০০

বিষাদ সজল বলেছেন: ভালইতো লাগল ভাই ।

১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: নববর্ষের শুভকামনা থাকলো কবিতা পাঠে ধন্যবাদ।

৪৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

স্পাইসিস্পাই001 বলেছেন: হে কবি, অনেক অনেক শুভকামনা রইলো ... সুন্দর কাটুক নতুন বছর।

কবিতা নিয়ে কিছু বলার নেই ... প্রাণ ছুয়ে গেলো..।

ধন্যবাদ ... ভাল থাকবেন ভ্রাতা....

৪৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: হে কবি, অনেক অনেক শুভকামনা

৫০| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সামুতে ঢুকতে পারছি না।কমেন্টের জবাবও দিতে পারছিনা। প্রক্সি দিয়ে চলছি।

৫১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: স্পাইসিস্পাই001,ফজলে আজিজ রিয়াদ দুই সুপ্রিয় ব্লগারকেই শুভকামনা।

৫২| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬

এম হুসাইন বলেছেন: দেরিতে শুভ নববর্ষ!


পোস্টে +++

শুভেচ্ছা ও শুভকামনা।
ভালো থাকুন।

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকল।

৫৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪

শান্তা273 বলেছেন: শুভ নববর্ষ।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভনববর্ষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.