নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমার কবিতাগলো তোমার কাছে বোঝা মনে হয়
তোমার বিরক্তিগুলো আমার কাছে ভালবাসা হয়ে রয়।
কুহেলিকা মনে স্বপ্ন জাল বুনো
বাক্যবানে আমায় ব্যথা দানো।
জানি না তোমার মনে আছে কি?
বঞ্চনার ছলনায় ভালবাসবে কি?
নাকি শুধুই বিড়ম্বণা
বিশুদ্ধ প্রেমের মরণ সম্ভাবনা।
ভাবছো তুমি কি?
তোমার প্রেমেই মরণ হলে শান্তি পাবে কি?
তাই যদি হয়
একবার নয় অসংখ্যবার তোমার তরে আমার মরণ যেন হয়।
ছবি-নেট।
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
সেলিম আনোয়ার বলেছেন: পৃথিবীর সবটুকু প্রেম যখন নিশেষ হয়ে আকাশের অধরায়
নির্লিপ্ত আমি শেষ বিন্দু প্রেম তৃষ্ণায় মরুর ক্যকটাসে উত্তামাশাদ্বীপে
অতলান্তিকে অতল গহীনে হিমালয়ের উচ্চশিখরে করি গমন
প্রেম নাই কোথা প্রেমাগ্নির অন্বেষনে বিম্বিসার দশা নিশার স্বপন
চকিত মন চাতকযেমন বারিবিন্দু কামনায় প্রতিক্ষায় আকাশ গমনে
কভু কি ছিল প্রেম ধরীত্রি সনে রিপুর দংশনে তা বিলুপ্ত প্রায় প্রেম বিহনে।
যোগী সন্নাসী কতজনে সাধনায় কত তপস্যায় সিদ্ধি মিলে কয়জনে
প্রেমিক মনে প্রেম আছে তাও অমূল্য প্রেমকিা বিহনে।
একটু কবিতা লিখার চেষ্টা করলামা কবি।
শুবকামনা থাকলো।
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাবছো তুমি কি?
তোমার প্রেমেই মরণ হলে শান্তি পাবে কি?
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী এর চেয়ে সহজ ভাষায় আর কি লিখবো?
কমেন্টে অসংখ্য ধন্যবাদ।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪
জুন বলেছেন: মরণে শান্তি আছে কি না এটা যদি কেউ বোলে যেত আহা ।
খৈয়ামের ভাষায় বলতে হয়ঃ
অনন্ত অম্বরে যারা করেছে প্রবেশ
বলেনাতো কিছু তারা ফিরে এসে কেহ
পথের ইঙ্গিত মাত্র নাহি দেয় একটি বিদেহ
অজানা সে ও পারের লইতে উদ্দেশ
নিজেদেরই তাই কিগো একে একে যেতে হয় শেষ!
+
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: জুন আপু কেমন আছেন?তানিমরে কমেন্টের জবাবে কবিতা কেমন হয়েছে জানাবেন।
আপু আমার হিসেবে সহজবোধ্য কবিতায় সেরা কবিতা।
সুন্দর কমেন্ট ভাল লাগলো।ভাল থাকবেন সবসময়।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩
একজন আরমান বলেছেন:
ভাবছো তুমি কি?
তোমার প্রেমেই মরণ হলে শান্তি পাবে কি?
তাই যদি হয়
একবার নয় অসংখ্যবার তোমার তরে আমার মরণ যেন হয়।
দারুন।
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আরমান।কবি তানিমের কমেন্টের কবিতা কেমন হলো।
কবিতাই কিন্তু বলে দেয় কবির মনের ব্যঞ্জণা।নিরন্তর শুভকামনা থাকলো
৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫
এরিস বলেছেন: মরণ...............
সুযোগ আর পেলাম কই.........!!!!!
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুযোগ মিলে যাবে
মরণে প্রেমে গানে
চেষ্টা করে যেতে হয়
কষ্টে কেষ্ট মেলে মেনে নিতে হয়।
৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯
শুকনোপাতা০০৭ বলেছেন: ইশরে!!পড়তে পড়তেই এত্ত গুলো কমেন্ট জমে যায়! আমি কমেন্ট করবো কই তাহলে? তবে ভাইয়া,দারুন হয়েছে কবিতাটা...
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাগতম।একশটি কমেন্ট করা অনুরোধ থাকলো। শুকনোপাতা০০৭। নিরন্তর শুভকামনা থাকলো।ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময়।
৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩
সািহদা বলেছেন: তাই যদি হয়
একবার নয় অসংখ্যবার তোমার তরে আমার মরণ যেন হয়।
দারুন।
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।
প্রেম বাচতে যানে
প্রেম করতে জানে জয়।
৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪
একজন আরমান বলেছেন:
কবিতা কখনো খারাপ হয় না !
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।কবিতা লেখার প্রথম রশদ।অন্তরের ঐশ্বর্য।আর মনন।তাই কবিতা খারাপ হওয়ার চান্স কম।ভাল থাকবেন।
৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১
সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলো।
শুভ কামনা।
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো।
১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩
রাইসুল সাগর বলেছেন: বাহ। চমৎকার। শুভকামনা।
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।কবি এইবার আমাকে একটা ভোট দেন।নিরন্তর শুভকামনা থাকলো।
১১| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬
ইখতামিন বলেছেন:
৪র্থ ভালো লাগা
অনেক অনেক ভালো লাগলো
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ইখতামিন।কেমন আছেন।শুভকামনা থাকলো নিরন্তর।
১২| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩
ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ ! সুন্দর কবিতা !
১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পঠে ধন্যবাদ।ভাল থাকবেন সবসময়।
১৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩
লেজ কাটা শেয়াল বলেছেন: Eita porlam, jodio kobita cokhe porle erie jai..+
১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬
সেলিম আনোয়ার বলেছেন: আমি গর্বিত।পুলকিত।যে কবিতা এড়িয়ে যায় সেও এই কবিতা পড়েছে।নিরন্তর শুভকামনা থাকলো।
১৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
সোনালী ডানার চিল বলেছেন:
নাকি শুধুই বিড়ম্বণা
বিশুদ্ধ প্রেমের মরণ সম্ভাবনা।
কবিদের কত কি ভাবার অপশন থাকে
সুন্দর কবিতায় ভালোলাগা জানালাম।।
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সোণালী ডানার চিল।নিরন্তর শুভকামা। ভাবার অপশন না থাকলে ভাবুক কবি কাকে বলে।আরে কবিরাইতো ভাবে।
১৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
প্রত্যাবর্তন@ বলেছেন: ভাল লাগল
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।শুভসকাল। শুভকামনা থাকলো ভাল থাকবেন সবসময়।
১৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
শাহজাহান মুনির বলেছেন: কবিতা ভাল হয়েছে।
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: থাঙ্কু কবিতাপাঠে ধন্যবাদ।ভালথাকবেন।
১৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
shfikul বলেছেন: কবিতাটা আমার ভালো লেগেছে।তবে অন্যগুলোর মতো নয়।
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪০
সেলিম আনোয়ার বলেছেন: অন্যগুলোর নাম উল্লেখ করলে বুঝতাম।কবি শুভসকাল।কবি আমার প্রিয় অভিনেতা আমীর খান টুইট এ অনেকসময় বানা ভুল করেন।আমি রি।কারণ একটাই।খুব দ্রুত লিখতে গিয়ে তার ও আমার বেলায় এ ঘটনা ঘটে।ধন্যবাদ।
১৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো লাগা রইল কবি।
শুভ কামনা
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ জনৈক গণ্ডমূর্খ আল্লাহ আপনের জ্ঞানের ঐ্শ্বর্য দান করুক মূর্খতা দূর হোক। ভাল থাকবেন সুপ্রিয় ব্লগার।
১৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫
বোকামন বলেছেন: ভালো লাগলো ... কবি !
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: বোকামন শুভনববর্ষ ।ভাল থাকবেন সবসময়।আমার প্রিয় লেখক হুমায়ূণ আহমেদকে অনেকেই ভাল সাহিত্যিক বলেন নি।এমনকি নজরুলকে ব্যঙ্গ করে প্যারোডি লিখতেন প্রতি রোববার তা ছাপা হতো।নম করা হিন্দু কবিরা তা করত্।মুই হলাম নতুন সূর্য ।তেমন টি হওয়াই স্বাভাবিক।নিরন্তর শুভকামনা থাকলো।
২০| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা রইলো!
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ৎঁৎঁৎঁ বন্ধু ধন্যবাদ (যেহতু ভাই বা আপু বুঝাযায়না) শুভকামনা থাকলো নিরন্তর।
ভালো থাকবেন আর মনে রাখবেন।
২১| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭
স্বপনবাজ বলেছেন: ভালো লাগলো।
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আমার সুপ্রিয় ব্লগার স্বপনবাজ আপনার হৃদয়ে ঐশ্বর্য আছে।শুভকামনা থাকলো নিরন্তর।
২২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।
কবিতায় ভালোলাগা++
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ধণ্যবাদ মামুন৬৫৩।অমিত কিন্তু আমি।আপনার লেখা আমার ভাল লাগে।নিরন্তর শুভকামনা থাকল।
২৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ।
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ লিটন ভাই কেমন আছেন?ভাল থাকবেন সবসময়।শুভসকাল।
২৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: যারা কমেন্ট করেছেন..সবার জন্য শুভকামনা থাকলোআর ধন্যবাদও জ্ঞাপন করছি।শীঘ্ই সবার কমেন্টে জবাব দিব।ব্লগে ঢুকতে পারছি না প্রক্সি দিয়ে চালাচ্ছি সরি।
২৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫
শ্রাবণ জল বলেছেন: ভাল লাগল।
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শ্রাবণ জল।কবিতা পাঠে অনেক অনেক অনেক ধন্যবাদ।
২৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০২
মিষ্টি মেয়ে বলেছেন: কবিতা ভালো হয়েছে।
আপনার প্রোফাইলের ছবিটা দেখলে ভয় ভয় লাগে...
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ভয় পেয়োনা মিষ্টি মেয়ে ভয়ের কিছু নাই
তিনি ছিলেন ভাল মানুস কোন সন্দেহ নাই।
কবিতা পাঠে ধন্যবাদ।আর নিরন্তর শুভকামনা।
২৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: ভয় পাবেন না মিষ্টি মেয়ে
ফরীদির মত ইনোসেন্ট চেহারা আর নেই।
ওর অভিনয়কে তপস্যা বা সাধনা মনে হত।বাকী সব জাবর কাটে।
২৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটির প্রথম 2 লাইনই পূর্ণাঙ্গ কবিতা।
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাব লও ।তাই না নবিষ কবি?তোমার চেয়ে কাকের কা কাও অনেক সুন্দর্
২৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫
শান্তা273 বলেছেন: ভাবছো তুমি কি?
তোমার প্রেমেই মরণ হলে শান্তি পাবে কি?
তাই যদি হয়
একবার নয় অসংখ্যবার তোমার তরে আমার মরণ যেন হয়।
ভালোলাগা।
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শান্তা কবিতা পাঠে।নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময়।
৩০| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
তাই যদি হয়
একবার নয় অসংখ্যবার তোমার তরে আমার মরণ যেন হয়।
কবি ভালোলাগা জানবেন।
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: স্নিগ্ধ শোভন বন্ধু কেমন আছেন?কবিতা পাঠে ধন্যবাদ আর শুভকামনা থাকলো।সরি দেরীতে কমেন্টের জন্য ।
৩১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৪
ফ্রাস্ট্রেটেড বলেছেন: সুন্দর ... ভালো লাগলো
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।শুভকমনা থাকল ।ভাল থাকবেন সবসময়।
৩২| ১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫২
শায়মা বলেছেন: +++
১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা আপু শুভসকাল।কেমন আছেন?নিরন্তর শুভকামনা থাকলো।
৩৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭
সায়েম মুন বলেছেন: লিখতে থাকুন কবি।
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কষ্টে আইজউদ্দিন অপেক্ষায় নাজির
আর চেষ্টায় সেলিমআনোয়ার!!
কবিতা পাঠে ধন্যবাদ
৩৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯
মহাজাগতিক পাগল বলেছেন: সেলিম ভাই , আমার মন খুব খারাপ । সবাই খালি আমারে বেদনা দিয়া দূরে চইলা যায় । আমি অতি সরল বলে মুখে কিছু বলতে পারি না । আমারে নিয়া কিছু লিখে দেন । মনের কষ্ট আর সহ্য হয় না
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫
সেলিম আনোয়ার বলেছেন: শীঘ্রই লিখব আপনার কষ্ট লাঘব হবে ।আপাততআমারও পরাণ যাহা চায় গানটা শুনতে পারেন।কয়েকটা লাইনে সান্তনা আর প্রেমের মাহাত্ব উপলব্ধি করার সুযোগ দিবে। ধন্যবাদ।
৩৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫
*প্রাচী* বলেছেন: ভালো তো
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কি ভাল? কবি না কবিতা?
ধন্যবাদ।
৩৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১২
মৃত্যুঞ্জয় বলেছেন: সুন্দর হইছে
৩৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।মৃত্যুঞ্জয় ।নিরন্তর শুভকামনা থাকলো।
৩৮| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১
স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লাগলো হে কবি.....অনেক সুন্দর ...
ধন্যবাদ .....ভাল থাকবেন..
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।ভাল থাকবেন সবসময়।
৩৯| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০
আমিভূত বলেছেন: ছোট কবিতা অথচ কত সাবলীল !
ভালো লাগা কবিতায় ।
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।ভাল থাকবেন সবসময়।
৪০| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭
শিপন মোল্লা বলেছেন: ব্যাপক অভিমানী প্রেমের কবিতা। এবার নাম্বে বৃষ্টি সেলিম ভাই। চমৎকার হয়ছে।
+++
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টি নামুক।একটু ভিজি ।বারি জলে।জুড়িয়ে যাক প্রাণটা।ভাল থাকবেন সময়।কবিতা পাঠে ধন্যবাদ।
৪১| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগলো:+++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ বাঁধনহারা ভাই। কেমন আছেন?নিরন্তর শুভকামনা থাকলো।
৪২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১
ফালতু বালক বলেছেন: অভিমানী কাব্যে ++++
সেলিম ভাই, ভালো থাইকেন।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬
সেলিম আনোয়ার বলেছেন: আছি ভাল তবে আর বেশি কাদালে ওড়াল দেব আকাশে।
৪৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
জাকারিয়া মুবিন বলেছেন:
ব্লগে ইদানিং সময় দিতে পারছিনা। বেসম্ভব ব্যস্ত। তাই অনেকদিন পর কমেন্ট করলাম।
ভাল্লাগসে।
৪৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: জাকারিয়া মুবিন বলেছেন:
ব্লগে ইদানিং সময় দিতে পারছিনা। বেসম্ভব ব্যস্ত। তাই অনেকদিন পর কমেন্ট করলাম।
ভাল্লাগসে।
শত ব্যস্ততার মাঝেও কবিতা পরেছেন।কমেন্ট করেছেন।দারুণ খুশি হলাম।আবেগাপ্লুত হলাম।
৪৫| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
কালোপরী বলেছেন: মৃত্যু এত সহজ নাকি??!!!
০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সহজ ই তো ।
৪৬| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
কালোপরী বলেছেন: হাহ!!!
০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
সেলিম আনোয়ার বলেছেন: এতদিন পরে আপনার আগমন। ব্যাপার কি?
৪৭| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
কালোপরী বলেছেন: আসা নিষেধ??
০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কার নিষেধ? আমি তো নিষেধ করিনি।
৪৮| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
কালোপরী বলেছেন:
০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
সেলিম আনোয়ার বলেছেন: হাসির কি হলো?
৪৯| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১২
কালোপরী বলেছেন: কিছুই না এমনি হাসলাম
০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
সেলিম আনোয়ার বলেছেন: এই হাসির মানে কি ছলনা
নাকি অন্যকিছু
নাকি ভালবাসার সুপ্তবাসনা।
৫০| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
কালোপরী বলেছেন: হতেও পারে ছলনা, তবে এ শুধুই নিজের জন্য
০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কেন নিজের জন্য ছলনা
কেন নিজেকে প্রবঞ্চণা
কেন দূরে থাকা
কেন একবার চেষ্টা কর না
পৃথিবীতে চেষ্টা ছাড়া কিছু হয় না
৫১| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
কালোপরী বলেছেন: চেষ্টাতেই বিফল জীবন
চলছে, চলুক
যতদূর যাওয়া যায়
০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: তোমাকে পাওয়ার জন্য কেউ যদি ব্যকুল হয়?
উন্মাদ হয়?
৫২| ০১ লা মে, ২০১৩ রাত ৮:০৬
কালোপরী বলেছেন: উন্মাদ ভঁয় পাই
একা বেশ আছি
উন্মাদরাও ভাল থাকবে
০১ লা মে, ২০১৩ রাত ৮:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: একা কেমনে বেশ থাকে
মানব জনম বৃথাই তাতে
৫৩| ০১ লা মে, ২০১৩ রাত ৮:৩৭
কালোপরী বলেছেন: দু একটা মানব জনম বৃথা গেলে কিচ্ছু যায় আসে না
০১ লা মে, ২০১৩ রাত ৮:৪০
সেলিম আনোয়ার বলেছেন: বৃথা হলে তা বৃথা করছ কেন?
আরাধনায় আরাধ্য মিলে জান?
৫৪| ০১ লা মে, ২০১৩ রাত ৮:৫০
কালোপরী বলেছেন: হেঁহেঁ
আমি তো বৃথা মনে করছি না দাদা
০১ লা মে, ২০১৩ রাত ৮:৫১
সেলিম আনোয়ার বলেছেন: মা না হলে নারীত্বের পূর্ণতা আসে না
৫৫| ০১ লা মে, ২০১৩ রাত ৯:০০
কালোপরী বলেছেন: হায় আল্লাহ আপনি কোথা থেকে কোথায় চলে গেছেন !!!!!!!!
০১ লা মে, ২০১৩ রাত ৯:০২
সেলিম আনোয়ার বলেছেন: মানুষ প্রেম করে কেন?
৫৬| ০১ লা মে, ২০১৩ রাত ৯:০৩
কালোপরী বলেছেন: মানুষই জানে
০১ লা মে, ২০১৩ রাত ৯:২৩
সেলিম আনোয়ার বলেছেন: প্রেম ছাড়া জীবনের কোন মানেআছে কি? পরেেম করে ঘর বাধারজন্য।
ঘর বাধে কেন?
৫৭| ০১ লা মে, ২০১৩ রাত ৯:২৭
কালোপরী বলেছেন: আপনার প্রেমের জন্য শুভ কামনা রইল
পুষ্প রানীকে যথা শীঘ্র খুঁজিয়া বাহির করুন
০১ লা মে, ২০১৩ রাত ৯:২৮
সেলিম আনোয়ার বলেছেন: পুষ্পরানীর ঘরের চাবি ভেঙেছি।দেখা যাক কি হয়।
৫৮| ০১ লা মে, ২০১৩ রাত ৯:৪২
কালোপরী বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪
রেজওয়ান তানিম বলেছেন: মোটামুটি লাগল