নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রিয়া হুশিয়ারী !:#P

২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৩





নদী স্রুতস্বীনি সাগর পানে ছোটে, সাগরে তা পৌছবেই;

বসন্তে কোকিল ডাকে ডাকবেই, ফুল ফোঁটে ফুটবেই;

রজনীগন্ধা সুগন্ধ ছড়ায় রাতের আঁধারে নিভৃতে,সুগন্ধ ছড়াবেই;

ভোরের আকাশে রঙিন সূর্য উঠে ,উঠবেই;

পূর্ণিমা রাতে চাঁদের টানে! কেমন দূর্ণিবার আকর্ষণে

জোয়ার ভাটা হয় জোয়ার ভাটা হবেই;

ফুলের টানে কৃষ্ণভ্রমর ছোটে ,ছোটবেই;

পরাগরেনু গায়ে মাখে ,গায়ে মাখবেই।

তোমাকে ও আমার প্রেমে আসতে হবে আসবেই ।





সন্দেহ মনে?কোনএকদিন

সূর্য সকালে নাও ওঠতে পারে!

পশ্চিমে অস্ত নাও যেতে পারে!

পৃথিবী সূর্যের চারিদিকে নাও ঘুরতে পারে!

মৃত ব্যক্তি জীবন ফিরেও পেতে পারে।

কিন্তু কোন সন্দেহ নাই তুমি আমার এই বিশ্ব চরাচরে।



হুশিয়ার প্রিয়া ,এ প্রিয়া হুশিয়ারী!

এটি অনিবার্য ভেবো রাজকুমারী !

আমি আছি ছিলাম থাকব তোমারই!

শুধু তোমারই !

জীবনে -মরনে, উৎফুল্লে -আনন্দে- বেদনায়;

বিরহে- বিষাদে, অনেক আহলাদে, নিরন্তর শুভকামনায়!



অন্য কাউকে ভেবো না প্রিয়া!!

প্রিয়া হুশিয়ার! প্রিয়া হুশিয়ার!!প্রিয়া হুশিয়ার!!!

শতজনমের কসম তোমার।

প্রিয়া হুশিয়ারী,প্রিয়া হুশিয়ারী, প্রিয়া হুশিয়ারী!

তুমি আমার, শুধু আমার এবং শুধু আমারই।





(উৎসর্গ ঃ-সকল মানুষ যারা ভাল বাসে,যাদের ভালবাসার মত মন আছে ,শক্তি আছে ,সততা ও সাহস আছে)



ছবি-নেট

মন্তব্য ৮৯ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৩

এম হুসাইন বলেছেন: প্রথম ভাললাগা কবি :)

শুভ সকাল।
ভালো থাকুন, নিরন্তর।

২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকল।

২| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৩

মিষ্টি মেয়ে বলেছেন: অনেক ভালো লাগলো! প্রিয়া না এসে থাকতে পারবে না। :)

২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।তাই যেন হয়। ভাল থাকবেন সবসময়।

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৯

মামুন রশিদ বলেছেন: হুশিয়ার ! সাবধান !!



হাঃহাঃহাঃ, প্রিয়া হুশিয়ারী ভালো লাগছে ।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।দিন পাল্টেছে।আগে প্রমিকের জন্য প্রিয়ারা সব ছাড়তো।আর এখন পুরুষ বন্ধুদের মনোরঞ্জনের জন্য প্রেমিককে বন্দি রাখে।ত্যাগ করে।স্বার্থান্বেষী মহল হাত তালি দেয়।ভাইয়া বন্ধু বলে তারা নষ্টামী করে বেড়ায়।একজন প্রেমিকের জন্য হাজার প্রেম প্রেম ভাব তাদের কাছে অনেক প্রিয়।

তারা খ্যাতির পিছনে ছোটে
তারা সব করতে পারে
চেয়ে দেখুক তার হাতে মানুষের রক্ত
সে খুনি।যে মানুষ খুন করবে সে তো প্রেম হত্যা করবে এটাই স্বাভাবিক।আরও বড় বড় হত্যা তার হাতে হবে।আর পাপের সাগরে একদিন তার মৃত্যু হবে।

শুভকামনা থাকলো

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

এরিস বলেছেন: প্রিয়া হুশিয়ার! প্রিয়া হুশিয়ার!!প্রিয়া হুশিয়ার!!
সেলিম ভাই, প্রিয়াকে মাইর দিবেন নাকি...!!!!! খুব সুন্দর হুঁশিয়ারি, কিন্তু ধমক দিলেন যে... :| :|

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: যে বুঝার সে বুঝবে এটা প্রেম।ধমক নয়।এই ধমকে ভালবাসা আছে।ভাললাগার অনুভূতি আছে।সব আছে।সুখ আছে সফলতা আছে।জীবনে একজন ঘনিষ্ঠ বন্ধু হাজার সো কল্ড বন্ধুর চেয়ে গুরুত্বপূর্ণ।ধন্যবাদ।

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

নেক্সাস বলেছেন: প্রিয়ারে এভাবে হুশিয়ার করলেন ?

হাহাহা ভিন্নধর্মী কবিতা।

বলা যায় প্রেম বিদ্রোহী।

ভাল লাগলো।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি সুস্বাগতম।পুরুষের প্রেমে বিদ্রোহ থাকে।অসৎ প্রেমে তা থাকে না। নিরন্তর শুভকামনা থাকলো ।ভাল থাকবেন সবসময়।


আপনার কমেন্টে ব্যাপক খুশি হয়েছি।
আপনি সুন্দর সুন্দর কবিতা লিখতে থাকুন আমরা পড়ে বিনোদিত হই।
ধন্যবাদ। ধন্যবাদ।ধন্যবাদ।

৬| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ ! দাড়ুন লিখেছেন !

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।

৭| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ খুব ভালো লিখেছেন বেশ লাগলো! :)

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।ভালথাকবেন সবসময়।

৮| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২০

s r jony বলেছেন: আমি আছি ছিলাম থাকব তোমারই!
শুধু তোমারই !
জীবনে -মরনে, উৎফুল্লে -আনন্দে- বেদনায়;
বিরহে- বিষাদে, অনেক আহলাদে, নিরন্তর শুভকামনায়!
+++++++

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কবি কেমন আছেন।কবিতাপাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।

৯| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩

লাবনী আক্তার বলেছেন: তোমাকে ও আমার প্রেমে আসতে হবে আসবেই

আমি আছি ছিলাম থাকব তোমারই!
শুধু তোমারই

তুমি আমার, শুধু আমার এবং শুধু আমারই।




এই কথাগুলোর অসাধারণ শক্তি আছে।


৫ ম ভালোলাগা রইল।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। আসাধারণ শক্তিশালী কবি।ঠা ঠা ঠা।২০০ বছরে একটা সেলিম আনোয়ার জন্মায়। মজা করলাম। ভাল থাকবেন সবসময়।

১০| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪

একজন আরমান বলেছেন:
প্রিয়া হুশিয়ারী ভালো লাগছে ! :)

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আরমান ।ভাল থাকবেন সবসময়।কবিতার শক্তি অসীম।রবীন্দ্রনাথ বলেছেন কোথাও আমার নেই মানা মনে মনে।

১১| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬

ইখতামিন বলেছেন:
অনেক ভালো লাগলো

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যাবাদ। ইখতামিন।নিরন্তর শুভকামনা থাকলো।আপনি কেমন আছেন্ ।ভাল তো না ।

১২| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++++++++++

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।

সে যে বুঝেনা মোর প্রাণের আকুতি।
কেন বুঝেনা।
সে এখন ধার করে হেলাল হাফিজ।কোন কালের কোন কবি।
আমি ই শ্রেষ্ঠ সে তা বুঝে না।

ভাল থাকবেন সবসময়।

১৩| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

বোকামন বলেছেন:



প্রিয়া হুশিয়ারী !!!!

হুশিয়ার সাবধান ....
রাজকুমারী রাজ্য হাতছাড়া হয়ে যাবে না বুঝলে এই হুশিয়ার ....

৭ম ভালোলাগা

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ বোকামন।নিরন্তর শুভকামনা থাকলো।

১৪| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হুশিয়ার ছাপিয়ে বিশ্বস্ত প্রেমিকার আশ্বাস।
ভালো :)

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।শুভকামনা থাকলো্ ।ভাল থাকবেন সবসময়।

১৫| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
৯ম ভালোলাগা কবি।

হুশিয়ারি কাব্যে ++++++++

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি কবিতা পাঠে।ভাল থাকুন সবসময়।

১৬| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার শক্তি সকল প্রোমক- প্রেমিকার জন্য উৎসর্গ করলাম।

১৭| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

শ্রাবণ জল বলেছেন: বেশ ভাল লাগল, ভাই।
ভাল থাকবেন।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।ভাল থাকবেন সবসময়।

১৮| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২

জুন বলেছেন: আপনার হুশিয়ারীতে মনে হয়না আপনার প্রিয়া আসে পাশে আসার চেষ্টা করবে। বাপরে কি ভয়ংকর হুমকী :-& :-&
+

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি আপু? পিয়ার কিয়া তো ডরনা কিয়া।যতটা শক্তি আছে কবিতায় ঠিক ততটুকু শক্তি নিয়েই ফিরে আসবে।

১৯| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

রাইসুল সাগর বলেছেন: ভাই যেই থ্রেট দিছেন, প্রিয়া তো পানি চাইড়া পাহাড়ে পালাইবো। ;)


কাব্য ভালো হইছে। শুভেচ্ছা শুভকামনা জানিবেন সব সময়।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০

সেলিম আনোয়ার বলেছেন: যার সততা আছে তার ভয় কিসের ?যার সব দরকার তার বন্ধু হবে কিসে।

২০| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

স্বপনবাজ বলেছেন: সেই হুশিয়ারি !

২১| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫

সায়েম মুন বলেছেন: সেইরাম হুশিয়ারী B-)

২২| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
যেই হুশিয়ারি দিলেন প্রিয়া ত ভয় পাবে :P

২৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

মহাজাগতিক পাগল বলেছেন: :( কবিতা পড়ার মত মন মেজাজ আজকে নাই । শোকেসে রাখলাম । মন ঠিক হলে পড়বো ।

২৪| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

সেলিম আনোয়ার বলেছেন: স্বপনবাজ বলেছেন: সেই হুশিয়ারি !


হা সেই হুশিয়ারী।কমেন্টে ধন্যবাদ।ভালথাকবেন সবসময়।

২৫| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সায়েম মুন বলেছেন: সেইরাম হুশিয়ারী

আবার জিগায়!
কমেন্টে ধন্যবাদ।শুভকামনা থাকলো।

২৬| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: লিন্‌কিন পার্ক বলেছেন:
যেই হুশিয়ারি দিলেন প্রিয়া ত ভয় পাবে

মনে হয় না।যার হাতে মানুষ হত্যার রক্ত সেএত ভীতু হওয়ার কথা নয়।

কমেন্টে ধন্যবাদ শুভকামনা থাকলো।

২৭| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: মহাজাগতিক পাগল বলেছেন: কবিতা পড়ার মত মন মেজাজ আজকে নাই । শোকেসে রাখলাম । মন ঠিক হলে পড়বো ।

আপনি বল লেনআপনার জন্য কিছু লিখতে আমারও দরকার ছিল।তাইতো লিখলাম।শুকেসে রাখার জন্য ধন্যবাদ।যা দিনকাল পড়েছেই কবিতা স্টিকি করলে ভাল হত। লেটআস ড্যান্স বেবি!এরা নাকি আবার মুক্তিযোদ্ধা!!

২৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভাবটা বেশ মজার! ভালো লাগা রেখে গেলাম!

২৯| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভাবটা বেশ মজার! ভালো লাগা রেখে গেলাম

ধন্যবাদ কবি ভাল থাকবেন সবসময়

৩০| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১১

মৃন্ময় বলেছেন: ভাই যে হুসিয়ারী দিলেন,ভাবী তো মাইন্ড খাইব।
ভালো লাগল,ভালো থাকুন।

৩১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯

সেলিম আনোয়ার বলেছেন: মৃন্ময় বলেছেন: ভাই যে হুসিয়ারী দিলেন,ভাবী তো মাইন্ড খাইব।
ভালো লাগল,ভালো থাকুন।

কমেন্টে ধন্যবাদ। ভাবী মাইন্ড খাক সে পাগলামী করবে কেন? সেআমার কথা রাখবে না সে রাখলো ভু ট্টো সাহেবের কথা।

৩২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগলো

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি।শুভসকাল।নিরন্তর শুভকামনা থাকলো।

৩৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ চমৎকার। অনেকদিন পর আপনার একটা দারুন কবিতা পড়লাম। :)

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।এর পরের কবিতা কিন্তু আরো ভাল লাগবে।

নিরন্তর শুভকামনা।

৩৪| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১১

শাহজাহান মুনির বলেছেন: হুশিয়ার প্রিয়া ,এ প্রিয়া হুশিয়ারী!
এটি অনিবার্য ভেবো রাজকুমারী !
আমি আছি ছিলাম থাকব তোমারই!
শুধু তোমারই !
জীবনে -মরনে, উৎফুল্লে -আনন্দে- বেদনায়;
বিরহে- বিষাদে, অনেক আহলাদে, নিরন্তর শুভকামনায়!



হুশিয়ার প্রিয়া, ভাল লাগলো।

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। সুপ্রিয় ব্লগার ভাল থাকবেন সবসময়।

৩৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৯

ভিয়েনাস বলেছেন: এমন হুশিয়ারীতে প্রিয়ার না এসে উপায় নাই :D

ভালো লাগলো

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাগতম ভিয়েনাস। কবিতা পাঠে ধন্যবাদ।

৩৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৫

স্পাইসিস্পাই001 বলেছেন: নিখূত সুন্দর ....+++

কবিতা পাঠে মুগ্ধ হব, হবই....।

ভাল লাগলো হে কবি ......

ধন্যবাদ ভ্রাতা....ভাল থাকবেন.....।

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। স্পাইসিস্পাই001 ।নিরন্তর শুভকামনা।

৩৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

তারছেড়া লিমন বলেছেন: অনেক ভালো লাগলো

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে ধন্যবাদ। ভালথাকবেন সবসময়।

৩৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬

সায়েদা সোহেলী বলেছেন: অন্য কাউকে ভেবো না প্রিয়া!!
প্রিয়া হুশিয়ার! প্রিয়া হুশিয়ার!!প্রিয়া হুশিয়ার!!! B:-) B:-)

অন্য কাউকে সে ভাববে কি ,আমি তো ভাবছি প্রিয়ার হার্ট এর কি অবস্থা কি , কে জানে !!! বিন্দু পরিমান দুর্বলতা থাকলে ত হার্ট ফেইল করার ব্যপক সম্ভাবনা দেখছি 8-|

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? ভয় পেলাম। এত দূর্বল হার্ট নাকি?মনে হয় না।এই আশংকায়তো আমার হার্ট এটাক করার কথা।

কবিকা পাঠে ধন্যবাদ।ভাল থাকবেন সবসময়।

৩৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

৪০| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

কালোপরী বলেছেন: খাইসে !!! যে ধমক দিসেন হাহা

০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

সেলিম আনোয়ার বলেছেন: এতদিন কোথায় ছিলেন,
নাটোরের বনলতা সেন?

৪১| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০১

কালোপরী বলেছেন: ছিলাম কোথাও, লুকিয়ে আড়ালে

০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কেন লুকিয়ে থাকা কেন? আড়ালে কেন?
চন্দ্র হও সূর্য হও
নিজেকে প্রকাশিত কর
সব কিছু আলোয় উদ্ভাসিত কর।

৪২| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

কালোপরী বলেছেন: হৃদয় অবুঝ পাখি
জীবনের বাঁকা পথে
হারিয়ে নিজেকে
বন্দী হয় শিকলে

০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:২১

সেলিম আনোয়ার বলেছেন: নতুন কিছু সৃষ্টিতে বন্দি হতে হয়
এই অধীনতা স্বাধীনতা আছে
ভাল না বাসলে জীবন অপূর্ণ রয়।

৪৩| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

কালোপরী বলেছেন: অপূর্ণতাই হোক আগামীর নিয়তি

০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: এ ভ্রান্ত চাওয়া
এ নিয়তি অসুন্দর
এ নিয়তি প্রত্যাখান কর
ভালবেসে বাধ ঘর
তোমার সন্তান চোখের সামনে বড় হবে
হাসবে খেলবে
আর তোমাকে ,মধুর নামে ডাকবে
তোমার জীবণ স্বার্থকতা পাবে।

৪৪| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

কালোপরী বলেছেন: B:-) B:-) B:-)

০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

সেলিম আনোয়ার বলেছেন: B-) B-) B-) ?

৪৫| ০১ লা মে, ২০১৩ রাত ৮:০৯

কালোপরী বলেছেন: B:-) B:-) B:-) এই ইমো দিয়াছিলাম উলটা পাল্টা হইয়া গিয়াছে

=p~ =p~ =p~

০১ লা মে, ২০১৩ রাত ৮:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: চক্ষু চরকগাছ!!!!
যাও কোন এক মাকে জিজ্ঞাসা কর।

৪৬| ০১ লা মে, ২০১৩ রাত ৮:৪৩

কালোপরী বলেছেন: আমার আমুর জীবন সার্থক হলেই আমি খুশি :)

০১ লা মে, ২০১৩ রাত ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: তোমার জীবনের স্বারথকতায় যে খুশি হবে তাকে পৃথিবীতে আসতে দাও

৪৭| ০১ লা মে, ২০১৩ রাত ৮:৪৫

কালোপরী বলেছেন: আম্মু *

০১ লা মে, ২০১৩ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: নিজের মেয়েকে তো আম্মু বলে। :D

৪৮| ০১ লা মে, ২০১৩ রাত ৮:৫৯

কালোপরী বলেছেন: জোকস অব দ্যা ডে

আমার একটা আম্মু আছে :)

আমার জীবন সার্থক হয়েই গেছে :D

০১ লা মে, ২০১৩ রাত ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: জযেোকস নিয়ে বাস
নাকি নির্মম পরিহাস
প্রেম ছাড়া থাক খোদার বারমাস।

৪৯| ০১ লা মে, ২০১৩ রাত ৯:০৫

কালোপরী বলেছেন: তাই নাহয় থাকব :)

০১ লা মে, ২০১৩ রাত ৯:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ও তো ভিখেরীর থাকা।

ভিখেরীর চাল কাড়া আকাড়া

৫০| ০১ লা মে, ২০১৩ রাত ৯:১০

কালোপরী বলেছেন: আপনার তাতে কি??

০১ লা মে, ২০১৩ রাত ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সে যে আমার বন্ধু
তারে সফল দেখতে মুন চায়

৫১| ০১ লা মে, ২০১৩ রাত ৯:১৭

কালোপরী বলেছেন: আপনি সফল হোন

দোয়া রইল

০১ লা মে, ২০১৩ রাত ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: আআমি ও আপনার সফলতা চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.