নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমার হৃদয়ে ব্যাথার সাগর
তাতে প্রলেপ দেবে কে?
আমার মনে অনেক আবেগ
তাতে প্রবোধ দানে কে?
সে কি তুমি নও পুষ্পরানী!!
পুষ্পরানী পুষ্পমালা গেঁথেছিলেম
তোমার তরে ; যা ছিল সব সপেছিলেম।
ভালবাসার ঘর এঁকেছিলেম
মধুরতর ফুল শয্যায় মায়াবী এক জাল বুনেছিলেম।
যেখানে সুখের ঝর্ণা ধারা;
তপ্তমরুর তৃষ্ণাপারা।
যেখানে প্রেমের অথৈ সাগর
যেখানে তৃষ্ণার্ত এ ঠোট
যৌবনের রাগে সিক্ত অধর।
তোমার ভালবাসার টানে
দারুণ এ সুখ লাগল প্রাণে।
তুমিবীনা আমি পাগলপারা
তোমার কামনায় বজ্রকঠিন
আমি ভেঙ্গে ফেলি সকলবাধা।
মায়াপুরীর মন্ত্র জপি
তোমর প্রেমেই জীবন সপি ।
ছবি-নেট।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে অনেক ধন্যবাদ।শুভকামনা থাকলো।
২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখা
শুভেচ্ছা তাই
এমন লেখা আরও চাই
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাগতম।পরিবেশ বন্ধু।
ভাল থাকবেন। নিরন্তর শুভকামনা থাকলো।
৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯
স্বপনবাজ বলেছেন: হুম ! ভালোই লিখেছেন !
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকবেন সবসময়।
৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবিআপনার ভাল লাগা মানে বিশেষ কিছু। নিরন্তর শুভকামনা থাকলো।
৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০০
পাকাচুল বলেছেন: ভালো লাগলো।
শুধু কবিতা লিখলে চলবে? একটু ভ্রমণ কাহিনী লিখেন, সিলেট ট্যুর নিয়ে কিছু লিখেন।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: লিখবো ভ্রমন কাহিনি। সময় লাগবে।
৬| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১১
মৃন্ময় বলেছেন: তোমার ভালবাসার টানে
দারুণ এ সুখ লাগল প্রাণে।
কবিতার টানে
এসে গেলুম ব্লগে.....
ভালো থাকুন।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: এই কবিতা লিখে আমার ভাল লেগেছে।গানের মত সুরে লা কবিতা।
৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
মাক্স বলেছেন: সুরেলা কবিতা ভাল্লাগসে!
তিন নং প্লাস!
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ মহান ব্লগার মাক্স। ভাল থাকবেন সবসময়।
৮| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোলাগা জানবেন কবি।
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ। শুভকামনা থাকলো।
৯| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯
এরিস বলেছেন: কেন যে মানুষ এতো ভালবাসে...!!!!
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: আমারও একই প্রশ্ন। তার পরও ভাল বাসে.....এত ভালবাসে!!
কবিতাপাঠে ধন্যবাদ শুভকামনা থাকলো।
১০| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৬
shfikul বলেছেন: +++
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
১১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৯
একজন আরমান বলেছেন:
হায়রে আমার পুষ্পরানী !
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: হায়রে বুঝলিনা মনের জ্বালা!
কবিতা পাঠে ধন্যবাদ।কেমন আছেন আরমান ।শুভসকাল।
১২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০২
ফারজানা শিরিন বলেছেন: নিজের কষ্টের প্রলেপ নিজেরে দিতে হয় ভাইয়া । : )
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কি করব।সে তো নিঠুর বন্ধু!পাষাণ।
কবিতা পাঠে :ধন্যবাদ।ভাল থাকবেন সবসময়।
১৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৮
অদ্বিতীয়া আমি বলেছেন: ভালোলাগা , ++++
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া। ভাল লাগায় খুশিত।শুভকামনা থাকলো
১৪| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল +++
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কান্ডারী।
মন ভাল নেই
মন বসে না কোন কাজেই।
কি যে করি
ধূত্তরী
কিভাবে যে পাষাণ বন্ধুর মনটা চুরী করি।
নিরন্তর শুভকামনা থাকলো।
১৫| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৭
ইখতামিন বলেছেন:
onek valo laglo
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ।
ঘরের চাবি ভেঙে নিয়ে যাবার আব্দার করে
তালা দিয়ে বসে আছে।
আমি তো না করিনি।চাবি ভেঙেই নিয়ে আসতে চাইলাম।
১৬| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪
রাইসুল নয়ন বলেছেন: ভালো লাগলো কবি ।
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। শুভকামনা, সনেট কবি। ভাল থাকবেন সবসময়।
১৭| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫
সায়েম মুন বলেছেন: ভাললাগা।
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১
সেলিম আনোয়ার বলেছেন: কবি ধন্যবাদ্ ।নিরন্তর শুভকামনা থাকলো।
১৮| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগলো:+++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: বাধন হারা ভাই ধন্যবাদ।শুভকামনা থাকলো।ভাল থাকবেন সবসময়।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাই ঠোট অধর হয়ে গেছে ছ ন্দ মিলাতে আর আর ঠোট সিক্ত হয়ে ওঠে প্রেম কামনায় !আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?ইনবক্স প্রশ্নের উত্তরউট বক্সে দিলাম।সবার মনের কনউউশন দূর করতে। বাধন হারা শুধু ঠোট দি েয়ই কিন্তু কবিতা লিখবো।তখন তুমি ঠোটিত হয়ে যেও না। কবির কাছে গ্রামার অসহায়।বানান অসহায়!ছন্দ অসহায়।ছন্দপতন অসহায়।কবি হলো রাজার রাজা ঠা ঠা ঠা।
১৯| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০
সুপান্থ সুরাহী বলেছেন:
যেখানে সুখের ঝর্ণা ধারা;
তপ্তমরুর তৃষ্ণাপারা।
যেখানে প্রেমের অথৈ সাগর
যেখানে তৃষ্ণার্ত এ ঠোট
যৌবনের রাগে সিক্ত অধর।
দারূণ! এতো দখি প্রেমের সরোবর...!!
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ্সুপান্ত ভাই। ভাল থাকবেন সবসময়।
২০| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭
আরজু পনি বলেছেন:
=====
আপাতত পোস্ট দেয়া এবং যাদের ব্লগে নিয়মিত কমেন্ট দেই তাদের ব্লগে কমেন্ট দেয়াটা কিছুটা অফ আছে।
যে কোন বেলা/দিন আশা করি পোস্ট, কমেন্ট সবই নিয়মিত দেওয়া শুরু হবে
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯
সেলিম আনোয়ার বলেছেন: হরতাল ডাকলাম না ।তাতে কি কাল ঠিকই হরতাল গরবের পেটে লাথি এরজন্য দুই দলই দায়ী।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকলো ভাল থাকবেন সবসময়।
২১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩০
ঘুড্ডির পাইলট বলেছেন: সইত্য সইত্য সুন্দর হইছে !
পুষ্পরানী পুষ্পমালা গেঁথেছিলেম
তোমার তরে ; যা ছিল সব সপেছিলেম।
ভালবাসার ঘর এঁকেছিলেম
মধুরতর ফুল শয্যায় মায়াবী এক জাল বুনেছিলেম।
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।পাইলট ।মুভকামনা থাকলো ।ভাল থাকবেন সবসময়।
২২| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২
জুন বলেছেন: মায়াপুরীর মন্ত্র জপি
তোমর প্রেমেই জীবন সপি :#>
এমন একটা অসাধারণ প্রেমের কবিতায় ১৩ নং প্লাস দিতে
খুব খারাপ লাগলো সেলিম :!>
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: আপু মনে খারাপ করলে আমার মন খারাপ হবে। আপনি আসাধারণ কবিতা বলেছেন। তাতে আমি আবেগ আপ্লুত। সে যে কেন কমেন্ট করে না।কেন কেন কেন?
কবিতা পাঠে কৃতজ্ঞ ।ধন্যবাদ ভাল থাকবেন সবসময়।
২৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৭
লাবনী আক্তার বলেছেন: তোমার ভালবাসার টানে
দারুণ এ সুখ লাগল প্রাণে
বেশ ভাল লাগল কথাগুলো।
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।শুভকামনা থাকলো। ভাল থাকবেন সবসময়।
২৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২
স্পাইসিস্পাই001 বলেছেন: সুন্দর .....+++
ভাল লাগলো হে কবি....
ধন্যবাদ ... ভাল থাকবেন....
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।দেরীতে জবাব দেয়ার জন্য সরি। ভালথাবেন এই শুভকামনা থাকলো ।
২৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮
জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল্লাগসে।
২৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন। ভাল থাকবেন সবসময়।
২৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ ভালো।
তবে এখন কবিতা টানে না।
আসলে টানে না কিছুই।
২৮| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয় কমেন্টে।আসলে মন টানবে কিভাবে বা কেন বুঝিনা দেশের যে অবস্থা
২৯| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
কালোপরী বলেছেন: পুষ্পরানী হারাল কোথায় ?
০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
সেলিম আনোয়ার বলেছেন: জানি না কোথায়? আপনি কি স্বর্না?
৩০| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
কালোপরী বলেছেন: হাহা স্বর্নাকেই জিজ্ঞেস করেন !!!!!!!!!!!
০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সেলিম আনোয়ার বলেছেন: রহস্যের সময নাই।
জীবন যাচ্ছে বয়ে
সময়ের সদ্ব্যবহার করা চাই
৩১| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
কালোপরী বলেছেন: যাচ্ছে যাক না, একদিন আপনিই ফুরোবে প্রদীপের তেল
০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
সেলিম আনোয়ার বলেছেন: প্রদীপের তেলে একটু আগুন জলুক
তাতে যদি আলোকিত হয় ভুবন
একটু ছোয়া লাগুক তাতে
যদি ফুল ফোটে সাঝ প্রভাতে।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: কবিতা ভাল লাগসে তো! প্লাস!