নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আঁকাশ জুড়ে রাতের আঁধার নামুক!
ঝড় তুফান সইক্লোনে বিধ্বস্ত হোক ধরা।
সব ধ্বংস হোক হয়ে যাক দিশেহারা;
যেমনটা হয়েছি আমি হয়ে প্রেমে পাগলপারা।
তোমায় চিৎকার দিয়ে বলেছিলাম ভালোবাসি;
তুমি শুননি তা। বুঝার চেষ্টাও করনি ;হেসেছো পুষ্পহাসি।
অবজ্ঞায় দর্পভরে প্রত্যাখ্যান করেছ আমায়
আমি দিকভ্রান্ত পথিকের মতন
পথে প্রান্তরে অরণ্যে নগরে মরুভূমি সাগরে
ঘুরে বেড়িয়েছি -উদ্ভ্রান্ত হয়েছি
উন্মাদ হয়েছি ।
গাঢ় পাহাড়ের পাদদেশে শিয়ালের ডাকের সাথে
আমিও প্রচন্ড চিৎকারে আঁকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছি।
আমার চিৎকার সাত আসমানে পৌছে গেছে!
তা তোমার হৃদয় মন্দিরে ,কর্ণকুহুরে পৌঁছেছে কি?
সেদিন কালবৈশাখি ঝড়ে আমার হৃদয়ে ও ওঠেছিল ঝড়
প্রচন্ড কামনায় তুমিহারার তীব্র বেদনায় একটিবারও ভেবেছো কি?
তোমাকে ছাড়া কেমন অচল অসার প্রাণহীন এই আমি
কতবার বলেছি ,বারবার,হাজারবার বলেছি যেয়োনা তুমি,
আমাকে ছেড়ে; কখ্থনো নয়, একবারও নয় একপলকের জন্যও নয়;
সেই তুমি চলে গেলে- আমায় ফেলে, দারুণ কষ্ট হয়; মনে হয়
ওষ্ঠে অঙ্গুরী ছোয়াই; চলে যাই, অসীমে, মহাশুন্যে; মিশে যাই সবুজ ঘাসে,
যেখানে প্রেম নেই ,ব্যর্থতা নেই ;যেখানে বেদনা কাব্য প্রচ্ন্ড উচ্ছ্বাসে পুষ্পহাসি হাসে।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম ভাল লাগা ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ।নিরন্তর শুবকামনা থাকলো।
২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩
মেহেদী হাসান মানিক বলেছেন: ভাল কবিতা
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে ধন্যবাদ।
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।পরিবেশ বন্ধু।নিরন্তর শুভকামনা থাকলো।
৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
মৃন্ময় বলেছেন: অসাম ভাই.....আরো লিখুন,শুভকামনা
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। শুভকামনা থাকলো।
৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০
স্বপনবাজ বলেছেন: সুন্দর !
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। শুভকামনা থাকলো।
৬| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১০
স্নিগ্ধ শোভন বলেছেন:
অবজ্ঞায় দর্পভরে প্রত্যাখ্যান করেছ আমায়
আমি দিকভ্রান্ত পথিকের মতন
পথে প্রান্তরে অরণ্যে নগরে মরুভূমি সাগরে
ঘুরে বেড়িয়েছি -উদ্ভ্রান্ত হয়েছি
উন্মাদ হয়েছি ।
বেশ সুন্দর!!!
২য় ভালোলাগা।
+++++++++++
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কবি ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা থাকলো ।ভাল থাকবেন সবসময়।
৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯
এরিস বলেছেন: আমার চিৎকার সাত আসমানে পৌছে গেছে!
তা তোমার হৃদয়ে ,কর্ণকুহরে পৌছেছে কি?
কবি, এখানে তোমার কাব্য পাঠক প্রচণ্ড ভালবাসে.। কবিতায় ভালো লাগা সাত আসমানে পৌঁছে গেছে, তোমার দ্বারে পৌঁছেছে কি????
সেলিম ভাই, আপনার কবিতা থেকেই মন্তব্য করলাম। কিছু মনে করলেন না তো?
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: না করিনি?আমি আপনার ভাল লাগা উপলব্ধি করতে পারছি।
ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩
ফারজানা শিরিন বলেছেন: কবিতাটা একজনের কথা আমায় শুনিয়ে গেলো !!!
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সে কোন জন?জানতে পারি কি?তাকে কষ্ট দেয়া ঠিক হবে না।তার আহবান হৃদয়ে পৌছে তো না?
ভাল থাকবেন নিরন্তর শুভকামনা থাকল।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর কবিতায় +++++
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কবি ধন্যবাদ শুবকামনা ।
১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯
ফারজানা শিরিন বলেছেন: জানি না ............।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? এখন ও জানেন না?ন কি বলবেন না।
১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৮
ফারজানা শিরিন বলেছেন: আসলেও জানি না !!!
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: অবা ক হলাম।
১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫২
প্রিন্স হেক্টর বলেছেন: ভালোই
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে ধন্যবাদ।
১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬
ঘুড্ডির পাইলট বলেছেন: নিনাদ অর্থ কি ?
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: নিনাদ [ nināda ] অর্থ. 1 শব্দ (শঙ্খনিনাদ); 2 গর্জন, চিত্কার
১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯
একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। শুভকামনা থাকলো নিরন্তর।
১৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৬
সায়েম মুন বলেছেন: আচ্ছা আপনি কেন দিকভ্রান্ত পথিক।
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: তুমি জান না? সত্য করে বল! ভেবে ভেবে বল?বিয়ে করেছো আনন্দে আছ মজার কবিতা লিখ।আমিও লিখব বিয়েটা করে নিই।
১৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কষ্টের..... বিষন্নতা সহসা দূর হোক... ভালো থাকুন সব সময়>...
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।শুভকামনা থাকলো নিরন্তর।
সুখ তুমি কি?খুব জানতে ইচ্ছে করে।
১৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৯
এম হুসাইন বলেছেন: সুন্দর !
++++++
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।
নিরন্তর শুভকামনা থাকল।
১৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৯
সেলিম আনোয়ার বলেছেন: নিনাদ [ nināda ] অর্থ. 1 শব্দ (শঙ্খনিনাদ); 2 গর্জন, চিত্কার
১৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৫
বোকামন বলেছেন:
আমার চিৎকার সাত আসমানে পৌছে গেছে!
তা তোমার হৃদয়ে ,কর্ণকুহরে পৌছেছে কি?
+++
৯ম ভালোলাগা সুপ্রিয় কবি ...
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি।
ভাল থাকবেন সবসময়।
২০| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা দেখি মানুষের মনে আলোড়ন সৃষ্টি করছে। কবিতা লেখা সার্থক সেলিম ভাই।
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: মানুষের মনেআলোড়ণ সৃষ্টি করে তার মনে করেনা।সে কি মানুষ নয়।বুঝিনা কেমনে ভালবাসা হয়? কান্ডারী বল কেমনে ভালবাসা হয়!
নিরন্তর শুভকামনা থাকল।
২১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২
লাবনী আক্তার বলেছেন: আমার চিৎকার সাত আসমানে পৌছে গেছে!
তা তোমার হৃদয়ে ,কর্ণকুহরে পৌছেছে কি
খুব সুন্দর কবিতা।
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। লাবনী।নিরন্তর শুভকামনা থকলো।
২২| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৫
shfikul বলেছেন: ভালো।
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।
২৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০
জুন বলেছেন: অস্থিরতা দুর হয়ে নির্মল প্রশান্ত হয়ে উঠুক আপনার হৃদয় আকাশ ।
সাইক্লোনের চোখ সরে যাক অনেক অনেক দুর সেলিম আনোয়ার।কষ্টকর ভালোলাগা কবিতায় ১০ নং প্লাস ।
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। জুন আপু।আপনার করা শুভকামনা বস্তব হোক।
ভাল থাকুন সবসময়। শুভকামনা থাকলো।
২৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১
স্পাইসিস্পাই001 বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলাম হে কবি......
অপূর্ব সুন্দর .....+++
ধন্যবাদ ভ্রাতা .... ভাল থাকবেন...।
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠে।নিরন্তর শুভকামনা থাকলো ।
২৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Sundor kobita.+++
২৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭
তন্দ্রা বিলাস বলেছেন: অসাধারণ! অবশ্য আপনার সব কবিতাই অসাধারণ।
২৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: স্পাইসিস্পাই001 বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলাম হে কবি......
অপূর্ব সুন্দর .....+++
ধন্যবাদ ভ্রাতা .... ভাল থাকবেন...।
ধন্যবাদ কবিতাপাঠে।নিরন্তর শুভকামনা থাকলো।
২৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: গিয়াসলিটন বলেছেন: Sundor kobita.+++
ধন্যবাদ লিটন ভাইআমার ব্লগেআসেন না কেন?নিরন্তর শুভকামনা থাকলো।ভাল থাকবেন সবসময়।
২৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
সেলিম আনোয়ার বলেছেন: তন্দ্রা বিলাস বলেছেন: অসাধারণ! অবশ্য আপনার সব কবিতাই অসাধারণ।
সুস্বাগতম।কবিতা পাঠে ধণ্যবাদ।ভাল থাকবেন সবসময়।
৩০| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯
বটবৃক্ষ~ বলেছেন: কতবার বলেছি ,বারবার,হাজারবার বলেছি যেয়োনা তুমি,
আমাকে ছেড়ে; কখ্থনো নয়, একবারও নয় একপলকের জন্যও নয়;
সেই তুমি চলে গেলে- আমায় ফেলে, দারুণ কষ্ট হয়; মনে হয়
ওষ্ঠে অঙ্গুরী ছোয়াই; চলে যাই, অসীমে, মহাশুন্যে; মিশে যাই সবুজ ঘাসে,
অসাধারণ!!~~~~~++++++++++
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। নিরস্তর শুভকামনা থাকল।
৩১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১
সাহিদা আশরাফি বলেছেন: আমার চিৎকার সাত আসমানে পৌছে গেছে!
তা তোমার হৃদয়ে ,কর্ণকুহরে পৌছেছে কি?
খুব ভাল লাগলো
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে লিখলাম আর কি? বিগ ব্যাং থিওিরীতে পৃথিবীর সৃষ্টি প্রিয়ার মনে নিনাদ দিয়ে ভালবাসা তৈরি করা যায় কিনা?
৩২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো হয়েছে নিনাদ।
৩৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
লিন্কিন পার্ক বলেছেন:
কবিতা পড়ে জেমসের একটা গান মনে পড়ল উঠেছে.... তুফান এই বুক জুড়ে !
+++ ভাল থাকুন
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।ভাই কেমন আছেন?শুভকামনা থাকলো।
৩৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৪
ফারিয়া বলেছেন: যেখানে প্রেম নেই ,ব্যর্থতা নেই ;যেখানে বেদনা কাব্য প্রচ্ন্ড উচ্ছ্বাসে পুষ্পহাসি হাসে।
সবচেয়ে সুন্দর অংশ হয়ত এই লাইনটাই!
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: গাঢ় পাহাড়ের পাদদেশে শিয়ালের ডাকের সাথে
আমিও প্রচন্ড চিৎকারে আঁকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছি।
নিনাদ।
শুভকামনা থাকলো ভাল থাকবেন সবসময়।
৩৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩
বিষাদ সজল বলেছেন: সুন্দর
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।শুভকামনা থাকলো।
৩৬| ০২ রা মে, ২০১৩ রাত ৯:২৯
কালোপরী বলেছেন:
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১
শান্তা273 বলেছেন: ভালো লাগলো।