নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমাকে বাঁচান,
ডান হাতটা আটকে গেছে এটি কেটে ফেলুন;
এই যে শুনুন !আমি চাপা পড়েছি বুকের পাজর ভেঙ্গে যাচ্ছে !
দম বন্ধ হয়ে আসছে চারিদিকে লাশ
মানুষ পঁচা গন্ধ,
অক্সিজেন নাই;
আমাকে উদ্ধার করুন
প্রাণ ভিক্ষা চাই।
আমি ক্ষুধার্ত ভীষণ;
একগ্রাসে যেন সারা পৃথিবীটা খাই!
অথচ কোন খাবার নাই!
প্রচন্ড তেষ্টা পেয়েছে, বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়
একটু পানি চাই; পানি পানি পানি;এক ঢুক পানি চাই!
বাঁচান ,বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান
এই যে হাত নাড়ছি
আমাকে দেখা যা্চ্ছে না?
আমি মানুষ!
আমার সম্বল আমার এই হাত খানি ;
বিশ্বাস করুন আর কিছু নাই!
এটা দিয়েই দিন আনি দিন খাই
আপনাদের অর্থের ইমারত গড়ে দিই।
এই সেই হাত শেষ সম্বল আমার
হাতটা আটকে গেছে!
কিছু একটা দিন ,ডান হাতটা কাটি ।
------------------------------------------------------
সবাই আর্ত মানবতার সেবায় এগিয়ে আসুনএকটা জবিন বাচানোর চেয়ে মহৎ কোন কর্ম নেই।হতে পারে না।সেই বিখ্যাত সঙ্গীত মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যএকটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না।ও বন্ধু।বল কি তোমার ক্ষতি জীবনের অথৈ নদী।পার হয় তোমাকে ধিরে দূর্বল মানুষ যদি।
সবই যার যাআছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ুন।দেশের মানুষ বাঁচান।
২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ২৫৯ জন মারাগেছেন।তা সত্ত্বেও মানুষের বেচে থাকা দারুন সুখবরআর কেউ যেন না মরে।
২| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১০
এল এইচ, জুয়েল বলেছেন: আমি মানুষ! সত্যিই কি তাই ??? নিজেকে নিয়ে সন্দেহ হচ্ছে ...
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯
সেলিম আনোয়ার বলেছেন: amra manus....ar amader manobikotai barbar aghat kora hochchey......ai sorkar daitto ganhin sorkar......tader comment gulu hotashajonok
৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমি বাচাতে পারছি না! আমি মানুষ না!
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২১
সেলিম আনোয়ার বলেছেন: এটা একটা হত্যা..ব্যাপক গণহত্যা....এর বিচার কি হতে পারে?
৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫
সেলিম আনোয়ার বলেছেন: মানুষের বাচার আকুতি আকাশ বাতাসে আর্তনাদ।লাশের গন্ধ।আর তাদের বাচানোর জন্য যারা কাজ করছে তারাই প্রকৃত মানুষ।মুক্তিযোদ্ধারা যেমন জীবনের ঝুকি নিয়ে এদেশ স্বাধীন করেছে।তারাও তেমনি জীবণের ঝুকি নিয়ে মানুষ বাচাচ্ছে।তারা প্রকৃত মহামানব।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সাভারে বেহেশতের খুশবো পাওয়া যাচ্ছে।যে জীবন বাচাতে এগিয়ে আসবে সে জান্নাতের দিকে এগিয়ে যাবে।সামান্য কুকুরের সেবা করে বেহেশত পেলে তাদের সেবা করে আর ও বড় বেহেশত পাওয়ার সম্ভাবনা।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
পেন্সিল চোর বলেছেন:
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সবাই যারযার অবস্থান থেকে এগিযে আসতে হবে।তাদের উদ্ধারে ভূমিকা রাখতে হবে।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২
মৃন্ময় বলেছেন:
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০০
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।অবহেলাজনিত হত্যার বিচার করতে হবে।দেশের পোষাক শিল্প ও শ্রমিক ধ্বংসের জবাবদিহীতা করতে হবে।অন্য যে কোন ইস্যুর চেয়ে এটি গুরুত্বপূর্ণ।এ ব্যাপারে কোন বিভেদের সুযোগ নাই।
৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩
ইখতামিন বলেছেন:
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: অন্যায় করে কেউ যেন পার না পা্য়।বোমা হামলার মত মামলায় বিরুধীদলের প্রায় সব নেতা জেল খাটলে জামিন না পেলে এই ঘটনার দায স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীও এড়াতে পারবেন না।কারণ তিনি হরতাল ব্যর্থ করা ও হরতাল বিরুধী মিছিলের হুকুম দাতা।সুতরাং তিনি এই হাজার খানেক মানুষের হত্যাকারী। আর তার মানসিক ভারসাম্যহীন মন্ত্রীদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া উচিত ।দলের চেয়ে দেশ বড়।প্রধান মন্ত্রীর চেয়ে দেশের মানুষ বড়।আপনাকে ভোট দিযেছি মানুষের সেবা করার জন্য।
৯| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১
প্রিয়তমেষূ বলেছেন: আমরা এত অসহায়!!!!!
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আমরা এতটাই অসহায়।আমি আজকে মিছিলের মধ্যে পরেছিলাম।তাদের কথা দাবী আরও ধারাল ।একজন বলছে।শেখহাছিনা যদি তাল গাছের সংগে ও নির্বাচন করে সে হারবে।কত টুকু ক্ষিপ্ত হলে এ ধরণের কথা বলতে পারে ভাবুনতো ।ভেবেছিলাম বাদের রোষানলে পরি কিনা।তারা গাড়ী ভাঙার উদ্যোগ নিচ্ছিল।
১০| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১
প্রিয়তমেষূ বলেছেন: আমরা এত অসহায়!!!!!
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি অসহায় ।আমরাই আমাদের সাহায্যে এগিযে আসতে পারি।অন্য কেউ নয় ।
১১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭
অনীনদিতা বলেছেন: ওহ কিযে কষ্ট ....
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: manusher hahakar......onekei bolchhey mrittor sonkha hajar chariay.....batashey lasher gondho....manusher sojon haranur ahajari
১২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমাদের রাষ্ট্রীয় দীনতা ফুটে উঠছে চরমভাবে।
গণমানুষ কতটা দাবি মিটাচ্ছে তার আগে ভাবতে হচ্ছে,
আমাদের রাষ্ট্রের হাতে এই সরঞ্জামাদি নেই, কাটার নেই, অক্সিজেন নেই, মেডিসিন নেই, ব্যান্ডেজ-তুলা নেই, ল্যাম্প নেই, কিচ্ছুটি নেই।
দ্রুত যোগাযোগ সুবিধার্থে প্রয়োজনীয় হেলিকপ্টার ও নেই।
এই দীনতা কতটা লজ্জার, এই দারিদ্রতা কতটা অপমানের রাষ্ট্র কোনোদিন বুঝবে না।
আমাদের আছে রাজনৈতিক কর্মসূচী,
ক্ষমতায় যাওয়ার নীল নকশা,
আমাদের আছে বিভিন্ন অলৌকিক তত্ব প্রবক্তা,
মানুষের জীবন মৃত্যু সংকটকে বুড়ো আঙুল দেখিয়ে 'প্রথম আলো তারকা জরিপ' আনন্দোৎসব।
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। ওদের অবহেলার বিচার চা্ই।দেশে মিগ -২৯ ও আছে।আছে কেলেংকারী।কোটি কোটি টাকারনেই মানে।অথচ এত বড় ঘটনায়
সামান্য শাবল খন্তি অক্সিজেন এগুলো নেই।দেশের মানুষ মরছে আর তিনি বাঁশি বাজাচ্ছেন।
১৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: যে যেখানেই আছেন ফান্ড গঠন করে টাকা তুলুন , আমরাই সরকার। আমাদেরই দায় সবার আগে ।
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।তবে আমার জনতা আমরা শোষিত। শ্রমিকরা আরো বেশি।২০০০০ হাজার টাকার জীবন তাদের। আজকে মিছিল করা লোকগুলো ।কতটুকু বেতন পায় তারা।কিন্তু তাদের মতামতের দাম আছে।তারা ক্ষিপ্ত হলে খবর আছে।।বাস্তিল দূর্গের পতণের মতন ঘটনা ঘটবে।ধন্যবাদ
১৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: এপর্যন্ত লাশ উদ্ধার ৩১০ ,জীবিত উদ্ধার ২৩৭৩।কতটা সত্য।মারাই গেছে বোধ হয় ১৫০০ আর বাকীরা জীবিত টোটাল সংখ্যা সমান।
১৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭
নিয়েল হিমু বলেছেন: মন খারাপ ভাবটা আরো বাড়িয়ে দিলেন ভাই ।
তবে কবিতার প্রশংসা করতেই হবে বরাবরের মত
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: এরশাদ স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবী করেছেন।তার দলের অন্য অনেকেই তার মুখ বন্ধ রাখার হিসেব করে কথা বলার উপদেশ দিয়েছেন।ওর পদত্যাগ করা উচিত।মালিকসহ ,তারও জেল হওয়া উচিত।
১৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মানুষ তো মরে নি একটাও, মরেছে কয়েকটা গড়িব।
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: আসলে গরীবের দেশে গরীবরা সংখ্যা গরিষ্ঠ হলেও তারা মানুষের মূল্যায়ন পায় না।আমরা মানুষ না শ্রমিক।আমরা মানুষ না আমরা গরীব।মানুষ হলো ক্ষমতার সিংহাসণে যারা বসা আছে।
১৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯
১৮| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫
রাফা বলেছেন: কমেন্ট করার ভাষা হারয়ে গেছে, সেলিম ভাই।
আমি শুধু নির্বাক হোয়ে চেয়ে চেয়ে দেখছি।
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: রাফা উপরের লিংকটা দেখার মত। ভাল থাকবেন।
১৯| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: ৩ দিন পরএত সতেজ মানুষউদ্ধার হয় কিভাবে ভন্ডের দল।মিডিয়ায় উদ্ধার প্রক্রিয়ায় আপডেট দিচ্ছে।মিডিয়া তাদের ইশারায় নাটক দেখাচ্ছে আর দেশের হাজার হাজার মানুষ মরছে।মরে পচে গেলে যাচ্ছে।
২০| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫
মৃন্ময় বলেছেন: এই সেই হাত শেষ সম্বল আমার
হাতটা আটকে গেছে!
কিছু একটা দিন ,ডান হাতটা কাটি ।
ভাবনা জুডে কেবলি একটি বাক্য,
মানবতা আজ গুমরে কাদে গনতন্ত্রের দেয়ালে........
অনেক ভালো হয়েছে....ভালো থাকুন।
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ধন্যবাদ।মানবতার জয় হোক।
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৪
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: অনেক কষ্টের দিনলিপি তে ছোট্ট দুটি সুখবর
(১) আমাদের বয়ষ্ক বুয়া রাশেদের মা'র নাতি কে ৩৬ ঘন্টা পর জীবিত উদ্ধার ।
(২) বাসার পিছে থাকা কিশোরী মেয়েটিকেও সুস্থ ও জীবিত উদ্ধার করা হয়েছে ।
Click This Link