নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সামুতে লগইন করতে পারা অনেক বড় ভাগ্যের ব্যাপার।বিশেষ করে যারা দারুণ ব্যস্ততায় ।হয়তো একটু সময় পেলেন ।ব্লগে বসবেন,একটু কমেন্ট করবেন কিন্তু বারবার চেষ্টা করেও ঢুকতে পারছেন না ।ব্যাপারটা কতটুকু বিব্রত কর।অন্য সাইটে ঢুকবেন নো প্রবলেম।সামুতে ঢোকার চেষ্টা করবেন দেখবেন সার্চইইন্জিন ফেল করে বসে আছে ।প্রক্সি দিয়ে ঢোকার চেষ্টা করবেন।বার কয়েক প্রচ্ষ্টোয় হয়তো ঢুকেও যাবেন ।অথচ আপনার পোস্টে করা কমেন্টএ জবাব দিতে পারছেন না ।আহা কি আনন্দ !! আবার লাইক বাটন ও কাজ করবে না। কোন মেয়ে ব্লগারের কাছ থেকে অবশ্যএমন অভিযোগ শুনিনি। তাহলে কি মেয়েদের সামু ফেবার করে?আর পুরুষদের বিড়ম্বণায় ফেলে !পুরুষ বন্ধুরা অনেকেই অভিযোগ করেছেন তারা ঢুকতে পারছেন না।সামু বিমাতা সুলভআচরণ করছে।প্রথমবার এই ঝামেলায় পড়ার পর মনে করেছিলাম বিনা দোষেই ব্যান খেলাম নাকি? নাকি লুল ব্লগার হওয়াতে ব্যান খেলাম ।আবার এটাও ভেবেছিলাম কবিরাতো একটু লুল হবেই তাই বলে এই নিষ্ঠুরতা এটা মেনে নেয়া যায় না। এ ধরনের সমস্যায় কে কে পরেছেন। সামুতে ঢুকতে না পারার কারণ কি মনে হয়েছিল। বাংলা লায়নের সাথে সামুর কি কোন বিরোধ বিতন্ডা আছে কিনা? যে এটা যারা ব্যবহার করবে তারা সামুতে সহজে ঢুকতে পারবে না। এই সমস্যার স্থায়ী সমাধানের কোন উপায় আছে কি না?নাকি বিরাট ভাগ্যের অপেক্ষায় নাজির হয়ে কষ্টে আইজউদ্দিন হয়ে বসে থাকা লাগবে।
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন:
২| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১
মিত্রাক্ষর বলেছেন: লগইন প্রব্লেম থেকে মুক্তি পেতে একটা কার্যকরী সিস্টেম পেয়েছি। কালকে ইনশাল্লাহ পোস্ট করবো
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: তাড়াতাড়ি পোস্টান ।এখনো অনেকে ঢুকতে পারছে না।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কবি বাধন হারা বরবরের মতই ঢুকতে পারছে না ।পারছে না জনৈক গন্ডমূর্খ।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪
ল্যাপটপ কম্পিউটার বলেছেন: আমার ও একই অবস্থা। আমার লাগইন করতে সমস্যা হয় না। কিন্তু প্রায় সময় পেজ লোড হয় না। অন্য কোন সাইটে এই সমস্যা হয় না। কোন প্রতিকার আছে কি?
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: আমার জানা নাই ।যারা জানেন তাদের কাছেউত্তর চাই
৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫
সায়েম মুন বলেছেন: আমি কালকে থেকে এক সমস্যায় আছি। সাভার নিয়ে কয়েকটা কবিতা লিখেছিলাম। কবিতা কয়টা নিয়ে একটা পোস্ট দিয়েছি কাল। আমার প্রফালে ঢুকলে দেখায় কয়েকটা কমেন্ট আছে। কিন্তু পোস্টে ঢুকলে আর কমেন্ট দেখি না। আজ আবার নতুন করে দিলাম। আজও একই প্রবলেম। কালকে থেকে মোটামুটি তিনবার পোস্টটা নতুন করে দিয়েছি তিনবারই সেইম অবস্থা। কি মুছিবত। আমার অবশ্য লগইন প্রবলেম হচ্ছে না। গত কয়েকদিন থেকে গ্রামীণ ফোনের মডেম ইউজ করছি।
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি কবি?এক সমস্যায় অতিষ্ঠ আরও সমস্যা আছে ভাবতেআশঙ্কিত হচ্ছি।এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কি? কমেন্টে ধন্যবাদ কবি।
৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮
অিপ পোদ্দার বলেছেন: ভাইজান মেয়েদেরও জ্বালায়। আমি তো একদিন সারাদিন চেষ্টা করেও ঢুকতে পারি নাই। মাঝে মাঝে ১০-১২বার চেষ্টা করে ঢুকি। বাংলা লায়নের সাথে সামুর কি বিরোধ বুঝতাছি না!!! পেজই আসে না। আমিও মাঝে মাঝে প্রক্সি দিয়ে ঢুকি।
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: বিশ্বাস হয় নাই ।সামু মডুরা মেয়েদের খুব পিয়ার করে তারা সামুর সম্পদ।আর কোন মেয়ে তো বলে নাই তাদের সমস্যা হচ্ছে। কান্নাটা ছলনা মনে হচ্ছে।
৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ২ মে তারিখে হরতাল ডাকলে এই সমস্যার সমাধান হবে কি না?
৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫
মেহেদী হাসান মানিক বলেছেন: বাংলালায়ন ব্যবহার কারীরা প্রায় সময়ই এই সমস্যায় পড়ে থাকেন।
জানা আপু বলেছে এইটা বাংলালায়নের সমস্যা। তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। এখন দেখি বিলাই কি করে।
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: বাংলালায়ন প্রবলেম? তাহলে কি বাংলালায়নের বিরুদ্ধে কর্মসূচী দেয়া লাগবে?সমস্যাটি কিন্তু প্রকট।বড় ধরণের সমস্যা
৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮
অিপ পোদ্দার বলেছেন: ভুক্তভুগি। বিশ্বাস না করলে কি আর করার।
"সামু মডুরা মেয়েদের খুব পিয়ার করে" যা বললেনে তা পরীক্ষিত না মনের কল্পনা। তদন্ত করা হোক।
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: পরীক্ষীত।
তদন্ত নিষ্প্রয়োজন
১০| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০
আব্দুল্লাহ নাটোর বলেছেন: অিপ পোদ্দার বলেছেন: ভুক্তভুগি। বিশ্বাস না করলে কি আর করার। ( ( ( (
"সামু মডুরা মেয়েদের খুব পিয়ার করে" যা বললেনে তা পরীক্ষিত না মনের কল্পনা। তদন্ত করা হোক। :
সহমত
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: আমি তদন্তের বিপক্ষে। মেয়েদেরআমিও পিয়ার করি।পুরুষ মডুরা কেনে করবে না?
১১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২
সায়েম মুন বলেছেন: লগইন হতে না পারা সামুর পূর্বতন রোগ। মাঝে মাঝে হয়ে থাকে। আগে বেশী হতো। এটা ঠিক হয়ে যাবে। তবে বেশী চিল্লা পাল্লা করলে ঠিক হবে না। সামু ফ্রি লিখতে দিছে এটাই তো অনেক। বেশী চিল্লাইলে নাম ডিলিট করে দিবে।
এখন আবার পোস্টটা দিলাম। ভাবেসাবে মনে হচ্ছে আর প্রবলেম করবে না।
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি কবি? ঘবড়াইলাম। মনে হয় হেরা ক্ষমা করবেআমি তোআর ভাংচুর করছি না।অহিংস আন্দোলনের মতন ছোট্ট ভাবেএটু জানান দিলাম।তারা যেন একটা সমাধানের চেষ্টা করে।তারা এতটুক ভাল বুঝে কোনটা ফানআর কোনটা বাস্তব আরএখন কনফেশনের জমানা।
১২| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগারদের সমাধানের প্রচেষ্টায় এটা গুরুত্বপূর্ণ পোস্ট আমি চাই সকল ব্লগার তাদের সমস্যার কথাএখানে বলুক।সামু সমাধানের চেষ্টা করবে।এবং পজেটিব মনোভাব নিয়ে দেখবে।
১৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
ফাহিম আহমদ বলেছেন: আমার লগ এন করে সুপার গ্লু দিয়ে লাগিয়ে রেখেছি যাতে আর লগ ইন করতে না হয় ২০১০ সালে একবার আমার এই সমস্যা হয়েছিলো এখন হয়না BCZ মডুরা আমার প্রতি সুহৃদ,,,,,,,,,,,
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? তারাতো আমার প্রতিও সুহৃদ। কোন মডু বুকে হাত দিয়ে বলতে পারবে আমাকে অপছন্দ করে! মডুরা কেউ একজন বলেন না প্লিজ।
১৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩
ফাহিম আহমদ বলেছেন: আপনি এই লেখাট দিয়ে ভালই করেছেন, কারণ অনেকের এই সমস্যা হয়, এবং এমন ও আছে কেউ পুরো দিনের মধ্যে লগইন করতে পারেন না,, আমার নিজের চোখে দেখা,,,,
১৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: আমিএখন ঢুকতে পারছি না।এই পোস্ট দেয়াতে মডুরা খেপল নাকি?
১৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৫
িনহাজ রিমন বলেছেন: সামু আর আগের মত সামু নাই......
৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫২
সেলিম আনোয়ার বলেছেন: আগে সামু কেমন ছিল? শুনি আগে নাকি? সেইরকম ব্লগিং হতো....কিন্তু ব্লগিং এর জমানাতো চলছে এখন।বাচ্চারাও জানে ব্লগিং কি?
১৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭
*কুনোব্যাঙ* বলেছেন: আমি এক চান্সেই ঢুকতে পেরেছি
আপ্নেগো কম্পুটার পচা
৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কি বলেন ভাই ?আমাদের কম্উউটার তো ভাল। সরিআমারটাতো ভালআর অফিসে যেটা ব্যবহার করি সেটাতো সেরা কম্পু সরি কুংফু ।
১৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমি এক চান্সেই ঢুকতে পারি। মাঝে মাঝে পেজ লোড হইতে হইতে দুইটা বেন্সন পুরাইয়া যায়।
সেলিম ভাই কি লুলু ট্যাগ খাইলেন নাকি???
আমার এক বন্ধুর আইডিতে ব্যাপক সমস্যা। মাঝে মাঝে পাসওয়ার্ড ভুল দেখাই লগইন করা যায় না। আবার হটাত করে ঢুকে যায় । প্রবলেমটা আজ দুতিনদিনের।
এই সকল সমস্যা তাড়াতাড়ি সমাধান হোক জানা আপার কাছে সেই নিশ্চয়তা চাই।
৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আরে না কোন ট্যাগ খাই নি ।আচ্ছা স্নিগ্ধ শোভনের সমস্যা দূর হোক।ফু ফূূূূূূূ
১৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৯
রিফাত হোসেন বলেছেন: শান্তিতে আছি এ নিয়ে , ঝামেলা পাই না ।
৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আলো শান্তিতে থাকুন। মঙ্গল লাভ করুন।
২০| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২২
হাবীবুল বলেছেন: আমি তো কখনো লগ ইন সমস্যায় পড়িনি ।
৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: যারা পড়েছে তারা কমেন্ট করতে পারছে না।
২১| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০
মাক্স বলেছেন: দুই দিন ঢুক্তার্ছিনা
৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আহারে মহান ব্লগার মাক্স আমার মত ভোগছে।
২২| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮
লাবনী আক্তার বলেছেন:
দুঃখিত হাসার জন্য।
একদিন এমন সমস্যায় পরেছিলাম। তারপর আর মনে পরছেনা। :#>
সামু মনে হয় মেয়েদের ফেবারেই।
৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সে আর বলতে
আমিও
নিরন্তর শুভ কামনা।আপনার কমেন্ট পেয়ে খুব ভাল লাগছে
২৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: একবার ঢুকে পাসওয়ার্ড সেভ করে রাখলে বার বার লগইন হতে হয়না
৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০
সেলিম আনোয়ার বলেছেন: তাহলে সারাদিন ঢুকে থাকতে হবে। আলো বাতাসের ও তো একটু প্রয়োজন আছে তাই নয় কি? তাছাড়া নিরাপত্তা অন্য কেউ আপনার ব্লগে এই সুয়োগে ঢুকে পড়লে
২৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ৩ নং কমেন্টে অব্জেকশন!!!! আমি কিন্তু ডুকতে পারছি।
বাংলা লায়নের গুষ্টি কিলান সবাই মিল্লা। প্রয়োজনে বাংলা বিলাই কিন্মু তাও সামুতে ডুকমুই। দেখি কেডা ঠেকায়!!!
৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২
সেলিম আনোয়ার বলেছেন: বলে ন কি আপনিই তো বললেন ঢুকতে পারছেন না।এখন পারেছেন।তার মানে আমার কবিতা পড়া এভয়েড করার জন্য এই অজুহাত।আমি কিন্তু আসলেই ঢুকতে পারি না।তবে আমার মত যারা বেশি পোস্ট আর কমেন্ট দেয় তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য মডুর এ ই রকম করলে প্রশংসার দাবীদার।
২৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মাঝে মাঝে এমন হয় যে, অনেক কষ্ট করে একটা বিরাট মন্তব্য লিখলাম। মন্তব্য প্রকাশ করুন বাটনে কচাপ দেবার পরই লেখা আসে
আপনে লগ ইন করেন নাই।
তখন কেমন লাগে। মন্তব্য তো আর নতুন করে লেখা সম্ভব নয়।
৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২
সেলিম আনোয়ার বলেছেন: নতুন মন্তব্য লেখার ধৈর্য্য আর থাকে না। সহমত।
২৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ভুক্তভোগী......
৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫
সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ আপনারে সহায়তা করে এই বিড়ম্বণা থেকে উদ্ধারে।
২৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩
মিত্রাক্ষর বলেছেন: দেখুন তো এভাবে কাজ করে কিনা?
Click This Link
৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুন্দর একটি উপায় বাতলে দিবার জন্য।
২৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: এই মুহুর্তে প্রক্সি উজ করছি।নরমালি ঢুকতে ব্যর্থ হয়েছি
২৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: না, বুঝেননি আপনি। ক্রোমে একবার লগ ইন হওয়ার সময় তা সেভ করার একটা মেসেজ আসে। ওটা করে রাকলে, পরে যখন আপনি সামুর পেজ ওপেন করবেন তখন অটো লগইন হয়েই সামু/ফেবু খুলবে।
নিরাপত্তাটা সেটা আপনার নিজেরই। ওইটা করা যায় যদি কম্পি/ল্যাপি ব্যক্তিগত হয় , নৈলে ধরা
৩০| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১
তন্দ্রা বিলাস বলেছেন: যেদিন ঢুকতে পারি না সেদিন সারা দিনের মতই ঢুকা যায় না। আবার মাঝে মাঝে সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও লগিন করতে ব্যর্থ হই।
৩১| ০১ লা মে, ২০১৩ সকাল ৮:১৭
সেলিম আনোয়ার বলেছেন: শ্রমিক দিবসে আমার এটা অন্যতম দাবী এই অবস্থার সমাধান হোক আমরা ডিজিটাল শ্রমিক বলা যায় ।
৩২| ০১ লা মে, ২০১৩ সকাল ৮:২৫
নীল-দর্পণ বলেছেন: সামুর উপর ঠাডা পরছে ! গতকাল ত ঢুকতে পারিনি। আজ ক্রোম দিয়ে ঢুকে নিজের ব্লগেই কমেন্টের রিপ্লাই দিতে পারছিনা! এখন ফায়ার ফক্স দিয়ে পারছি। তবে ফায়ারফক্স দিয়ে আবার বাংলা ভাল পড়া যায় না !!
০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: এই মুহুর্তে আমি সৌভাগ্যবান ।নরমালি ঢুকতে পারাতে মন্তে্ব্যের জবাব দিতে পারছি।
৩৩| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: এখন কিন্তু আমি সমস্যায় পড়ছি না। পোস্টের পর দুষ্ট আত্না দূর হলো নাকি?
৩৪| ০১ লা মে, ২০১৩ রাত ৮:১৬
এরিস বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: এখন কিন্তু আমি সমস্যায় পড়ছি না। পোস্টের পর দুষ্ট আত্না দূর হলো নাকি? আন্দোলন দানা বাঁধতে পারে এই ভেবে আগেভাগে ভালো হওয়ার ভাব ধরেছে সামু। জিপি ইন্টারনেটকে আমি দিল খুলে দরাজ হাতে গালিগালাজ করি। তবে, শুধু ব্লগে লগইনের দিক থেকে শান্তিতে আছি।
০১ লা মে, ২০১৩ রাত ৮:৩১
সেলিম আনোয়ার বলেছেন: যাক তাও ভাল ব্লগে ব্লগার না ঢুকতে পারা মানে জরুরী অবস্থা ঘোষনার মত। অবশ্য
এই সরকার একই ভাবে সব কিছুর বিরুধিতা করতে গিয়ে বেকায়দায় সর্বশেষ বিরুধিতা বিদেশী সাহায্য না নেয়া।যা রানা প্লাজা ট্রাজেডির ক্ষতিপূরনে যথেষ্ট সহায়ক হত।
৩৫| ০২ রা মে, ২০১৩ রাত ৯:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কি মজা এখন ঢুকতে পারছি না ।প্রক্সি দিয়ে ঢুকেছি।
৩৬| ০৯ ই মে, ২০১৩ সকাল ১০:১৬
ভোরের রোদ বলেছেন: সেলিম ভাই, তন্দ্রা বিলাস আমাকে একটু আগে জানালেন তিনি নাকি আপনার এখানে মন্তব্য করার পর (সেদিন) থেকে আর লগিন করতে পারছেন না। প্রক্সি দিয়েও পারছেন না বলে জানিয়েছেন।
০৯ ই মে, ২০১৩ সকাল ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? আমি তো ঢুকতে পেরেছি।এটার পর সামু নতুন ভাবে পথ চলা শুরু করেছে। আর আমার কিন্তু লগ ইন এ আর সমস্যা হয়নি।সামুকে ধন্যবাদ। খুব সম্ভবত শীঘ্র ই তার সমস্যার সমাধান হবে। এখানে কমেন্ট করা কোন সমস্যা নয়। ব্লগার তার সম্যার কথা বলেছেন এডমিন তাদের সমস্যার সমাধানের চেষ্টা করবেন ব্যাস। শুভকামনা তার জন্য এবং আপনার জন্য ও । হ্যাপি ব্লগিং
৩৭| ১০ ই মে, ২০১৩ বিকাল ৫:১০
কস্কি বলেছেন: ভাইজান কার সাথে আমারে মিলাইলেন?
যাইহোক এই পোস্টে কমেন্ট করতে চাইছিলাম ....যখন সময় পাইলাম তখন নিজেই লগইনের ম্যাইনকার চিপায় ....
মেইন কমেন্ট পরে দিচ্ছি
১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: যাকএখন তো ঢুকতে পারছেন । ভাল থাকবেন সবসময়। শুভকামনা নিরন্তর।
৩৮| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
তন্দ্রা বিলাস বলেছেন: সেলিম ভাই, কেমন আছেন অনেকদিন পর আজকে ঢুকতে সক্ষম হলাম। ধন্যবাদ সবাইকে। অনেক বড় একটা পোস্ট রেডি করছি। ভাল থাকবেন।
১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: খুব খুশি হলাম।আপনার পক্ষে পোস্টে ওকালতিও করেছি।কমেন্টে ধণ্যবাদ। ভাল থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০
এল এইচ, জুয়েল বলেছেন: