নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আঁধারে চন্দ্রিমা

০৭ ই মে, ২০১৩ রাত ১২:২৭



অতঃপর বুঝা গেল আমার জন্য

তোমার দরজা চিরকাল বন্ধ !

সেটি আর খুলবে না

তা ভাঙার অপচেষ্টা আর নাই বা করি!



ঘরে চাবি দিয়ে বসে থাক;

আমি সিঁদ কাটবো না,

তোমায় কাছে পাবার চেষ্টাও আর করব না।



তোমার প্রাণের মহত্বরা কোথায় থাকে?

লিভ মি এলোন বলে দরজা বন্ধ করে দিয়েছো।

তুমি তো একা থাকার পাত্রী নও?

নাকি আমাকেই একা থাকতে বলেছ?

চন্দ্রিমায় কালো মেঘের বাঁধা

ঠিক তেমনি ভালবাসায় মিশে থাকে শত বাঁধা !

থাকে হাজার সন্দেহ মাখা!

আরো কত ভয়!

আর তোমার জন্য অধীর যারা!

কিংবা এই ক্ষুদ্র আমাকে ভাল লাগে যাদের তারা!

কেউ চাবে না আমাদের মহাকাব্যিক মিলন।

বাঁধা ,বাঁধা ,বাঁধা জন্মের বাঁধা, মরনের বাঁধা

আধার কালো মেঘেরা দেয় চন্দ্রালোকে বাধা।



কিন্তু প্রেম সকল বাধা জয় করে:

প্রেমে পরিণয় হয় ,

প্রত্যাখানের কাব্যও হয়তো কম নয়

ঘৃণার অপরপৃষ্ঠে ভাল বাসা হয়

মেঘের আড়াল ফুটো করে চন্দ্রালোক বের হয় ;দেখেছো নিশ্চয়।



এখনো কি ঘৃণা করছো আমায় ?



ঘৃণা শেষ হয়ে গেলে সখি অতঃপর ভালবাসা হয়।

ভালবেসে ঘৃণা ! ঘৃণার সমাপনে জীবন শুধুই ভালবাসাময়।



-------------------------------

উৎসর্গ কবি গুরু রবি ঠাকুর শুভজন্মদিন।

মন্তব্য ৫৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ রাত ১২:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
ঘৃণা শেষ হয়ে গেলে সখি অতঃপর ভালবাসা হয়।
ভালবেসে ঘৃণা ! ঘৃণার সমাপনে জীবন শুধুই ভালবাসাময়।


১ম ভালোলাগা।

+++

০৭ ই মে, ২০১৩ রাত ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভাললাগায় ধন্যবাদ কবি।শুভকামনা থাকলো।

২| ০৭ ই মে, ২০১৩ সকাল ৮:০৪

কালোপরী বলেছেন: এত বাঁধা !!! ওরে বাবা

০৭ ই মে, ২০১৩ সকাল ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লেগেছে কিনা বুঝলাম না। এ বাধা ভাঙবো আমি কেমন করে?
ধন্যবাদ।

৩| ০৭ ই মে, ২০১৩ সকাল ১১:০২

এরিস বলেছেন: লিভ এলোন বলে দরজা বন্ধ করে দিয়েছো।
তুমি তো একা থাকার পাত্রী নও?
নাকি আমাকেই একা থাকতে বলেছ?
High Consciousness..! খুব সুন্দর কবিতা। +++++++

০৭ ই মে, ২০১৩ সকাল ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আমি শেষ।প্রেমের জ্বালায় বেচে থাকা দায়।

কবিতা পাঠে ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা থাকলো।

৪| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১:৩৬

সায়েম মুন বলেছেন: ঘৃণার অপরপৃষ্ঠে ভাল বাসা হয়

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কবি কেমন আছেন? কোথায় আছেন। ঘৃণার পর্ব শেষ হবে কবে।তবে ই কেল্লাফতে।

৫| ০৭ ই মে, ২০১৩ দুপুর ২:১২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আহা!!!!!

এত কষ্ট বুঝি!!!

০৭ ই মে, ২০১৩ দুপুর ২:২১

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কষ্ট।অ অ অ দংশিলে পিরীতের বিষে উঝা মেলে না যে।

৬| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:
কিসের এত দুঃখ তোমার সারাক্ষন বসে বসে ভাবছ
পৃথিবীতে বল বাঁচবে কদিন সময়টাত বড় অল্প

০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কি হবে অভিমানে নিভৃতে........................................

৭| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ঠিক তাই

০৭ ই মে, ২০১৩ রাত ৮:০৯

সেলিম আনোয়ার বলেছেন: করেছ তিলে তিলে নিজেকে শেষ। বন্ধু ভেবে দেখ এই কারাগার.....খুলে দাও হৃদয়ে প্রণয়ের দ্বার...................

৮| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০

নীল-দর্পণ বলেছেন: অতঃপর বুঝা গেল আমার জন্য
তোমার দরজা চিরকাল বন্ধ !
সেটি আর খুলবে না
তা ভাঙার অপচেষ্টা আর নাই বা করি!

০৭ ই মে, ২০১৩ রাত ৮:১১

সেলিম আনোয়ার বলেছেন: বুঝলাম...প্রেম অলীক....জানলাম তা অধরা.........................অবুঝ এ মন অবুঝ কেন এমন।
কবিতা পাঠে ধন্যবাদ শুভকানা থাকলো।

৯| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

কালোপরী বলেছেন: কবিতা আজকাল মাথায় ঢোকে না :)

০৭ ই মে, ২০১৩ রাত ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: আগে ছোট ছিলাম তো বুঝতেন এখন বলদেল কবিতা লিখি তাই বুঝেন না। এখন আমাল বিয়েল বয়স হয়েছে।


১০| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:১৬

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~ =p~


বিয়ের দাওয়াত দেন :)

০৭ ই মে, ২০১৩ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: বিয়ে কলতে একটা মেযে লাগে তো ১৮+ ।তাছালা হবে না।হয়না।বল হলে আপিনিও বুঝবেন। আপনাল বয়স কত?আঠাল হয়েছে?

১১| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:২৮

কালোপরী বলেছেন: আমি তো ছোত্ত বাবু, বল হই তালপলে বুজব নে তেমন??

০৭ ই মে, ২০১৩ রাত ৮:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আচ্ছা ঠিক আছে ।প্লেম বুঝেন? প্লেমের বয়স মেয়েদেল জন্য ৭।ছেলেদের জন্য পনেল আমাল এখন ২১+।

১২| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিরো বাঁশি বাজাতে পারবে , আমরা কবিতা পড়লে দোষ কি ?

০৭ ই মে, ২০১৩ রাত ৮:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই কিালোপলি বল হবে কবে?আমি তো অনেক বল এথন।

কেন যে নিরো বাজাচ্ছিল আল্লাই জানে ।সুস্বাগতম।

১৩| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কালোপরী বলেছেন: আমি তো ছোত্ত বাবু, বল হই তালপলে বুজব নে তেমন??

পরীদের গড় আয়ু ১৭০০ বছর ( পরিস্থান পরিসংখান ব্যুরো =p~ =p~ )

০৭ ই মে, ২০১৩ রাত ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি তাহলে তো ওআল বল হবে না আমার ৪ পুরুষ পরের ছেলের সাথে ওর বিয়ে হবে। =p~

১৪| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:৪১

কালোপরী বলেছেন: আমি তো ফিদাল থাই

পেলেম কি আংতেল???


লিটন ভাইয়া ;) :P :P

০৭ ই মে, ২০১৩ রাত ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আআপনি আমাল নাত বউ হবেন? বউ হওয়া অনেক ভাল ।

১৫| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:৪৯

কালোপরী বলেছেন: আপনাল নাতি তি ফিদাল তায়??

০৭ ই মে, ২০১৩ রাত ৮:৫২

সেলিম আনোয়ার বলেছেন: না ও এখনো ৪ঠা আসমানে আমাল বিয়েল ৫০ বছল পল হবে।সেতো পলি না?তখন তোমাল বিয়েল বয়স হবে। লাজি?

১৬| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কারো বাড়ীতে বেড়াতে গিয়ে দেখি বসার জন্য একটা পিঁড়িও নাই ,
তাঁদের দেখি সেলিম ভাইয়ের বাড়ীতে এসে আড্ডা দেয় ।

সেলিম ভাই , আমাদের আগামী আড্ডা যেন কালোপরীর বাড়ীতে হয় । বসার ব্যবস্থা করতে বলেন ।

০৭ ই মে, ২০১৩ রাত ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: না না ওনি তো আমাল বাসায় থাকেন। ওনার বাসায় তালা দেয়া।

১৭| ০৭ ই মে, ২০১৩ রাত ৯:০১

কালোপরী বলেছেন: কাদ সে হু বারি
মান সে ম্যায় ছোটি
আজ ভি মান লো
জিদ মেরি

ঝুলা বাহো কা
আজ ভি দো না মুঝে
ভাইয়া গোদ মে উঠাও না
আজ মুঝে ;) ;) ;)

০৭ ই মে, ২০১৩ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আসেন কোলে আসেন।লিটন ভাই দেখলে লজ্জা পাবে তো। =p~ =p~

১৮| ০৭ ই মে, ২০১৩ রাত ৯:০৩

কালোপরী বলেছেন: উঠান লেপা হচ্ছে ;) লেপা শেষ হইলে যথা সময়ে বসবার পিড়ি দেওয়া হবে :)

০৭ ই মে, ২০১৩ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার বাড়ীই তোমার বাড়ি

তোমার বাড়ি নেই
বেডাতে কেউ চায় যদি
সেটা আমার বাড়ীতেই। ;)

১৯| ০৭ ই মে, ২০১৩ রাত ৯:৩৮

কালোপরী বলেছেন: এইবার মুখ খুললে সর্বনাশের বেড়ি পড়তে হবে :| :|

০৭ ই মে, ২০১৩ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কি সর্বনাস? কালোপরী। :(

২০| ০৭ ই মে, ২০১৩ রাত ৯:৪২

কালোপরী বলেছেন: আসেন আপনাকে রাখী পরায়ে দেই :P :P :P

ভাইয়ের কোলে উঠা কোন ব্যাপার না ;)

০৭ ই মে, ২০১৩ রাত ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আগে কোলে আস তারপর দেখা যাক।

তুমিআমার জীবন
আমি তোমার জীবন
দুজন দুজনার কত যে আপন
কেউ জানে না কেউ জানে না াাাাাাাাাাাা :P

২১| ০৭ ই মে, ২০১৩ রাত ৯:৪৭

কালোপরী বলেছেন: খাইসে এবার কমেন্টের সেন্সর বোর্ড গঠন করতে হবে X(( X(( X(( X((

০৭ ই মে, ২০১৩ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: পিয়ার কিয়া তো ডরনা কিয়া?যব......? :)

২২| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:০২

রোকেয়া ইসলাম বলেছেন: বরাবরের মতই অনেক সুন্দর।
খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা পোস্ট।
লেখায় +++++

ভাল থাকবেন .....শুভকামনা রইলো

০৭ ই মে, ২০১৩ রাত ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো।

২৩| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:০৯

কালোপরী বলেছেন: হাম তো হ্যাঁয় আধি, হাম তো হ্যাঁয় তুফান
দাদাগিরি কিসি কা চালেগি নেহি ইয়াহা


:-B :-B :-B

০৭ ই মে, ২০১৩ রাত ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ইয়ে পিয়ার হে দাদাগিরি নেহি...মে তুমছে শ্রেফ তুমছে.......

২৪| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৬

কালোপরী বলেছেন: হাহাহা

০৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ;) :P

২৫| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৪০

কালোপরী বলেছেন: তফাত রাহো বাচ্চালোগ B-) B-) B-)

০৭ ই মে, ২০১৩ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: নাআমি খেলব।ছোয়ছুয়ি আল বলফপানি।

২৬| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:০৩

কালোপরী বলেছেন: দৌড়াদৌড়ি করতে পারব না, লুডু চলবে??

০৭ ই মে, ২০১৩ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: না পুতুল পুতুল খেলব

২৭| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:১৩

কালোপরী বলেছেন: ছেলেরা পুতুল খেলে নাকি!!!!!!!! :| :| :| :|

এ তো আমার মামাতো ভাইয়ের দশা, আমাদের ফ্রক, আম্মুর শাড়ি পড়ে বসে থাকত =p~ =p~ =p~

০৭ ই মে, ২০১৩ রাত ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ছোটদেল আবাল ছেলে আল মেলেআছে নাকি?

২৮| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:১৯

কালোপরী বলেছেন: আচ্ছা ছোত্ত বাবু আপনি তেলেন, আমি এইসব তেলি না

০৭ ই মে, ২০১৩ রাত ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আপনি তি তেলেন...বিয়ে বিয়ে?

২৯| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:৪১

কালোপরী বলেছেন: আমি তেলাদুলা কলি না, আমি তাই দাই দুমাই

০৮ ই মে, ২০১৩ রাত ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ও তাহলে চল দুমাই।তোমাল তো বালিতে তালা।

৩০| ১০ ই মে, ২০১৩ সকাল ৮:৫৪

জুন বলেছেন: কবি গুরু রবি ঠাকুর শুভজন্মদিনে আপনার লেখা কবিতা বেশ ভালোলাগলো সেলিম আনোয়ার ।
বাঁধা ,বাঁধা ,বাঁধা জন্মের বাঁধা, মরনের বাঁধা
আধার কালো মেঘেরা দেয় চন্দ্রালোকে বাধা।

সুন্দর পংতি দিয়ে সাজানো লাইন সব।
+

১০ ই মে, ২০১৩ সকাল ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আপু ওই পঙতি যেআমার লিখা ভুলে গিয়েছিলাম। পরে চেক করে দেখলাম ওগুলোর কবিতার মধ্যেআছে।এখন দেখি নিজের কতিাও বারবার পড়তে হবে।না হলে নিজের কবিতাই চিনবো না। কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.