নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমার নাকি মাথা খারাপ
ওকে বললাম আমার সঙ্গে মানাবে কিনা?
একটু লোভ থেকে বলা
মজার মজার খাবার দেখায়
তাই দেখে নিত্ত জিভে জল আসে
কত্ত মজার খাবার খাব সঙ্গী হলে সে!
আবার ভাবি সেটিই বা কম কিসে?
এত রূপসী মেয়ে পাই যদি জীবনভর পাশে
সে যদি আমায় একটু ভালবাসে?
একটু কাছে আসে !
তাই জিজ্ঞাসিলাম তাকে ,অনেক আশা নিয়ে বুকে
আমার সঙ্গে মানাবে কি না তোমাকে ?
ও বলল বেশ মানাবে!
দারুণ খুশি হয়েছিলাম তার মিষ্টি জবাবে?
আশা ভরা বুকে আরেকটু অগ্রসর হই
তারপর বলি এমন যদি হয়
সুখে দুখে সারাটি জীবন বরের বেশে তোমার পাশে রই!
বাড়ল তার ভাব
বলল ঢঙি অনেক হেসে আমার মাথা খারাপ!
অবাক হয়ে ভাবি সব প্রেমিকেরই মাথা বোধ হয় খারাপ
যেহেতু তারা বিয়ে করে তোলে নেয় হাতে প্রেমিকার হাত।
সকল স্বামী-স্ত্রীরও তাই জগতজোড়াই তাহলে সুস্থ মাথার অনেক বেশি অভাব!
প্রিয় হাসালে তুমি কাঁদালেও তুমি তোমার বুলি ভেবেই আমার মাথা হল খারাপ।
ছবি -নেট
০৭ ই মে, ২০১৩ রাত ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ধইন্যা
২| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ছবি দেখেই মুগ্ধ। কবিতা আর কি পড়ব
০৭ ই মে, ২০১৩ রাত ১১:১২
সেলিম আনোয়ার বলেছেন: লোকজন তো বলছে ছবিতা।
৩| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:১৬
এরিস বলেছেন: ছবিতে সেলিম ভাইয়ের ভাব বেশ লক্ষনীয়। :!> আপনার ধারার বাইরের কবিতা। নতুন স্বাদ। ভালো লাগা জানিয়ে গেলাম।
০৭ ই মে, ২০১৩ রাত ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৪| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:১৯
সানড্যান্স বলেছেন: মাথাতো এখন খারাপ ই মনে হচ্ছে!!!
০৭ ই মে, ২০১৩ রাত ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি কবি? কমেন্টে ধন্যবাদ।
৫| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:৪১
ফাহিম আহমদ বলেছেন: বরাবরের মত এবার ও ভাল লাগা
০৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ শুভকামনা নিরন্তর।
৬| ০৮ ই মে, ২০১৩ রাত ১২:০৩
রহস্যময়ী কন্যা বলেছেন: সেলিম ভাইয়ার কি সত্যিই মাথা খারাপ হয়ে গেলো নাকি??এখন কি হবে তাহলে??
০৮ ই মে, ২০১৩ রাত ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কি যে হয় কে জানে?
৭| ০৮ ই মে, ২০১৩ রাত ১২:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন: জগতজোড়াই আসলেই সুস্থ মাথার অনেক বেশি অভাব!
ছবিতায় ভালোলাগা।
+++
আমি কিছু লিখতে পারছিনা ভাই। সামুর পেইজ ডাউন এর সাথে সাথে আমার মাথাটাও ডাউন হইয়া গেছে। এখন কি হবে???
০৮ ই মে, ২০১৩ রাত ১২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: আমার এক ই অবস্থা। বিরতির কারনে দেখা যাচ্ছে এখন কবিতাগুলিতে ভাল ই ইফেক্ট হতে যাচ্ছে।
৮| ০৮ ই মে, ২০১৩ সকাল ১১:২১
কালা মনের ধলা মানুষ বলেছেন: ভাল লাগলো।
০৮ ই মে, ২০১৩ সকাল ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়া
৯| ০৮ ই মে, ২০১৩ রাত ৯:৩৬
একটি উদাসী মেয়ে বলেছেন: ছবিতার জন্য ভালো লাগা জানালা।।
০৮ ই মে, ২০১৩ রাত ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমে্ন্টে ধন্যবাদ। শুভকামনা থাকলো ।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৫৬
কালোপরী বলেছেন: এটা কি ছবিতা (ছড়া + কবিতা) ??
ভাব নেয়া ভালু না কদম কন্যা