নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
একটি কালো কোকিল ডাকছিল
বসন্তের শেষদিকে কদমবৃক্ষ শাখে
ভেবেছিলাম এই ভ্যাপসা গরমে
বৃথা চেষ্টা তার।
বসন্তের শেষ!
কালবৈশাখি ঝড় আসল বলে!
এমন অসময়ে কেউ কি সঙ্গি পায়?
বোকা কোকিল প্রেমে পড়ে মাথা খেয়েছে!
কোকিলের ক্রমাগত ডাকে আমাকে অবাক করে দিয়ে
চৈত্রের দাব দাহে!
পোড়া হাওয়ায় একটি কোকিলার আগমন হলো।
আমি চেয়েই থাকলাম বিস্ময়ে
কোকিলের সে কি আনন্দ নাচন
আরো মধুর সুরে তীব্র আবেদন।
তারপর তারা উড়ে গেল দূর গাছটায়
আমার চোখের আড়ালে
প্রেমের খেলা খেলবে তাই!
কোকিলার এত প্রেম এত মায়া তার মনে প্রেমিক জনে
কোকিলের প্রেম আহবানে কোথা থেকে আসল ছোটে প্রাণের টানে।
প্রাণ কোকিলা থাকছো দূরে ,চুপটি করে, দূরে কোথায় ? অনেক দূরে!
আমি যে আজ ডাকছি তোরে ,চাচ্ছি তোরে, পাচ্ছি নারে ,আপন করে!
ছুটে আয় মোর হৃদয় পানে,হিয়ার টানে, প্রেমের গানে, আনমনে;
দোসর হয়ে ফুলের বনে,মধুর গানে , প্রাণে মনে ,নিকুঞ্জবনে আমার সনে।
১২ ই মে, ২০১৩ সকাল ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী প্রথম কমেন্টে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
২| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:৫৮
এরিস বলেছেন: প্রাণ কোকিলা থাকছো দূরে ,চুপটি করে, দূরে কোথায় ? অনেক দূরে!
আমি যে আজ ডাকছি তোরে ,চাচ্ছি তোরে, পাচ্ছি নারে ,আপন করে!
ছুটে আয় মোর হৃদয় পানে,হিয়ার টানে, প্রেমের গানে, আনমনে;
দোসর হয়ে ফুলের বনে,মধুর গানে , প্রাণে মনে ,নিকুঞ্জবনে আমার সনে। শেষের কথাগুলো মন ছুঁয়ে গেল। ২য় ভাললাগা।
১২ ই মে, ২০১৩ দুপুর ২:২১
সেলিম আনোয়ার বলেছেন: কবি শেষের অংশটুকু ছন্দের আর আগের অংশটুকু ভাবের। এবং ঘটনা সত্যি।বসন্তের শেষে যাই আমার ছোট্ট আম বাগাণ।যেগুওেলা এখনওে ফল ধরার উপযোগী হয়নি। দেখলাম একটা কোকিল ডাকছে বেকুল সুরে ক্রমাগত ডাক। পরে একটি পাখি আসলো গায়ের রং গাঢ় ধূসর।আসলে সেটিও কোকিল কিন্তু মেয়ে ।তারপর তারা দূর অজানায় হারিয়ে গেল।সেই তখন এই কবিতা লিখেছি। তারপর কবিটাতে ছন্দ প্রয়োগে ভিন্নতা আনলাম । শেষের অংশে ছন্দ আগের অংশে ভাব।
কমেন্টে ধন্যবাদ। শুভকামনা থাকলো।
৩| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:১৯
এরিস বলেছেন: ভাবের চেয়ে ছন্দটিই বেশি ভালো লেগেছে
১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ধন্যবাদ ।
৪| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
লাবনী আক্তার বলেছেন: ডাকতে থাকেন কোকিলা সময় হলেই এসে পড়বে।
১২ ই মে, ২০১৩ রাত ৮:০১
সেলিম আনোয়ার বলেছেন: তাই যেন হয়।
কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।
৫| ১২ ই মে, ২০১৩ রাত ৯:০২
ঘুড্ডির পাইলট বলেছেন: দাড়ুন !!!! ++++++++++++
বসন্তের শেষ!
কালবৈশাখি ঝড় আসল বলে!
এমন অসময়ে কেউ কি সঙ্গি পায়?
১২ ই মে, ২০১৩ রাত ৯:১০
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি বসন্তের শেষে লিখা। আজ পোস্ট করলাম। আগামী বসন্তে অবস্থা চেঞ্জ হতে পারে।তখন এই কবিতা প্রকাশের সম্ভাবনা বিনাশ হতে পারে।তাই প্রকাশ করলাম।
৬| ১২ ই মে, ২০১৩ রাত ৯:১৬
তন্দ্রা বিলাস বলেছেন: কোকিলার এত প্রেম এত মায়া তার মনে প্রেমিক জনে
কোকিলের প্রেম আহবানে কোথা থেকে আসল ছোটে প্রাণের টানে।
বরাবরের মতই দারুন!!
আমারে কবিতা লেখা শিখাবেন! আমার মাথা দিয়া কখনো কবিতা বা ছড়া বের হয় না।
১২ ই মে, ২০১৩ রাত ৯:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার লিখতে লিখতে হয়ে যাবে। কবিতা লিখা কঠিন কিছু নয়।আপনার আম িিয়ে দেয়া পোস্ট ভাল হয়েছে অনেক।
৭| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৪২
কালোপরী বলেছেন: কেন জানি ভাল লাগল না
পরে আবার পড়ে দেখব
১২ ই মে, ২০১৩ রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক আছে কোকিলা সরি !কালোপরী
৮| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৫৪
কালোপরী বলেছেন: y r u trying to flirt???
ofcourse u r not good at dz.. so stop acting silly
১২ ই মে, ২০১৩ রাত ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক আছে থামলাম।
আমার কবিতা ভাল না। কোন কিছুই ভাল না।
আজকে আমার দিন খারাপ ।
৯| ১২ ই মে, ২০১৩ রাত ১০:০৭
কালোপরী বলেছেন: হু আপনি চুপচাপ বসে থাকেন, লেখালেখি বন্ধ
১৫ দিনে একবার লিখবেন
১২ ই মে, ২০১৩ রাত ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: কেন কালোপরী। ১৫ দিনেএকবার কেন? ৫মিনিটের কবিতা পনের দিনেএকবার?
১০| ১২ ই মে, ২০১৩ রাত ১০:১৩
কালোপরী বলেছেন: হুম লেখার মান ক্রমাগত খারাপ হচ্ছে আপনার
সত্য কথা বলার জন্য দুঃখিত
১২ ই মে, ২০১৩ রাত ১০:১৪
সেলিম আনোয়ার বলেছেন: এর জন্য দায়ী কে?
সে কি ....নও
১১| ১২ ই মে, ২০১৩ রাত ১০:২২
কালোপরী বলেছেন: গণহারে কবিতা প্রসব করলে এই অবস্থাই হবে
জল পড়ে পাতা নড়ে
১২ ই মে, ২০১৩ রাত ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিকা লিখতে সময় নিই ২-১০ মিনিটএর চেয়ে বেশি সময় নাই
১২| ১৩ ই মে, ২০১৩ রাত ১:৪১
স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রাণ কোকিলা থাকছো দূরে ,চুপটি করে, দূরে কোথায় ? অনেক দূরে!
আমি যে আজ ডাকছি তোরে ,চাচ্ছি তোরে, পাচ্ছি নারে ,আপন করে!
ছুটে আয় মোর হৃদয় পানে,হিয়ার টানে, প্রেমের গানে, আনমনে;
দোসর হয়ে ফুলের বনে,মধুর গানে , প্রাণে মনে ,নিকুঞ্জবনে আমার সনে।
অসম্ভব সুন্দর!!
অনেক অনেক ভাললাগা জানবেন কবি।
+++++++++
১৩ ই মে, ২০১৩ ভোর ৬:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।ভাল থাকবেন সবসময় ।
১৩| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:০২
বোকামন বলেছেন:
ছুটে আয় মোর হৃদয় পানে,হিয়ার টানে, প্রেমের গানে, আনমনে;
৪র্থ ভালোলাগা কবি !
১৭ ই মে, ২০১৩ রাত ৯:০৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০১৩ সকাল ১০:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কোকিলার এত প্রেম এত মায়া তার মনে প্রেমিক জনে
কোকিলের প্রেম আহবানে কোথা থেকে আসল ছোটে প্রাণের টানে।