নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ছবি- নেট
সে যেন আমায় নিয়ে
করে না আর রং তামাশা।
অধীর হয়ে চেয়ে ছিলেম
নিজের প্রাণেই কষ্ট দিলেম;
পেলামনা তার মধুর দর্শন
কাটিয়ে দিলেম বৃথায় জীবন
জোটল শুধু ঘোর হতাশা।
কষ্টে কেষ্ট মেলে না এখন
সাধনে না হয় সিদ্ধিসাধন;
ভেজাল সোনায় অলংকার গড়ে।
মনের সকল গোপন ব্যথা
মনের গহীনেই সুপ্ত যখন
গোপনে গহীনে কাব্য করে।
অযাচিতের এই মনটা যখন
বড্ড প্রেমে মত্ত কেমন;
স্বপ্ন সুখের মহল গড়ে।
সে যেন আমায় নিয়ে
করে না আর রং তামাশা।
মিছে প্রেম মিছে আশা
মিছে তুমি ,মিছে সকলই ভালবাসা !!
ছবি-নেট
১৩ ই মে, ২০১৩ দুপুর ২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার প্রথম ভাললাগায় শিক্ত আমি ।ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।
২| ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:১২
এরিস বলেছেন: সুন্দর কবিতা। কিন্তু কবির কবিতাগুলো ক'দিন থেকে এক ধাঁচের লাগছে কেন?? ( আমার কাছে) ভিন্নতা খুঁজে পাচ্ছিনা কেন?? কার সমস্যা?? কবির?? নাকি আমার???
১৩ ই মে, ২০১৩ দুপুর ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: আমার সীমাবদ্ধতা ।সুপ্রিয় ব্লগার।কমেন্টে ধন্যবাদ।বিয়ের আগ পর্যন্ত প্রেমের কবিতা।
দেশের পরিস্থিতির উপরও লেখার চেষ্টা করি।কবিতা স্বতস্ফূর্ত ব্যাপার।সেটা হৃদয় থেকে বেড়িয়ে আসে।আবার পড়েন। এটাই আমার হৃদয়ের উপলব্ধি
৩| ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগল
১৩ ই মে, ২০১৩ দুপুর ২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।
৪| ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
সায়েম মুন বলেছেন: ভাললাগা রইলো।
১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
৫| ১৩ ই মে, ২০১৩ রাত ৯:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাললাগা জানবেন।
প্লাস+++++
১৩ ই মে, ২০১৩ রাত ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।প্লাসে। ভাল থাকবেন সবসময় ।
৬| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:২৬
বটবৃক্ষ~ বলেছেন: খুব চমতকার......++++
১৪ ই মে, ২০১৩ সকাল ৭:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
৭| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:২৯
স্বপনবাজ বলেছেন: সুন্দর
১৪ ই মে, ২০১৩ সকাল ৭:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।
৮| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:৪৪
ঘুড্ডির পাইলট বলেছেন: ভাই কি প্রেমে পরছেন নাকি !
১৪ ই মে, ২০১৩ সকাল ৭:০৮
সেলিম আনোয়ার বলেছেন: এটা প্রেম নয় কবিতা ।কবিমনে সবসময় প্রেমের ছড়ছড়ি। কখনো মানুষ,কখনো প্রকৃতি কখনো প্রকৃতি।প্রেম থেকেই আবেগ ।আবেগ থেকেই বের হয়ে আসে কবিতা। ভাল থাকবেন সবসময়।কমেন্টে ধন্যবাদ ।
৯| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবি মনে সময় প্রেম ছড়াছড়ি
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কবি কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।প্রেম ছাড়া কি আছে জীবনে?
১০| ১৪ ই মে, ২০১৩ রাত ১০:৩২
জুন বলেছেন: সে যেন আমায় নিয়ে
করে না আর রং তামাশা।
অধীর হয়ে চেয়ে ছিলেম
নিজের প্রাণেই কষ্ট দিলেম;
পেলামনা তার মধুর দর্শন
কাটিয়ে দিলেম বৃথায় জীবন
জোটল শুধু ঘোর হতাশা।
হু একটা কড়া করে থ্রেট করে দেন যেন ভবিষ্যতে আর কোনদিন এমন না করে।
ভাললাগলো
+
১৪ ই মে, ২০১৩ রাত ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। থ্রেটে কি কাজ হবে? আচ্ছা দেব কড়া থ্রেট ।
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:০০
একজন আরমান বলেছেন:
প্রথম ভালো লাগা।