নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ছবি-নিজস্ব এলবাম।
এভাবে হতে পারে না কভু
জীবণী শক্তির সবটুকুই কেড়ে নেয় যদি প্রভু
বিনিময়ে বেঁচে থাকা হয় শুধু;
সামান্য আহার্য মাথার উপর নড়বড়ে ছামিয়ানা
অথই পাথার অথৈ ক্লেশের নিষ্ঠুর ছলনা;
পোকামাকড়ের জীবন মরে গেলেই সব শেষ,
মুছে ফেলে সব কস্ট ক্লেশ;
এভাবে দাসত্বের জীবন আর কতকাল?
ওঠবে না কভু নতুন সূর্য ! আসবে না কভু নতুন সকাল !
দিনে দিনে শুধু বাড়ছে দেনা
সে জীবনের ঋণ কভু শোধ হবে কিনা?
তারাও মানুষ আবেগ অনুভূতি ভালবাসার সবটুকু আছে ,
সাধ আছে স্বপ্ন আছে সুখসঙ্গমের বাসনা আছে;
তারপরও সে জীবন শুধুই বিড়ম্বণায়
বঞ্চনারা যায় খেলে যায়,
কি অকরুন নিঠুর খেলায় ।
জাগতে হবে তাই জাগতে হবে আজ,
ঝেড়ে ফেলে সব ভীরুতা জড়তা লাজ;
কর বজ্রমুষ্ঠি! তোল তোমাদের শক্ত দক্ষিণ হাত;
বার বার বল জোড়ছে বল দানো বজ্রপাত!!
সুতীব্র চিৎকারে বল অধিকার চাই .
এই ভূবনে মানবের মত উন্নত শিরে বাঁচিবারে চাই ।
এ আমার অধিকার
মানুষের মত জীবন নিয়ে পেয়ে সব মানবধিকার ।
...........................................................
সুপ্রিয় ব্লগার এরিস কর্তৃক অনুপ্রাণিত হয়ে ভিন্ন বিষয়বস্তুর উপর লিখা কবিতা। উৎসর্গ:- মেহনতি শ্রমজীবি মানুষ।
১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:২২
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে অনেক ধন্যবাদ।ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
২| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৩০
মাক্স বলেছেন: কবিতা ভালো হয়েছে!
১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার মাক্স কতদিন পর।কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: টাচি কবিতা , ভালো লাগলো ।
১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: মন্ত্রী মহোদয় কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
৪| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৮
মাহতাব সমুদ্র বলেছেন: ভালও লিখেচেন/ ধন্যবাদ
১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম। নিরন্তর শুভকামনা থাকলো ।
৫| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:০০
মুনসী১৬১২ বলেছেন: +++++++++
১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ ।
৬| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
কার কবিতায় যেন পড়েছিলাম ,
'' দিনে দিনে শুধু বাড়িছে দেনা ,
শুধিতে হইবে ঋণ ''
সুন্দর লিখেছেন ।
১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
সেলিম আনোয়ার বলেছেন: খুব সম্ভবত সুকান্তের লেখা। এ ইটা মনে হয় সারাংশ তে খুব ইমপরটেন্ট ছিল ।
৭| ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
এসএমফারুক৮৮ বলেছেন: কবিতা ভাল লাগলো।
১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধইন্যা ।ভাল থাকবেন সবসময় ।
৮| ১৩ ই মে, ২০১৩ রাত ৮:১৯
রহস্যময়ী কন্যা বলেছেন: কবিতা ভাল হয়েছে ভাইয়া
১৩ ই মে, ২০১৩ রাত ৮:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।শুভকামনা থাকলো ।
৯| ১৩ ই মে, ২০১৩ রাত ৮:৩৬
নীল-দর্পণ বলেছেন: ঠিক মত যার পেটে ভাত ই জোটেনা সে কি করে অধিকার আদায়ে আন্দোলন করবে...দাবী করবে....
১৩ ই মে, ২০১৩ রাত ৮:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। কিন্তু তাদের মানুষের মত বাঁচার অধিকার আছে।
১০| ১৩ ই মে, ২০১৩ রাত ৯:৫৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
দিনে দিনে শুধু বাড়ছে দেনা
সে জীবনের ঋণ কভু শোধ হবে কিনা?
কবিতায় ভাললাগা জানবেন কবি।
১৩ ই মে, ২০১৩ রাত ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।কবি ভাল থাকবেন সবসময়।
১১| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:০০
এরিস বলেছেন: কর বজ্রমুষ্ঠি! তোল তোমাদের শক্ত দক্ষিণ হাত;
বার বার বল জোড়ছে বল দানো বজ্রপাত!!
কেউ জানেনা এই বজ্রমুষ্ঠির শক্তি কতো..!! এক হওয়াটা সবচেয়ে বেশি জরুরী.। খুব প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে কবিতায় লিখেছেন। খুব ভালো লাগছে প্রিয় কবি আমার কথায় আপনি নতুন কবিতা লিখলেন তাই।
গিয়াসলিটন বলেছেন:
কার কবিতায় যেন পড়েছিলাম ,
'' দিনে দিনে শুধু বাড়িছে দেনা ,
শুধিতে হইবে ঋণ '' কবিতাঃ কুলি মজুর। কাজী নজরুল ইসলাম।
১৪ ই মে, ২০১৩ সকাল ৭:০২
সেলিম আনোয়ার বলেছেন: বা হ সুপ্রিয় ব্লগার আপনি তো অনেক কবিতা পড়েছেন। আপনি ভিন্ন ধর্মী কবিতা লিখতে বললেন তাই এটি লিখা। এবং ইনস্টান্ট পোস্ট করা করা। এটা আপনার প্রতি শ্রদ্ধা ।
১২| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:৪৩
ঘুড্ডির পাইলট বলেছেন: সুন্দর ছন্দ !
জাগতে হবে তাই জাগতে হবে আজ,
ঝেড়ে ফেলে সব ভীরুতা জড়তা লাজ;
কর বজ্রমুষ্ঠি! তোল তোমাদের শক্ত দক্ষিণ হাত;
বার বার বল জোড়ছে বল দানো বজ্রপাত!!
১৪ ই মে, ২০১৩ সকাল ৭:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ ।ভাল থাকবেন সবসময় । এই শুভকামনা থাকলো ।
১৩| ১৪ ই মে, ২০১৩ সকাল ৯:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতায় কাজী নজরুল এর একটা ছায়া দেখতে পাচ্ছি
১৪ ই মে, ২০১৩ রাত ৮:২১
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী আমার আর নজরুলের জন্ম একই দিনে। এই কবিতায় এ ই জৈষ্ঠ মাসে অবশেষে ছায়া খুজে পেলেন।তার মৃত্যুর বছর দুয়েক পর তার জন্মদিনেই জন্ম আমার।
১৪| ১৪ ই মে, ২০১৩ রাত ১০:২৯
জুন বলেছেন: মেহনতি শ্রমজীবি মানুষ সুখী হোক শ্রমের ন্যায্য মুল্য পাক এই কামনা করি সবসময়।সুন্দর কবিতা সেলিম আনোয়ার।
+
১৪ ই মে, ২০১৩ রাত ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে অনেক অনেক ধন্যবাদ। শ্রমজীবিরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাক।এই শুভকামনা থাকলো।
১৫| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০২
জামিনদার বলেছেন: কবিতা অর্থে কবিতা হয়েছে। পড়ে তাই মনে হল।
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।
১৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ২:১৯
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: +++
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:২০
সোহাগ সকাল বলেছেন: দিনে দিনে শুধু বাড়ছে দেনা
সে জীবনের ঋণ কভু শোধ হবে কিনা?
সুন্দর লিখেছেন।