নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোমার প্রতীক্ষায় আছি,
চাতকের দল আকাশপানে বৃষ্টি কনা অন্বেষণে যেমনি
ঠিক তেমনি;
তুমি ময়ূরপঙ্খী নাও ভিড়িয়ে কালোত্তীর্ণ এক সেতুবন্ধনে বাধবে মোরে ?
এই আঙিনায়
সেই কথাটি ভাবছি।
তোমার প্রতিক্ষায় আছি,
মখমলের গালিচা বিছিয়ে দেব তোমার পায়,
তাই তৃষ্ণার্ত এ প্রাণ নিদারুণ অপেক্ষায় !
প্রহর গুনছি কত যে দিন গেল
কত গোধূলীর লাল আভা আকাশে মিলিয়ে আঁধার নিশি হলো ;
চেয়ে থাকি আনমনে তোমার পানে সঙ্গোপনে হয়তো এল
তোমার আসার সময় এলো !
এবার তুমি আসবে বোধ হয়
কদম শাখে মুকুল এল
ফুল ফোটবারও সময় হলো;
মেঘের দল চলছে ভেসে
বরষা বুঝি এল এল।
বাদলদিনের প্রথম কদম ফুলে
ভাবছি তুমি আসবে কাছে সকল ফেলে
তাই যেন ঘুরছি কেমনতর উড়ছি;
ফুলে ফুলে ডালে ডালে
ডালে ডালে ফুলে ফুলে
আপন মনে হাওয়ায় দোলে
তোমার আশায় দোলছি ;
চাতকের দল আকাশপানে বৃষ্টি কনা অন্বেষণে যেমনি,
ঠিক তেমনি ।
তোমার চিবুক ছোঁব
তোমার গন্ডদেশে ভালবাসার আদর মেখে দিব
ওষ্ঠে দিব ভালবাসার সুতীব্র চুম্বণ
গাঁয়ে দেব শ্রাবণজল
আর খোঁপায় দেব কদম ফুল ।
তোমার প্রতীক্ষায় আমি ব্যাকুল ।
ফোটবে কবে কদম ফুল!
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক শুভকামনা।ধন্যবাদ।
২| ১৬ ই মে, ২০১৩ রাত ১০:১৮
নিয়েল হিমু বলেছেন:
তোমার প্রতিক্ষায় আছি,
ভাল লাগা জানবেন ।
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।
৩| ১৬ ই মে, ২০১৩ রাত ১০:২০
মৃন্ময় বলেছেন: এবার তুমি আসবে বোধ হয়
কদম শাখে মুকুল এল
ফুল ফোটবারও সময় হলো;
মেঘের দল চলছে ভেসে
বরষা বুঝি এল এল।
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।
৪| ১৭ ই মে, ২০১৩ রাত ১২:০১
তারছেড়া লিমন বলেছেন: একটা গান শুনেছিলাম ভাই তাই তুলেদিলাম
কল্পনা জীবনে মানুষকে ভালবেসে
প্রতিদানে পাইমন হতাশা অবশেষে
তবুও তো পথ চলা অবিরত অভিযান
জীর্ণ এই পৃথিবীতে বাঁচাটাই মূল্যবান
প্রতীক্ষা একটু ভালবাসার
প্রতীক্ষা অবসাধে বাঁচার।
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। কমেন্টে ভাল লাগা।ধন্যবাদ ।
৫| ১৭ ই মে, ২০১৩ রাত ১:১২
রুপম শাহরিয়ার বলেছেন: এত কবিতা আপনার আসে কোথা থেকে?
ভালো লাগল।
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
সেলিম আনোয়ার বলেছেন: জানিনা। তবে সবসময়আসে না।অনেক সময়এতআসে না।আবার অনেকগুলো একসঙ্গে আসে। কবিতার অদ্ভুত। মাথার চারপাশে থাকে।কোনটি হৃদয়মাঝে? কোনটা পরিস্থিতিতেউদ্ভব হয়।
কবিতা পাঠে ধন্যবাদ। শুভকামনা থাকলো ।
৬| ১৭ ই মে, ২০১৩ রাত ১:২২
ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ ! চমতকার ।
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ পাইলট ।ভাল থাকবেন সবসময়।
৭| ১৭ ই মে, ২০১৩ রাত ২:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
বাদলদিনের প্রথম কদম ফুলে
ভাবছি তুমি আসবে কাছে সকল ফেলে
তাই যেন ঘুরছি কেমনতর উড়ছি;
ফুলে ফুলে ডালে ডালে
ডালে ডালে ফুলে ফুলে
আপন মনে হাওয়ায় দোলে
তোমার আশায় দোলছি ;
চাতকের দল আকাশপানে বৃষ্টি কনা অন্বেষণে যেমনি,
ঠিক তেমনি ।
বেশ লাগল।
কবিতায় ++++++++++
১ম ভাললাগা রেখে গেলাম।
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভাল লাগায় অনেক শুভকামনা ও শুভেচ্ছা । ভাল থাকবেন সবসময়।
৮| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
একদিন সকল প্রতীক্ষা শেষ হবে। শুভ কামনা রইল।
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সেই শেষের অপেক্ষায়। ভাল থাকবেন সবসময়।নিরন্তর শুভকামনা ।
৯| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:২৩
shfikul বলেছেন: সুন্দর।
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময়।নিরন্তর শুভকামনা থাকলো।
১০| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৬
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো।
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।
১১| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৭
সোনালী ডানার চিল বলেছেন:
বৃষ্টির মত সুন্দর!!!
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি। পাঠে ।কমেন্টে ভাল লাগা।আর নিরন্তর শুভকামনা ।
১২| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৫
এরিস বলেছেন: স্নিগ্ধতায় ভরিয়ে দিতে কেউ আসুক বৃষ্টি হয়ে। কোন এক ঘোর লাগা সকালে জানালায় দেখা দিক প্রথম কদম। ভালো লাগা।
১৭ ই মে, ২০১৩ রাত ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । শুভকামনা থাকলো ।
১৩| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৩২
বিষাদ সজল বলেছেন: বেশ ।
১৮ ই মে, ২০১৩ সকাল ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। কবি নিরন্তর শুভকামনা ।
১৪| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৪৪
এহসান সাবির বলেছেন: খুব সুন্দর।
১৮ ই মে, ২০১৩ সকাল ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কবি কমেন্টে ভাললাগা ।সাধুবাদ জানবেন।
১৫| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:২৫
নীল-দর্পণ বলেছেন: স্নিগ্ধ কবিতা
১৮ ই মে, ২০১৩ সকাল ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: ভাইয়া কমেন্টে ধন্যবাদ শুভকামনা থাকলো ।
১৬| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৩০
সিয়ন খান বলেছেন: তোমার প্রতীক্ষায় আমি ব্যাকুল ।
সুন্দর।
১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৩ রাত ৯:৪৪
রাইসুল নয়ন বলেছেন: বৃষ্টি আমার ভীষণ অপছন্দ , তবুও আপনার কবিতা ভাললেগেছে !
বরাবরের থেকে একটু ভিন্ন লাগলো কেনও জানিনা !