নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রেম চাই আবারো প্রেম চাই
পাগলপারা প্রেম, দিশেহারা প্রেম;
নদী-সাগরসঙ্গমে প্রেম,
ধূলায় ধূলিধূসরিত প্রেম,
চিরসবুজ দারুণ অবুঝ প্রেম,
জোয়ার ভাটার প্রেম,
চন্দ্র সূর্য গ্রহ তারার প্রেম,
খেয়া-মাঝি -তটিনী প্রেম,
আলো আঁধারীর প্রেম,
গোধুলীর আলোয় প্রেম
গভীর রাতের অশান্ত প্রেম
সুখের প্রেম দুখের প্রেম,
শান্ত প্রেম অশান্ত প্রেম ,
বন্য প্রেম সভ্য প্রেম,
লুকিয়ে প্রেম ,প্রকাশ্যে সবাকে জানিয়ে প্রেম
প্রেম নাও প্রেম দাও ,
আমার ঠোটে প্রেম তৃষ্ণা ,প্রেম তৃষ্ণা মেটাও,
এ বুকে প্রেমের জ্বালা, দাও মিটিয়ে দাও, প্রেমজ্বালা মেটাও;
এ চোখে প্রেমের সাগর দাও পারী দাও,প্রেমসাগর পারী দাও;
এ মনে আজ প্রেম জেগেছে গাছে গাছে তাই ফুল ফুঁটেছে
রূপসী তরুর কদমফুল ,
নিবিড় পত্রবিন্যাসে মনটা আকুল
বাদল দিনের বর্ষা ফুল ,
রঙের বর্ষায় মনটা ব্যাকুল
তাই প্রেম চাই আবারো প্রেম চাই
শান্ত স্নিগ্ধ নিরন্তর প্রেম চাই ।
১৯ শে মে, ২০১৩ রাত ২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ধন্যবাদ ।শুভকামনা থাকলো ।
২| ১৯ শে মে, ২০১৩ রাত ২:৩২
মাক্স বলেছেন: বাদল বর্ষার কদম ফুল খুজতাসি বেশ কিছুদিন ধরে।
প্লাস!
১৯ শে মে, ২০১৩ রাত ২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার আমিও ।
আমার পুষ্পরানী কদম কন্যা কই
তারে ছাড়া এই আমি একলা কেমনে রই
সেকি বুঝে না মোর হিয়া
মনের মাঝেই বাস করে আমার পরম প্রিয়া
৩| ১৯ শে মে, ২০১৩ রাত ২:৩৭
বাংলাদেশী দালাল বলেছেন:
বিদ্রোহী প্রেম কবিতায় প্লাস দেয়াই লাগবো
+++++++++++++++++++++++++
১৯ শে মে, ২০১৩ রাত ২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।সুপ্রিয় ব্লগার ।
৪| ১৯ শে মে, ২০১৩ রাত ২:৩৯
প্রিন্স হেক্টর বলেছেন: আপনে আবারও চান, আমি একবারই চাই।
এনিওয়ে, ভালো হইছে।
১৯ শে মে, ২০১৩ রাত ২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: আমি বারবার চাই হাজারবার চাই
৫| ১৯ শে মে, ২০১৩ রাত ২:৩৯
রাফা বলেছেন: সাথে সাথে প্রেমের সমাধিটাও চান।
১৯ শে মে, ২০১৩ রাত ২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: প্রেমের সমাধি কেন? প্রেম চাই রাফা
গুনাহ নেহি পিয়ার কিয়া মেনে
মেরা দিল
ইয়ে পাগলা হে সমঝানেছে সমঝে না
৬| ১৯ শে মে, ২০১৩ রাত ২:৪৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার হইছে
১৯ শে মে, ২০১৩ রাত ২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় ।
৭| ১৯ শে মে, ২০১৩ রাত ২:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: এত প্রেমের ভারে আবার না চিড়ে চ্যাপ্টা হয়ে যান !! আমাদের প্রিয় সেলিম ভাইকে আমারা অকালে হারাতে চাইনা!!
১৯ শে মে, ২০১৩ রাত ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: পিয়ার কিয়া তো ডরনা কিয়া যব পিয়ার কিয়া তো ডরনা কিয়া।কদম ফুলের রানি আই লাভ ইউ।মে তুমসে শ্রেফ তুমছেই পিয়ার করতাহু।মেরা জিন্দেগিমে আযা।মে তুঝে বহুত পিয়ার দুঙ্গা।
৮| ১৯ শে মে, ২০১৩ রাত ৩:০২
সেলিম আনোয়ার বলেছেন: মোঝে নীদএ নাআয়ে নীদএ নাআয়ে হু।......................................
৯| ১৯ শে মে, ২০১৩ ভোর ৬:৫৫
জাহাঙ্গীর জান বলেছেন: অসাধারণ, আঃ লীগ বি এন পি মাঝে ও প্রকৃত প্রেমের আবির্ভাব হোক,
১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সহমত ।সেটাই স্বাভাবিক হওয়া উচিৎ।বাংলাদেশের মানুষ মিলে মিশে থাকবে শান্তিতে।তা না এক মসনদে বসে চুরি করার লাইসেন্স প্রাপ্ত হবে তা নিয়ে মানুষের মধ্যে মারামারি। তাই প্রেম চাই। কমেন্টে ধন্যবাদ ।
১০| ১৯ শে মে, ২০১৩ সকাল ৭:৫৬
বিষাদ সজল বলেছেন: প্রেম চাই আবারো প্রেম চাই ।
-------------------------------
হোক ধূলোমাখা ছাই
তবু প্রেম চাই ।
১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সহতম ।কমেন্টে ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।
১১| ১৯ শে মে, ২০১৩ সকাল ৮:৪৭
ভিটামিন সি বলেছেন: প্রেম চাই আবারও প্রেম চাই
হউক না সেটা শুষ্ক ধু ধু বালুময়।
তবুও প্রেম চাই।
১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: প্রেম ছাড়া বাঁচে না পরাণ ।কমেন্টে ধন্যবাদ শুভকামনা থাকলো ।
১২| ১৯ শে মে, ২০১৩ সকাল ৯:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
রাফা বলেছেন: সাথে সাথে প্রেমের সমাধিটাও চান।
১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: প্রেমের সমাধি? কেন কেন কেন? সমাধি নয় নিখুত প্রেম আষ্টেপৃষ্ঠে প্রেম চাই।
১৩| ১৯ শে মে, ২০১৩ সকাল ৯:৫০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর ,,,,,,,,,,,,অতি সুন্দর
১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার অনেকদিন পর! নিরন্তর শুভকামনা কমেন্টে ভাল থাকবেন সবসময়।
১৪| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:১৯
আরজু পনি বলেছেন:
জটিল প্রেমের পদ্য!
১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আবার জিগায়। প্রেম প্রেম প্রেম ।নিটোল প্রেম কঠিন প্রেম অন্ধপ্রেম জটিল প্রেম চাই ।
১৫| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:২৫
মেহেরুন বলেছেন: বাহ!!! দারুন । কেমন আছেন ভাইয়া??
আমার জানালায় আকাশ আসে না
১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ভালো । আপনি কেমন আছেন? কমেন্টে ধন্যবাদ ।
১৬| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৪৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আচ্ছা।
পাইলে জানায়েন
১৯ শে মে, ২০১৩ রাত ১০:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: জানাবো কিন্তু ভাগ দিবার পারুম না সে আমার একলা পাখি
১৭| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রেম চাই !!! প্রেম চাই!!!
এ মনে প্রেম জেগেছে বহু আগে।
৫ম ভাললাগা কবি
১৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।
১৮| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:১৫
ঘুড্ডির পাইলট বলেছেন: প্রেম চাই আবারো প্রেম চাই
আগে পাইছিলেন নাকি ?
২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: বলব না । এটাতো কবিতা
১৯| ২৫ শে মে, ২০১৩ সকাল ৮:০০
সাদা-কালো বলেছেন: সেলিম ভাই। আপনের কসটে গাছের পাতা লতা ঝইড়া যাইতেছে পিয়ার কিয়া তো ডরনা কিয়া
২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সহমত । জল পরে পাতা নরে ।
২০| ২৫ শে মে, ২০১৩ সকাল ৮:১১
সাদা-কালো বলেছেন: সেলিম ভাই এইটা আপনার জন্য
১০০ % লুল সং
২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কি জিনিস সুপ্রিয় ব্লগার। এটা প্রেম নয় কবিতা ।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৩ রাত ২:১৮
রুপম শাহরিয়ার বলেছেন: আসাধারন হইছে।