নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ছবি-নেট
একজন মানুষ যার বিচিত্র কাজের ধরণ
বাসার ঘড়িটা উল্টো করে লটকানো
তার ছবিটাও ঠিক তেমনি
বড্ড অহংকারী
বড় অভিনেতা হয়েও তিনি লোক দেখানো কিছুতে নেই
সত্যটা বেড়িয়ে যায় মুখ থেকে
যিনি বিশ্বাস করেন ভালবাসার জন্য সবকিছু করা যায়
তারপরও তার ভালবাসা নিদরুণ প্রতারণায়
বাংলাদেশের সাধারন মানুষ ভালবেসেছিল তাকে
তাদের হৃদয় সিংহাসনে তিনি রাজা
তার অভিনয় নন্দনে মন্দ চরিত্র হয়ে ওঠে প্রিয়
তার ছুড়ে দেয়া ডায়লগে প্রেম হয়ে ওঠে মহান
তার কৌতুকে মানুষ হেসে গড়াগড়ি খায়
তার অভিব্যাক্তি সবাইকে মগ্ধ করে
তাকে ঘিরে শত উৎসুক মানুষের ভীড়
তারপরও তিনি একা বড্ড একা
তারমৃত্যুর সময় কেউ ছিলনা পাশে
ভোরের শিশিরপাতের মতন নিরব মৃত্যুর কামনা ছিল যার তাই হলো অবশেষে।
তার মৃত্যু পাষাণের হৃদয়েও তীব্র বেদনার সৃষ্টি করে
যিনি ছিল কিংবদন্তীর অভিনেতা যিনি সর্বদাই বিপর্যস্ত মানুষের পাশে দাড়াতেন
তার জীবনীটা স্রষ্টা এতই বিষাদের করে আঁকলেন
মৃত্যুকালে তিনি একলা হয়েই থাকলেন্ ।
চরম দুঃখবোধ তাকে মহান করে গড়েছিল
একজন ভিলেন তাই মহানায়কের মৃত্যু পেয়েছিল।
-------------------------------
উৎসর্গ- চৌকস অভিনেতা মরহুম হুমায়ূন ফরীদি
২২ শে মে, ২০১৩ সকাল ১১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে ধন্যবাদ ।ফরীদিকে ওউৎসর্গ করবো এমাসের সব লিখা।
২| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:৫৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: কবিতা ভালো লেগেছে ভাই!!!
২২ শে মে, ২০১৩ সকাল ১১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ ।
৩| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮
অদৃশ্য বলেছেন:
সেলিম ভাই
হুমায়ূন ফিরীদি আমরো অত্যন্ত পছন্দের একজন অভিনেতা...
আপনি যে তার একজন বড় ভক্ত তা আগেই টের পেয়েছিলাম... লিখাটি খুবই ভালো লেগেছে আমার...
শুভকামনা...
২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তরে শুভকামনা থাকলো ।
৪| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৪
মাক্স বলেছেন: লিখাটি ভালো লাগলো!
২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার মাক্স কমেন্টে ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা ।
৫| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:০৬
বোকামন বলেছেন:
চমৎকার লিখেছেন সেলিম ভাই/কবি
বিশ্বের অন্যতম একজন কিংবদন্তীতুল্য অভিনেতা আমাদের মরহুম হুমায়ূন ফরীদি।
আপনাকে অনেক ধন্যবাদ
২২ শে মে, ২০১৩ দুপুর ১:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লসে ধন্যবাদ । সহমত শুভকামনা থাকলো ।
৬| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:২৫
এরিস বলেছেন: বিদায়ের আগে তিনি বলেছিলেন, ' আমি যাদের চাইনা, তারা আমাকে ঘিরে থাকে। যাকে আমি চাই, সে আমাকে চায় না।' ভালোবাসার গভীরতা অনেক বেশি ছিল উনার। মহান একজন মানুষকে নিয়ে লিখেছেন। ভালো লাগা জানবেন।
২২ শে মে, ২০১৩ দুপুর ১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।
৭| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:২৩
রুপম শাহরিয়ার বলেছেন: হুমায়ন ফরীদি আসলেই কিংবদন্তি ছিল।
আপনাকে কবিতার জন্য ধন্যবাদ।
২২ শে মে, ২০১৩ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ছিল
৮| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৪৫
লিঙ্কনহুসাইন বলেছেন: যখন ক্রিকেট খেলা দেখি তখন হুমায়ূন ফরীদির কথা বেশি মনে পরে , বিশেষ করে বাংলাদেশের সব খেলাতেই তাকে গ্যালারীতে দেখতাম এবং তার একটা কথা বেশি মনে পরে ,ক্যাচ মিস তোঁ ম্যাচ মিস তার কথাটা বিশেষ করে বাংলাদেশের বিপক্ষেই বেশি মানান সই, কারণ খেলায় দেখি বাংলাদেশের খেলোয়ারা অন্য দেশের খেলোয়ারদের ক্যাচ মিস করলেই সেই খেলোয়ার সেঞ্চুরি করে ফেলে , আর তার ফলে দেখা যায় ঐ ক্যাচ টির জন্যই বাংলাদেশ পরাজিত হলো
২২ শে মে, ২০১৩ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: এফ এম রেডিওরএকটা প্রোগ্রামে তিনি তার পছন্দের গান উল্লেখ করলেন ফাইনাল কাউন্টডাউন ।বিশ্বকাপ ফুটবলের ঠিক আগমুহূর্তে ।তিনি ছিলেন উচ্ছল উজ্জ্বল চিরসবুজ মানুষ ।দেখবেন তার সাবেক স্ত্রী এখনো প্রেমের অভিনয় করছেন ওটি ছাড়া তিনি কিছু পারেন বলে মনে হয় না ।তাতে তাকে বেমানান ও মনে হয় ম্যাচিউরড ক্যারেক্টারে তার ঢং বিরক্তির উদ্রেক করে ।অথচ ফরীদি যখন একা ভঙ্গুর স্বাস্থ্য তখনো তাকে অনেক দর্শকই রোমান্টিক দৃশ্যে দেখতে চেয়েছেন ।অপেক্ষায় থেকেছেন ।ফরীদি যেকোন অভিনয়ে অনবদ্য ।অনেক আগে তরুণ ফরীদি একজন বৃদ্ধের চরিত্রে অভিনয় করেন ।অসাধারণ ।দর্শক মনে দাগ কেটে যায়।বৃদ্ধ আশ্রিত এক আত্নীয়ের বাসায়। সবাই বেড়াতে যাবে ভেবেছেন তিনিও যাবেন ।তার কি প্রস্তুতি তারপর তার আর যাওয়া হলো না ।সকল দর্শক চোখের পানি ফেলেছে।তার অভিনয় দেখে ।
৯| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৫
ঘুড্ডির পাইলট বলেছেন: ছবি অই মানুষটা আপ্নে !
দাড়ি কামাইলেন কবে ?
২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৫২
সেলিম আনোয়ার বলেছেন: আমি আবার কিংবদন্তী হলাম কবে? ওটা ফরীদি? কিবদন্তীর অভিনেতা ফরীদি।
১০| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন: উনি আসলেই কিংবদন্তী !
আল্লাহ ঊনার আত্বাকে শান্তি দান করুন !
২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: আমিন । ওনিএকজন পারফেক্ট অভিনেটা ।মিস্টার পারফেক্ট বলা যায়একমাত্র ফরীদিকে ।
১১| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১০
আমি কবি নই বলেছেন: কদিন আগে ভন্ড, শত্রু ভয়ংকর আবারো দেখলাম। সেই ফরীদি, সালমান শাহের পরে বাংলাসিনেমার আরেক কিংবদন্তি !
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।সালমান শাহ ফরীদির কাছের মানুষ ছিলেন সম্ভাবনা ময় নায়ক যিনি বেচে থাকলে সত্য অসাধারণ কে্ উ হবেন। আর ফরীদি একজন সম্পূর্ণ অভিনেতা ।
১২| ২৩ শে মে, ২০১৩ রাত ১:০৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: হুমায়ূন ফরীদি একজন সত্যিকার অভিনেতা ছিলেন। তার অভিনয় মিস করি!
লেখাটা ভাল লাগলো
২৩ শে মে, ২০১৩ সকাল ৯:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা রইলো ।ফরীদির অভিনয় মিস করি দারুণ।
১৩| ২৩ শে মে, ২০১৩ রাত ৩:০০
বটবৃক্ষ~ বলেছেন: একজন ভিলেন তাই মহানায়কের মৃত্যু পেয়েছিল।
তিনি মহানায়ক ছিলেন বৈকি.......
প্রতিটা লাইন সত্য....ধন্যবাদ অমন করে লিখার জন্যে...++
মহান অভিনেতার জন্যে প্রানভরা শ্রদ্ধা>.......
২৩ শে মে, ২০১৩ সকাল ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা রইলো ।
১৪| ২৩ শে মে, ২০১৩ সকাল ৭:২২
ঢাকাবাসী বলেছেন: ফরিদি আমার প্রিয় অভিনেতাদের একজন। লেখাটি ভাল লেগেছে।
২৩ শে মে, ২০১৩ সকাল ৯:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
১৫| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৭
জুন বলেছেন: হুমায়ুন ফরিদীর নাটকগুলো আমাকে বেশি আকর্ষন করতো।
তাকে নিয়ে লেখা ভালোলাগলো
+
২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: জুনআপু ধন্যবাদ পাঠে ও কমেন্টে আপনা কবিতা ভল লেগেছে জেনেআরো ভাল লাগলো আমার প্রিয় অভিনেতার জন্মদিন মৃত্বুদিবস পত্রপত্রিকারা ভুলে যায়। তাই সব লেখা তাকেউৎসর্গ করে যাচ্ছি। কবিতাও লিখে ফেললাম ।মিডিয়া এখন ব্যস্ত আছে তারছেড়াএক মহীলা কে নিয়ে। ফরীদিকে নিয়ে লেখার সময় কই? লাভই বা কি?
১৬| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল।
২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।
১৭| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৬
মেহেদী হাসান মানিক বলেছেন: এক সময় আপ্নার প্রোপিক ছিল তার ছবি।
আমারও খুব ভাল লাগত তার অভিনয়।
২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভাল লাগা ।নিরন্তর শুভকামনা থাকলো ।
১৮| ২৫ শে মে, ২০১৩ রাত ৮:০১
খেয়া ঘাট বলেছেন: চরম দুঃখবোধ তাকে মহান করে গড়েছিল
একজন ভিলেন তাই মহানায়কের মৃত্যু পেয়েছিল।
একেবারে সত্যি কথা।
২৫ শে মে, ২০১৩ রাত ৮:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।
১৯| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:২২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো লাগলো ।
২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
২০| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:২০
লাবনী আক্তার বলেছেন: হুমায়ূন ফরীদির অভিনয় ভিষন ভালো লাগত।
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২১
সেলিম আনোয়ার বলেছেন: আমার ও । এখনো মিস করি তার অভিনয় । কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
২১| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৯
ওবায়েদুল আকবর বলেছেন: হুমায়ূন ফরিদির পরিণতির জন্য খুব কস্ট লাগে। জীবনের সবচেয়ে বাজে ডিসিশনটা তিনি নিয়েছিলেন সুবর্ণাকে বিয়ে করে।
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সহমত ।বিরাট ভুল।তার কথা বলতে গেলে সুবর্ণা নামের তারছিড়া এক মহীলার নাম উল্লেখ করতে হয়। এক সুবর্ণা তাকে ব্যাপক ঝামেলায় ফেলে দিয়েছে। একটা এইরকম মহীলার স্বামী হওয়া ব্যাক্তি ইমেজে দারুণ বাজে ইফেক্ট ফেলে ।তবে সুবর্ণা অভিনয় জগতের একটা অভিশপ্ত মহীলা।তারকা পতনের দৃষ্টান্ত হয়ে থাকবেন টিভি দর্শকদের কাছে ।
২২| ৩০ শে মে, ২০১৩ সকাল ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: গত ২৩ তারিখে দেবজানি পুত্র সন্তানের জননী হয়েছে।তার মানে ফরীদির নাতি হলো এ মে মাসে।ফরীদির নাতির সুন্দর সুস্থ দীর্ঘ সখল জীবন কামনা করছি। খবরটা পড়ে ভাল লেগেছে।
২৩| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:০৭
বাবু পাগলা বলেছেন: সুন্দর ।
৩০ শে মে, ২০১৩ রাত ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:৫০
মাহতাব সমুদ্র বলেছেন: ভাই আপনি হুমায়ুন কে খুব পছন্দ করেন মনে হয়। ধন্যবাদ। ভালো লাগলো।।