নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হে বিদ্রোহী হে কবি

২৫ শে মে, ২০১৩ রাত ৯:০৩





হে বি্দ্রোহী, হে কবি, হে প্রেমিক বর;

জন্মেছিলে এই বঙ্গে ধন্য করেছিলে এদেশের মাঠ ঘাট প্রান্তর ।



এক হাতে ছিল বাঁশি তোমার অন্যহাতে রনতূর্য

অবহেলিত বঞ্চিতেরে তুমি দানিয়েছো রাঙা সূর্য ।



প্রেমে দ্রোহে রাঙিয়েছো তুমি মাতৃভাষা ভান্ডার

মানবতার গান গেয়েছো তুমি সারজীবনভর বারেবার ।



পরেছো পায়ে শৃঙ্খল করেছো কারাবরণ গেয়েছো তুমি শেকল ছেড়ার কারাভাঙার গান;

তুমি ছিলে বিশ্বযোদ্ধা ,করেছো লড়াই মানবের তরে, ধরে ছিলে সবুজ প্রাণ ।



তোমার লিখনিতে নাঙা তলোয়ারের ধার কেটে ফেলে যেন শন শন

তোমার গানে হৃদয় জোড়ায় রিক্ত নিস্ব মন।



তুমি চিরতরুণ তারুণ্যেই অহংকার

গেয়ে গেছো তাই তিমির হরণের সঙ্গীত বারেবার ।



গেয়েছো সাম্যের গান আজও তা কেন রয়ে গেছে বহুদূর

তোমার জন্মদিনে এই কামনায় আমি সকল ভেদাভেদ হোক দূর।



হে বিদ্রোহী হে জাতীয় কবি হে প্রেমিক পুরুষ হে বীর !

তোমর জন্যে লাল সালাম ,করি শপথ এ বঙ্গে গড়ে তুলি যেন চির শান্তির নীড়।



হে উদ্ধত, হে টরনেডো ,সাইক্লোন ,হে চির উন্নত শির !

দ্রোহে প্রেমে গানে বাংলার মানুষ চির উন্নত প্রাণে হই যেন যুধীষ্ঠির ।

--------------------------------------------------------------------





বিদ্রোহী কবি কাজী নজরুল । আজ তার জন্মদিন। আমারও ।তার লেখা 'বড়র পীরিতী বালির বাধ' প্রবন্ধ পড়লাম। সেটার রচনা কবিগুরুকে উদ্দেশ্য করে। কবিগুরু তার একটা কবিতায় খুন শব্দ টি প্রয়োগ করায় গুরুদেব সমালোচনা করলে তার বাধভাঙা অভিমান।নজরুলের কবিতার পেরোডি বেরহতো প্রতি রোবাবার পশ্চিম বঙ্গের কিছু কবি তা করতেন ।যেমন



হে ব্যাঙ তোমার লম্বা দুইটি থ্যাঙ

আষাঢ় মাস আসলে তুমি কর ঘ্যাঙর ঘ্যাঙ ।



এগুলো তিনি পাত্তা দিতেন না । তবে কবি মনে দুঃখ ছিল ।তিনি পরজনম বলিয়া কোন জনম থাকিলে কবি না হইয়া কুকুর হওয়ার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন । তাহলে অন্তত শরৎ বাবুর মঠে যেখানে কুকুরদের খাবার সরবরাহ হত সেখানে খাবার মিলত ! এত ই দুঃখ কুকুর হবেন কিন্তু কবি হবেন না। তিনি আমাদের জাতীয় কবি ।

বড়র পীরিতি বালিরবাধ প্রমাণ করে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে কি পারিমান ভালবাসতেন শ্রদ্ধা করতেন। আমি ও রবিঠাকুরকে তার লেখাকে শ্রদ্ধা করি।আমার প্রিয় অভিনেতা ফরীদি ও ঠিক তেমনি কবি গুরুকে শ্রদ্ধা করতেন। এদিক দিয়ে বলতে পারি নজরুল ফরীদি আর এই সামান্য আমি তিনজনই কবিগুরুর ফ্যান।



কবিতাটি জাতীয় কবি নজরুল স্বরণের নিমিত্তে লেখা ।তবে কবিতাটি আমি অভিনয়ের রাজা ফরীদিকেই উৎসর্গ করলাম ।আজ আমার ও জন্মদিন। সকল সম্মানিত ব্লগারের কাছে আমার জন্য শুভকামনার অনুরোধ রইলো।





মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:১৯

শিপন মোল্লা বলেছেন: শুভ জন্মদিন কবি। আর আপনাকে ধন্যবাদ। প্রথম ভাল লাগা রেখে গেলাম।

২৫ শে মে, ২০১৩ রাত ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ আর শুভকামনা ।সুস্বাগতম।

২| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৩৯

মৃন্ময় বলেছেন: শুভ জন্মদিন কবি......।
দুজনকেই।

২৫ শে মে, ২০১৩ রাত ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ । শুভকামনায় আপনার জন্যও শুভকামনা থাকলো ।

৩| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে ও মানবতার কবি দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা !

মানবতার কবি নজরুল ও নান্দনিক অভিনেতা দুজনের আত্বার মাগফিরাত কামনা করি

২৫ শে মে, ২০১৩ রাত ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কমেন্টে ও শুভকামনায় ।আপনার প্রতি শুভকামনা থাকলো ।

৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:১৯

অনীনদিতা বলেছেন: শুভ জন্মদিন। :)

২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। শুভকামনায় ও কবিতা পাঠে ।ভাল থাকবেন সবসময়।

৫| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:২৯

রাইসুল নয়ন বলেছেন: শুভ জন্মদিন ।
আর কবিতায় ভালোলাগা ।

২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও শুভকামনায় অনেক ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

৬| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:১০

কালোপরী বলেছেন: শুভ জন্মদিন :)

২৬ শে মে, ২০১৩ সকাল ৭:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

৭| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:৪৪

তারছেড়া লিমন বলেছেন: শুভ জন্মদিন সেলিম ভাই। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

২৫ শে মে, ২০১৩ রাত ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

৮| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:০৭

শিপু ভাই বলেছেন:
হে বিদ্রোহী হে জাতীয় কবি হে প্রেমিক পুরুষ হে বীর !
তোমর জন্যে লাল সালাম ,করি শপথ এ বঙ্গে গড়ে তুলি যেন চির শান্তির নীড়
++++++++++++++


কবির জন্য শ্রদ্ধা!!!

২৬ শে মে, ২০১৩ রাত ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার । কেমনআছেন? শুভকামনা থাকলো নিরন্তর ।

৯| ২৬ শে মে, ২০১৩ রাত ১:১৮

আরজু পনি বলেছেন:

শুভেচ্ছা রইল।
:)

২৬ শে মে, ২০১৩ সকাল ৭:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

১০| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৮

মেহেরুন বলেছেন: দেরীতে হলেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। ভালো থাকবেন। পোস্ট এ প্লাস ++++

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

১১| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৮

মেহেরুন বলেছেন: দেরীতে হলেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। ভালো থাকবেন। পোস্ট এ প্লাস ++++

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

সেলিম আনোয়ার বলেছেন: জন্মদিনের শুভকামনায় ধন্যবাদ ।

১২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভ জন্মদিন কবি......।
দুজনকেই।

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অস্ংখ্য ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

১৩| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৫০

সোনালী ডানার চিল বলেছেন:
শুভজন্মদিন কবি।

ভালো থাকুন সবসময়................
পোষ্টে +++++++

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কবি অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

১৪| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১

বোকামন বলেছেন:






শুভ জন্মদিন
সতত সুন্দর সময় কাটুক আপনার।
অনেক অনেক শুভকামনা :-)

আর প্রাণ প্রিয় কবিকে স্বরন করছি-
“যে দুর্দিনের নেমেছে বাদল তাহারি বজ্র শিরে ধরি’
ঝড়ের বন্ধু, আঁধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙা তরী”


২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কবি আপনার কবিতা আমারটার চেয়ে ভাল হয়েছে । নিরন্তর শুভকামনা থাকলো ।

১৫| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

বোকামন বলেছেন: বি:দ্র: তরুনের গান-কাজী নজরুল ইসলাম
এর দুটি লাইন :-)

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

সেলিম আনোয়ার বলেছেন: আমি আপনার লেখা কতিাটির কথা বলেছি।নজরুলআমাদের প্রেরণা ।তবে অনেক কবিরই তিনি ছিলেন চক্ষু শূল। তার কবি প্রতিভা তারা সহ্য করতে পারতেন না।

১৬| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বিদ্রোহী ও প্রেমের অপ্রতিদ্বন্দ্বী কবি, আমাদের জাতীয় কবির জন্ম বার্ষিকী তে তাকে স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি।

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৭| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:০১

ইখতামিন বলেছেন:
বেদনা বিজয়ী জাতীয় কবিকে অনেক শুভেচ্ছা রইল :)
যদিও একটু পরেই দিলাম :P

২৬ শে মে, ২০১৩ রাত ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা রইলো ।

১৮| ২৭ শে মে, ২০১৩ রাত ২:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলেরে ভাই এমন রংগীন পাখা ।

২৭ শে মে, ২০১৩ ভোর ৬:৩১

সেলিম আনোয়ার বলেছেন: দারিদ্র তাকে মহান করেছিল। হয়তবা এমন রঙিনও করেছিল।তিনি নিজে ই ছিলেন গানের দলের প্রধান ভোকাল। অসাধারণ প্রতিভা।

১৯| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৮

অদৃশ্য বলেছেন:




দেরিতে হলেও শুভেচ্ছা জানিয়ে গেলাম... অফ লাইনে পড়েছি... কবিতা ভালো লেগেছে আমার... সাথে টুকটাক কবির কথা আর ফরীদি ও আপনার কথায় শেষটা জমে গেলো...

একটি সত্য কথা বলি... আমি অনেকবার ভেবেছি, আমার কিছু কবিতা যদি হুমায়ূন ফরীদি আবৃতি করতেন... কেমন লাগতো !!!

শুভকামনা...

২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: নিঃসন্দেহে ফরীদি খুব ভাল আবৃত্তি করতেন।ব্যতিক্রমী কন্ঠস্বর তাকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.