নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হে অধিনায়ক, হে বিজয়ী বীর
দারুণ এক আহবানে ৭ কোটি বাঙালীরে শক্তি দিয়েছো
সাহস দিয়েছো প্রেরণা দিয়েছো, করেছো উন্নত শির ।
জীবন বাজি রেখে লড়েছো লড়াই অসম এক যুদ্ধে
তাই তোমারে কুর্নিশ করে সকল আবাল-বনিতা-বৃদ্ধে।
বাঙলা মায়ের সাহসী সন্তান বাংলাকে ভালবেসে
হানাদার বধ কাব্য তুমি লিখেছো কেমনে ভাবি আজও বসে বসে।
দেশ যখন অরাজকতায় ,কান্ডারীহীন বঙ্গবন্ধু খুনে
আবার ও তুমি দাঁড়িয়েছিলে সমুখপানে, রাষ্ট্রমাতার চরম ক্রান্তি ক্ষনে।
গনতণ্ত্র ফেরত এলো তোমার দুহাত ধরে
দেশের অর্থনীতি সচল হলো তোমারই যাদুর করে।
হে বিজয়ীবীর, লও সালাম ,লও ভালবাসা ,লও বিজয়মালা
তোমার সততা দেশপ্রেম আর কীর্তি স্মরি শ্রদ্ধা লয়ে দিবানিশি সারাবেলা।
দুঃখে পরাণ যায় বুকটা ফেটে যায়
কেমন করে দানিল আঘাত তোমার সারা গায় তপ্ত বুলেটে তোমার পিঞ্জরায়
এ সবুজে গায়ের লালি ঢেলে দিলে তুমি এই বাংলায়।
দেশের মানুষেরে তুমি পথ দেখিয়েছো স্বপ্ন দিয়েছো মাথা তুলে দাঁড়াবার
তোমার মরণে লাখ লাখ বাঙালী তাই কেঁদে হলো জারে জার।
হৃদয়ে তোমার বাংলাদেশ ছিল, ছিল কমল প্রাণ
কাস্তে-কোদাল হাতে করেছো কাজ, গেঞ্জি গায়ে সেজেছো শ্রমিকের সাজ
আর কেহ তা পারে নাই
সারা বাঙলার অগণিত লোক তাই স্মরে তোমারে, তোমারে ভুলে নাই।
বাংলাদেশী জাতীয়তাবাদ শ্রেষ্ঠ সৃষ্টি তোমার
যার মন্তরে এক হতে পারে সকল নরনারী বাংলার।
দেশ রত্ন শহীদ প্রেসিডেন্ট জিয়া -উর- রহমান
আজও তাই স্মরি তোমারে দিয়ে মম মন প্রাণ
কীর্তি তোমার থাকবে অমলিন হে দেশপ্রেমী সন্তান,
যতদিন রবে পদ্মা- মেঘনা-যমুনা বহমান।
-------------------------
শাহাদত বার্ষীকিতে বীর মুক্তিযাদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলী
৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ ।
২| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:২৮
বোকামন বলেছেন:
মহান এই নেতার রুহের মাগফেরাত কামনা করছি। তার স্মৃতির প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি ।
৩| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:০২
নব্য স্বৈরাচার বলেছেন: ভারতের কাছে জিম্মি বাংলাদেশকে ভিক্ষাবৃত্তি থেকে তিনিই বের করে এনেছিলেন, দেখিয়েছিলেন স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন। আর সে কারনেই অকাল প্রয়ান এই মহান নেতার। জিয়াউর রহমান বেঁচে নেই ঠিক। কিন্তু " টেকনাফ থেকে তেতুলিয়া, সবাই বলে জিয়া জিয়া"
৩০ শে মে, ২০১৩ রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।মহান নেতাকে শ্রদ্ধাঞ্জলী
৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:০৬
ভ্রমন কারী বলেছেন: Zia. A True Leader.
৩০ শে মে, ২০১৩ রাত ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ।সফল রাষ্ট্র নায়ক । কমেন্টে ধন্যবাদ ।
৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:১২
ঘুড্ডির পাইলট বলেছেন: তিনি ছিলেন সারা বাংলার জিয়া ।
৩০ শে মে, ২০১৩ রাত ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সহমত ।
৬| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:২০
ইউসুফ আলী রিংকূ বলেছেন: মহান এই নেতার রুহের মাগফেরাত কামনা করছি।
বাংলাদেশ যতদিন থাকবে এই মহান বীরের নাম ততদিন উচ্চারিত হবে ।
৩০ শে মে, ২০১৩ রাত ১১:২১
সেলিম আনোয়ার বলেছেন: সহমত ।পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৭| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:২৪
jiad82 বলেছেন: sudhu poste + dewar jonno log in korlam thanks boss.
৩১ শে মে, ২০১৩ ভোর ৪:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ্ নিরন্তর শুভকামনা ।
৮| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:২৮
জিয়া চৌধুরী বলেছেন: Click This Link
চট্টগ্রাম সার্কিট হাউজে ঘাতকের নির্মম বুলেটে ঝাঝরা হয়ে এক উচ্চভিলাসী সেনাকর্মকর্তা পরবর্তিতে রাষ্ট্রপতির জীবনাবসান হয়েছিল আজ।
৩১ শে মে, ২০১৩ ভোর ৪:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার এম্বিশন ছাড়া বড় হয়া যায় না। বর্তমান প্রধান মন্ত্রী নোবেল প্রাইজের রেসে আছেন।দু ইডজন ডক্টরেট ডিগ্রী তার আছে্ ।যারা রাজনীতি করেন সবাই উচ্চ ভিলাসী। ভাসানীর সংখ্যা নাই বললে ই চলে ।
৯| ৩১ শে মে, ২০১৩ ভোর ৫:২৯
বাংলাদেশী দালাল বলেছেন:
দেশ যখন অরাজকতায় ,কান্ডারীহীন বঙ্গবন্ধু খুনে
আবার ও তুমি দাঁড়িয়েছিলে সমুখপানে, রাষ্ট্রমাতার চরম ক্রান্তি ক্ষনে
অনেক ভাল লেগেছে।
মহান এই নেতার রুহের মাগফেরাত কামনা করছি।
৩১ শে মে, ২০১৩ ভোর ৫:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।
১০| ৩১ শে মে, ২০১৩ ভোর ৬:০৭
রমিত বলেছেন: মহান এই নেতার রুহের মাগফেরাত কামনা করছি।
১৯৮১ সালের ৩০শে মে, একটি নক্ষত্রের ঝরে পরা, শোকে মূহ্যমান জাতি - পর্ব ১
৩১ শে মে, ২০১৩ সকাল ৯:১২
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। ধন্যবাদ ।
১১| ৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৫২
জিয়া চৌধুরী বলেছেন: একজন জাতির জনক, চার জন সেক্টর কমান্ডার, অগণিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সেনাকর্মকর্তার রক্ত লেগেছিল জিয়ার হাতে। সেই রক্ত ঋন শোধ না করেই কিভাবে ২৫০ কোটি টাকার ব্যয়ে নির্মিত বিলাসবহুল কবরে ঘুমাচ্ছেন তিনি? সেসব সেক্টর কমান্ডাররা সযত্নে মাটিও লাভ করেননি। জেনারেল জিয়া হত্যার দায় মাথায় নিয়ে খুন হওয়া অপর এক সেক্টর কমান্ডারও পড়ে আছেন চট্টগ্রাম সেনানিবাসের অভ্যন্তরে অযত্নে অবহেলায় এক গোরস্থানে। জেনারেল জিয়ার কারনেই বিলম্বিত হয়েছে যুদ্ধাপরাধের বিচার। দালাল আইন বাতিলের মাধ্যমে তাদের দিয়েছেন সুরক্ষিত আবাসস্থল।
আমরা কি আসলে কখনোই পুরোপুরি কলংক মুক্ত হতে পারবোনা?
৩১ শে মে, ২০১৩ সকাল ১১:২২
সেলিম আনোয়ার বলেছেন: প্রত্যেক মুক্তি যোদ্ধাই মহান। তার জীবন বাজি রেখেছেন। যারা বঙ্গবন্ধুর হত্যাকারী অথচ মুক্তিযোদ্ধা তাদের কি বলবেন।৭২-৭৫ সাল পর্যন্ত ২৬ হাজার মুক্তিযাদ্ধার রক্তে কার হাত রঞ্জিত হয়েছিল। একটা কথাই বলতে পারি সবার আগে দেশ বড়্ । যারা মুক্তিযোদ্ধ করেছে তারা আমার আপনার চেয়ে অনেক বড়।রক্ষিবাহিীনি লালবাহিনী বাকশাল যদি সময়ের প্রয়োজন হয় তাহলে প্রেসিডেন্ট জিয়া যা করেছেন তা রাজনীতির অংশ।
কবিতাটি লিখতে শুরু করেছি গতরাতরাত ৯টায় । দেখলাম খারেদা জিয়াকে,তার মাকে পরিবারকে হেয় করে পোস্ট।কয়টা নারীকে হেয় করা হলো। তাই জিয়ার অবদানকে স্বীকার করে কবিতাটি লিখা। নাহলে হয়তো লিখা হতো না।
কবিতাতে কারো কুৎসা রটনা করা হয়নি। একজন জাতীয় বীরকে সম,্মান করা হয়েছে। যেটা তার প্রাপ্য। স্বয়ং বঙ্গবন্ধু তাকে স্নেহ করেছেণ। এখনকার নলখাগড়া সুবিধাবাদী নেতাদের থোরাই কেয়ার করি।
কমেন্টে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
১২| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:২৮
জিয়া চৌধুরী বলেছেন: স্বয়ং বঙ্গবন্ধু তাকে স্নেহ করতেন, তাহের তাকে ওস্তাদ মানতেন। ভালই পরিণাম দিয়েছেন জেনারেল জিয়া। নলখাগড়া সুবিধাবাদী বিশেষনটা দারুন মানিয়ে গেল।
০২ রা জুন, ২০১৩ সকাল ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আপনারে খেপানোর আচ্ছা আমার নাই।সুপ্রিয় ব্লগার।জেনারেল জিয়াকে সবাই রেসপেক্ট করে তার সততা নিয়মানু্বর্তিতার জন্য।দেশেপ্রেমের জন্য।এযাবড়ৎকালের সেরা প্রেসিডেন্ট বা প্রশাসক জিয়াউর রহমান। তলাবিহীন ঝুড়ি তে বলা লাগিয়েছেন তিনি ।তিনি বেশীদিন ক্ষমতায় খাকলে দেশের ব্যাপক উন্নয়ন হতো।
বাকশালীয় গণতন্ত্র নস্যাৎ করে বহুদলীয় গণতান্ত্র প্রতিষ্ঠায় , সংবাদ পত্রের স্বাধীনতা , বাংলাদেশী জাতীয় বাদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ঢিলে রক্তাক্ত হয়ে ও তাদের মনের কোঠায় স্থান করে নেওয়া এসব করতে ক্যারিশমা লাগে।জিয়ার সেটা ছিলো। ব্যাক্তির চেয়ে দেশ বড়। জিয়ার দুটি হাত রক্তাক্ত। মানুষের রক্তে। সেগুলো কিন্তু হানাদারদের রক্ত।দেশ দলের উর্ধ্বে,ব্যক্তির উর্ধ্বে দেশের মঙ্গলে কিছু প্রাণের বলি দিতে হলে দিতে হয়।
এই যে অজস্র পাকিস্তানের হানাদার বধ করেছেন তিনি।এতে আমি গর্বিত বোধ করি।
ধন্যবাদ।
১৩| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৩
ম.র.নি বলেছেন: কবিতায় প্লাস।
অ.ট:উপরে একজন জিয়ার নামে কুৎসামূলক পোস্টে আমাকে ব্লক করে দিয়ে এখানে এসে গেজাচ্ছে।যেভাবে উঠে পড়ে লেগেছে মনে হচ্ছে এ মাসে রেগুলার পেমেন্টের সাথে বোনাসও মিলবে।
০২ রা জুন, ২০১৩ সকাল ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: আমার কবিতায় কারো কুৎসা রটনা করা হয় নাই।
দেখা যাক কি হয়।সুপ্রিয় ব্লগার জিয়া চৌধুরী কিন্তু যুক্তি দিয়ে বুঝানোর চেষ্টা করছেন। ভাল ই লাগছে।যুক্তি যুক্তি খেলা খারাপ নয়।
একজন নিরপেক্ষ ব্যক্তি বরাবর ই বেশি শক্তি শালী।
বোনাস পেমেন্টে জানিনা ভাই। তবে কিছু লোক থাকে আবেগী সাপোর্টার কিংবা অন্ধ সাপোর্টার তারা দলের পক্ষে সর্বোচ্চ লড়াই করে অথচ দল তাদের চিনে না। কিংবা যার সাথে যুক্তির লড়াইয়ে আছে দেখা যাবে সেই সে দলের একজন নেতা মার্কা লোক ব্যাপারটা মজার। খালেদা জিয়াকে বঙ্গবন্ধু নিজের মেয়ের মত স্নেহ করতো।
ভাসানী বঙ্গবন্ধুর কট্টর সমালোচক।আর বঙ্গবন্ধু ই তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যেত।
কমেন্টে ধন্যবাদ।
১৪| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুপ্রিয় জিয়া চৌধুরী ,
পোস্টে এমন কোন বক্তব্য নাই যার সাথে আপনার দ্বিমত থাকতে পারে । তার পরও আপনার কমেন্ট গুলি যথেষ্ট উস্কানি মুলক মনে হচ্ছে ।
৭১ পরবর্তী শাসন কাল দেখা মানুষ সবাই এখনো মরে যায়নি ।
একজন শাসক কত অজনপ্রিয় আর স্বৈরাচারী হলে , মৃত্যুর পরও মানুষ ইন্নানিল্লাহ না পড়ে , দলের বাঘা বাঘা নেতারা লাশ টপকে খুনিদের মন্ত্রি সভায় যোগ দিয়ে উল্লাস করে ,( অনেকে পরিস্থিতির কারনে বাধ্য হয়েছেন বলে পরে সাফাই গাইছেন , দলের স্পিকার আব্দুল মা উকিলতো ' পরিস্থিতি' থেকে অনেক দূরে লন্ডনে ছিলেন ) আ মা উকিল কেন বলেন দেশ ফেরাউনের কবল মুক্ত হয়েছে , আমজনতা কেন খুনিদের ট্যাঙ্কে উঠে নাচানাচি করে ?
মৃত্যু সংবাদ শুনে গ্রামের লোকজন কেন উল্লাস করতে করতে শাসকের গ্রামের বাড়ীতে লুটপাট চালায় ? ( এন্থনি মাস্কারেন্স , বাংলাদেশ এ লিগেসি অব ব্লাড ) ,
নিজের পিঠ বাঁচাতে এক কাদের সিদ্দিকি ছাড়া ( এ কথা কা সিদ্দিকির বড় ভাই আওয়ামীলীগ নেতা ও মন্ত্রী লতিফ সিদ্দিকি নিজে বলেছেন ) আর কেউ কেন প্রতিবাদ করলো না ?
এর বিপরীতে জিয়ার আকাশ চুম্বী জনপ্রিয়তাই কি আপনাদের ঈর্ষার কারন ?
নাকি ৮/৯ জনের বিপরীতে জিয়ার জানাজায় লক্ষ লক্ষ লোকের উপস্থিতিই আপনাদের কাছে অসহ্য ঠেকে ।
কাউকে অসন্মান করে নিজেকে সন্মানিত করার চেষ্টা করবেন না ।
পরিশেষে দুঃশাসন পূর্ববর্তী বঙ্গবন্ধুকে আমার স্যালুট ।
( আমি সচরাচর পলিটিকাল পোস্ট এড়িয়ে চলি। , একটা নির্দোষ পোস্ট পড়তে এসে , আমার রীতি বিরুদ্ধ কমেন্ট করে ফেললাম । সরি সেলিম ভাই )
০২ রা জুন, ২০১৩ সকাল ১১:১০
সেলিম আনোয়ার বলেছেন: অত্যন্ত সুন্দর যৌক্তিক কমেন্টে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।
লিটন ভাই কেমন আছেন?
১৫| ০২ রা জুন, ২০১৩ সকাল ১১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
নব্য স্বৈরাচার বলেছেন: ভারতের কাছে জিম্মি বাংলাদেশকে ভিক্ষাবৃত্তি থেকে তিনিই বের করে এনেছিলেন, দেখিয়েছিলেন স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন। আর সে কারনেই অকাল প্রয়ান এই মহান নেতার। জিয়াউর রহমান বেঁচে নেই ঠিক। কিন্তু " টেকনাফ থেকে তেতুলিয়া, সবাই বলে জিয়া জিয়া"
সুন্দর বাস্তব কিছু কথা বলেছেন।
ধন্যবাদ সেলিম ভাই পোষ্টের জন্য। আপনি বঙ্গবন্ধু নিয়ে একটি কবিতা লিখে দেখেন দেখবেন সেখানে কেউ কিছু বলবে না আর এখানেই পার্থক্য মানুষে মানুষে।
০২ রা জুন, ২০১৩ সকাল ১১:২১
সেলিম আনোয়ার বলেছেন: বঙ্গবন্ধু , প্রেসিডেন্ট জিয়া দুজনকে অত্যন্ত শ্রদ্ধা করতেন ফরীদি। এটা আমি জানি। সুতরাং যেহেতু আমার ব্লগ ফরীদির জন্য উৎসর্গকৃত।এদুজনের প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমাকে কেউ সরাতে পারবে না।বঙ্গবন্ধু স্বাধীন বাংলাস্থপতি আর জিয়া দেশ করার নিপুন কারিগর একজন সফল নেতা ।স্বাধীন বাংলার পরের ইতিহাস জিয়ার ইতিহাস।
১৬| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৬
কবি ও কাব্য বলেছেন: দুর্দান্ত হয়েছে । অসাধারন ।
@জিয়া চৌধুরী এতো কথা যে বলছেন তার আগে একটা জবাব দেন যে আপনাদের তথাকথিত জাতির পিতাকে কেন মুক্তিযোদ্ধারা হত্যা করতে বাধ্য হলো ? মুজিব যদি সত্যি বাংলাদেশের স্বাধীনতা চাইতেন এবং বাংলাদেশকে ভালবাসতেন তাহলে এতজন মুক্তিযুদ্ধারা ৭৫ এ ২য় বার স্বাধীনতার জন্য অস্র তুলে নিতেন না এবং মুজিবকেও হত্যা করতেন না । একটু ঠাণ্ডা মাথায় চিন্তা করে দেখুন ।
০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ।ব্লগে সুস্বাগতম।
নেতা মুজিবকে সবাই শ্রদ্ধা করে। প্রশাসক হিসেবে তিনি সুবিধা করতে পারেন নি। লবণ আমুরা দেশ লুটে পুটে খেয়েছিল।
১৭| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৫০
অদৃশ্য বলেছেন:
সেলিম ভাই
চমৎকার কবিতা... খুবই ভালো লেগেছে আমার...
লিখতে থাকুন প্রাণ খুলে...
শুভকামনা...
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো।
১৮| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:০৩
এস এইচ খান বলেছেন: কিছু লোকের বিবেকের দৈন্যতা দেখে সত্যি করুণা হয়! এ সব বিবেক গরীবদের নিচের ঘটনাগুলোর প্রতি নিরপেক্ষ দৃষ্টিপাতের আহব্বান জানাই:
** স্বাধীনতার প্রসব বেদনার সে কালো রাত্রিতে নেতা নেত্রীরা যখন প্রসূতিকে অরক্ষিত রেখে দিকবিদিক পলায়ণপর তখন মেজর জিয়ার উল্কার বেগে উত্থান এ দেশের মানুষ চির দিন শ্রদ্ধাভরে স্বরণ করবে।
**জিয়ার নির্ভেজাল দেশপ্রেম আর অকৃত্রিম সততার জন্য এ দেশের মানুষ বার বার জিয়ার মত আরেক জন নেতাকে খুঁজে ফিরবে কিন্ত পাবে কিনা জানিনা।
**খুব অল্প সময়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির বদনাম ঘুচিয়েছিলেন তিনি।
**ক্যান্টনমেন্টে ল্যংড়া আর লুংগিপড়া শ্রেনী সংগ্রামীদের প্রতিরাতের ফাটুস ফুটুস বন্ধ করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন।
**এ দেশের আপামর গ্রামীণ জনগোষ্ঠীতো বটেই এমনকি তাঁর খাল কাটার সুদুর প্রসারী পরিকল্পনা নিয়ে যারা এক দিন ঠাট্রা বিদ্রুপ করে লেখালেখি করেছে তারাও আজ তাঁর এ মহান কাজটিকে স্বীকৃতি দিচ্ছে!
**নদী ভাংগা নিরন্ন বাংগালীদের পার্বত্য চট্রগ্রামে জমি দিয়ে, ঘর বানিয়ে দিয়ে আর গরু ছাগল দিয়ে সেটেলড করে চট্রগ্রাম বিছিন্ন করার ষরযন্ত্রকারীদের কুমতলব চিরতরে বন্ধ করে দিয়েছিলেন তিনি।
**বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা হিসেবে আওয়ামী লীগের পূণরজন্মদাতা হিসেবে আওয়ামীদেরও উচিৎ তাঁকে শ্রদ্ধাভরের স্বরণ করা!
**জিয়া ক্রমান্বয়ে মুসলিম বিশ্বের অবিসম্বাদিত নেতায় পরিণত হতে যাচ্ছিলেন কিন্ত দেশী বিদেশী ষরযন্ত্রকারীরা সে ফুসরতটুকু তাঁকে আর দেয়নি
মহান এই নেতার আত্বার মাগফেরার কামনা করছি।
পোস্টে +
০৬ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ , নিরন্তর শুভকামনা থাকলো ।জিয়া অবিস্মরণীয় নেতা।
১৯| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:২৯
ম.র.নি বলেছেন: ভাই, উপরে আমার কমেন্টের রিপ্লাই করেছেন আমি এই মাত্র খেয়াল করলাম।আপনি বলেছেন
সুপ্রিয় ব্লগার জিয়া চৌধুরী কিন্তু যুক্তি দিয়ে বুঝানোর চেষ্টা করছেন। ভাল ই লাগছে।যুক্তি যুক্তি খেলা খারাপ নয় খুব সুন্দর বলেছেন।কাওকে ব্লক করে দিয়ে যুক্তি যুক্তি খেলা চলবে কিভাবে?উনি আমাকে ব্লক করে দিয়ে পরে বিস্তারিত লিখেছেন।ইহা কোন ধরনের খেলা? কেও নোংরামী করেই যাবে, তাকে কিছুই বলে যাবে না?যদি বলা হয় তাহলে ব্লক করে এক্লা এক্লা যুক্তি যুক্তি খেলবে এটা কি ঠিক?
০৬ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: আমার দৃষ্টিতে ঠিক নয়। তবে কাউকে ব্যক্তিগত আক্রমনের বিরুদ্ধে আমি। কাউকে ব্লক করে দেয়া সমর্থনযোগ্য নয়। ভাল থাকবেন সুপ্রিয় ব্লগার। সকল ব্গার এর যূথবদ্ধতা দরকার আছে।
২০| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
গেস্টাপো বলেছেন: জিয়াউর রহমান সম্পর্কে একটি কথা বলেই শেষ করবো।সেটা হচ্ছে জিয়াউর রহমান আজ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক
০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:২০
রুপম শাহরিয়ার বলেছেন: দেশ রত্ন শহীদ প্রেসিডেন্ট জিয়া -উর- রহমান
আজও তাই স্মরি তোমারে দিয়ে মম মন প্রাণ
কীর্তি তোমার থাকবে অমলিন হে দেশপ্রেমী সন্তান,
যতদিন রবে পদ্মা- মেঘনা-যমুনা বহমান।