নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সোনালী

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:০১





সোনালী তুমি সোনা রোদ্দুরে বেড়িয়েছো কখনো,

দেখেছো ডাহুক পাখিটি !শুনেছো তার ডাক?



কোন কোকিলের ডাক শুনেছো কখনো

দেখেছো গোধুলীর আলোয় অবাক বজ্রপাত?



খোলা আকাশের নীচে ঝিরিঝিরি বাতাসে

উড়িয়েছো কভু খোলা চুল! উড়িয়েছো কি তা মুক্ত আকাশে।



সোনালী, সোনার রোদ্দুরে মুখ পোড়ে না কখনও!

অভিসারে রূপসীর রূপের বাহার বাড়ে বৈ কমে না কখনও।



আর কতগুলি বসন্ত কাটাবে বল? শুধু একেলা!

পাখিরা কেন করে গান ফুলেরা কেন ফুটে?

শুধিয়েছো কভু আপনারে তুমি

পৃথিবীর সবটুকু প্রেম উজারে যে শুধু তোমার পানেই ছুটে।



ভেবেছো কি একটিবার কারে পরাবে মালা

কারে দিবে প্রেম খানি তোমার; কার সনে সখি তুমি কাটাবে সারাবেলা?



ভেবে দেখ আরেকবার!

সোনালী তোমার সোনার রূপে মুগ্ধ যে বারেবার।



পরিণয় যদি পরিণতি হয় দারুণ প্রেমে তোমার

চলো রচে যাই মহালগণ সে, গাঁথি মালা বিনে সুতার।



সোনার রৌদ্রে আর কতকাল সোনালী আভা ছড়াবে?

তোমার দুহাতে কভু কি প্রিয়া আমারে আদরে জড়াবে?



চেয়ে থাকি পথপানে, তোমার টানে ,আনমনে

চলরে প্রাণের প্রিয়া ,ভাসাই হিয়া, সুখের বানে।



ছবি-নেট

--------------------------------------------------------------

উৎসর্গ - কান্ডারী অখর্ব ও একজন আরমান এবং সোনালী

মন্তব্য ৪১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:২০

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দরীর প্রশংসা কাব্য সুন্দর।

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ১ম কমেন্টে ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

২| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

~মাইনাচ~ বলেছেন: ভাল লাগল সেলিম আনোয়ার ভাই

মাইনাচ B-)

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও মাইনাচে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো

৩| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৪৯

রুপম শাহরিয়ার বলেছেন: ভালো লাগল ভাই।
++++++++++++++++++

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৪| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো সেলিম ভাই!!! :)

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৫| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৫১

লাবনী আক্তার বলেছেন: আর কতগুলি বসন্ত কাটাবে বল? শুধু একেলা!
পাখিরা কেন করে গান ফুলেরা কেন ফুটে?
শুধিয়েছো কভু আপনারে তুমি
পৃথিবীর সবটুকু প্রেম উজারে যে শুধু তোমার পানেই ছুটে

খুব খুব ভালো লাগল। :)

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই ইমুন তেরা ব্যাকা ছবি কুঁতায় পাইলেন B-)

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০১

সেলিম আনোয়ার বলেছেন: যারে দেথতে নারি তার চলন বাঁকা । :P এত সুন্দর কবিতা লিখলাম সেটা বাদ দিয়ে তুমি আমার সোনালীর দিকে নজর দিয়েছো?সাবধান X((

৭| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা থাকলো ।

৮| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

নীল-দর্পণ বলেছেন: ভাল লাগালা :)

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ভাল থাকবেন সবসময়

৯| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১০

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর কবিতায় ভালোলাগা অনেক.............

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২

সেলিম আনোয়ার বলেছেন: কবি কমেন্টে ও প্লাসে অনেক ভাল লাগা নিরন্তর শুভকামনা থাকলো ।

১০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:১৪

ডট কম ০০৯ বলেছেন: আরো ভাল লিখতে হবে কিন্তু...............।।

বার বার যেন আস্তে পারি পড়তে।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার চেষ্টা করবো ।কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

১১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:২৮

হানিফ রাশেদীন বলেছেন:
''ভেবেছো কি একটিবার কারে পরাবে মালা
কারে দিবে প্রেম খানি তোমার; .....''

মানব সভ্যতায় বা ইতিহাসে, এবং মানবতার দৃষ্টিকোন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর বাঁধ ভাঙ্গা প্রেমের উচ্ছাস__

''চলরে প্রাণের প্রিয়া ,ভাসাই হিয়া, সুখের বানে।''

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ কবি। প্রেম জীবনে অনেক গুরুত্ব পূর্ণ ব্যাপার নাহলে কবিরা এত প্রেমের কবিতা লিখতেন না।আর এত গান ও সৃষ্টি হতো না।

নিরন্তর শুভকামনা থাকলো ।

১২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:১০

হাসান মাহবুব বলেছেন: কভু শব্দটার বারবার ব্যবহার ভালো লাগে নাই। হিয়া-প্রিয়ার অন্ত্যমিল ও না। এসব বাদ দিলে সুন্দর একটি কবিতা।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভ কামনা ।

১৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:০৯

ইনকগনিটো বলেছেন: সুন্দর।

লেখকের জন্য শুভকামনা।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

১৪| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:১০

ঘুড্ডির পাইলট বলেছেন: ভাই সোনালী কে ?

০৫ ই জুন, ২০১৩ রাত ২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সোনালী হবে সে যে হবেআমার স্বপনচারীণি

১৫| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: নগদে পিলাচ লন ভ্রাতা :) +++++++++

ভালো থাকবেন :)

০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: গুরু এত সুন্দর কবিতা লিখলাম মডুদের ভাল লাগে নাই।নির্বাচিত ও করে নাই। যাউকগা আপনার কমেন্টে ও প্লাসে ভাললাগা ও নিরন্তর শুভকামনা ।

কেমন আছেন অপূর্ণ ?

১৬| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৯

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর কবিতা ।
বেশ ভালোলাগা...
ভালো থাকুন ।।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। এত রুমান্টিক একটা কবিতা অথচ পাঠক নাই।অবাক হলাম । ভেবেছিলাম সম্মানিত মহীলা ব্লগারদের বেশি কমেন্ট পাওয়া যাবে হিতে বিপরীত হলো ।

১৭| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো স্যার।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো

১৮| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
৭ম ভাললাগা কবি।
পাঠে মুগ্ধ!!!!

+++++

০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ কবি। শুভকামনা থাকলো নিরন্তর ।

১৯| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪১

বটবৃক্ষ~ বলেছেন: মাইন্ড ব্লোইং!! ++++++++

০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

২০| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৮

অদৃশ্য বলেছেন:





সেলিম ভাই

বেশ ভালো লেগেছে লিখাটি...


শুভকামনা...

১৫ ই জুন, ২০১৩ রাত ৮:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.