নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ অবসান

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:১৮

প্রভু কেন সৃজিলা তাদের মানব জনম দিয়া

দানবের কাজ করে বেড়ায় তারা আদমসুরাত নিয়া ।



সভ্য জীবন বইতে নাহি পারে

ওরা জানোয়ার থাকে না কেন দূর পাহাড়ে বনে বাদাড়ে ।



মানব হয়ে কুকুর জীবন শুকর জীবন যাপন যারা চায়

কে বলে মানুষ তারে পশু সে পুরুষ

মানব নামে তারে ডাকা সে ভীষণ অন্যায়।



যে মাতা তারে জন্ম দিল ভেবেছে সে কি একবারো?

যাহারে সে বিপন্ন করিল সেও হবে মাতা কারো !



কন্যা জননী জায়া

নারীরই তা তিনটি রূপ সবই নারীরই কায়া।



যে পুরুষের শ্রদ্ধা নাই সকল নারীর প্রতি

কে বলে মানুষ তারে সে জঘন্য অতি।



মানব হয়ে মানব ধর্ম করে না যে মান্য

দেখতে যতই সুন্দর হোক আসলে সে বন্য।



কোরআন পূরাণ বেদ বাইবেল সব কিতাবে তাই

ধর্ষণ এক মহাপাপ তার কঠিন শাস্তি চায়।



ধর্ষণ হলো হত্যা সম নিদারুণ এক পাপ

ধর্ষকের চাই মৃত্যু দন্ড; নাই তার কোন মাফ।



ধর্ষিতার ক্রন্দন নয় ধর্ষকের বিচার চাই

আলোর মিছিলে আলোকিত বিশ্ব আমরা যেন পাই।





চলো সবে গড়ি মানব বর্ম হাতে রেখে হাত

এই পশুত্বের অবসান করে আনব রাঙা প্রভাত।





মন্তব্য ৮২ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: মহাপাপের অবসান হোক !

০৫ ই জুন, ২০১৩ ভোর ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ। সহমত। মহাপাপের অবসান হোক।

২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:৩৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বেশ ভালো লেগেছে সেলিম ভাই। প্রথম প্লাস।

০৫ ই জুন, ২০১৩ ভোর ৬:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ১ম প্লাসে ও কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:৪০

মাক্স বলেছেন: ++++

০৫ ই জুন, ২০১৩ ভোর ৬:২১

সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার মাক্স + এ ধন্যবাদ ।ধর্ষণের অবসান চাই।

৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:৪১

~মাইনাচ~ বলেছেন: চলো সবে গড়ি মানব বর্ম হাতে রেখে হাত
এই পশুত্বের অবসান করে আনব রাঙা প্রভাত।


বেশ ভাল

০৫ ই জুন, ২০১৩ ভোর ৬:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ভাললাগায় অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:৪৩

ইখতামিন বলেছেন:
++++++++++++++++++

০৫ ই জুন, ২০১৩ ভোর ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার + এ ও কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:৫৫

ফারজানা শিরিন বলেছেন: অনেক ভালোলাগা ভাইয়া ।

০৫ ই জুন, ২০১৩ ভোর ৬:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকল ।

৭| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:০৮

নীল-দর্পণ বলেছেন: Er aobsan hbe ki adoo...

০৫ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: অনেক কষ্ট করে ইংরেজীতে কমেন্ট দিয়েছেন। লাইক দিতে পারেন নি। সুপ্রিয় ব্লগার আপনার গ্রচেষ্টায় ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৩৩

তন্দ্রা বিলাস বলেছেন: ধর্ষিতার ক্রন্দন নয় ধর্ষকের বিচার চাই
আলোর মিছিলে আলোকিত বিশ্ব আমরা যেন পাই।
++++
কোন কথা নয় সোজা ফাঁসি চায় ।
ধর্ষণ রোধে আমার একটা পোস্ট

০৫ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট ধর্ষণ রোধে নারী পুরুষ নির্বিশেষে সবাই এগিয়ে আসা উচিৎ।ভাল থাকবেন সবসময় ।

৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৩৫

আমিই মিসিরআলি বলেছেন:
যে পুরুষের শ্রদ্ধা নাই সকল নারীর প্রতি
কে বলে মানুষ তারে সে জঘন্য অতি।


ঠিকই বলেছেন

০৫ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। ধর্ষণ রোধে কঠিন শাস্তির বিধান করতে হবে। দ্রুত আইণে বিচার করতে হবে। ভালথাকবেন নিরন্তর শুভকামনা থাকলো । ধর্ষকদের ঘৃণা করতে হবে ।

১০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৩৮

তির্যক রহমান বলেছেন: +++++++

০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: প্লাসে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

১১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৩৯

মৃন্ময় বলেছেন: দারুন হয়েছে আপনার কবিতা,
আমাদের অন্তরের অভ্যন্তর যদি কবিতার মত সুন্দর হত.....

০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ধন্যবাদ।জীবনটা কবিতার মত হলে সমাজটাই সুন্দর হতো । ধর্ষণ নামক ব্যাধী পুরুষদের জন্য লজ্জাজনক।মহীলাদের সামনে মাথা নিচু করে দেয় আমাদের ।এ লজ্জা থেকে পরিত্রাণ চাই।

১২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৪০

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ধর্ষকদের ফাসি চাই

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার সহমত। ইসলাম ধর্মে কিন্তু ধর্ষণের শাস্তি পাথর ছূড়ে হত্যা করা।কিংবা দুররা মেরে হত্যা। বলা যায় কঠিন শাস্তি।


কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।


ধর্ষণমুক্ত সমাজ চাই।

১৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৪৮

বাংলাদেশী দালাল বলেছেন: ধর্ষকদের ফাসি চাই
ভালো লাগা জানবেন কবি।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।


ধর্ষকদের যথোপযুক্ত শাস্তি চাই ।তার সমাজের কীট।সামাজিক ভাবে বয়কট করে আগে সামাজিক দায়িত্ব পালন করা যায় ।তারপর কঠোর শাস্তি ।

১৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৫৩

রুপম শাহরিয়ার বলেছেন: এই কবিতার কোন মন্তব্য হয় নাহ!
কবিতাটা আমার প্রিয়তে রাখলাম। ভাল লাগা জানবেন।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আসলে কবিতার মর্মবানী অন্তরে ধারণ করা উচিৎ। ধর্ষক মনমানসিকতাকে ঘৃণা করা উচিৎ।তাদেরকে প্রতিহত করা উচিৎ।


কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। এটা আসলে মানবতার দাবী।শুভকামনা থাকলো ।

১৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৫৮

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: সময়োপযুগি কবিতা ।

ধর্ষিতার ক্রন্দন নয় ধর্ষকের বিচার চাই
আলোর মিছিলে আলোকিত বিশ্ব আমরা যেন পাই।

হ্যা, আমাদের এইটাই চাওয়া ।।

ভালোলাগা জানিয়া গেলাম ।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: এটা শুধু নিছক কবিতা নয় একটা উপলব্ধি।যে উপলব্ধিকে কেন্দ্র করে আন্দোলন হতে পারে। শতকরা ৯৯ ভাগ পুরুষ ও ১০০ ভাগ নারী এটির সমর্থন দিবে আমার বিশ্বাস।


কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

১৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:০১

বিডি আমিনুর বলেছেন: দারুণ কবিতা লিখছেন ++++++
ধর্ষকদের জন সম্মুখে কতল করা হোক।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আগে ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ করে নিলাম কবিতার মাধ্যমে।এটা কবি হিসেবে আমার দায়িত্ব ছিল।

বাদ বাকী ধর্ষকের বিচারের দাবীতে দ্রুত আইন করার জন্য সম্মানিত ব্লগাররা কিন্তু আণ্দোলণ করেছে আলোর মিছিল করেছে। এই কবিতার রেসপন্ড বলে দিচ্ছে আমরা ধর্ষন ব্যাপারটাকে কতটা ঘৃণা করি।


আবার ও বলছি এটা নিছক রসাত্নক কবিতা নয় এটা একটা উপলব্ধি।



কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৭| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৩৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার লেখা ভাইয়া । ++++++++++++++++

০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি এটা শুধু কবিতা নয়। বিদ্রোহ ।ধর্ষণের বিরুদ্ধে বিদ্রোহ।ধর্ষকদের প্রত্যাখান করার আহবান। সাম্প্রতিক সময়ে জোর পূর্বক ধর্মান্তরও ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।

যারা কমেন্টে ও লাইক দিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন তাদের কে ধন্যবাদ ও অভিনন্দন।

নিরন্তর শুভকামনা থাকলো ।

১৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:

খুব ভাল লিখেছেন সেলিম...
শেয়ার নিলাম।।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও শেয়ারে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

ধর্ষন কেন্দ্র করে অনেকেই ইসলাম ধর্মকে হেয় করার চেষ্টা করেছে।কিন্তু ইসলাম ধর্ম মতে কিন্তু স্ত্রীর সঙ্গে সহবাসেও স্ত্রীর অনুমতি নেয়ার নির্দেশ আছে। আর ধর্ম কোনভাবেই এহেন খারাপ কাজ সমর্থন করে না ।

১৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: কন্যা জননী জায়া
নারীরই তা তিনটি রূপ সবই নারীরই কায়া।


খুব ভালো লাগল সেলিম ভাই। চমৎকার কবিতা।+++

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। সুপ্রিয় ব্লগার নিরন্তর শুভকামনা থাকলো ।ভাল থাকবেন সবসময় ।

২০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

++++++++

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:০১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কান্ডারী। নিরন্তর শুভকামনা ।

২১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৭

শাহেদ খান বলেছেন: সরল ভাষায় কথাগুলো তীব্রভাবে বলেছেন !

ভাল লাগল। +

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।
তীব্র প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করেছি।


ধর্ষকের বিচার চাই।

২২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৫৯

শিপন মোল্লা বলেছেন: চমৎকার একটি কবিতা পরলাম। বিচারের বানি যখন নিরবে কাঁদে এর চায়তে কঠিন ভাষার আর কবিতা হতে পারেনা। ধন্যবাদ আনোয়ার ভাই।

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: রবী ঠকুরের ভাষায় আমি কঠিনেরে ভালবাসিলাম কারণ কঠিন করেনা প্রবঞ্চণা ।

কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।

২৩| ০৫ ই জুন, ২০১৩ রাত ১:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ধর্ষকদের বিচার চাই ,

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

সেলিম আনোয়ার বলেছেন: এটা সুনিশ্চিত এখন পর্যন্ত যে ৩৪ জন কমেন্ট করেছেন তার ধর্ষণ কে ঘৃণা ভরে প্রত্যাখান করেছেন।


সহমত বিচার চাই।

কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।

২৪| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:০৭

রাইসুল নয়ন বলেছেন: ধর্ষকদের কুকুরের সাথে তুলুনা করলে কুকুরের মান সম্মান যায় ,ঐ হারামিগুলা কুত্তার চাইতেও খারাপ ।

সরবসম্মুখে ওদের ফাঁসি দেয়া হোক ।

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কি বলব বলেন কুকুর আর শুকর নিকৃস্টতম প্রাণি হওয়ায় এগুলোর সাথে তুলনা করলাম। আসলে এরা পশুরও অধম।

কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

২৫| ০৫ ই জুন, ২০১৩ ভোর ৪:২১

একজন আরমান বলেছেন:
রাইসুল নয়ন বলেছেন: ধর্ষকদের কুকুরের সাথে তুলুনা করলে কুকুরের মান সম্মান যায় ,ঐ হারামিগুলা কুত্তার চাইতেও খারাপ ।

সরবসম্মুখে ওদের ফাঁসি দেয়া হোক ।

সহমত।

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

সেলিম আনোয়ার বলেছেন: একজন আরমান সহমত। তারা কুকুরের চেয়ে অধম। কারণ কুকুর ধর্ষণ করে না তারা করে।


কমেন্টেও প্লাসে ধন্যবাদ। এ কবিতায় বিপ্লবী কমেন্ট মানে ধর্ষণকে ধর্ষককে চরম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা ।

২৬| ০৫ ই জুন, ২০১৩ ভোর ৫:৫০

দায়িত্ববান নাগরিক বলেছেন: অসাধারন লিখেছেন। প্রতিবাদী কবিতার জন্য ধন্যবাদ জানাই আপনাকে।

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগাআমার ব্লগে সুস্বাগতম। দায়িত্ববোধ থেকে কবিতা টি লিখা।
কাব্যিক প্রতিবাদ বলা যায়।

তবে কথা একটাই ধর্ষণ বন্ধ হোক।

ধর্ষকের বিচার হোক।

২৭| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৭:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: ১৭তম ভালোলাগা । সুন্দর লিখেছেন ভ্রাতা ++++++++++

শুভ সকাল :)

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: গুরু কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।শুভ রাত্রি।



ধর্ষণ মুক্ত সমাজ চাই ।

২৮| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৩১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: চলো সবে গড়ি মানব বর্ম হাতে রেখে হাত
এই পশুত্বের অবসান করে আনব রাঙা প্রভাত।

মানব বর্ম বিকশিত হোক, সকল অন্যায়ের অবসান ঘটুক !

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় কবি কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

সহমত ।সহকামনা।

২৯| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৩

জন্মদিন বলেছেন: সুন্দর লিখেছেন সেলিম ভাই

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৩০| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৫

এরিস বলেছেন: রাইসুল নয়ন বলেছেন: ধর্ষকদের কুকুরের সাথে তুলুনা করলে কুকুরের মান সম্মান যায় ,ঐ হারামিগুলা কুত্তার চাইতেও খারাপ ।

সরবসম্মুখে ওদের ফাঁসি দেয়া হোক ।
সহমত। শাস্তি চাই, কঠিন শাস্তি। সহজ সরল ভাষার কবিতাটির অন্তর্নিহিত তাৎপর্য প্রশংসার দাবীদার। পুঁথির মতো সুর করে পড়া যেতে পারে, আমার মনে হয়েছে আবৃত্তির চেয়েও মারাত্মক হবে। প্লাস।

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: আপনা ভাল লেগেছে কবিতা তাই আমার ও ভাল লাগছে। পুথির সুরে পড়লে এটি কেমন শুনাবে ভাবছি।

ধর্ষণকারীর শাস্তি চাই

৩১| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধর্ষিতার ক্রন্দন নয় ধর্ষকের বিচার চাই
আলোর মিছিলে আলোকিত বিশ্ব আমরা যেন পাই।


চলো সবে গড়ি মানব বর্ম হাতে রেখে হাত
এই পশুত্বের অবসান করে আনব রাঙা প্রভাত।



++++++



গড়ে উঠুক মানব বর্ম, অবসান হোক অন্যায়।


০৫ ই জুন, ২০১৩ রাত ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সহমত কবি। কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

৩২| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৩

তোমোদাচি বলেছেন: সেলিম ভাই কবিতা টা অসাধারণ হয়েছে!

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৩৩| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৫

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লিখেছেন ভাই। ধন্যবাদ।

০৬ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধ্ণ্যবাদ ।সুপ্রিয় ব্লগার । ভাল থাকবেন সবসময়।

৩৪| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

দূর্যোধন বলেছেন: যৌক্তিক !

০৬ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ।কমেন্টে ও পাঠে নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সবসময়।

৩৫| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: কঠীন লিখসেন সেলিম ভাই। শক্তিশালী লিখা, ন্যায্য প্রতিবাদ।

++++++++++++++

০৬ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টেও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

ধর্ষক ও ধর্ষণমুক্ত সমাজ চাই।

৩৬| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

আসাদুজ্জামান আসাদ বলেছেন: দারুন লিখেছে। ধর্ষকদের ফাসি চাই। আর যেন এমনটি না হয়। তার অঙ্গিকার চাই। আমার মা, বোনদের নিরাপত্তা চাই।

০৬ ই জুন, ২০১৩ ভোর ৬:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সহমত সুপ্রিয় ব্লগার। ধর্ষকদের বিচার চাই।ভাল থাকবেন সবসময় ।

৩৭| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:১৭

গাধা মানব বলেছেন: যে পুরুষের শ্রদ্ধা নাই সকল নারীর প্রতি
কে বলে মানুষ তারে সে জঘন্য অতি।


+++++++++++++++

০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সহমত কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।

৩৮| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৩৩

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ সমসাময়িক একটি বিষয় নিয়ে দারুন কবিতা লিখার জন্য ।

যারা শিশু ধর্ষণ এর মতো কাজ করে তারা ডাস্টবিনের কিট এর চেয়েও অধম , এদেরকে জনসম্মুখে ব্রাশ ফায়ার করে মৃত্যুদণ্ড দেয়া হোক ...... নরপশুর কোন ধর্ম জাত কিছুই নেই ...... সকল ধর্ষণ বিচার হোক এটা আমার মতামত

কিন্তু আপনি যখন নরপরশুর বিচারের চেয়ে ধর্মীয় চুলকানি নিয়ে বেশি মাথা ঘামান তাহলে বুঝতে হবে আপনিও সুশিলের মুখোশে থাকা আরেক নরপশু ......... পরিমল এর ধর্ম নিয়ে চুলকানি উঠে নাই কেন আপনাদের ? ......।ও তখন আপনারা চুলকানি রোগের ঔষধ 'ডোল মলম' লাগিয়ে রেখেছিলেন পরিমল হিন্দু বলে তাই না? ......... ১৫ দিন আগে যখন একজন স্কুল শিক্ষিকা মেয়েদের জামার হাতা কেটে দিলেন তখন কোথায় ছিল আপনাদের চুলকানি? বুঝেছি সেটা তো একজন মুসলিম শিক্ষিকা তার মুসলিম ছাত্রীদের সাথে করেছিলেন তাই আপনারা প্রগতিশীলতা ও আধুনিকতা নামক 'ডোল মলম' ব্যবহার করে চুলকানি বন্ধ রেখেছিলেন ............ এভাবে আর কতদিন আপনারা অসাম্প্রদায়িকতার নামে সাম্প্রদায়িকতার বিষ ছলে বলে ছড়াবেন ? ............ আপনাদের কারনেই তো দেশে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে সেটা কি একবারও ভেবে দেখেছেন ......... ধর্ষণকারি যদি কিট হয় আপানারা হলেন সুশীল নামক মহাকিট যাদের সময় সুযোগ পেলেই ধর্ম নিয়ে চুলকানি রোগ উঠে । এসব সুশীলদেরও জনস্মমুখে ব্রাশ ফায়ার করা হোক .........।।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ঝাঝালো কমেন্টে ধন্যবাদ। ধর্ষক ধর্ষকই হিন্দু মুসলমান ডাসন্ট মেটার। ধর্ষকদেরবিচার চাই।পরিমল হোক আর যেই হোক সেই খারাপ।সেই পশুর চেয়ে নিকৃষ্ট। ধর্ষণ একজনের ইজ্জত সম্মান ও স্বাধীনতার উপর হস্তক্ষেপ। ধর্মান্তরের ব্যাপার জানিনা।

ব্যাপারটা মানসিক আত্মিক . জোর করে একজনকে ধর্মান্তর করে কিভাবে?তার বিশ্বাস তো অন্তরে থাকে তাই না। একজন মনে প্রাণে যা বিশ্বাস করে সেটাই তো ধর্ম নাকি?

৩৯| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৮:৪২

অদৃশ্য বলেছেন:





সেলিম ভাই

এইটা কিন্তু দারুন হয়েছে... খুবই ভালো লাগলো আমার



শুভকামনা...

০৮ ই জুন, ২০১৩ রাত ২:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৪০| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দর্শক হয়ে ধর্ষকদের দেখার দিন শেষ , এদের প্রতিহত করুন ।
সেলিম ভাই ,
এ তো কবিতা নয় , যেন ধর্ষকদের মুখে জুতার বাড়ি ।

০৮ ই জুন, ২০১৩ রাত ২:১১

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ কমেন্টে ধন্যবাদ লিটন ভাই । ভাল থাকবেন সবসময় ।

৪১| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:০৯

অদ্বিতীয়া আমি বলেছেন: ভালো লিখেছেন ভাই ++++++

দেশে কবে যে দেখবো দ্রুত আইনের প্রয়োগ , আর কোন এমন ঘটনা শুনতে চাইনা ।

০৮ ই জুন, ২০১৩ রাত ২:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.