নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

থার্ড পার্সন সিঙ্গোলার নাম্বার

১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

তোমর জানালায় শুধু তুমি নও

অন্য কারো বাস

সেখানে আমি দ্বিতীয় পুরুষ

একি নির্মম পরিহাস।



আমার জানালায় শুধু তুমি

অন্য কেহ নাই

তোমার বেশে অন্য কেহ

কভু যদি এসে যায়!

আমার জানালায়!!



সে তোমার ছলনা!

সে তোমার ই ভুল!!

ভুল পথ ধরে ঢুকে যায় যদি অন্য কোন কেউ!

গোপনে তোমারে বেসেছিলেম ভাল বুঝলেনা তুমি সেও!!



প্রেমালপন সখি বল যায় কি বলা?

থাকে যদি সঙ্গে কেহ

তোমার অধরে চুম্বনে সখি দিয়ে মন প্রাণ দেহ

দেখে ফেলে যদি কভু কেহ?

লজ্জা কি তুমি পাবে না হিয়া

প্রেমের খেলা গোপনেই প্রিয়া

দিয়ে মন প্রাণ হিয়া

পরম যতন দিয়া

প্রেম যে সখি আঁধার কাব্য শুধু দুজনে নিয়া ।

মন্তব্য ৪১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:০৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম ভালো লেগেছে। একটু বিরহ যেন নিয়ে আসলেন।

১৩ ই জুন, ২০১৩ রাত ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। জীবনটা ই বিরহের তাই তাই বিরহের অবতারণা।

২| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:১৬

মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো

১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

৩| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:২০

শাহজাহান মুনির বলেছেন: প্রেম যে সখি আঁধার কাব্য শুধু দুজনে নিয়া ।


দারুণ হয়েছে।++++

১৩ ই জুন, ২০১৩ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৪| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' সেখানে আমি দ্বিতীয় পুরুষ ''

প্রথম পুরুষটার নাম বলেন সেলিম ভাই , ঘুষিয়ে নাক ভেঙ্গে দিয়ে আসি । =p~ =p~ =p~

১৩ ই জুন, ২০১৩ রাত ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: নাম জানি না লিটন ভাই ।ভাল থাকবেন শুভকামনা থাকলো ।

৫| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৫৮

রুপম শাহরিয়ার বলেছেন: ফেইসবুকে আপনার কাব্যচর্চা দেখে বুজেঝি কিছু একটা হয়েছে আপনার। লেখাটায় আরোকটু মনোযগো হওয়া উচিত ছিল।
প্রথম ভালো লাগা জানবেন।

১৩ ই জুন, ২০১৩ রাত ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা জটিল হইছে ভাই মজাটা অন্যরকম।যদিওআমার গায়ে জ্বর।

ভাল থাকবেন সবসময় ।

৬| ১৩ ই জুন, ২০১৩ রাত ১০:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++++

১৪ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: প্লাসে ধন্যবাদ। নির্ ন্তর শুভকামনা থাকলো ।

৭| ১৩ ই জুন, ২০১৩ রাত ১০:২৭

আমিই মিসিরআলি বলেছেন: আঁধার কাব্য'' কথাটা খুব মনে ধরেছে ++++

১৪ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আঁধার কাব্য আসলে প্রেমের আবেগঘন মুহুর্ত শুধু ই দুজনের তা বুঝানো হয়েছে।অন্যদের কাছে তা অজানা বা অন্ধকার থাকা ই শ্রেয়।

কমেন্টে ভাল লাগা নিরন্তর শুভকামনা থাকলো ।

৮| ১৩ ই জুন, ২০১৩ রাত ১০:৩৯

তানিয়া হাসান খান বলেছেন: ভাল লাগলো :)

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:০০

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ১৩ ই জুন, ২০১৩ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আঁকাশে অনেক মেঘ
মেঘের অনেক রং
তোমার মনের ও ঠিক তেমনি

১০| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৪০

বটবৃক্ষ~ বলেছেন: :)

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ বটবৃক্ষ ভাই।শুভকামনা থাকলো ।

১১| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

তোমর জানালায় শুধু তুমি নও
অন্য কারো বাস
সেখানে আমি দ্বিতীয় পুরুষ
একি নির্মম পরিহাস।

প্রথম পুরুষ হতে নাপারার কষ্ট অনুভব করছি আপনার কবিতায়। দুঃখের ছোঁয়া জীবনে না থাকলে কবিতায় প্রান আসেনা বোঝা যাচ্ছে কবিতাটি পড়ে। সহজ সরল ভঙ্গিমায় লেখা কবিতা পড়তে দারুন লাগে।

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ও ই অংশটুকু ই একটা কবিতা। আর কষ্ট ছাড়া কিছু আবেদণ সৃষ্টি করতে পারে না। কবিতা গল্প উন্যাস সিনেমা সবক্ষেত্রে ই। টাইটানিক কি কষ্টের শুভি নয়? সেক্সপিয়ার অনেক কমেডি লিখেছেন কিন্তু ট্রাজেডি ই তার লিখার প্রধান উপজীব্য।রোমিও জুলিয়েট যদি সেরা রুমান্টিক কাহিনি গয়ে থাকে সেটাও ট্রাজেডি। মনপুরা ছবিটা দেখেন সেটিও। আসলে কষ্ট ছাড়া মহান কিছু সম্ভব নয়।

১২| ১৪ ই জুন, ২০১৩ রাত ৩:৪৮

ঘুড্ডির পাইলট বলেছেন: এটা তো খুবই ভালো লাগলো।

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: তুমি আমার বন্ধু হইছো ভাল তো লাগবে ই। তুমি জান কবিতার মহত্ব। নিরন্তর শুভকামনা। আর ভাল লাগায় ধন্যবাদ।

১৩| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: শুরুটা ভাল-ই ছিল

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: শেষটাও খারাপ না।শুরুটা ব্যতিক্রম। আর শেষটা যেমনটা হওয়া উচিৎ। শুরু অবস্থার ইতি টেনে শেষ এর দিকে ধাবমান হওয়ার আহবান জানিয়েছি।

বিশুদ্ধ প্রেম যেন দুজনে ই হয়।তয় জন সেখানে অবাঞ্ছনীয়।

কমেন্টে ধন্যবাদ।

১৪| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৯

সমানুপাতিক বলেছেন: ভাল লাগলো বেশ ।

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা। আমার কবিতা ভিজিটররাই বেশি পড়ে। ব্লগারদের উপস্থিতি কম।কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

১৫| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:১৭

দেহঘড়ির মিস্তিরি বলেছেন:
সে তোমার ছলনা!
সে তোমার ই ভুল!!
ভুল পথ ধরে ঢুকে যায় যদি অন্য কোন কেউ!
গোপনে তোমারে বেসেছিলেম ভাল বুঝলেনা তুমি সেও!![/sb


ভাল লাগল।

সুপ্রভাত , বিরহ কাটিয়ে প্রেমের দিকে যান এই কামনা রইল :)

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।নিরাপদ শুভকামনা। ভাল থাকবেন সবসময়। দোয়া করবেন যে বিরহ কাটাতে পারি।

১৬| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৪০

তন্দ্রা বিলাস বলেছেন: ++++++

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৭| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

তাসজিদ বলেছেন: তোমর জানালায় শুধু তুমি নও
অন্য কারো বাস
সেখানে আমি দ্বিতীয় পুরুষ
একি নির্মম পরিহাস।



X( X( X( X( X(

কার এত বড় সাহস??????????????????

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আমিও তাই আমার ময়না পাখিরে কাইরা লবার চা্য়। ককত্ গঙ্গ বহইয়া দেব না।ও সাধের ময়না আয়না কাছে আয়না। =p~ =p~

১৮| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

বোকামন বলেছেন:
৬+
সুখের সাথে কষ্টের রঙ না মিশালে, সুখের রঙ পাকা হয় না, কী বলেন কবি ?
ভালো থাকুন নিরন্তর এই কামনা করি।

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো। ভাল থাকবনে সবসময়।

১৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:১১

তাবাসসুম ফেরদৌস বলেছেন: প্রেম যে সখি আঁধার কাব্য শুধু দুজনে নিয়া । +++++

চমৎকার লিখেছেন |||

১৫ ই জুন, ২০১৩ রাত ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

২০| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:২৩

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর... ভালো লাগল :)

১৭ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

২১| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:২৪

রোজেল০০৭ বলেছেন: ৮ম ভালো লাগা।

সাথে +++

২২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:২৬

জুন বলেছেন: আমার জানালায় শুধু তুমি
অন্য কেহ নাই
তোমার বেশে অন্য কেহ
কভু যদি এসে যায়!


বেশ সুন্দর লিখেছেন সেলিম আনোয়ার । আপনি আশাকরি এখন থেকে নিয়মিত আমাদের কবিতা উপহার দেবেন ।
+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.