নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
রক্তের প্রয়োজন জীবনের তরে,
রক্তের প্রয়োজন অধিকার আদায়ে,
রক্তের প্রয়োজন বিপ্লবে।
রক্তের প্রয়োজন বিভীষিকায়!
রক্তের প্রয়োজন ভীতি ছাড়ানোতে!
রক্তের প্রয়োজন রক্তশূন্য ঘুণে ধরা সমাজের চিকিৎসায়,
রক্ত মানুষের ইন্দ্রীয়তে আবেদন জানায়,
রক্ত মানুষের মনে প্রলেপ দানে
আহতের রক্তশূণ্যের প্রাণে সুস্থতা আনে।
মৃতের রক্তের প্রয়োজন হয় না
জীবীতের রক্ত ছাড়া চলে না।
প্রেমে ভালবাসায় রক্তের ভূমিকা অতুলনীয়
রক্তদিয়ে লিখা চিঠি ব্যর্থ হয় না ।
প্রেমাস্পদের প্রেমহীন স্বত্তায় প্রেমের সঞ্চার করে রক্ত,
মূমুর্ষূকে দেয় সুস্থতা ,করে প্রাণ স্পন্দন দান ,করে আশংকা মুক্ত।
রক্তদানে ভয় নাই
যতই করিবে দান ততই তা বেড়ে যায়।
রক্তদানে সুস্থতা আনে দাতা গ্রহীতা সকলেরই
রক্তদানে মঙ্গল সাধন দারুণ তা পরোপকারী।
তাই বলি রক্ত দিন জীবন বাঁচান
হোক আজই এ অঙ্গীকার
রক্ত দিয়ে আর্ত-পীড়িতের
সেবা করি নিশ্চিত করি মানবেরে বাঁচিবার।
-------------------------------------
উৎসর্গ :-১৪ই জুন বিশ্ব রক্তদান দিবস। যার রক্তদান কর্মসূচীতে অংশ নিয়ে ও বিভিনন্ন সময়ে মানুষের জীবন বাচাতে নিজের রক্ত দান করে থাকেন সেই সকল মনীষীদের। তাদের এ ই মহান কর্মের প্রতি শ্রদ্ধা।
১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও প্লাসে অনেক অনেক ধন্যবাদ। মানবতা বাদী কবিতা। ভাল লাগার কথা সবার। ভাল থাকবেন সবসময়।
২| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৪
মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন!
১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ মহান ব্লগার মাক্স
৩| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:২১
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে ভাই।
১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।
৪| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:০১
বটবৃক্ষ~ বলেছেন: +++++
১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার প্লাসে ধন্যবাদ। আজ চে গুয়েভারার জন্ম দিন। তিনিও রক্তদিয়ে বিপ্লবী চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
নিরন্তর শুভকামনা ।
৫| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:২২
লিঙ্কনহুসাইন বলেছেন: +++++
১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার রক্তদান কর্মসূচী একটি মহত্তম কর্মসূচী। রক্তদানে রক্তদাতার কোন ক্ষতি নাই। অথচ তার রক্তে বেচে যায় জীবন। জীবন বাচানোর চেয়ে মহত্তম কাজ পৃথিবীতে নাই ।
কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো।
৬| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৫০
স্বপ্নবাজ অভি বলেছেন: রক্ত দিন জীবন বাঁচান
১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টেও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।
৭| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৭
আরজু পনি বলেছেন:
সময়োপোযোগী ভালো কবিতা।
ধন্যবাদ সেলিম।।
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। চে গুয়েভারাকে নিয়েএকটি কবিতা লিখতে গিয়েও এই বিষয়টি নিয়ে লিখলাম। যতটা সহজ ভাষায় লিখা যায় চেষ্টা করেছি। সেরা কবিদের কবিতা কিন্তু সহজই হয়। নিজের পক্ষেএকটু সাফাই গাইলাম আর কি?
নিরন্তর শুভকামনা থাকলো। ভাল থাকবেন সবসময়।
৮| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এই রক্ত দিয়েই নাম লেখা হয়েছে বাংলাদেশের নাম। লেখা হয়েছে পৃথিবীর মানচিত্রে আর অনেক জাতির নাম। কালো, সাদা আর বহু জাতিই এই রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে।
তবু প্রার্থনা আর রক্ত আমরা এভাবে দিতে চাইনা। চাই স্বাভাবিক মৃত্যুর অধিকার।
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। তোমরাআমাকে রক্ত দাওআমি তোমাদের স্বাধীনতা দেব।প্রসিদ্ধ স্পিস।
প্রেমিকারা তো প্রেমিকের রক্ত সুধা মনে করে।রক্ত দাও প্রেম নাও।
হরর ছবিতে রক্ত দেখিয়ে ভয় দেখানো হয়।
তোমাদের ব্যাংকে টাকা বা এডভান্সকে ব্লাড অফ .....বলা হয়।
বিশ্ব রক্তদাস কর্মসূচীতে রক্ত দিন জীবন বাচান ।ব্যাপারটাও রক্তের বিনিময়ে করা হয়।
রক্তের সমান গুরুত্বপূর্ণ জিনিস খুব কমই আছে ।
৯| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
রাইসুল সাগর বলেছেন: চমৎকার কবিতা সেলিম ভাই। শুভকামনা জানিবেন নিরন্তর।
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২০
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় সাগর ভাই কমেন্টে ধন্যবাদ। শুভকামনা থাকলো ।
১০| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
তাসজিদ বলেছেন: আমি এ পর্যন্ত চার বার রক্ত দিয়েছি। আশা করি আজীবন দিয়ে যাব।
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
সেলিম আনোয়ার বলেছেন: দারুণ। শুভকামনা আপনাকে এ ই মহতী উদ্যোগে।সামুর অনেক ব্লগার প্রচুর রক্ত ডোনেট করেন।
১১| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
তাসজিদ বলেছেন: click this link
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
সেলিম আনোয়ার বলেছেন: দেখলাম। অতীব গুরুত্বপূর্ণ পোস্ট ।
১২| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৩৬
মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগলো ভাই ।
++++++++++
১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৫৬
মেহেদী হাসান '' বলেছেন: সুন্দর লিখেছেন
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।
১৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ২:২৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার লেগেছে।
১৫ ই জুন, ২০১৩ রাত ৮:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। কিছু কবিতা বিশ্বমনবতার জন্য লিখি।এগুলো স্মরণীয় হয়ে থাকবেএগুলোর অবদানও থাকবে বিশ্বমানবতায়। ধন্যবাদ আবারও ।নিরন্তর শুভকামনা থাকলো।
১৫| ১৫ ই জুন, ২০১৩ রাত ২:৪৯
সোনালী ডানার চিল বলেছেন:
মানবতাবাদী কবিতায় ++++++++++
১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কবি কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।
১৬| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
ঘুড্ডির পাইলট বলেছেন: অনুপ্রেরনামুলক কবিতা ।
১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:২৮
জুন বলেছেন: মহান এই দিবসটিকে স্মরণীয় করে রাখার আপনার এই প্রচেষ্টাকে জানাই স্বাগতম।
+
২০ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। জুন আপু।কবিতা প্রচেষ্টায় কমেন্টে ও প্লাসে।নিরন্তর শুভকামনা থাকলো ।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৪
খেয়া ঘাট বলেছেন: তাই বলি রক্ত দিন জীবন বাঁচান
হোক আজই এ অঙ্গীকার
রক্ত দিয়ে আর্ত-পীড়িতের
সেবা করি নিশ্চিত করি মানবেরে বাঁচিবার। +