নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বান্ধবী (গল্প)

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:২১

রুমকি চৌধুরী ওরফে রুমকি। আমার বান্ধবী।পৃথিবীতে তার মত আমার শুভাকাঙ্খি দ্বিতীয়টি নেই। আজ সে মেকাপ করে দারুণ সাজে সজ্জিত হয়ে এসেছে। রুমকি জানে আমার মন খারাপ। রুমকি জানে আমি মানসিক ভাবে ভেঙে পড়েছি।আমার মনের অবস্থা জেনেই ও আমাকে ফোন করেছে।



রাতুল আপনি রমনা পার্কে চলে আসুন।



মন খারাপ কোথাও বেরুতে ইচ্ছা হচ্ছে না।



আরে আসুন। গুরুত্বপূর্ণ কাজ আছে।



কি গুরুত্বপূর্ণ কাজ?



আপনাকে পাত্রী দেখাবো।



বলেন কি?পাত্রী? কোথায় থাকে কি করে?দেখতে কেমন?



দেখতে জয়া আহসানের মতন।আর পাত্রী আপনি চিনেন।



আজকে না হলে হয়না?



না হয় না। গুরুত্বপূর্ণ।পাত্রী চয়েজ করে হা বললে আপনার বিয়ে সুনিশ্চিত।



পাত্রী আমাকে পছন্দ না করলে?



আরে করে। পছন্দ করে। পছন্দ করবে। আর আমি আইচক্রিম পাওনা আছি।



ওটা খাওয়াতে হবে।



ঠিক আছে বিকেল পাঁচটায় আসব।



এমনিতে মনটা বিশেষ খারাপ।টিনাকে নিজের করে পাবার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে।বান্ধবী রুমকি অনেক সাহায্য করেছে। এমনকি আমার প্রেমে ফিদা একজন সেজে টিনাকে মটিভেট করার চেষ্টা করেছে। এতটুকু উপকার কে করে? আর তা ই বান্ধবীকে আমি মন থেকে শ্রদ্ধা করি। দেখতে সে পুতুলের মত সুন্দর । হাইট বাঙালী মেয়েদের হিসেবে তুলনামূলক ভাবে বেশি।স্লিম। আর চুল একেবারে কোমর পর্যন্ত। কালো ঘনচুল। স্নিগ্ধ একটা চেহারা।





সেই স্নিগ্ধ কন্যা বায়না ধরেছে সুতরাং যেতে হবে। পড়ন্ত বিকেলে যথাস্থানে হাজির হলাম।রুমকি আসতে দেরী হচ্ছে। ফোন ধরলে রিসিভ করছে না্ ।কিছুটা বিরক্ত লাগছে।নানান স্মৃতি ভেসে আসছে মনে। রুমকি আমার বন্ধু সুমনের প্রেমিকা। এটা রুমকি ই বলেছে। আবার সুমনকে ব্যাপারটা বলতে না করেছে। তার ভাষ্য মতে তার আর সুমনের বিয়ে হবার নয়। সুমনকে রুমকির বাড়ী থেকে গ্রীন সিগন্যাল দিবার পরও তা হচ্ছে না।কারন সুমন খুব ভীতু। তার মেজো ভাইকে সে খুব ভয় পায়। মেজো ভাই ভেটো দেয়ায় ফ্যামিলিতে জোর দিয়ে বলার সাহস পায়নি।



সুমনকে ভাল লাগার কারণ জিজ্ঞাসা করলে রুমকি বলত তার রুবোটিক আচরণ।হাবা গুবা স্বভাব। অবশ্য আমি জানতাম সুমন আসলে কি জিনিস। বুয়েটের ছাত্র পরিচয় দিয়ে ছাত্রী পড়াতো। ছাত্রীর সঙ্গে সে শারীরিক সম্পর্কে জড়িয়েছে। এ ধরণের কথা ক্যাম্পাসে প্রচলিত ছিল। তার একাধিক ছাত্রীকে সে এমন কাজ করেছে। ধরে নিয়েছিলাম সুমন হয়তো রুমকির সঙ্গেও একই কাজ করেছে।



তবে একটা কথা আছে যত রটে ততটা ঘটে না।সুমনকে বোকা সহজ সরলই মনে হত। তবে আমার বিশেষ আগ্রহ ছিল সুমন আর রুমকীর সম্পর্ক কতটা গভীর তা জানার জন্য।আর সুমন অনার্স এ ৩য় শ্রেণী পাওয়ার পর আর পড়ালেখা করে নি। আর রুমকি জানত সে ঢাবি থেকে মাস্টার্স।বন্ধত্বেুর কথা ভেবে সুমনের এসব ব্যাপার রুমকি কে বলিনি। তাদের সম্পর্কটা যখন ভেস্তে গেল রুমকি দারুণ কষ্ট পেলেও আমি তাকে শন্তনা দিয়েছিলাম। যা হয়েছে ভাল হয়েছে।



রুমকির সঙ্গে দেখা একটা কোচিং সেন্টারে। বিসিএস কোচিং সেন্টার। সুমন আর রুমকি আগে ভর্তি হয়েছিল আমি পরে ভর্তি হই।সেখানে গিয়ে দেখি সুমন পুরো বদলে গেছে। সে কোচিং এর ভাল পড়ুয়াদের একজন।ইংরেজি ,বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী সবকিছুরবিশেষজ্ঞ সুমন। অবাক হলাম সম্মানে তয় শ্রেনী পাওয়া ছাত্রের এই মেধাবী রূপ দেখে। আরো অবাক হয়েছিলাম সেই ৩য় শ্রেণী পাওয়া ছাত্রের ১ম শ্রেনীর এক রূপসীর প্রেমিক হওয়া নিয়ে। হুমায়ূন আহমেদ এর নায়করা প্রায় ই দেখতাম তৃতীয় শ্রেণী পাওয়া আর নায়িকা বোর্ড স্টান্ড করা ।বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হবেন এমন । জয়তু হুমায়ূন।সুমন রুমকি কে বলেছিল সে মাস্টার্স কম্প্লিট করেছে। এই সময়কার হিরু। ভন্ড না হলে হয়্ । জমানা এখন ভন্ড আর দুর্নীতিবাজদের। সুতরাং কারনে এসময়কার নায়ক হবেন একজন উন্নত মানের ভন্ড এটা সময়ের দাবী।



সুমন আর তার সম্প র্ক যখন শেষ। তখন রুমকি প্রায়ই আমাকে ফোন দিত। আর আমিও তাকে আমার দুঃখের কথা শেয়ার করতাম। টিনা আমাকে ভাল বাসে না একসময় বাসত্। সে এখন এক ডাইল খুর ছেলের সাথে প্রেম করে। তাকে বোধ হয় বিয়েও করবে। ছেলেটা যে এত বদ সে তা জানে না। তার সঙ্গে বিয়ে হলে টিনার জীবন শেষ। ছেলেটা সুদর্শন। কিন্তু বদ। মেয়েঘটিত ব্যাপারে যা তা। দুজন ব্যথিত হৃদয় আমি আর রুমকি কিভাবে যেন বন্ধু হয়ে গেলাম।



আজ বান্ধবী আমাকে পাত্রী দেখাবে। কিছুটা রহস্য বোধ করছি। কিছুটা সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছি।হঠাৎ যা দেখলাম তা বিশ্বাস করার মত নয়।রুমকি নিজে মেকাপ করে জয়া আহসানের মত সেজে হাজির। ওর হাইট জয়ার চেয়ে বেশি। আমার চেয়েউচ্চতায় ইঞ্চি দুয়েক বেশি হবে।গলায় অর্নামেন্টস। ঠোটে সুন্দর করে লিপস্টিক দেয়া ।আমাকে অবাক হওয়ার সুযোগ না দিয়ে বলল। আজ আপনার সঙ্গে রিকশায় ঘুরবো। বেলী রোড এ আইচ ক্রিম খাবে্া ।রুমকির সঙ্গে রিকশায় উঠলাম্ সবাই আমাদের দেখছে।



রুমকি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কেন?



এত সুন্দর মেয়ের পাশে এমন সাধারণ একটা ছেলে বসে আছে তাই।



বলেন কি? আপনাকে আজ সত্যি পরীর মত লাগছে। আপনি আসলে ই আমাকে বিয়ে করতে চান?আই মিন করবেন !



আপনি করতে চাইলে অবশ্যই করবো।



সুমনের কি হবে?



সুমনের আর যাই হোক আমার সঙ্গে বিয়ে হবে না।



তাহলে আমার সঙ্গে হবে?



হা হবে।



আমার আর টিনার প্রেম ছিল জানা সত্ত্বেও।



আমি তো আপনাদের দুজনের ছিড়ে যাওয়া সম্পর্ক বেধে দেয়ার কম চেষ্টা করিনি তাতে লাভ হলো কি?



নিয়ন লাইট গুলো জ্বলে ওঠেছে। ব্যস্ত শহর ঢাকা। চারিদিকে শব্দ। ট্রাফিক জ্যাম গতিময় জীবনের গতির লাগাম আটকে দিচ্ছে শক্ত হাতে ই।মানুষজন সবাই ব্যস্ত। যার যার কাজে। সেখানে দুটি ব্যথিত প্রাণ আমি আর রুমকি অজানার উদ্দেশ্যে রিকাশায় পাশাপশি বসে। দুটি প্রাণের সন্ধির সম্ভাবণা যাচাই করছি।রুমকি সে তো অসাধারণ রূপবতি সুন্দর মনের একজন মানবী। তার ছুয়ায় একজন পুরুষের জীবন পরিপূর্ণ হয়ে ওঠাটা ই স্বাভাবিক। রুমকি সঙ্গে বিয়ে হবে কি না জানি না। তবে দারুণ কষ্টদায়ক মুহূর্তে তার নাটকিয়তা ভালই লেগেছে।...................চলবে







মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৩৬

ঘাসফুল বলেছেন: গল্প নাকি সত্যি...? একটানে পড়ে ফেললাম :)

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো

২| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৫

অদ্ভুত_আমি বলেছেন: সুন্দর গল্প, চলুক তাহলে :)

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: একটানে পড়ে ফেললাম :)
ভালো হয়েছে !

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে। :)

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪০

মেহেদী হাসান মানিক বলেছেন: গল্পের নায়ক কেডা বেডা ত একটা জবরদস্ত লোল :P :P :P পিরিত ভাঙল কোঁতায় এক্টু দুক্ক করব....না পাত্রি দেহার কথা শুইনা চান্দের দেশে চইলা গেল আবার বান্ধবিরে নিয়া..ঈশ্বর..,
লোলের রাজ্যে পৃথিবী রোমান্টিকময়.. :#) :#) :#> :#> :#>
গল্প ভাল লাগল.. ++


আহা ভাবতে ভালই লাগে পৃথিবীটা যদি সত্যিই এমন হত। হয়ত কারো কারো জীবনে হয়। কিন্তু.... :( :( :( :(

১৮ ই জুন, ২০১৩ ভোর ৬:১২

সেলিম আনোয়ার বলেছেন: মন খারাপ করবেন না আপনার জীবনে ও হবে। এটা একটা সত্য ঘটনা আলোকে লিখা। কিছু মিথ্যা ঢুকাবো। কষ্ট রস , প্রেম রস হাস্যরস আস্বাদণের সুযোগ দেয়ার জন্য। গল্প তো গল্প ই।

১৮ ই জুন, ২০১৩ ভোর ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ আর শুভকামনা।

৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫২

আমিই মিসিরআলি বলেছেন: প্লাস +++
পরের পর্বের অপেক্ষায় রইলাম

১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। দেখা যাক কি হয়

৭| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:০৯

সোহাগ সকাল বলেছেন: রুমকির আর আপনার মিষ্টি গল্প ভালো লাগলো সেলিম ভাই। এখনও কি রুমকি তথা জয়া আহসানকে নিয়ে রিক্সায় ঘোরা হয়? :)

১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আমি আমার কবে রিকশায় ঘুরলাম। ঘুরলো রাতুল দায় চাপলো আমার ঘাড়ে।

৮| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:১৯

কাজী মামুনহোসেন বলেছেন: একটানে পড়ে ফেললাম :)


আমিই মিসিরআলি বলেছেন: প্লাস +++
পরের পর্বের অপেক্ষায় রইলাম

১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।

৯| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:২৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগছে ভাই
চলুক

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১০| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:৪৬

বাংলার হাসান বলেছেন: সুন্দর

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কেমন আছেন? কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১১| ১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৫১

মুশাসি বলেছেন: নবম ভালোলাগা+++

১৯ শে জুন, ২০১৩ রাত ৯:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

১২| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন:
লন ভ্রাতা ! ১০ লাম্বার পিলাচ লন :) চলুক +++

ভালো থাকবেন সবসময় :)

১৯ শে জুন, ২০১৩ রাত ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

১৩| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:
চলুক দেখা যাক কি হয় শেষে ?

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:০৩

আরজু পনি বলেছেন:

:)

২১ শে জুন, ২০১৩ রাত ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৫| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :#) :#) :#) :#)

২১ শে জুন, ২০১৩ রাত ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

১৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫০

হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা...

২১ শে জুন, ২০১৩ রাত ১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

১৭| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:২২

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: রাতুলের মাঝে সেলিম ভাইয়ের ছায়া কেন??জবাব চাই :-B :-B :-B

++++++++

২১ শে জুন, ২০১৩ রাত ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: বান্ধবীর মধ্যে কার ছায়া জানতে চাই?
কমেন্টে ও পাঠে ধন্যবাদ।

১৮| ২১ শে জুন, ২০১৩ রাত ১:৫৯

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: সেইটা তো আপনিই জানেন...আপনার কোন বান্ধবি :)

২১ শে জুন, ২০১৩ ভোর ৬:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: গল্পতো গল্প ই ।সত্যি মনে হলে দারুণ ব্যাপার। অনেক গুলি গল্প লিখার ইচ্ছা সবগুলি সত্যি মনে হতে পারে।ভিন্ন ধরণের ঘটনা ও বর্ণনা বিশ্বাসে।তখন সবগুলো গল্প মনে না করে উপায় থাকবে না। অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।

১৯| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:০৪

রোকেয়া ইসলাম বলেছেন: অনেক ভাল লাগলো।
যাই পরের পর্ব পড়ে আসি................................................।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.