নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকা চেষ্টা নাকি আত্নহনন!

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৮

যারা মৃত্যুকে ই ভালবেসেছিল

তাদের কথা ভাবি

বেঁচে থাকা কতটা কষ্টের হলে মন রে তুই

মৃত্যুর পথে যাবি।



বাঁচার ইতিহাস ফ্যাকাসে

বাঁচতে গিয়ে ভক্ষণ করেছে মানুষ

রক্ত,মূত্র মৃতদেহ এমনকি নিজের সন্তানের লাশ

বেঁচে থাকার প্রবল আকুতির সে কি নির্মম ইতিহাস ।





ভাবি বিস্ময়ে তাই

কতটুকু পোড়লে হৃদয় মৃত্যু কামনায়

কতটুকু অর্জনে মানুষ আত্ম জিঘাংসায়?





ভাবছি বসে আজো

ভালোবাসার আঘাত সেকি বুলেট ও বিস্ফোরণের চেয়ে ঝাঝালো



ভালবাসার আঘাতে মানুষ অঙ্গুরী পান করে

মরণশীল পৃথিবী ছেড়ে ওপারে বসত গড়ে।



মৃত্যুর ইতিহাসে আছে বীরত্বগাথা

প্রাণের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়

মৃত্যুর বিনিময়ে রেভুলেশন হয়েছে

লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম।

বেঁচে থাকায় বিড়ম্বণা সুনিশ্চিত জানি।









মন্তব্য ৪০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাল লিখেছেন,

++++

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আবুল তাবুল কবিতায় কমেন্টে ও ২য় ভাল লাগায় অনেক ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা থাকলো ।

২| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:০৪

লেখোয়াড় বলেছেন:
"যারা মৃত্যুকে ই ভালবেসেছিল
তাদের কথা ভাবি
বেঁচে থাকা কতটা কষ্টের হলে মন রে তুই
মৃত্যুর পথে যাবি।"

............... এই কবিতায় আমার আর কিছু পড়ার দরকার নেই।
ম্যাসেজ পেয়ে গেছি।

ভাল থাকেন সেলিম আনোয়ার।

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কবি....কবিতা ওটুকু ই।
কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৩| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:০৭

মাক্স বলেছেন: বাঁচার ইতিহাস ফ্যাকাসে
বাঁচতে গিয়ে ভক্ষণ করেছে মানুষ
রক্ত,মূত্র মৃতদেহ এমনকি নিজের সন্তানের লাশ
বেঁচে থাকার প্রবল আকুতির সে কি নির্মম ইতিহাস
++++

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: ভুল বলিনি মহান ব্লগার মাক্স।বেচে থাকতে গিয়ে অনেক সময় ই মানুষকে অনেক ছোট হতে হয়।

কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।

৪| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

যারা মৃত্যুকে ই ভালবেসেছিল
তাদের কথা ভাবি
বেঁচে থাকা কতটা কষ্টের হলে মন রে তুই
মৃত্যুর পথে যাবি।

++++++++++++++ শুরুটা বেশ লাগল

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৫| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৭

লাবনী আক্তার বলেছেন: ৫ম ভালোলাগা রইল।

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: প্লাসে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভ কামনা থাকলো ।

৬| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৩

বোকামন বলেছেন:
বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্যই !!!
কবি, প্রথম ভালোলাগা .......।
শুভকামনা নিরন্তর।

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ১ম প্লাসে অনেক ধন্যবাদ ।কবি নিরন্তর শুভকামনা থাকলো ।

৭| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:০২

রাইসুল নয়ন বলেছেন: ছোট কবিতায় আসমানি বিষাদ!!!


ভালোলাগা রইলো কবি।

২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

৮| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ৭ম ভাল লাগা।

২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা

৯| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৫

কবি ও কাব্য বলেছেন: আপনার কবিতার হাত দুর্দান্ত , চালিয়ে যান

২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১০| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:০২

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কাব্যকথা
চলবে জানি ভাষার ফুল
হে কবি সৃষ্টির আনন্দ ভারী মজা
হৃদয়ে লাগে দুল

২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার চমৎকার কমেন্টে অনেক ধন্যবাদ । শুভকামনা থাকলো ।

১১| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৭

একজন আরমান বলেছেন:
বাঁচার ইতিহাস ফ্যাকাসে
বাঁচতে গিয়ে ভক্ষণ করেছে মানুষ
রক্ত,মূত্র মৃতদেহ এমনকি নিজের সন্তানের লাশ
বেঁচে থাকার প্রবল আকুতির সে কি নির্মম ইতিহাস ।


বীভৎস ও দুর্দান্ত কবি।

২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার বেচে থাকাই বিভৎস আর মরে যাওয়া দুর্দান্ত।


কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।

১২| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

বাংলার হাসান বলেছেন: +++++++

২৩ শে জুন, ২০১৩ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: +এ ধন্যবাদ শুভকামনা থাকলো ।

১৩| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ভাল লিখেছেন,

++++

২৩ শে জুন, ২০১৩ রাত ৮:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

১৪| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আবুল মোকারম বলেছেন: দশম ভালো লাগা

২৩ শে জুন, ২০১৩ রাত ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্ট ধন্যবাদ ।আর শুভকামনা ।

১৫| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:০৫

নীল-দর্পণ বলেছেন: +

২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: + এ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৬| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৪০

সায়েম মুন বলেছেন: ভাল লিখেছেন।
শুধু শেষের প্যারাটা ভিন্নরকম হয়ে গেল। :/

২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: শেষ প্যারাটা আসলে আত্নাহুতির গুণগান করা হয়েছে। কবিতাটা আবোতাবোল তবে গভীরতা ব্যাপক মারিয়ানা ট্রাঞ্চ এর মতন

১৭| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: ১২ তম ভালোলাগা ভ্রাতা +++++

ভালো থাকবেন :)

২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিন্তর শুভকামনা থাকলো। ভাল থাকবেন সবসময়্

১৮| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:১৩

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।



আপনার কবিতাগুলো স্ট্রং হয় ।

২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

১৯| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৫

সাহিদা আশরাফি বলেছেন: যারা মৃত্যুকে ই ভালবেসেছিল
তাদের কথা ভাবি
বেঁচে থাকা কতটা কষ্টের হলে মন রে তুই
মৃত্যুর পথে যাবি।

ভাল লাগলো খুব

২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

২০| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

অদৃশ্য বলেছেন:




বেঁচে থাকাটা কষ্টের... ছিলো... আছে... থাকবে...
জীবনের এই সত্যটাকে যারা বুঝে উঠতে পারেনা তারাই অমনটা ভাবে ও করবার চেষ্টা করে...

এই পার্থিব জীবনে আনন্দ আশাকরাটাই বোকামি... আপনি শূন্যের দিকে তাকিয়ে দ্যাখেন কতোইনা নগন্য আমরা...

লিখাটি ভালো লেগেছে... তবে শেষে এসে তাল কেটে গ্যাছে...

শুভকামনা...

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.