নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বান্ধবী-৪( গল্প)

২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৫২



আমি বদি।বদের হাড্ডি। আমাকে চেন নি? তুমি যখন অষ্টম শ্রেনীতে পড়।তোমার রূপে তখন আমি দেওয়ানা।তোমাকে প্রেম পত্র দিলাম।তুমি তোমার বাবাকে সেটি দিয়েছো। তোমার বাবা আমাকে তোমার বাসায় ডেকে নিয়ে তারপর কি অপমানটাই না করলো।তোমাদের গেটের সামনে কান ধরে সারা বিকেল দাড় করিয়ে রেখেছিল।সবাই দেখে হাসছিল। তোমাকে আমি ভালবেসেছিলাম। তোমার নবযৌবনে মাতোয়ারা হয়ে গিয়েছিলাম। তোমার অনিন্দ সুন্দর চেহারার প্রেমে মজে ছিলাম। তাই তোমার বাবা শাস্তি দিলেন।তোমার তেমন কোন দোষ ছিল না। তুমি হয়তো বোকামী করেছো। কিন্তু তোমার বাবা।কত বড় অপমানটাই না করলো ।আমার বাবা এসে আমাকে নিয়ে যায় ।তখন যে কি লজ্জায় পড়েছিলাম বোঝাতে পারবো না।



তোমাকে বিয়েটা করে নিই ।তারপর দেখবা জামাই শ্বশুর খেলা। আর তোমার পিয়ারের লোক রাতুল।তাকে একটা ভাল শিক্ষা দিব।তোমারেও শিক্ষা দিব।আমার জানটা তামা করছ তুমি।সোজা আঙ্গুলে তো ঘি ওঠে নাই।আঙুল বাকা করছি ।এখন আমার প্রতি তোমার প্রেম জন্মিয়েছে।তোমাকে দেখলে আমার মাখা আওলিয়ে যায়।তোমাকে না দেখলে আমার জীবন ছাড়খার মনে হয়





রাতুলরে প্যাদানী দিলে তুমি ফুরুৎ করে উড়াল দিবে জানি। আমার ময়না পাখি। তাই তারে কিছু বলি না।বিয়েটা হোক ।তারপর আমার সন্তানের মা হলে রাতুল সাবের ট্রিটমেন্ট করবো। আর তারও পরে তোমার বাবার। বিড়বিড় করে বলতে থাকে বদি।ছায়ানীড় এ রাতের খাবার শেষে দুজনে রিকশায় ।টিনাকে রোকেয়া হলে পৌছে দিবে।টিনা জিজ্ঞাসু ভঙ্গিতে



কিছু বলছ বদি?



কই নাতো।



তাহলে বিড়বিড় করছো কেন?তোমার এই বিড়বিড় স্বভাব আমারা মোটে ই ভাল লাগেনা।সারাদিন কি ভাব আর কি বল?



না ভাবছিলাম তোমার বাসার অবস্থা কি? তোমার বাবা মা দুজনেই তো রাজি? তোমার মেজো ভাই কি বলে?



সত্যি বলতে কি মেজো ভাই তোমাকে পছন্দ করে না।

কেন?



জান না বুঝি? মেজো ভাবির সঙ্গে কি করেছো মনে আছে?



দেখ তখন সে তোমার মেজো ভাবি ছিল না। ও সব বাদ দাও।



সুন্দরী মেয়ে দেখলেই তোমার মাথা খারাপ হয়ে যায়।



দেখ টিনা এর জন্য দায়ী তুমি। তুমি আমার ভালবাসা প্রত্যাখ্যান না করলে তেমনটি হত না।তোমার জন্য আমি নেশা করেছি। বখে গিয়েছি।মেধাবী ছিলাম বলে বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করতে পেরেছিলাম।নাহলে আমি সেটিও পারতামনা।তোমার ঠোটে চুমু দেয়ার আজন্ম সাধ আমার যখন ভেস্তে যাওয়ার উপায় । আমি উন্মাদ হয়ে যাই। এসব গাজা ডাইল খেয়ে নেশায় সময় কাটাই। এখন আমি এসবে নেই।শুধু সিগারেট খাই।



রাতুল তোমাকে ফোন করে এখনো।



না করে না।



গুড।রাতুর কি আর তোমাকে ভালবাসে।ওরটা ছিল মোহ। অল্প সময়েই কেটে গেছে।আমি এই বদি তোমাকে ভালবাসি মন প্রাণ উজার করে ভালবাসি।



টিনা কিছু বলেনা। আকাশের দিকে তাকায়। আজ বিরাট চাদ ওঠেছে।সুপার মুন। চাদের হাসির বাধ ভেঙেছে।এমন পূর্ণিমায় নদীতে সাগরে জোয়ার আসে।পানি ফুলে ফেপে ওঠে। চাদের রূপালী আলোয় উদ্ভাসিত চারিদিক। বদি সিগারেট খাচ্ছে। নাক দিয়ে ধোয়া ছাড়ছে।ও র অবয়বে একটা বদ বদ ভাব।বদি নামটা তাই যুতসই হয়েছে।বদির একটাই ভাল গুণ আর তাহলো সে টিনাকে ভালবাসে।বদি টিনার চিবুক ধরে।তারপর একবার চাঁদের দিকে তাকায় আরেকবার টিনার দিকে।বদির চোখে প্রেমের জোয়ার। টিনা কেঁপে ওঠে।বদি ওকে গভীর চুম্বনে সিক্ত করে।





বান্ধবী -চ্যাপটার-৩ (গল্প)

মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯

নগরবালক বলেছেন: তারাতারি পরের পোস্ট চাই

২৪ শে জুন, ২০১৩ রাত ৩:৪১

সেলিম আনোয়ার বলেছেন: চেষ্টায় আছি। কমেন্টে ধন্যবাদ। শুভকামনা থাকলো ।

২| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চলুক..........

২৪ শে জুন, ২০১৩ রাত ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ।

৩| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:৩৫

মাক্স বলেছেন: এইডা কিছু হৈল? বদ বদিইতো জিত্তা যাইতাসে :|

২৪ শে জুন, ২০১৩ ভোর ৪:০০

সেলিম আনোয়ার বলেছেন: জিতলে কি করবো? ভাগ্য তার ফেভারে। সবকিছু তার অনুকূলে।

৪| ২৪ শে জুন, ২০১৩ রাত ৩:৪৮

কাজী মামুনহোসেন বলেছেন: প্রতিটি চ্যাপটার পড়া হচ্ছে।
+++++++

২৪ শে জুন, ২০১৩ ভোর ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৫| ২৪ শে জুন, ২০১৩ রাত ৩:৫০

বাংলার হাসান বলেছেন: দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়।

২৪ শে জুন, ২০১৩ ভোর ৪:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৬| ২৪ শে জুন, ২০১৩ ভোর ৪:১৭

আমিই মিসিরআলি বলেছেন: দেখি তারপর কি হয়,৩য় প্লাস +++

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৭| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:১১

অপূর্ণ রায়হান বলেছেন: পিলাচ পিলাচ ++++++

ভালো থাকবেন ভ্রাতা :)

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো । ভালো থাকবেন সবসময়।

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো । ভালো থাকবেন সবসময়।

৮| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩০

~মাইনাচ~ বলেছেন: ভাল লাগল

মাইনাচ :-B

২৪ শে জুন, ২০১৩ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৯| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫২

আরজু পনি বলেছেন:

পুরাই বিশাল প্রেম কাহিনী ! :D
চলতে থাকুক।।

+৭

২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: চেষ্টায় আছি আর‍জু পনি ।আপনাদের অনুপ্রেরণায় চলবে আশা করি।

১০| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

শেষে এসে লজ্জার ইমো হবে :!> :#>

২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আমি অতি লজ্জার ইম খুজে না পেয়ে দেয়নি ।বুঝে নেয়া লাগবে লজ্জায় লাল হওয়ার পরের স্টেজ অর্থাৎ ভ্যানিশ হয়ে গেছে

১১| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৬

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: প্রিয়তে রাখলাম।
আগের গুলা পড়া হয় নাই। সিরিয়ালি পড়তে হবে।
+++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.