নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
(ঘটনা মাওলানা তারেক জামিল সাহেবের হৃদয় ছোয়া কুদরতের কাহিনি বই থেকে সরসরি উদ্ধৃত করা হলো।)
দুই বছর পূর্বে আমি আমেরিকায় গিয়েছিলাম। ভারতের হায়দ্রাবাদের আমির উদ্দিন আমার সঙ্গে ছিলেন। তিনি গাশতে গেলেন।সেখানে একজন আরব মুসলমানের একটি ক্লাবে শরাব বিক্রি হত। আমির উদ্দিন সেই ক্লাবে দ্বীনের দাওয়াত দেয়ার জন্য প্রবেশ করেন। ক্লাবের লোকেরা ছিল শরাবের নেশায় বিভোর। ক্লাবে একটি নগ্ন মেয়ে নাচছিল আর তার পাশে এক যুবক ড্রাম বাজাচ্ছিল। আমির উদ্দিন সবাইকে একত্রিত করে যখন দাওয়াত দিছ্ছিলেন তখন মেয়েটি পেছনে দাড়িয়ে সে সব কথা শুনছিল।কিছুক্ষণ শোনার পর মেয়েটি বলল, যেসব কথা ওনারে বোঝাচ্ছেন, সেসব কথা আমাকে আরেকটু বুঝিয়ে বলুন।যা বলেছেন এতক্ষণ আমি কিছু বুঝতে পেরেছি। আমির উদ্দিন এবং তার গাশতের সঙ্গীরা মাথা নিচু করে মেয়েটিরদিকে না তাকিয়ে তাকে কথাগুলো ভালভাবে বুঝালেন।
সব কথা শুনার পর মেয়েটি বলল, আপনারা আমাকে ইসলামের দীক্ষা দিন আমি মুসলমান হতে চাই।যে যুবক ড্রাম বাজাচ্ছিল সে ছিল যুবতীর স্বামী। সে ও ইসলাম গ্রহণ করলো স্বামী-স্ত্রী মুসলমান হওয়ার পর আমির উদ্দিন মেয়েটিকে বললেন মা তুমি পোষাক পরিধান করে এসো। জামায়াত তিন চারদিন সেখানে অবস্থান করেছিল।মেয়েটি আর তার স্বামীকে বলা হলো তোমরা এসে বয়ান শুনবে। তারা এলো এবং শুনলো। আমির উদ্দিন বিদায় নেয়ার সময় মেয়েটি এবং তার স্বামীকে মোবাইল নস্বর দিয়ে এলো এবং প্রয়োজনে টেলিফোন করতে বললো ।
দুই মাস পর একদিন মেয়েটি আমির উদ্দিনকে মোবাইল করে বলল, কর্ণেল সাহেব আপনি কি আমাকে চিনতে পারছেন।আমি আমেরিকান ক্লাবের সেই নর্তকি। আপনার মাধ্যমে আল্লাহ তায়ালা আমার জীবনে পরিবর্তন এনে দিয়েছেণ।
যে সময় আপনারা আমাদের ইসলামের দাওয়াত দিয়েছেন।সে সময় এবং তার আগে আমি এবং আমার স্বামী ক্লাবে প্রতি রাতে পাচশত ডলার উপার্জন করতাম।আপনার মাধ্যমেইসলাম গ্রহণ করার পর জানতে পারলাম মেয়েদেরউপার্জনে যাওয়া ঠিক নয়। আমি পারত পক্ষে ঘরের বাইরে যাই না ।আমার স্বামীকে বলেছি তুমি যাওউপার্জন করে আনো। স্বামী কোন কাজ জানে না ।এক পর্যায়ে শ্রমিকের কাজ করা শুরু করলো ।একদিনে চল্লিশ ডলার উপার্জন করে ।আমেরিকার দৈনিক পাচশত ডলার উপার্জন বাদ দিয়ে চল্লিশ ডলার উপার্জন করা আত্নহত্যার শামিল। আমরা নিজেদের ঘর বিক্রি করেছি।গাড়ী বিক্রি করেছি।বর্তমানে ছোট একটি ফ্লাটে বসবাস করছি। আজ এক জায়গায় যাওয়ার সময় আমি বাসে রড ধরেছিলাম।হঠাৎ ব্রেক করায় আমার জামার বাহুর একাংশ খুলে যায়।আমার বাহুর একাংশ খুলে যাওয়াতে আমি দোযখের আগুনে জ্বলবো না তো? একথা বলে মেয়েটি মোবাইল ফোনে কাঁদতে লাগলো।
কিছুদিন আগে যে মেয়েটি নগ্ন হয়ে স্টেজে নাচতো তার মধ্যে কি রকম বিস্ময়কর পরিবর্তন সূচিত হলো।একজন পাপাসক্ত নারী পরিবেশের প্রভাবে তাকওয়া সম্পন্ন হয়ে গিয়েছিল ।
৯৯জন হত্যকারী এক ব্যক্তির নিকট জানতে চায় তার গুনাহ ক্ষমা হবে কিনা? এবং কি করলে ক্ষমা হবে জানতে চাইলে লোকটি বলে তুমি যে পাপ করেছো তার ক্ষমা নাই।খুনি ব্যক্তি তাকে হত্যা করে শতক পুরা করে ।পরে জনৈক অলেমের কাছে গিয়ে তওবার ইচ্ছা ব্যক্ত করলো।সেই আলেম বলল হ্যা তুমি তওবা করতে পার। আল্লাহ তোমার তওবা কবুল করবেন তবে এ ই জায়গা ছেড়ে পূণ্যবান লোকদের সংস্পর্শে দূরে কোথাও চলে যাও।
শতখুনের খুনী খাটি তওবার নিয়তে ঘর থেকে বের হলো । আল্লাহর ক্ষমা পওয়ার আশায সে ই ঘোরতর পাপী তওবা করা উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। সামান্য কিছু পথ অতিক্রম করার পর।পথে তার মৃত্যু হলো।এ ই ঘটনাকে আল্লাহ তায়ালা কেয়ামতকাল পর্যন্ত দৃষ্টান্ত করতে চাইলেন। দুজন ফেরেশতা এলো একজন বেহেশতের,একজন দোযখের।বেহেশতের ফেরেশতা দাবী করলো এ ই ব্যক্তির রূহ আমি নিয়ে যাব।দোযখের ফেরেশতা দাবী করলো এ ই রূহ আমি নিয়ে যাব্ ।বেহেশতের ফেরেশতা দাবী করলো সে তওবা করেছে্ দোযখের ফেরেশতা বলল তার তওবা পূর্ণ হয়নি। এ বিবাদ নিরসনের জন্য আল্লাহ তৃতীয় এক ফেরেশতা পাঠোলেন।সে ই ফেরেশতা বিবাদমান দুই ফেরেশতারকে মৃত ব্যক্তির বাড়ির দূরত্ব আর তওবার জায়গার দূরত্ব মাপতে বলল।দেখা গেল ঘরের চেয়ে যেখানে তওবা করার উদ্ধেশ্যে যাচ্ছিল সে ই জায়গার দূরত্ব বেশি। আসলে আল্লাহর নির্দেশে মারা যাওয়ার জায়গা থেকে ঘরের পথকে প্রসারিত ও তওবার স্থানকে সংকুচিত হওয়ার নির্দেশ দেন। এর ফলে সে ই ব্যক্তির তওবা করতে যাওয়ার পথের দূরত্ব বেড়ে গেল। আর আল্লাহ তায়ালা এর উছিলায়তার জান্নাতের ফায়সালা করেন।
--------------------------------------
ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় ।অনেক বড় পাপীও ক্ষমা পেতে পারেন ।আল্লাহর রহমতের নিরাশ হওয়া অনুচিত।তিনি রহমানুর রাহীম।ক্ষমা হবে না ভেবে পাপে লিপ্ত থাকা নির্বুদ্ধিতার শামিল।ক্ষমায় মুক্তি মিলতে পারে।
হযরত মুহাম্মদ সঃ দৈনিক ৭০ বারে বেশি তওবা করতেন।অথচ তিনি ছিলেন নিষ্পাপ। শেষ রাতে আল্লাহ তায়ালা চতুর্থ আসমানে অবতরণ করে আহবান করতে থাকেন আছে কেউ তওবাকারী তার তওবা কবুল করা হবে। আছে কেউ দোয়া কারী তার দোয়া কবুল করা হবে। আছে কে উ ক্ষমা প্রার্থী তাকে ক্ষমা করা হবে।আছে কেউ সাহায্য প্রার্থী তাকে সাহায্য করা হবে।
এমন মহান দিনে শেষ রাতে তাই নামায পড়ে দোয়া করে সৌভাগ্যবান হওয়া আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব।সবাইকে শাবানের ১৫ তারিখের শুভদিনের শুভেচ্ছা ।
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। পাঠে মন্তব্যে ও প্লাসে।আপনার সকল শুভআশা পূরণ হোক।
২| ২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৩১
অপূর্ণ রায়হান বলেছেন: শুভেচ্ছা রইল
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।
৩| ২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৩২
ত্রিভুবন বলেছেন: নিঃসন্দেহে অসাধারণ।সুবহানাল্লাহ।
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৪| ২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৩২
আমিই মিসিরআলি বলেছেন: ++++++
২৫ শে জুন, ২০১৩ রাত ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
৫| ২৫ শে জুন, ২০১৩ রাত ১২:১৪
খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগা সহ একগুচ্ছ
++++++++++++++++++++++++++++++++++++++++++
২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
৬| ২৫ শে জুন, ২০১৩ রাত ১:৪৪
অন্তহীন বালক বলেছেন: ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় ।অনেক বড় পাপীও ক্ষমা পেতে পারেন ।আল্লাহর রহমতের নিরাশ হওয়া অনুচিত।তিনি রহমানুর রাহীম।ক্ষমা হবে না ভেবে পাপে লিপ্ত থাকা নির্বুদ্ধিতার শামিল।ক্ষমায় মুক্তি মিলতে পারে
ভালো লাগলো। ++++++++++++
২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।
৭| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:০১
কাজী মামুনহোসেন বলেছেন: এমন মহান দিনে শেষ রাতে তাই নামায পড়ে দোয়া করে সৌভাগ্যবান হওয়া আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব।সবাইকে শাবানের ১৫ তারিখের শুভদিনের শুভেচ্ছা ।
অসাধারন।
এই মাত্র নামায পড়ে বাসায় ফিরলাম।
++++++++++
২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।নামায় পড়েআমাদের জন্য দোআ করেছেন নিশ্চয়ই
৮| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:৫৯
তোমোদাচি বলেছেন: আল্লাহ্ আমাদের সকলের গুনাহ মাফ করে দিন!
২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: আমিন। পাঠে ও কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়এই শুভকামনা থাকলো ।
৯| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:১৭
ঝটিকা বলেছেন: আমি এখনি একটা গান শুনতে যাচ্ছিলাম। এই পোস্টটা পড়ে ভাবছি শুনব না। যাঝাকাল্লাহ.....
২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা । থাকলো রমযান মাস আগত প্রায়। সবাই রমযানের ফজিলত লাভে সৌভাগ্যবান হোক ।
১০| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:৪১
মাহিরাহি বলেছেন: ভালো লাগলো। ++++++++++++
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ১মটা দাওয়াতে তা্বলীগের এই সময়কার ঘটনা ।একেবারে সত্য ঘটনা। ভাল লাগায় ধন্যবাদ।
১১| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৬
বাংলাদেশী দালাল বলেছেন: সুবহান আল্লাহ। ঘটনাটা শুনেছিলাম । শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।
১২| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৮
চলতি নিয়ম বলেছেন: অনেক ভালো লাগা সহ
++++++++++++++++++++++++++++++++++++++++++
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: +এ ভালো লাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো । পোস্টের মর্মার্থ হলো । পাপ করে ক্ষমার অযোগ্য মনে করে ক্ষমা না চাওয়া শয়তানের ধোকা ।শিরোনাম তবলীগের মুরুব্বীর লিখা বইয়ের কার্বন কপি। লিখাটাএকটু সহজ সাবলীল করার চেষ্টা করেছি মাত্র।
১৩| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++++
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৪| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:০০
আমিভূত বলেছেন: অনেক ভালো শিক্ষণীয় পোস্ট । ধন্যবাদ ।
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৫| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:২০
ইখতামিন বলেছেন:
অনেক অনেক ভালো লাগা +++++++++++++
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৬| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:২৪
কালোপরী বলেছেন: ++++++++++++++++
২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৭| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: এটাতো আস্তিক পোস্টএত পাঠ কমেন্ট লাইক ইন্ডিকেট করে এটা ..ব্লগার মানেই নাস্তিক নয়।এখানেআস্তিকের সংখ্যাই বেশি। ব্লগ মানে ধর্মদ্রোহী প্লাট ফরম নয়।
১৮| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:৪০
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ভাল লাগল।
++++++
২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামণা থাকলো ।
১৯| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৩
নীল-দর্পণ বলেছেন: ১৩তম ভাললাগা
২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
২০| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৪
পাকাচুল বলেছেন: গতকাল রাতেই পড়েছি, কিন্তু মন্তব্য করা হয় নাই। ঘুমিয়ে পড়েছিলাম।
২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো।
২১| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৩
আমি তুমি আমরা বলেছেন: হুমম।
২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
সেলিম আনোয়ার বলেছেন: হুমমএ ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।
২২| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
েশখসাদী বলেছেন: ধন্যবাদ - সুন্দর পোষ্ট ।
২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
২৩| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল পোস্ট ++++++++
২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।
২৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:২৬
মাগুর বলেছেন: অনেক ভালো শিক্ষনীয় একটা পোস্ট। শুভ কামনা সেলিম ভাই।
২৫ শে জুন, ২০১৩ রাত ১০:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
২৫| ২৬ শে জুন, ২০১৩ রাত ১:৩২
লেজকাটা বান্দর বলেছেন: শিক্ষণীয় পোস্ট লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২৬ শে জুন, ২০১৩ ভোর ৬:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
২৬| ২৬ শে জুন, ২০১৩ রাত ২:১২
মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক ভাল লাগলো ভাই ।
আল্লাহ আপনাকে এর প্রতিদান দিক ।
ভাল থাকবেন ।
শুভকামনা
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।
২৭| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনার মাধ্যমেইসলাম গ্রহণ করার পর জানতে পারলাম মেয়েদেরউপার্জনে যাওয়া ঠিক নয়। আমি পারত পক্ষে ঘরের বাইরে যাই না ।আমার স্বামীকে বলেছি তুমি যাওউপার্জন করে আনো।
এই অংশটুকু বাদ দিয়োছলাম। পরে আবার এড করে দেই।আল্লামা তারিক জামিল সাহেবের বর্ণনা অবিকৃত রাখার জন্য।
তিনি একজন মেডিক্যাল স্টুডেন্ট ছিলেন পরে তিনি আলেম হন।তার প্রতি শ্রদ্ধা থাকলো।তিনি বুঝে শুণে দ্বীনের পথ বেছে নিয়েছেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৩০
মাক্স বলেছেন: আপনাকেও মহান দিনের শুভেচ্ছা!