নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রজাপতি

২৬ শে জুন, ২০১৩ রাত ৯:২১





তোমাতে আমাতে আজ মাতামাতি

স্বপ্ন গুলো মোদের যেন রঙিন প্রজাপতি

ছুটছে তারা রঙিন পাখায়

প্রাণের খেলায় পুষ্পবনের পুষ্প দোলায়।



তুমি চঞ্চল হরিণী যেন

কাজল কালো চোখে

দিয়ে যাও স্বপ্ন এঁকে

আমি উদাসী বাউল তাকিয়ে আছি চাতক চোখে।





স্বপ্ন গুলো রঙ ছড়িয়ে

ছুটছে চলে প্রজাপতি হয়ে!



যায়না তারে ছুঁয়া!

ধূয়া ধূয়া ধূয়া !



চোখে নেশা ধরায়

স্বপনের জাল বুনে যায়

যায়না তারে ছুঁয়া

ধূয়া ধূয়া ধূয়া।



প্রজাপতি রঙিন পাখা মেলে রঙ ছড়িয়ে গেল

রঙের নেশায় রঙিন এ মন আজি তাইতো এলোমেলো ।

-----------------------------

উৎসর্গ :- প্রজাপতি ..মোর প্রিয়া হবে এসো রানি

মন্তব্য ৫২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ রাত ৯:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভাল লাগলো সেলিম ভাই !
ধূয়া ধূয়া লাগছে !

২৬ শে জুন, ২০১৩ রাত ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: অভি ১ম কমেন্টে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

২| ২৬ শে জুন, ২০১৩ রাত ৯:৩০

মাক্স বলেছেন: সুন্দর!

২৬ শে জুন, ২০১৩ রাত ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার মাক্স কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ।

৩| ২৬ শে জুন, ২০১৩ রাত ৯:৩১

কালোপরী বলেছেন: মোর প্রিয়া হবে এস রানী
দেব খোপায় মালার ফুল

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভাল লাগা। নিরন্তর শুভকামনা :)

৪| ২৬ শে জুন, ২০১৩ রাত ৯:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন:
তুমি চঞ্চল হরিনী যেন
কাজল কালো চোখে
দিয়ে যাও স্বপ্ন এঁকে
আমি উদাসী বাউল তাকিয়ে আছি চাতক চোখে।

সুন্দর পংতিমালা
প্রজাদের পতি ওড়ে যায় ফুলে
রঙিন পাখা নাড়িয়ে
রাজ্যর স্বপ্ন ভুলে

শুভকামনা তাই
ভাল থাকা চাই

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো।

৫| ২৬ শে জুন, ২০১৩ রাত ৯:৪৮

সায়েম মুন বলেছেন: টাইপোর দিকে একটু নজর দিন কবি। #:-S

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: কবি টাইপো ঠিক করার প্রচেষ্টা নিয়েছি।কমেন্টে ধন্যবাদ। ভালবাসার আবেগে সব এলোমেলো ।

৬| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:২৮

বাংলার হাসান বলেছেন: উৎসর্গ :- প্রজাপতি ..মোর প্রিয়া হবে এসো রানি +++++

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।

৭| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:৩৮

খেয়া ঘাট বলেছেন: কবিতায় একগুচ্ছ রঙীন প্লাস।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৬ শে জুন, ২০১৩ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। সহজ সরল প্রেমের কবিতা। শুভকামনা থাকলো।

৮| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:৫৭

মায়াবী ছায়া বলেছেন: কবিতায় ভালো লাগা ।।

২৬ শে জুন, ২০১৩ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো

৯| ২৬ শে জুন, ২০১৩ রাত ১১:০৭

মামুন রশিদ বলেছেন: প্রজাপতি কবিতা সুন্দর হইছে ।

২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার,,,,আমার প্রিয় কবিগুরুর অনেক বিখ্যাত গান আর কবিতাই শুরুটা দারুণ মিলনান্তক অথচ ফিনিশিং কেমন খারাপ লাগার...বলতে গেলে ধূয়া ধূয়া ধূয়া

১০| ২৬ শে জুন, ২০১৩ রাত ১১:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো।

২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: লাইট ওয়েট কবিতা।বলতে গেলে চটুল কবিতা।কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১১| ২৬ শে জুন, ২০১৩ রাত ১১:৪৮

মৃন্ময় বলেছেন: ভালো লাগলো

২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

১২| ২৭ শে জুন, ২০১৩ রাত ১২:০০

সপ্নাতুর আহসান বলেছেন: ধূয়া ধূয়া ভাল লাগা। B-)

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ধূয়া ধূয়া ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।

১৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ১২:৪১

ডি মুন বলেছেন: আমি উদাসী বাউল তাকিয়ে আছি চাতক চোখে[/si সুন্দর :) :)


পুরো কবিতাটা ভালো খারাপের মাঝামাঝি লেগেছে :)

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাগ্যিস খারাপ হয়নি। বাংলাদেশের মানুষ এমনিতে আছে যন্ত্রণায় তাই তদের একটু বিনোদিত করার প্রচেষ্টা।কঠিন কঠিন কবিতা পড়ে মনটা কেমন কঠিন হয়ে যায়।

১৪| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ভ্রাতা ++++++++ :)

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৫| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:০১

কান্ডারি অথর্ব বলেছেন:
উৎসর্গ পড়ে কিছুই বুঝলাম না ভ্রাতা। B:-)

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:০২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা বাদ দিয়ে উৎসর্গ পড়তে গেছ কেন? উৎসর্গ বোঝা এত সহজ কাজ নয়। প্রজাপতিকে উৎসর্গ করেছি।

১৬| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:০৭

লাবনী আক্তার বলেছেন: প্রজাপতির ছবি দেখে একটা গান মনে পড়ল-

প্রজাপতি, প্রজাপতি
কোথায় পেলে ভাই
এমন রঙ্গিন পাখা ?

:P :P :P B-)) B-))

২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

সেলিম আনোয়ার বলেছেন: তোমর মনেই তো অনেক রঙ
সেখান থেকে গুটি কয়েক রঙ নিয়েছি
পাখা রঙিন করেছি? =p~ =p~

কমেন্টে ও প্অসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৭| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:২২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর!

২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৮| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:১২

নেক্সাস বলেছেন: কারে উৎসর্গ করেন :প

কবিতা সুন্দর হয়েছে

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে ধন্যবাদ।সুপ্রিয় কবি কেমন আছেন?

১৯| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৫

নীল-দর্পণ বলেছেন: প্রজাপতির মত উড়তে উড়তে পড়লাম :)

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:০০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। ভাল থাকবেন সবসময়। নিরন্তর শুভকামনা থাকলো ।

২০| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

অদৃশ্য বলেছেন:




সেলিম ভাই

বেশ লাগলো লিখাটি...

আপনার ধূয়া ধূয়া দেখে মনে পড়ে গেলো... তুমিকি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া...


শুভকামনা...

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।নিরন্তর শুভকামনা থাকলো ।

২১| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কবিতা সুন্দর হয়েছে!

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

২২| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:০২

তুন্না বলেছেন: ভালো লাগা রইলো।

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম। নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময়।

২৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: সরল সুন্দর কবিতা! ভালো লাগা!

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভালো লাগায় ধন্যবাদ।

২৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:২৪

শোশমিতা বলেছেন: সুন্দর কবিতা!
ভালো লাগলো + +

২৭ শে জুন, ২০১৩ রাত ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: খমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

২৭ শে জুন, ২০১৩ রাত ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

২৭ শে জুন, ২০১৩ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

২৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ৩:৫৩

কাজী মামুনহোসেন বলেছেন: কবিতায় একগুচ্ছ রঙীন প্লাস।
+++++++++++++++++++++

২৮ শে জুন, ২০১৩ ভোর ৫:১৯

সেলিম আনোয়ার বলেছেন: commentey ar plus a dhonnobad

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.