নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আসবে কি তেমন দিন?

০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:০৭



একদিন ঘাস হতে চেয়েছিলাম

হতে চেয়েছিলাম মুক্ত বিহঙ্গ

মুক্ত বলাকা ঐ নীল আকাশের

পথিক হতে চেয়েছিলাম অজানা পথের।



কোন এক প্রভাতে তোমাকে ভালবাসতে চেয়েছিলাম

প্রগাঢ় ভালবাসায় তোমাকে সিক্ত করব তাই প্রমোদ গুণেছিলাম।



পথিক হইনি হতে পারিনি

সবুজ ঘাসও হতে পারিনি



পারিনি মুক্ত বলাকা হতে

মুক্ত বিহঙ্গ হয়ে নীল আকাশে ভাসতে।



হয়ত তোমার ভালবাসা নিয়ে শ্রাবণজলে ভিজতেও পারবনা

পারবনা তোমার জন্য হাজার খানেক পদ্য লিখতে।



হয়ত পারবনা তোমার মনের মনিকুঠুরে একটু খানি থাকতে,

তোমায় নিয়ে জীবন তরীর সাতকাহন আঁকতে।



এমন যদি হত আমায় নিয়ে তুমি মুক্ত হাওয়ায় ভাসতে

আমার প্রাণে দোলা দিয়ে প্রেমের কাব্য লিখতে।



আসবে কি তেমন দিন?

যেদিন তুমি ভালবেসে হবে মোর রঙিন ভ্যালেন্টিন।



মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৩৩

বাংলার হাসান বলেছেন: খারাপ না, তবে মানের দিক দিয়ে আগের কবিতার মত ভাল হয় নাই।

০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। পরের কবিতাগুলো ভাল হবে।প্রমিজ

২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৩৯

মায়াবী ছায়া বলেছেন: অনেক ভাল লাগলো ।।+++

০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ভাল লাগায় অনেক ধন্যবাদ।

৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: আসবে কি তেমন দিন?
যেদিন তুমি ভালবেসে হবে মোর রঙিন ভ্যালেন্টিন।

০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। শুভকামনা থাকলো ।

৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:০৮

কালোপরী বলেছেন: হয়ত তোমার ভালবাসা নিয়ে শ্রবণজলে ভিজতেও পারবনা


শ্রবণজল না শ্রাবণজল ???

০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:২২

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করে দিলাম। কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৫| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++

০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:২২

সেলিম আনোয়ার বলেছেন: + এ ও কমেন্ট ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৬| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:০৮

এরিস বলেছেন: সেলিম ভাই, কবিতা কি আগে কোথাও পড়েছিলাম নাকি? চেনা লাগছে।
কবিতা কিছুটা লাইট হয়েছে, মানে আমি কম্প্যারিজনের কথা বলছি, আপনার আগের কবিতাগুলোর সাথে।

০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: একটু লাইট কবিতা লেখার চেষ্টায় আছি।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ।

৭| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪২

মাহমুদ০০৭ বলেছেন: একটু সরল টাইপ ।
তবে ভালই ।
শেষ লাইনটাও ভাল লাগছে ।
ভাল থাকবেন সেলিম ভাই :)

০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট ও পাঠে ধন্যবাদ। শুভকামনাতেও। ভাল থাকবেন সবসময় ।

৮| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:০৯

একজন আরমান বলেছেন:
অপেক্ষায় থাকতে দোষ কি?

ভালো লাগলো কবি।

০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৯| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন: ৩য় ভাললাগা।

বেশ সুন্দর হয়েছে কবি!

০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ককব কেমন আছেন। কমেন্টে ও ভাললোলাগায় কৃতজ্ঞতা জানবে ন।


নিরন্তর শুভকামনা থাকলো ।

১০| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৪:০২

মাক্স বলেছেন: সুন্দর!

০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১১| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৫৮

কাজী মামুনহোসেন বলেছেন: একজন আরমান বলেছেন:
অপেক্ষায় থাকতে দোষ কি?

ভালো লাগলো কবি।

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ।

১২| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম ভালোলাগা +++++++

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।

১৩| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর হয়েছে ।

১৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

++++ রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.