নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জন্মের প্রেম ভর করেছে আকাশলীনা

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫৭





এই মুহূর্তে তোমাকে অনেক ভালবাসতে ইচ্ছে করছে

অনেক অনেক অনেক;

জন্মের প্রেম ভর করেছে আকাশলীনা;

প্রচন্ড প্রেমিক হয়ে ওঠেছি আমি

অবাক হয়ে ভাবি তোমাকে না পেলে এক মুহুর্ত বাঁচব কিনা।



তোমায় নিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করছে অচিন কোন গাঁয়,

গহীণ অরণ্যে যেথা জন্মের অন্ধকার সূর্যালোক না পৌছায়।

সেথা শুধু তুমি আমি আর কেউ নয় মেতে উঠি মধুর মিলন রচনায়।



বল তুমি কি চাও প্রাণের প্রিয়তমা?

বেদনার বিচ্ছেদ চাও নাকি মধুর মিলন আকাশলীনা?



চল যুগলবন্দি হই ;দূর পাহাড়ে দোসর হয়ে রই।





দারুচিনি বনানির দেশে ,হারিয়ে যাই অবশেষে;

সুমাত্রা জাভা সাগরে কিংবা মালয়দ্বীপে কপোতকপোতির কপট ছদ্মবেশে।



আকাশলীনা চল হারিয়ে যাই, অচিন কোন ঠায়

যেখানে তোমার আমার মাঝে পৃথিবীর সবপ্রেম নিত্য খেলে যায়।



চল প্রেমের খেলা খেলি হংসমিথুন হয়ে

মরাতেও বুঝি অনেক সুখ তোমার চোখে চেয়ে।



আকাশলীনা বড্ড অভিমানিনী

ধ্রুবতারা তুমি মম হৃদয়কুঞ্জে নিশির যামীনি।

মন্তব্য ৪২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



:) চমৎকার !

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আকাশলীনা ! নামে পর পর কবিতা লিখছেন ! ভালো !

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: লিখে ফেললাম সুপ্রিয় ব্লগার ্।কমেন্টে আর প্লাসে ধন্যবাদ।

৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:২৬

সোহাগ সকাল বলেছেন: আকাশনীলা, শব্দটা সুন্দর! কবিতায় ভালোলাগা++

০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৬:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর ভালোলঅগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪৫

সায়েম মুন বলেছেন: আকাশলীনাকে নিয়ে পালিয়ে যান। আমরা চোখ বন্ধ করে রইলাম। ;)

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি। সে কি পালাতে রাজি হবে।যে লাজুক।কি যে করি? :)

৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

এই মুহূর্তে তোমাকে অনেক ভালবাসতে ইচ্ছে করছে
অনেক অনেক অনেক;
জন্মের প্রেম ভর করেছে আকাশলীনা;
প্রচন্ড প্রেমিক হয়ে ওঠেছি আমি
অবাক হয়ে ভাবি তোমাকে না পেলে এক মুহুর্ত বাঁচব কিনা।


ভাই আপনার জন্য খুব মায়া হচ্ছে কেন জানি ? :(

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: মায়া ও কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:২৭

বটবৃক্ষ~ বলেছেন: সায়েম মুন বলেছেন: আকাশলীনাকে নিয়ে পালিয়ে যান। আমরা চোখ বন্ধ করে রইলাম.....

=p~ =p~ :P :P

আশা করছি কবিতাটা কেবলি কবিতা......


০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

কবিতাটি কি শুধুই কবিতা?

৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৪২

খেয়া ঘাট বলেছেন: আকাশলীনা বড্ড অভিমানিনী
ধ্রুবতারা তুমি মম হৃদয়কুঞ্জে নিশির যামীনি।
মোহনীয় সুন্দর ।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৪৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ++++++++ দিলাম


:) :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টেআর প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:৩৬

অদৃশ্য বলেছেন:




সেলিম ভাই

বেশ হলোতো...


শুভকামনা...

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:১০

~মাইনাচ~ বলেছেন: সুন্দর লিখেছেন

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:১৮

এসএমফারুক৮৮ বলেছেন: ভাল লিখেছেন

+++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ

১২| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:২১

শুকনোপাতা০০৭ বলেছেন: ভালো লাগল... আকাশলীনা বড্ড অভিমানী :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। শুভকামনা নিরন্তর ।

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১

আশিক মাসুম বলেছেন: ভালবাইসা মইরা যান :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: চেষ্টায় :)

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২

লাবনী আক্তার বলেছেন: মরাতেও বুঝি অনেক সুখ তোমার চোখে চেয়ে।


ভীষণ ভালো লাগল।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট ও প্লাসে ধন্যবাদ।

১৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭

মাক্স বলেছেন: ভালো লাগলো!
ডজনতম প্লাস!

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: মহান মাক্স কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:১৮

মামুন রশিদ বলেছেন: জন্মের প্রেম ভর করেছে আকাশলীনা;
প্রচন্ড প্রেমিক হয়ে ওঠেছি আমি



আপনারে দেইখা উৎসাহ লাগে সেলিম ভাই :#> :P

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি?আমি তো আপনাদের দেখে উৎসাহিত হই

ধন্যবাদ ।

১৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০১

নীল-দর্পণ বলেছেন: কি সুন্দর :)

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

১৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৫

লিঙ্কনহুসাইন বলেছেন: এই মুহূর্তে তোমাকে অনেক ভালবাসতে ইচ্ছে করছে
অনেক অনেক অনেক;
জন্মের প্রেম ভর করেছে আকাশলীনা;
প্রচন্ড প্রেমিক হয়ে ওঠেছি আমি
অবাক হয়ে ভাবি তোমাকে না পেলে এক মুহুর্ত বাঁচব কিনা।


চমৎকার

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

১৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রচন্ড প্রেমিক হয়ে ওঠেছি আমি
অবাক হয়ে ভাবি তোমাকে না পেলে এক মুহুর্ত বাঁচব কিনা।


জলজ্যান্ত একটা স্টীকি পোস্ট ঝুলার পরও এধরনের অলুক্ষুনে কথা নিতে পারছিনা সেলিম ভাই । =p~ =p~ =p~

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কি আর বলব হৃদয় ভরা প্রেম। অলুক্ষুণে টুকু নাহলে তো কবিতা হচ্ছে না।
কমেন্টে ধন্যবাদ ।

২০| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো +++++++

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬

অপ্রচলিত বলেছেন: আকাশলীনা বড্ড অভিমানিনী
ধ্রুবতারা তুমি মম হৃদয়কুঞ্জে নিশির যামীনি।


এ দুটি লাইন দুর্দান্ত বিস্ময়কর। কবিতায় (শুধুই কি কবিতা?) ভালো লাগা।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.