নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমি ভেবেছো

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:২৩





তুমি ভেবেছো ক্লান্ত হয়েছি আমি

তোমার সঙ্গে বরাবরই পরাস্ত আমি আর বিজয়ী তুমি ।



যেদিন তোমার হৃদয়ে ভালবাসার পুষ্পটি বিকশিত হবে

সেদিন তুমিও পরাস্ত হবে জানি কারণ ভালবাসার পরিপূর্ণতা লাভ করবে তুমি ।



এ এক দারুণ খেলা পরাজয় এখানে সুনিশ্চিৎ বিজয় মালা

কে চায় হারতে বল ?শুধু এ পরাজয়ে অনাবিল সুখ মেলে



তৃপ্তির ঢেকুর তোলে গভীর ঘুমে হারিয়ে যাই আমি

সেসময়টাতেই উজাড় করা ভালবাসা ঢেলে দাও তুমি।



ভালবাসা স্নানে ধন্য হই তোমার সুগভীর ভালবাসা

আমাকে নতুন করে পরাজয়ের শক্তি দেয়

সেই পরাজয়কে কেন্দ্র করে সুখপাখির মেলা বসে শান্তির সুবাস দেয়।

সুখপাখি হাসে খেলে বাসা বুনে;

আপন মনে ;

কুঞ্জবনে।

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ১ম ভালো লাগা!!!!!

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ফলস +এ ও কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো। :)

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৩২

বটবৃক্ষ~ বলেছেন: ইরফান ফাও ভালোলাগা দিসে! ১ম + কিন্তু আমিই দিলাম......:) ;)

ভালোবাসায় পরাজয় বরন করাও আনন্দের তাই না??

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম প্লাসে ও ২য় কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৩৪

এক্সপেরিয়া বলেছেন: সুন্দর ভাল লাগা...

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

তানিয়া হাসান খান বলেছেন: ভাল লেগেছে অনেক :) :) :)
অভিনন্দন :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৫৪

সোহাগ সকাল বলেছেন: সুন্দর লিখেছেন সেলিম ভাই!

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:২১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: X( X( X(

দিছি । @বটবৃক্ষ

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: প্লাসে ও কমেন্টে ধন্যবাদ।

৭| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৮

তন্দ্রা বিলাস বলেছেন: সেলিম ভাই কেমন আছেন? অনেক দিন আপনার ব্লগে কমেন্ট করা হয়নি :(

পরীক্ষা চলছে তাই নিয়মিত হতে পারছি না।

++++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: পরীক্ষা ভাল মত দিন। সময় করে কমেন্ট দেয়ার জন্য ধন্যবাদ।

৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
তুমি ভেবেছো ক্লান্ত হয়েছি আমি
তোমার সঙ্গে বরাবরই পরাস্ত আমি আর বিজয়ী তুমি ।



ভাললাগা কবি ।

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৯| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৭:০৪

নীল-দর্পণ বলেছেন: ৫ম ভাললাগা :)

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্অসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

১০| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৭

মাহবু১৫৪ বলেছেন: ++++++

৬ নং ভাল লাগা

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

১১| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: ++++

কেমন আছেন?

০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ভালআপনি কেমনআছেন । অনেকদিন পরআমার ব্লগে।

কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

১২| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০১

এরিস বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা। আর "তুমি"র জন্যে শুভকামনা।
সেলিম ভাই, আপনি এতো কবিতা লিখেন কি করে? আমার পোস্ট ই দিতে ইচ্ছে করেনা। মাঝে মাঝে এই সেই গল্পের প্লট মাথায় আসে, আলসেমির জন্যে কম্পিউটারে বসি না, আর কিছুক্ষণ পরেই স্বভাবমতো ভুলে বসে থাকি। ধৈর্য চাই। :(
প্লাস দিয়ে গেলাম।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সহমত ।আমার ও এমনটি হয়। সেরা কবিতাটি লেখাই হযনি হারিয়ে গেছে।
কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৩| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ভাল লাগলো

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর +++++++++

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

১৫| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:
++++++++++++ রইল বড় ভাই।

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ কান্ডারী। নিরন্তর শুভকামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.