নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কোথায় হারালে চন্দ্রমুখি!

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৩





কোথায় হারালে চন্দ্রমুখি

মম প্রাণে প্রেম আঁকি।

লাগছেনা কিছু ভাল

ভাবছি তোমার কি হলো!



তোমার চাওয়ায় আনচান

তোমার প্রেমে বিমুগ্ধ এ প্রাণ।

কেথায় লুকোলে ?

কোথায় গেলে?

আমায় ফেলে

কি শূন্যে লুকালে?



সেদিন প্রবল বরষণে,

দেখেছিলেম ধরণীর রূপ

বিমুগ্ধ নয়ণে।



তুমি ছিলে না পাশে

ছিলেম তোমারই আবেশে।



তোমায় ভেবে

কাটিয়েছি সারাবেলা,

দারুণ ব্যথায় নীল

নিষ্ঠুর এ প্রেম খেলা।



কোথায় হারালে চন্দ্রমুখি;

করোনা আর লুকোচুরি ,

দিয়ে যাও এ প্রাণে প্রেম আঁকি।



চন্দ্র মুখি গেয়ে যাও ভালবাসার গান

চন্দ্রমুখী গান শুনিয়ে তোমার ভরাও তৃষ্ণার্ত এ প্রাণ।





ছবি-নেট

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৬

খেয়া ঘাট বলেছেন: চন্দ্র মুখি গেয়ে যাও ভালবাসার গান
চন্দ্রমুখী গান শুনিয়ে তোমার ভরাও তৃষ্ণার্ত এ প্রাণ।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪

লিঙ্কনহুসাইন বলেছেন: চন্দ্রমুখিরে নিয়া কোবতে লিখলে শিপুভাই মাইন্ড খাইপো ;) ;) ;) বেচারা চন্দ্রমুখি নিয়া পুরাই অস্থির

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: শিপু ভাই মাইন্ড করিয়েন না।আমার আকাশলীনাকে চন্দ্রমুখি ডেকেছি। চন্দ্রমুখীদের নিয়ে সবাই অস্থির ।সাধে কিআর চন্দ্রমুখী....হনুমান মুখীকে নিয়ে কেও নিশ্চয় অস্থির হয় না।

ধন্যবাদ পাঠে ও কমেন্টে ।

৩| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর!!! ২য় ভাললাগা।

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৪| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮

আশিক মাসুম বলেছেন: ৩য় ভাল লাগা :)

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আশিক মাসুম ভাইআপনার ভাল লাগা কানে পাশ দিয়ে গেছে।এখন অন্য কেউ ৪র্থ লাইক দিতে হলে দুইটা লাইক দিতে হবেএমন ক্ষমতা ধর কেউ আছে?

৫| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোড়া মুখি চন্দ্রমুখী টা আবার কই পালালো ।
সেলিম ভাই , বেশি প্রয়োজন হলে চুনিলালের কাছে খবর নিতে পারেন । :P :P :P :P

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: চুনিলাল কই থাকে?
সেই কি তাহলে তাকে আড়ালে রাখে?
আমিতো দেবদাস
যত ই করি নেশা খেয়ে পেয়ালা সরাব
নায়ক আমি
পাতি নায়কতো নই।
চন্দ্রমুখির কপাল ভাল
সঙ্গি যদি হই।
কেন সে এমন করে
নায়ক ছেড়ে নায়কের বন্ধু নিয়ে
কানামাছি কেন খেলে? =p~

৬| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগল +++

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৮| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

হালি্ বলেছেন: চন্দ্রমুখী চৈলে গেচে :P

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: :(( :(( :((

৯| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৮

হাসি .. বলেছেন: সুন্দর কবিতা সেলিম ভাই

+ :)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

১০| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৯

তারছেড়া লিমন বলেছেন: আমিতো দেবদাস
যত ই করি নেশা খেয়ে পেয়ালা সরাব
নায়ক আমি
পাতি নায়কতো নই।
চন্দ্রমুখির কপাল ভাল
সঙ্গি যদি হই।




সুপার .......সেলিম ভাই...........সুপার..++++++++++++++++

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।

১১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ২:০০

বটবৃক্ষ~ বলেছেন: :)

০৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আর শুভকামনা ।

১২| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৩

একজন আরমান বলেছেন:
চন্দ্র মুখি গেয়ে যাও ভালবাসার গান
চন্দ্রমুখী গান শুনিয়ে তোমার ভরাও তৃষ্ণার্ত এ প্রাণ।


শেষটা দারুন কবি।

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৩| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা । তবে আরও একটু সময় দিলে আরও অনেক ভালো হত আমি শিওর :)

++++++++++

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ অপূর্ণ। আপনার মনে হয়ত এই কবিতার জন্যে অনেক সুন্দর সুন্দর শব্দ জমা হয়েছে। তাই এমন কমেন্ট ।আপনার কবিতাগুলো দারুণ সুন্দর।

কি বলবো পালিশ করা কবিতায় আবেগ কমে যায়। কেমন যেন কৃত্রিম মনে হয়। কবিতা গুলো নগদ বের করে দিলে তাজা স্বাদ পাওয়া যায়।

সময় দিয়ে লেখা উচিৎ। এতে আমার কবিতার কতটা উন্নতি সাধন হবে জানি না।আমি কবিতাগুলো দ্রুতই লিখে ফেলি। কি যে করি।অনেক সময় ভাবি নিজের জন্য ই কবিতা লিখি ।আবার ভাবি স্বার্থপরতা খুব খারাপ জিনিস।

শুভকামনা থাকলো।

১৪| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

++++++ রইল।

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.