নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মনের মাঝে অনেক কথা জমে আছে
জমে আছে অভিমান;
জমেছে অনেক প্রেম পীরিতি ভালবাসার অভিধান।
জানালাটা বন্ধ রেখেছো
ফিসফিস করা তাই বন্ধ
দম বন্ধে আটকে মরি পাচ্ছিনা তোমার সঙ্গ।
প্রেমের কথা বলব কারে
কারে জানাবো ব্যথা
একটু নাহয় কষ্ট দিতাম দিতাম দুঃখ বারতা।
সঙ্গীহীনা এই আমি তুমি বিহনে অন্ধ
জগৎজোড়াই খোলা প্রান্তর তোমরটা শুধু বন্ধ।
কথায় তোমার ভীষণ অভিমান কেমনে ভাঙাই তা
তোমার মনে জাগলে প্রেম কি কর বুঝিনা।
কে বলেছে দুঃখ থেকে সৃষ্টি হয়রে সিন্ধু
আমি বলে সিন্ধুর চেয়েও অনেক বড় ভালবাসার বিন্দু।
ভালবাসাই চরম সত্য অন্যকিছু নয়
মিলন কাব্যই মহাকাব্য ,বিরহকাব্য নয়।
যে জন বলেছে নজরুলের সব অমর সৃষ্টি নার্গিসের প্রত্যাখানে
তারে বলে দাও নজরুলের সৃষ্টি অমর হয়েছিল প্রমিলার আগমনে।
বন্ধু সে তোমার নয়
তোমার বিচ্ছেদে যে জন মহানন্দে শত্রু সেজন হয়।
এসো না প্রানের প্রিয়া
নতুন করে স্বপ্ন গড়ি উথালপাথাল প্রেম দিয়া ।
১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ওপ্লাসে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।
২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: খুব সুন্দর কবিতা
প্রেম পাগল মন
ধরা দিয়েও লুকুচুরি খেলে
আবার অপেক্ষার আসে কোন ক্ষন
শুভেচ্ছা কবি
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্অসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
পুরাই বাজে কবিতা
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: বাজেই তো।
কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।
৪| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৫
সোহাগ সকাল বলেছেন: বাজে কবিতায় ভালোলাগা।
+
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: বজে কবি তাই মানুস ভাল বাসে এখন।
কমেন্টে ধন্যবাদ।
৫| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৯
বাংলাদেশী দালাল বলেছেন: ভালো কবিটা আর লিখবে না। বাজে কবিতা চাই।
+++++
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: চেষ্টা করব। সুপ্রিয় ব্লগার।
৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬
মাহমুদ০০৭ বলেছেন: দারুণ হইছে ত !
আপনার এ ধরণের কবিতাগুলো আমার খুব ভাল লাগে ।
মডু কাব্য যেমন
হাজারটা প্লাস কবিতার জন্য ।
আরও চাই এমন বাজে কবিতা
১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
৭| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩০
তন্দ্রা বিলাস বলেছেন: কে বলল এইটা বাজে কবিতা!
প্লাস লন।
১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৯
খেয়া ঘাট বলেছেন: সঙ্গীহীনা এই আমি তুমি বিহনে অন্ধ
জগৎজোড়াই খোলা প্রান্তর তোমরটা শুধু বন্ধ।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।