নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মেন্ডেলা মেটাফর
শক্তিশালী ভীষণ দারুণ সৃষ্টিশীল
দাসত্বপ্রথা বিলোপ করিয়া দানিল ইন্দ্রনীল।
মেন্ডেলা মেটাফরে
ঢুকে যাবে তুমি বর্ণবাদী আফ্রিকার নিষঠুরতম ইতিহাসের গভীরে ।
মানবতার চরম বিপর্যয়ে ঘুরেছিল এক শক্তিশালী চাকা
নেলসন মেন্ডেলা সেই চাকাটির বুকে দারুণ ভাবে আঁকা ।
মেন্ডেলা চাকার প্রবল ঘূর্ণনে বর্ণবাদী বিধলো অবাক বানে
টেনে হেচড়ে অতলান্তিকে দাসত্বরে দিল ফেলি
হৃদয়ের মেটাফরে তাই মেন্ডেলা মেন্ডেলা বলি।
তুমি জন্মেছিলে কৃতদাস হয়ে হয়েছো রাজাধিরাজ
মৃত্যু শয়াণে দূর্বল সবে সেখানেও তুমি অপার শক্তিশালী আজ।
তোমার হৃদপিন্ডটি চলছে জানি ঢিপ ঢিপ করে
যদিও তা থেমে যায়;
মেন্ডেলা চাকা থামবে না কভু
সেই চাকার অসীম শক্তিতে মৃত্যু ও অসহায়।
অমর মেন্ডেলা চাকা তার সুদীর্ঘ কারাবাসেও কেমনে
মুক্তমনের সবাইকে যেন ঐশ্বর্যের আলোক দানে ।
কারারুদ্ধ যে জীবন দেখায় জীবনের আলো
সবার উপরে মানুষ সত্য হোক না যতই কালো।
নেলসন মেন্ডেলা অহিংস বিপ্লবের নাম
শ্রদ্ধার্ঘ মম তব পদতলে লও লাল সালাম।
---------------------------------------
উৎসর্গ; শান্তির দূত নেলসন মেন্ডেলা।তার দীর্ঘজীবন আরো দীর্ঘতরহোক।সত্তুর বছরের ল্যান্ডমার্ক পেরিয়েছেন অনেক আগেই ।১৯১৮সালের ১৮ জুলাই তার জন্ম।সুদীর্ঘ সময় কারাবাস ।তার পরও তার জীবনী মানুষকে সামনে চলার প্রেরণা দেয়।শতবর্ষী হোক মেন্ডেলা ।
ছবি নেট
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। শুভকামনা ।
২| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪
মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লিখেছেন ভাই। আমার কাছে ভালো লাগলো।
১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।সুপ্রিয় ব্লগার।
৩| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৬
নিয়েল হিমু বলেছেন: ++++++++++++++++
১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৪
সেলিম আনোয়ার বলেছেন: প্লাসে ধন্যবাদ আর শুভকামনা
৪| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: প্রবাদ পুরুষ
১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।
৫| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬
এরিস বলেছেন: কবিতা আর উৎসর্গ দুটোই ভালো লেগেছে। প্লাস।
১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৬| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৪
বোকামন বলেছেন:
কবিতা ভালো লেগেছে কবি ! খুব ভালো লেগেছে .......।
[৪+]
১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ কবি । কেমন আছেন?
৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৯
বাঘ মামা বলেছেন: এমন মানুষ গুলো পৃথিবীতে হাজার বছর বেঁচে থাকুক।
ধন্যবাদ লেখক কে
১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমে,ন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৮| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৮
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার লেখা ।
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৯| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৯
সায়েম মুন বলেছেন: সুন্দর লিখেছেন কবি।
মেন্ডেলার প্রতি শ্রদ্ধাঞ্জলী।
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কবি কমেন্টে ও প্অসে ধন্যবাদ । নিরন্তর শুভকামণা ।
১০| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১২
মাহমুদ০০৭ বলেছেন: প্রথম কথা , ম্যান্ডেলা কে নিয়ে লিখেছেন এটা অনেক ভাল লাগল ।
দ্বিতীয় কথা , সহজ ভাষার সুন্দর কবিতা টা চমৎকার লাগল ।
ম্যান্ডেলা সুস্থ হয়ে আমাদের মাঝে বেঁচে থাকুক অনেক বছর ।
পোষ্টে প্লাস ।
সেলিম ভাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি ।
ভাল থাকবেন ।
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে আপনাকে ও ধন্যবাদ। মাহে রমজানের শুভেচ্ছা থাকলো ।
১১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
++++++++++
১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।
১২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর
১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে। আজ মেন্দেলার জন্মদিন।কিংবদন্তীর জন্মদিনে লাল গুলাপ শুভেচ্ছা ।
১৩| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ম্যান্ডেলা সুস্থ হয়ে উঠুক।
১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।শুভকামনা ।
১৪| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “কারারুদ্ধ যে জীবন দেখায় জীবনের আলো
সবার উপরে মানুষ সত্য হোক না যতই কালো।”
দারুণ বলেছেন!
নেলসন ম্যান্ডেলা বেঁচে থাকুন সহস্র বছর।
ম্যান্ডেলা সুস্থ হয়ে ওঠছেন এবারও। কিন্তু শকুনেরা অন্য খবর নিয়ে অপেক্ষা করছিলো ‘নিউজ ব্রেইক’ করার জন্য ।
আহা মিডিয়া...!
১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
ধূর্ত উঁই বলেছেন: সুন্দর কবিতা +
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !