নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ছবি..নিজের আঁকা
এখনকার কবিতা গুলো কঠিন হয়ে যাচ্ছে বেশ
বেশির ভাগই মাথার উপর দিয়ে চলে যায়।
গীটারের তার ছিড়ে কবিরা আকাশ ছুতে চায়।
নক্ষত্র গুলো গীটারে তারে বেধে ছুড়ে সমুদ্রের নীলিমায়।
টিকটিকির লেজের আঘাতে রানা প্লাজায় ধ্বস নামে।
কবিতার আকিবাকি আজ ব্ড্ড জটিল নশ্বর ধরাধামে।
প্রেমিকারাও আজ দারুণ কঠিন দুলাইন কবিতায় বশ মানে না
প্রেমের কবিতাকে তারা বাজে কবিতা বলেন।
কবিতা ব্যর্থ হয়
অশ্রাব্য কথাগুলোতে তারা অতটা বিরক্ত নয়
প্রেম টিকে থাকে লুকোচুরি খেলায় ।
অবজ্ঞার বেড়াজালে প্রেমাস্পদের দীর্ঘ নাভিশ্বাস
তবু আশায় থাকেন,
হয়ত কোন এক ক্ষণে ভালবেসে ফেলতে পারেন,
নাটোরের বনলতাসেন।
জমানা বদলে গেছে বদলে গেছে অশ্লীলতা
শিশ্নটাআজ ভীষণ পবিত্র তাতে মাখা শালীনতা।
তেতুলসোনা সম্ভাষনে প্রিয়তমার প্রেম উবে যায়
কর্পূরের মতন
এর চেয়ে বাজে শব্দটি নেই ধরাতেএখন
সম্পর্কের শেষ সুতোটিও ছিড়ে যায় আর টিকেনা
তারপরও তোমাকে অভিবাদন তেতুলসোনা।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।
২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
শিরোনাম সুপার হইছে বড় ভাই +++++ লন
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৬
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: তেতুলসোনা সম্ভাষনে প্রিয়তমার প্রেম উবে যায়
কর্পূরের মতন
এর চেয়ে বাজে শব্দটি নেই ধরাতেএখন
সম্পর্কের শেষ সুতোটিও ছিড়ে যায় আর টিকেনা
তারপরও তোমাকে অভিবাদন তেতুলসোনা।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সবচেয়ে অপ্রীয় শব্দ বুঝি তেতুল......কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।
৪| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৭
মাহতাব সমুদ্র বলেছেন: বেশির ভাগই মাথার উপর দিয়ে চলে যায়।
১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১১
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৪
অপূর্ণ রায়হান বলেছেন: প্রেমিকারাও আজ দারুণ কঠিন দুলাইন কবিতায় বশ মানে না
হা হা হা ++++++++++
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্অসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
৬| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৫
মামুন রশিদ বলেছেন: বাহ, কবিতাটা সুন্দর । ছবিটাও এঁকেছেন বেশ..
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।ধন্যবাদ। শুভকামনা ।
৭| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬
অদৃশ্য বলেছেন:
সেলিম ভাই
ভালো লাগছে
শুভকামনা...
১৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।
৮| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪
তীর্থক বলেছেন: "কবিতা ব্যর্থ হয়
অশ্রাব্য কথাগুলোতে তারা অতটা বিরক্ত নয়
প্রেম টিকে থাকে লুকোচুরি খেলায় ।"
ভালো এবং মোটামুটি ভালো।
ধন্যবাদ!
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।
৯| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শিরোনাম ভালা লাগলো
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন: ৩য় ++++