নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অযাচিত স্বপ্ন অযাচিত বেদনা
কালোত্তীর্ণ প্রেম কালোত্তীর্ণ সাধনা ।
ভেসে থাকে হাসের দল জলতরঙ্গে যেমন,
সুখের আশায় ক্লান্ত পাখিরা বিষন্নতায় তেমন।
ওড়ে যায় সুখ পাখি ওড়ে ওড়ে আশা
পিয়াসীর পিয়াসা মিটাই কেমনে ?
যেথায় পরাবাস্তব শুধুই হাওয়ায় ভাসা।
প্রেমের দোলায় দুলছি যখন ভীষণ আনমনে
শুধু দূরে চলে যাও সুখের পাখিরা জানে।
আছে কি নতুন কোন ছলনা
আছে কি নতুন কোন প্রহসন
যে প্রহসনে হৃদয়ের ক্যানভাসে
দূর অতীতের কোন ব্যর্থতা ফিরে আসে।
স্বপ্ন সাধনায় বিভোর যখন বীর মুক্তিসেনা
বীর দর্পে শকুনেরা তখন করিতেছে ডাকুপনা।
সেসব ভেবেছি কিশোরবেলায় ভীষণ সে জ্বালা
যারা দানিল কালো ছায়া তাদের গলেই কেন বিজয় মালা?
যখন তারা বিচারের কাঠগড়ায়
স্বপ্ন বুঝি সফল হলো কঠিন সততায়।
বিচাপতির বিচার কেমন লাগে শুধু প্রহসন
সকল জনে বিড়ম্বণায় বেচে যায় আসলজন।
প্রহসন প্রহসন ,
তোমার বিচারেও দারুণ অযোগ্য সত্যি প্রেমিক মন।
জগৎ জুড়ে এমনই বিচার এটি সত্য মানি
তোমার প্রেমেই হৃদয় আমার দারুণ বিশুদ্ধ জানি।
তবু ভাবে এ চাতক মন
আমায় ফেলে যাবে কি দূরে তোমার হেয়ালীমন।
অন্য কাহারে লয়ে ভুলে কি যাবে তোমারই আসল জন
তার চেয়ে বড় ধরণীর পরে আছে কি কোন প্রহসন।
১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: একটানে পড়লাম , ভালো লাগলো !
১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১১
এরিস বলেছেন: স্বপ্ন সাধনায় বিভোর যখন বীর মুক্তিসেনা
বীর দর্পে শকুনেরা তখন করিতেছে ডাকুপনা।
সেসব ভেবেছি কিশোরবেলায় ভীষণ সে জ্বালা
যারা দানিল কালো ছায়া তাদের গলেই কেন বিজয় মালা?[/sb ]
প্লাস।
১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৪| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
রুপ।ই বলেছেন: খুব ভালো লেগেছে ,
"ওড়ে যায় সুখ পাখি ওড়ে ওড়ে আশা
পিয়াসীর পিয়াসা মিটাই কেমনে ?
যেথায় পরাবাস্তব শুধুই হাওয়ায় ভাসা।".........।
১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
এক্সপেরিয়া বলেছেন: ভাল লেগেছে...
১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৬| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৮
নীল-দর্পণ বলেছেন: ভাল লাগা
১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
৭| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৩
মামুন রশিদ বলেছেন: খুব ভাল লেগেছে ।
১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
৮| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৪
মাহমুদ০০৭ বলেছেন: অন্য কাহারে লয়ে ভুলে কি যাবে তোমারই আসল জন
তার চেয়ে বড় ধরণীর পরে আছে কি কোন প্রহসন
স্বপ্নেরা খালি মরে যায় ।
কবিতায় ভাল লাগা ।
++++++
১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৯| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কংরেচুলেশন ফর ৩৩৩ নাম্বার পোস্ট ।
১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: নেলসন নাম্বার মানেআউট হওয়ার সম্ভাবণা । ভয়ে ৩৪ নম্বর পোস্ট দিয়ে দিলাম।ইচ্ছা আছে বর্ষপূর্তিতে ৩৬৫ খানা পোস্ট হবে ।তারপর থামব।আর ৩১ খানা বোধ হয় পারবো না ।
১০| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:২২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগা।
+++
১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:০৮
রোমেন রুমি বলেছেন: ভেসে থাকে হাসের দল জলতরঙ্গে যেমন,
সুখের আশায় ক্লান্ত পাখিরা বিষন্নতায় তেমন
সুন্দর!
সেলিম ভাই ।
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
১২| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
স্বপ্নবাজ অভি বলেছেন: একটানে পড়লাম , ভালো লাগলো !
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৩| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩৮
একজন আরমান বলেছেন:
আছে কি নতুন কোন ছলনা
আছে কি নতুন কোন প্রহসণ
যে প্রহসনে হৃদয়ের ক্যানভাসে
দূর অতীতের কোন ব্যর্থতা ফিরে আসে।
বেশ ভালো লাগলো কবি।
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৪| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৬
বটবৃক্ষ~ বলেছেন: আছে কি নতুন কোন ছলনা
আছে কি নতুন কোন প্রহসণ
যে প্রহসনে হৃদয়ের ক্যানভাসে
দূর অতীতের কোন ব্যর্থতা ফিরে আসে।
++++++++
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৫| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৪
বোকামন বলেছেন:
দারুণ হয়েছে কবি ! ৯ম ভালোলাগা রইলো ।।
ভালো থাকবেন......।
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৬| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৫
অপূর্ণ রায়হান বলেছেন: ১০ম ভালোলাগা ভ্রাতা +++++++++++
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালো লাগলো কবি! প্লাস দিলাম।
আমার ব্লগ পাতায়ও আমন্ত্রন জানাই, শুভকামনা আপনার প্রতি।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: অন্য কাহারে লয়ে ভুলে কি যাবে তোমারই আসল জন
তার চেয়ে বড় ধরণীর পরে আছে কি কোন প্রহসন।
সুন্দর কবিতা
শুভকামনা