নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোমার হৃদয় নাই!
হৃদস্পন্দনও নাই!
তোমার কোন অকৃত্রিম অনুভূতি নাই!
সব কিছুই মেকি তাই!
তোমার বচনের কোন অর্থ পাইনা আজ।
তোমার কবিতায় যান্ত্রিক ছন্দমিল
ওতে জীবনের ছুঁয়া পাইনা ।
তোমার হৃদয়ে বিশুদ্ধ বাতাস নাই
তোমার প্রেমে মৃতরা ভর করে।
তোমার ঠুনকো ভালবাসা বালিয়ারীর মতন
উবে যায় হাওয়ায়
তাই তোমার ও রূপেরও দাম নাই
সবই ছদ্মবেশ।
সেগুলোর আড়ালে নিদারুণ নিষ্ঠুরতা
আর অসত্যের সমাবেশ।
গড়েছো এক অদৃশ্য শক্ত দেয়াল
ওটা ভেঙে না ফেললেই নয়
ওটা মায়াজাল মিথ্যার প্রাচীর
ওটা পতনের ভিত্তি তৈরী করে
ওটা সঙ্গীহীন নিদারুণ একাকিত্ব দান করে।
হে হৃদয়হীনা!
তব হৃদয়ে হৃদয়ের দাম আছে কিনা?
হে হৃদয়হীনা!
সত্যি করে বল অবজ্ঞায় সুখ মেলে কিনা?
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কি যে বলেন কবি..ধরনী সর্বংসহা কেন? যদি নিষ্ঠুরতা তাকে গ্রাস না করে। সুন্দর কমেন্টে ধন্যবাদ। বিষাদী কবিতায় ভাললাগায় নিরন্তর শুভকামনা থাকলো সুপ্রিয় কবি।
২| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৬
বাংলার হাসান বলেছেন: ++++++++++++++++
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার প্লাসে ধন্যবাদ।
৩| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩
জুন বলেছেন: সারা পৃথিবীর অধিকাংশ মানুষই মনে হয় এরকম। সুতরাং এটাকে ব্যাতিক্রম কিছু মনে না করাই বেটার সেলিম।
সহজ সরল কবিতা ভালোলাগলো ।
+
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: জুনাপি।নিদারুণ সত্যি কথা। শুধু যার বোঝার সেই বুঝলো না ।
কমেন্টে ও ভাল লাগায় নিরন্তর শুভকামনা। অনেকদিন পর আপনাকে পাওয়াগেল। দারুণ ভাল লাগছে। ভাল থাকবেন সবসময়।
৪| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !
২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
৫| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪
একজন আরমান বলেছেন:
হে হৃদয়হীনা!
সত্যি করে বল অবজ্ঞায় সুখ মেলে কিনা?
দুর্দান্ত।
২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯
সেলিম আনোয়ার বলেছেন: বেদনায় ভরিয়ে দিতে চাইলাম
তাই দুঃখগুলো দিয়ে লিখলাম
দুঃখকথন...হৃদয়ের যন্ত্রণা যদি কিছুটা হলেও লাঘব হয়।
৬| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
হৃদয়হীনাদের হৃদয়ে কি একটু মায়া হতে পারেনা আমার এই বড় ভাইটির জন্য।
২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯
সেলিম আনোয়ার বলেছেন: এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে?
৭| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
হৃদয়ের দাম কি ভাই দেয়া সম্ভব আর তাও হৃদয়হীনার কাছ থেকে
২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১
সেলিম আনোয়ার বলেছেন: অসম্ভব!
পাথরে ফুটেনা ফুল
পাথর শুধু আঘাত দানে
পাথর ক্ষত বিক্ষত করে
পাথর থেকে ভালবাসা তাই অনেক দূরে।
৮| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০১
বোকামন বলেছেন:
কবি ভালো আছেন ?
কবিতায় প্লাস রইলো :-)
ভালো থাকুন খুব .......।
২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ
ভাল থাকুন সবসময় মুভকামনা্
মন ভাল নাই
প্রাণটা বুঝি যায়
প্রনের সখি আমায় ফেলে
কার ভূবনে হায়!
৯| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫
মামুন রশিদ বলেছেন: হৃদয়হীনার অবজ্ঞায় বিপর্যস্ত কবি!
আপনার কবিতার সহজিয়া রুপটা ভালো লাগে ।
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। হৃদয়হীনার অবজ্ঞায় শেষ হয়ে গেলাম।হৃদয়হীনার হৃদয়ে যদি একটু ভাল বাসা জন্ম নিত! কি ন্তু সেটা কি হবে কখনো?
১০| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হে হৃদয়হীনা!
সত্যি করে বল অবজ্ঞায় সুখ মেলে কিনা-সুন্দর লাইন গুলো!
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: জীবন শেষ। আর লাইন সুন্দর হলে কি হবে। হৃদয়হীনার খবর নাই।
ভাল থাকবেন সবসময়।
১১| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সোনালী ডানার চিল বলেছেন:
এ সহজ হৃদয়বৃত্তান্ত হৃদয়হীনাকে কবি-র হৃদয়ে টেনে
আনুক, প্রত্যাশা রাখলাম...............
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। শুভকামনায়। ও ভাললাগায়। আপনার প্রত্যাশা পূরণ হোক কবি ভাল থাকবেন।
১২| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
রাইসুল নয়ন বলেছেন:
হৃদয়হীনার প্রেমময় হৃদয় হোক!!
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুন্দর কমেন্টে ও শুভকমনায়। ভাল থাকবেন নয়ন। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ৭ ম প্লাস ভাইয়া। ভালো লেগেছে
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৯
সীমাবেস্ট বলেছেন: তোমার হৃদয়ে বিশুদ্ধ বাতাস নাই
তোমার প্রেমে মৃতরা ভর করে -সুন্দর !
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। এযে চরম প্রেমের কবিতা হৃদয়হীনা সেটিও বুঝবে না।ওটা বুঝার বুদ্ধি ওর হয়নি।
১৫| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:০২
রোমেন রুমি বলেছেন: কে এই হৃদয়হীনা ?
ভাল লাগল ।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: হৃদয়হীনা সে যার হৃদয়ে ভালবাসা নেই। ধন্যবাদ কবি ভাল থাকবেন।শুভকামনা থাকলো ।
১৬| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো। আপনার পোস্ট অনেক দিন পড়া হয় না। আজ সময় করে পড়বোই । ভাল থাকুন।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠে ও ভাল লাগায়।নিরন্তর শুভকামনা থাকলো। শুভসকাল।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪
লেখোয়াড় বলেছেন:
এটা কি রকমের আকাঙ্খা, পৃথিবীতো এত নিষ্ঠুর নয় সেলিম।
তবে কেন এত অন্তক্ষরা, কেন এত সংক্ষুব্ধতা!!
কারো অবজ্ঞা পেলে নিজেকে বেশি চেনা যায়।
কবিতার নাম হৃদয়হীনা হলেও প্রকাশ ভাল লেগেছে।
জয় হোক হৃদয়বানদের।
শুভকামনা সেলিম আনোয়ার।