নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বহুরুপী প্রেমী রূপের পাহাড়
তোমার রূপে অধীর আমি আজ বাধনহারার ।
যত ছুটেছি তোমার পানে
তুমি চলে যাও অন্যখানে।
বিরহ দানে
আমার মনে।
জীবনে জড়াতে চেয়েছি তোমারে
তুমি চলে যাও জাগিয়ে মায়ারে।
বেসেছিলাম ভাল মরিচকা তোমায়
তোমার ভেলকী অসহায় প্রাণে প্রেম জাগায়।
কথার জাদু ছড়াও
অনেক কাছে টেনে আবার দূরে সরাও।
ভালবাসার ফাদ পেতেছো বেশ
হৃদয়টারে লয়ে খেলা কর রচো এক দারুণ আবেশ।
দুমড়ে মোচরে দাও
তারপর ছুড়ে ফেল দূরে
অথৈ সাগরে।
উত্তামাশা দ্বীপে
এন্টার্কটিকায় সাদা বরফে
মারিয়ানা ট্রেঞ্চের গভীর খাতে
বেশ তফাতে
নায়াগ্রায় ভিসুভিয়াসে
তোমার প্রেম রূপবদলায় নতুন রূপে আসে।
মৃত্যু ডেকে আনো
মরার মরারে মেরে নিত্য নতুন দুঃখ দানো।
জানি সেথা সুনিশ্চিৎ মরণ
করে তুমি হৃদয় হরণ
তোমার কোমল রূপের এ কি বরণ!
ভীমরতি তুমি মিথ্যে স্বপন
নিষ্ঠুর তুমি দারুণ অকরুণ।
ঠান্ডা মাথার খুনি
নিষ্ঠুর তোমার অপরূপ ঐ বদনখানি!
খেলে যাও নিত্য নতুন খেলা।
কাটছে সময় যাচ্ছে বেলা
পেয়ে তোমার অবহেলা।
নিত্য রূপ পাল্টাও
নতুনরূপে আভির্ভূত হও
বহুরূপী তুমি, ভ্রম তুমি ; কখনো সত্য নও!!
২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা
২| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
রাজু মাষ্টার বলেছেন: ঠান্ডা মাথার খুনি
নিষ্ঠুর তোমার অপরূপ ঐ বদনখানি
বহুরূপী তুমি, ভ্রম তুমি ; কখনোই সত্য নও!!
অনেক ভালো লাগলো... 2nd ++
২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। পৃথিবীতা মায়ার ছলনা....প্রেমিকা আর কিছু নয় শুধু ই মরীচিকা
৩| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
নাছির84 বলেছেন: নিত্য রূপ পাল্টাও
নতুনরূপে আভির্ভূত হও
বহুরূপী তুমি, ভ্রম তুমি ; কখনো সত্য নও!!
....লাইনগুলো বিশ্বাস করি। দারুন লিখেছেন কবি।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধণ্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:১২
রোকেয়া ইসলাম বলেছেন: ভালবাসার ফাদ পেতেছো বেশ
হৃদয়টারে লয়ে খেলা কর রচো এক দারুণ আবেশ।
দুমড়ে মোচরে দাও
তারপর ছুড়ে ফেল দূরে
অথৈ সাগরে।
দারুন লাগলো প্রতিটা কথামালা......।
খুব সুন্দর কবিতা।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।
৫| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:২১
প্রোফেসর শঙ্কু বলেছেন: ৩য় প্লাস।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। শুভকামনা নিবেন।
৬| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো !
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩২
সেলিম আনোয়ার বলেছেন: আমার কবিতা আসে আবেগ থেকে প্রেম থেকে ভাল কি না জানি না ।
৭| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৫
চেয়ারম্যান০০৭ বলেছেন: +
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৯
সেলিম আনোয়ার বলেছেন: চেয়ারম্যান সাহেব এতদিন পর তারপরও শুধু একটা ছোট্ট + মাইন্ড খেলাম ।
৮| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:২২
লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো লাগলো ।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৯| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৩
আরজু পনি বলেছেন:
বহুরুপীরা ভ্রমই হয় , সেলিম ...
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সহমত ্
সেই ভ্রমের পিছনে ছুটে,,,,সময় নষ্ট..হৃদয়ে ব্যাথার পাহাড় দারুণ কষ্ট
১০| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭
সুপান্থ সুরাহী বলেছেন:
ঠান্ডা মাথার খুনি...!
ভালই লাগল
আমার এমন একজন ঠান্ডামাথার খুনি দরকার! তাইলে সব খুন কইরা পিএম হইতাম!
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি যদি আপনাকেই কতল করে তাহলে!
১১| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:২৫
অন্তহীন বালক বলেছেন: নিত্য রূপ পাল্টাও
নতুনরূপে আভির্ভূত হও
বহুরূপী তুমি, ভ্রম তুমি ; কখনো সত্য নও!!
+
২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।
১২| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪২
রোমেন রুমি বলেছেন: বহুরূপী তুমি, ভ্রম তুমি ; কখনো সত্য নও!!
কার উপর এত বিরক্ত ?
সেলিম ভাই
শুভ রাত্রি ।
২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: মেঘের দেশের পরী ।কমেন্টে ও প্লাসে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।
১৩| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
++++ রইল
২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী অথর্ব ,কমেন্টে ও প্লাসে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।
১৪| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১১
বৃতি বলেছেন: ঠান্ডা মাথার খুনি
নিষ্ঠুর তোমার অপরূপ ঐ বদনখানি!
ঠান্ডা মাথার খুনি বলতে পারলেন ঐ অপরূপ বদনখানির মালিককে?
২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: she killed me, killing me several times......so she is cool headed killer,,no doubt.......she is still killing me,
thanks for your nice comment. good wishes for you.
১৫| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: চিঠি দিও
--মহাদেব সাহা
করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও
আঙ্গুলের মিহিন সেলাই
ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও,
এটুকু সামান্য দাবি, চিঠি দিও, তোমার শাড়ির মতো
অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি।
চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও ...
বর্ণণা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও!
আজো তো অমল আমি চিঠি চাই, পথ চেয়ে আছি,
আসবেন অচেনা রাজার লোক
তার হাতে চিঠি দিও, বাড়ি পৌঁছে দেবে ....
এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো, তোমার কুশল! ...
করুণা করে হলেও চিঠি দিও, ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি
দিও খামে
কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শিস
একটি ফুলের ছোট নাম,
টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু, হয়তো পাওনি খুঁজে
সেইসব চুপচাপ কোন দুপুরবেলার গল্প
খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে, তাই লিখো
করুণা করে হলেও চিঠি দিও, মিথ্যা করে হলেও বোলো, ভালবাসি !
১৬| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩
মো: আতিকুর রহমান বলেছেন: ভাল লাগল +
২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
১৭| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০
সোমহেপি বলেছেন: ভাই এক্কেবারেই ভালো লাগে নাই।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রথম প্লাস। ভাল লাগলো। শুভবিকেল।