নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

পুরুষ !:#P

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩০





তোমার চোখে অপলক তাকিয়ে থাকি

বার বার দেখি

নারী তুমি বড্ড বিরক্ত হও।

কামুক বলে আমাকে ঘৃণা দাও।

পাশবিক বলে অপবাদ দাও।



আমার চোখে জন্মের নেশা তোমাকে দেখার

আমি কামদেব হয়ে যাই তোমাকে পাবার

ঈশ্বরের নিষেধ অমান্য করি

সেই ঈশ্বরকেও দোষারূপ করি

যিনি তোমাকে এত সুন্দর করেছেন; কেন?

আর আমার এ বুকে এত তৃষ্ণা দিয়েছেন ; কেন?



তোমার ওষ্ঠ লেহনে তোমায় স্পর্শ দানে

তোমায় জড়িয়ে ধরে শূণ্যে তোলে প্রফুল্ল মনে

আদরে সঙ্গমে অপার ভালবাসায় সিক্ত করে

এ পুরুষ হৃদয় নিত্য প্রেমের খেলা করে।





তুমি তাই ঘৃণা কর এ পুরুষেরে!

কেন ?শোধাই তোমারে ।







ঈশ্বর সৃজিছে তোমারে আমারে

আমার মনের পরম কামনা ভালবাসারে

তুমি সৃজিছো আমার আমারে আমাদেরে

আমাদের সন্তানেরে ।



বল কিভাবে?জিগাও তোমারে!

আমি নির্লজ্জের মত ভালবাসি তোমায়

তুমি তাতে সৃষ্টি কর নতুনেরে।



কুমারী জীবনে পেরেছো কি কভু

এমন কিছু সৃজিতে

পারবে কখনো?

ভেবেছো কি তা ?

যে ঈশ্বর সৃজিছে তোমারে,

সেই ঈশ্বর সৃজিছে আমারে,

করেছে আমাকে কামদেব;

তোমাকে করেছে রাধা,

কৃষ্ণ লীলায় কামুক আমি ,সাতটি পাকে বাধা?



মানব সভ্যতাই বিলীন হতো থাকত না যদি পুরুষ কামনা

তাই বলি এই পুরুষেরে তুমি ভালবাসো ও রূপসী ললনা । !:#P

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর সোনালী প্রেম কাব্য
ভাললাগা থাকল
পুরুষ হল কামুক আর নারি তার ছায়া
দুইয়ে মিলে ভালবাসা জগতের কায়া

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভাল লাগা। অনেকেইএটি ভালগার কবিতা বলার চেষ্টা করবে এটা কিন্তু কবিতা।একেবারে দার্শনিক কবিতা ।১৫ + কাবিতা

২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
লুলৎকার !!

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: এই রকম শব্দ জীবনেও শুনি নাই । শব্দটা কি বলাৎকার হবে স্যার ।

৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:

আপনে মিয়া এই কবিতার লিংক আমার টাইম লাইনে দিছিলেন ....
ভাগ্যিস এমন লুল কবিতা ডিলিট মারছিলাম /:)

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই আপনার ভাগ্য ভাল। সময় মত ডিলিট মারছিলেন।আমরা যারা বৃদ্ধ হই নাই তারা তো একটু লুলই। বহুরূপী প্রেমী তো আর নই।

৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ইমুর কারণে কবিতা লুল মনে হয়েছে।আমি দেখি ভাল কবিতা । ইমু চেঞ্জ করবো ।

৫| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৫

বাংলার হাসান বলেছেন: কবি লেখলে হয় কবিতা। আর গল্পকার লেখলে হয় চটি।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিরা গ্রামার মানে না..কবির কবিতায় অশ্লীলতা শিল্প । কবিতায় কোন অশ্লীল শব্দই তো ব্যবহার করিনি।

কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: লুল কবিতা বলাই যায় ! তবে ১৮ + ট্যাগ দেয়ার মত লুল না ! দুর্বল এবং নিম্মমানের একটি লুল কবিতা বলা যায় !

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: যাক শেষমেষ লুল ক্যাটগরিতে ই পড়ল। লুল এর একটা প্রকারভেদ থাকলে ভাল হতো। যাই হোক একজন পুরুষের কবিতা।

তবে কবিতা নিম্নমানের হয়েছে। সেক্স ব্যপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও ব্যাপারটা সেনসিটিভ।

ধন্যবাদ।

৭| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:০০

তারছেড়া লিমন বলেছেন: চরম সত্য কয়জন উপলব্ধি করতে পারে ভাই ........ লুল বলেন লুলামি বলেন সব শেষে তো সেই আমি পুরুষ বই অন্য কিছুতো নই........

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সহমত । আমি একজন পুরুষ। আর পুরুষরাও মানুষ। নারীদের মত এত বেশি লজ্জাশীল হলে প্রডাকশন বণ্ধ হয়ে যেত। তাই পুরুষের লুলামি মেয়েদের তথা মানুষের স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ।মানব সভ্যতা বিকাশে ও অস্তিত্ব রক্ষার্থে এর ভূমিকা অপরিসীম ।

কমেন্টে ধন্যবাদ ।

৮| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:
লুল হয়া গেলাম কবিতা পাঠে

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: আমার মাঝে তোমার লীলা হবে
--রবীন্দ্রনাথ ঠাকুর


আমার মাঝে তোমার লীলা হবে,
তাই তো আমি এসেছি এই ভবে।
এই ঘরে সব খুলে যাবে দ্বার,
ঘুচে যাবে সকল অহংকার,
আনন্দময় তোমার এ সংসার
আমার কিছু আর বাকি না রবে।

মরে গিয়ে বাঁচব আমি, তবে
আমার মাঝে তোমার লীলা হবে।
সব বাসনা যাবে আমার থেমে
মিলে গিয়ে তোমারি এক প্রেমে,
দুঃখসুখের বিচিত্র জীবনে
তুমি ছাড়া আর কিছু না রবে।



কমেন্টে ধন্যবাদ কান্ডারী। কবিরা একটু লুল হওয়া স্বাভাবিক। দুখু মিয়া ও লুল ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.